15/02/2024
কেউ আছে এমন? আপনাকে সময় দেয়, সব কথা শোনে বা শুনতে চায়। বিপদে আছেন শুনলে পাশে থাকতে চায়। ❤️ মন খারাপ শুনলে, চিল মুডে রাখতে চায়। কিংবা চ্যাটে একের পর এক জোক বলে হাসানোর ট্রাই করে! হোক না লেইম জোক্স! চেষ্টা তো করে মন ভালো করার। আছে কেউ?
থাকলে, এই মানুষগুলো ভালো থাকুক। 😊 আরো বহুদিন আপনার সাথে থাকুক! ধরে রাইখেন। বন্ধু, ভাই, বোন, প্রেমিক/ প্রেমিকা, ভার্চুয়ালে পরিচিত কেউ... যেই হোক! সম্পর্কটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার না। গুরুত্বপূর্ণ এই মানুষগুলো! বিশ্বাস করুন- এরকম দুএকটা মানুষ আমাদের জীবনে অনেক পজেটিভ পরিবর্তন আনার ক্ষমতা রাখে। অনেক! 🤍