Ehaan's Mummy

  • Home
  • Ehaan's Mummy

Ehaan's Mummy Alhamdulillah for everything �

30/07/2025

রাতের রান্না😊

30/07/2025

যারা ফেসবুকে হাজব্যান্ড/ওয়াইফ নিয়ে একটু বেশীই অনুভূতি প্রকাশ করে থাকেন তাদের জন্য রিমাইন্ডার।
:
:
পরিচিত বেশ কয়েকজন বোনের সংসার ভাঙতে যাচ্ছে। অনেকের সংসারে প্রচন্ড অশান্তি। কারও বাচ্চার অসুস্থতা লেগেই আছে।
অথচ এই হাজব্যান্ড/ওয়াইফ গুলো আপাতদৃষ্টিতে অনেক ভাল, সবাই দ্বীন মেনে চলার চেষ্টা করে। পূর্ণ পর্দা করেন, পরকিয়ার সমস্যাও নেই। তাদের সংসার ভাঙার মত বড় ধরনের কোন রিজন নেই। কিন্তু তবু ডিভোর্স হয়েছে, হতে যাচ্ছে।
এই ভাই/বোনগুলোর ফেসবুক আইডি ঘুরে দেখলে দেখবেন এই তো ক'দিন আগেও স্বামী/স্ত্রীর প্রশংসায় কত স্ট্যাটাস দিয়েছেন, দুজনের পর্দা করা রোমান্টিক পোজের ছবি আপলোড করেছেন। সেখানে কতগুলো চাটুকার ছেলে/মেয়ে কমেন্ট করে "Wow, So sweet, How romantic, যেন জান্নাতের কোন দৃশ্য দেখছি, আপু, ভাইয়া তোমাকে কত ভালবাসে, ভাইয়া আপনি ভাগ্যবান এমন বউ পেয়েছেন" ইত্যাদি ইত্যাদি। আপু/ভাইয়াও কমেন্টগুলোতে টপাটপ লাইক করে লাভ সাইন দিয়ে দেন।
ভাইয়া/আপু জানেনই না কমেন্টকারী বা লাইকারদের মধ্যে কার বদ নজর ইতোমধ্যে লেগে গেছে তাদের সুখের সংসারে।
বদ নজরের সত্যতা হাদিস দ্বারাই প্রমাণিত।
রাসূলুল্লাহ্ সা. হাসান ও হুসাইন রা. এর জন্য এই দোয়া পড়তেন,
“আল্লাহর পরিপূর্ণ বাণী সমূহের মাধ্যমে আমি তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করছি সকল প্রকার শয়তান থেকে, বিষধর প্রাণীর অনিষ্ট থেকে এবং সকল প্রকার বদ নজর থেকে।”
(বুখারী)
সুতরাং ভাল কিছুর প্রতি কারও বদ নজর লাগার ঘটনা সত্য। যার বদ নজর লাগে তিনি হয়তো নিজেই জানেন না যে তার বদ নজর কারও উপর পড়েছে।
এখন প্রশ্ন আসতে পারে, স্বামীর স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না বলেই ডিভোর্সের দিকে যাচ্ছে, এখানে বদ নজরের প্রভাব কিভাবে আসবে?
আপনি বদ নজরের প্রভাব সম্পর্কে যতটুকু ধারণা করতে পারেন বদ নজরের প্রভাব তারচেয়েও অনেক বেশী ভয়ঙ্কর। বদ নজরের কারণেই ঝগড়াঝাটি, রাগারাগি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর সেখান থেকে ডিভোর্স।
ডিভোর্স কোন আনন্দের ব্যাপার নয়, বিশেষ করে যারা প্র্যাকটিসিং তাদের জন্য তো নয়ই। বদ নজর থেকে নিজের সংসারটাকে হিফাযত করতে সবসময় আল্লাহর কাছে বেশী করে চান, বদ নজর থেকে হিফাযতের দোয়া পড়ুন, আর শোঅফ করা বন্ধ করুন। আপনার স্বামী/স্ত্রী আপনাকে কত ভালবাসে সেটা পাবলিককে জানিয়ে আপনারও ক্ষতি ব্যতীত কোন লাভ নেই, আর পাবলিকেরও কোন লাভ নেই। একটা সম্পর্ক যখন ভাঙতে শুরু করে তখন একদিন না একদিন সেটা ভেঙেই যায়। সম্পর্ক ভাঙার সুযোগটা শয়তানকে দিবেন না।
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, বদ নজর মানুষকে কবর পর্যন্ত এবং উটকে পাতিল পর্যন্ত পৌঁছে দেয়! (আল জামে ১২৪৯)
লেখা :মারজানা ইশরাত (MarJaana IsRaat)
#ফ্যানপোস্ট

💚🍒
30/07/2025

💚🍒

30/07/2025

শুভ দুপুর 🌈

29/07/2025

Colourful🌈
29/07/2025

Colourful🌈

29/07/2025

সবাই মা শা আল্লাহ বলবেন💖

29/07/2025

আমার ছানার কিচিরমিচির 🙄

28/07/2025

শরীর যেমন ই যাক রান্না থেকে নিস্তার নেই😔

শুভ বিকেল🍒
28/07/2025

শুভ বিকেল🍒

27/07/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ehaan's Mummy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share