Omar Faruk

Omar Faruk আমার ফেসবুকের পাতা। লাইক অথবা ফলো দিয়ে যুক্ত থাকুন।

13/07/2025

এক পা নৌকা আমার অন্য পা ধানক্ষেতে!
রনি-ফজুর-রুমিন ফারহানা

Goalok গোলক  োলকmoment
13/07/2025

Goalok গোলক োলকmoment

11/07/2025

ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।
বিএনপি কি বলেছে, "তুমি সবার সামনে পাথর দিয়ে পিটিয়ে মানুষ মারো?"
বিএনপি কি বলেছে, 'মারার পরে লাশের উপরে লাফাও?"
বলে নাই।
তাহলে বিএনপি কেন এই অপরাধের দায় নেবে?
বিএনপি শুধু এই চাঁদাবাজরা যে চাঁদা ওঠাবে তার একটা পারসেন্টেজ নেবে।
নির্বাচন করতে গেলে খরচাপাতি আছে না?

আওয়ামী লীগের একটা চেতনার বড়ি ছিল - মুক্তিযুদ্ধ।
বিএনপির সেইটা নাই।
এদের আছে আদি এবং অকৃত্রিম লোভ আর রক্তপাত করার লালসা।

আর এদের নেতারা বুঝ দেবে এভাবে - কতদিন না খেয়ে আছে - একটু আধটু তো খাবেই।

আশ্চর্য - বিএনপির যেই গুণ্ডামি দমন করার জন্য খালেদা জিয়া র‍্যাব গঠন করেছিল সেই গুণ্ডামি ১৫ বছরেও একটুও কমেনি।

09/07/2025

যে ডাক্তার বলেছিলো "স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই সবাইকে দ্রুত ঘুমিয়ে ভোরে উঠতে হবে"
সে তার বাড়ীতে রাতে পাহারা দেওয়া প্রহরীকে চাকরিচ্যুত করছিলো শেষরাতে ঘুমিয়ে পড়ার জন্য!

08/07/2025

If you talk, I'll cook it for you. Be quiet 🤫

এর কিছুদিন পর ব্যক্তিগত সফরে ইন্ডিয়া গিয়ে আর ফিরে নাই।
07/07/2025

এর কিছুদিন পর ব্যক্তিগত সফরে ইন্ডিয়া গিয়ে আর ফিরে নাই।

06/07/2025
আহারে আপা এখন হাফ বি এন পি হাফ আওয়ামীলীগ।😂
06/07/2025

আহারে আপা
এখন হাফ বি এন পি হাফ আওয়ামীলীগ।😂

05/07/2025

কারা দেশে নির্বাচন চায় না? তাদের প্রতিহত করুন

এই প্রশ্নের উত্তর খুব সোজা। যারা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে বাধা দেয়, যারা খুন, চাঁদাবাজি, দখল রাহাজানি, সন্ত্রাস ধর্ষনে জড়িত তারাই নির্বাচন চায় না। মুখে চাইলেও আদতে ষড়যন্ত্র করে দেশে নির্বাচনী পরিবেশ গড়তে বাধাগ্রস্ত করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে না থাকলে নির্বাচন দেওয়া কি সম্ভব? অর্থাৎ বিছার কর্যক্রমে নির্বাচনী পরিবেশ নেই।

আপনারা থানায় হামলা করে আসামি ছিনাইয়া দিবেন আর আমীরে জামায়াত প্রতিবাদ জানাইয়া যদি প্রশ্ন রাখেন নির্বাচনের পরিবেশ আছে তখন খুব লাগে! উনি ভুল বলছে? যারা থানায় হামলা করতে পারে তারা ভোটের দিনে কি করতে পারে বুঝেন না???

বিছার সন্ত্রাসীরা এখন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান বাঁধা। এদের নিয়ন্ত্রণের আগে নির্বাচনের কথা ভাবাই যাবে না। সব কেন্দ্র দখল করে বসে থাকবে।

04/07/2025

ভোলায় স্বামী সন্তানকে বেঁধে রেখে গনধর্ষণ করার ১ দিন পর বিএনপির হাতে আবারও লাঞ্চিত হলেন দুইজন নারী।

এবার আর ভোলায় না, এবার একেবারে ঢাকার বনানীতে।

ভিডিও আছে। প্রমাণ আছে। এরপরেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয় নাই।

আর গ্রেফতার করেই বা লাভ কী? চান্দাবাজির জন্য দুই জনকে কাল পুলিশ গ্রেফতার করছিল।জেল ভেঙে নিয়ে গেছে। ৮ পুলিশ আহত।

কাউকে কথা বলতে দেখেছেন?

না। একজনও কথা বলে নাই।

কারণ বিএনপি সামনে ক্ষমতায় আসবে। এখন রেপ করুক আর প্রকাশ্যে মেয়েদের উপর ঝাপাইয়া পড়ুক, সমস্যা নাই। কারণ ওদের ভোট আছে।

ওড়না নিয়ে কথা বলাতে দেশে প্রতিবাদের বন্যা বয়ে গেছিল।

এখন প্রতিবাদ কই? বাম কই? ফেমিনিস্ট কই? মবের বিরুদ্ধে বড় বড় রচনা লেখা বুদ্ধিজীবীরা কই?

নাই। কোথাও কেউ নাই।

জুলাই চলতেছে। আয়োজন চলতেছে। অথচ সেই জুলাইতেই দুইটা মেয়ের উপর একটা দলের নেতা কর্মীরা ঝাপাইয়া পড়তেছে।

কেউ একটা কথাও বলতেছে না। একটা প্রতিবাদ করতেছে না। নেতা কর্মীরা তো নাই, দলের বুইড়া বুইড়া বুদ্ধিজীবীরাও না।

এদের লোকজন ধর্ষন করে বেড়াইতেছে।

আর এই জানোয়ারের দল ফেসবুকে আইসা কূটনী বুড়িদের মত আসিফ মাহমুদের কোন ড্রেস পরা উচিত সেইটা নিয়ে গসিপ করে।

এদের লোকজন বনানীর মত জায়গাতে হায়েনার মত দুইটা নারীর উপর হামলে পড়তেছে, আর এরা বলতেছে, আমরা বিএনপিকে হিংসা করি বলে নাকি এসব লিখি।

আরে, নরপিশাচের দল, তোদের ভাত তোরাই খা।চান্দার টাকা খা, খাম্বা খা, খাম্বার তারও খা। আবারও সব খেয়ে দেয়ে দেশটার ৫ বার দূর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন বানা।

তোরা যেন এসব খাইতে পারিস, এই জন্যই তো জুলাই এ ২০০০ লোক মইরা গেল।

খালি আমাদের মেয়েদের ,বোনেদের আর আমাদের মায়েদের গায়ে হাত দিস না।

আমাদের হিংসা হয় না। আমাদের ভয় লাগে। আমরা ভয় পাই।

ভয় পাই,যারা পাওয়ারে আসার আগেই ছেলের সামনে মাকে রেপ করতে পারে, বনানীর মত জায়গাতে মেয়েদের উপর হায়েনার মত ঝাপাইয়া পড়তে পারে, ক্ষমতায় আসার পরে আমাদের মা বোনদের এদের থেকে প্রোটেক্ট কেমনে করবো?

বিএনপির বুদ্ধিজীবিরা ভয় পাইতেছে, ওদের চান্দা আর ভিক্ষার খাবার দেখে আমরা হিংসা করবো কি না, ওদের চান্দার টাকার ভাগ চাইব কি না?

না,আমরা তোদের থেকে ভিক্ষা চাই না, তোরা বরং তোদের কুত্তাগুলা সামলাইলেই আমরা খুশি।

আমাদের বাপ ভাইদের থেকে তো খাইতেছিসই, অন্তত আমাদের মা বোনদের রেহাই দে!!

Address

Chittagong

Telephone

+8801976200633

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omar Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share