
15/04/2025
“ ‘অবৈধ’ দাবি করে ভারতে ভেঙে ফেলা হলো মাদরাসা”
ভারতের মধ্যপ্রদেশে ৩০ বছরের পুরনো মাদরাসা ভেঙে ফেলা
মধ্যপ্রদেশের পান্না জেলায় ৩০ বছর ধরে পরিচালিত একটি মাদরাসা ভেঙে ফেলা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও স্ক্রল জানায়, মাদরাসাটিকে 'অবৈধ' দাবি করে কর্তৃপক্ষ ‘স্বেচ্ছায়’ ভাঙার কথা বলছে।
ওয়াকফ আইনের সাম্প্রতিক সংশোধনী ও বিজেপি নেতার অভিযোগের পর নোটিশ দেওয়া হয়। পরিচালক দাবি করেন, প্রাথমিকভাবে অনুমতি থাকলেও এলাকাটি পরে পৌর কর্পোরেশনের অধীনে আসায় তা ‘অবৈধ’ ঘোষণা করা হয়।LightNews — জানুন সংক্ষেপে, থাকুন এগিয়ে!