Omar Faruk

Omar Faruk আমার ফেসবুকের পাতা। লাইক অথবা ফলো দিয়ে যুক্ত থাকুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে লড়ছেন তিনজন শিবির ব্যাকগ্রাউন্ডের প্রার্থী!ছাত্রশিবি...
18/08/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে লড়ছেন তিনজন শিবির ব্যাকগ্রাউন্ডের প্রার্থী!

ছাত্রশিবির: সাদিক কায়েম (বর্তমান রানিং শিবির নেতা)

বাগছাস: আব্দুল কাদের (সাবেক শিবির সাথী)

ছাত্রদল: আবিদুল ইসলাম (সাবেক শিবির কর্মী, তামিরুল মিল্লাতের সাবেক শিক্ষার্থী)

এমন ইতিহাস এর আগে ডাকসুতে কখনো হয়নি।

গতকাল বিএনপির একজন নেতা কিন্তু বলেছিলো, তারা যখন টেম্পু স্ট্যান্ড নিয়ে ব্যস্ত শিবির তখন বিচার বিভাগে নিজেদের লোক নিয়োগ দিচ্ছে।

আমি কিছু বললে, বলবেন,আমিও শিবির করি। আপাতত চুপ থাকি।

18/08/2025

🫦🫦🫦🫦

18/08/2025
15/08/2025

শুভ নববর্ষ ! িন আমার আম্মার বেশেমডার্ন পশ আন্টিরা হেসেবললো বাবা ইংলিশে বলো Whats up! সেই থেকে এক ইংলিশ ভার্শন .....

15/08/2025

আসিফ মাহমুদ আর আমার মধ্যে দারুন মিল। দুজনেই সিঙ্গেল। উনি নাকি ভোররাতে নীলা মার্কেটে মাঝেমধ্যে হাস খেতে যান।

এটা জানার পর খুব মন খারাপ হইছে। কোনদিন নীলা মার্কেটে হাস খেতে যাইনি। মান ইজ্জত আর থাকছেনা। এখন থেকে মান ইজ্জত বাচাতে যেতে হবে মাঝেমধ্যে।

এই নীলা মার্কেট কোথায়? হাসের দাম কত? কেউ আমার সঙ্গে যেতে চাও? নারীদের অগ্রাধিকার দেয়া হবে 🤭

নীলা মার্কেট যে প্রচার পাইছে। প্রত্যেক দোকানের আগামী ১ মাস ৫০ % ডিসকাউন্ট দেয়া উচিৎ।

চাঁদপুরের রুপালী ইলিশ ১ কেজি সাইজ প্রতি কেজি ১২০ টাকা১.৫ কেজি সাইজ প্রতি কেজি ১৫০ টাকা২ পিসে কেজি সাইজ প্রতি কেজি ১০০ টা...
12/08/2025

চাঁদপুরের রুপালী ইলিশ
১ কেজি সাইজ প্রতি কেজি ১২০ টাকা
১.৫ কেজি সাইজ প্রতি কেজি ১৫০ টাকা
২ পিসে কেজি সাইজ প্রতি কেজি ১০০ টাকা
৩ পিসে কেজি সাইজ প্রতি কেজি ৯০ টাকা

বিস্তারিত কমেন্টে।

লেখা চা সোডা কিন্তু আমি পড়লাম খা *দা। 😑
12/08/2025

লেখা চা সোডা কিন্তু আমি পড়লাম খা *দা।

😑

ফেসবুক মনিটাইজেশন পাওয়ার পর, কাঁড়ি কাঁড়ি টাকা কামানোর উদ্দেশ্য নিয়ে যারা টিন সার্টিফিকেট নিয়েছিলেন তাদের জন্য শুভ কামনা....
11/08/2025

ফেসবুক মনিটাইজেশন পাওয়ার পর, কাঁড়ি কাঁড়ি টাকা কামানোর উদ্দেশ্য নিয়ে যারা টিন সার্টিফিকেট নিয়েছিলেন তাদের জন্য শুভ কামনা...🥱

বলছিলাম যে...
সাজাটা হালকা বাড়িয়ে ফাঁসির বিধান করা যায় না?🙂

07/08/2025

জামায়াতের নেতারা যদি হাসিনার কোর্টে "রাজাকার" প্রমাণিত হয় তাহলে,

বেগম জিয়া সেই কোর্টে "এতিমের টাকা আত্মসাৎকারী",

তারেক রহমান "খুনি" ও "দুর্নীতিবাজ",

এবং জিয়াউর রহমান তিনি তো "পাকিস্তানের গুপ্তচর"! তার বীরউত্তম খেতাবও তো সেই কোর্টই কেড়ে নিয়েছে।

একই আদালতের রায়—
একটা মানবেন, বাকি গুলো মানবেন না—এটা কেমন বিচার?
©

06/08/2025

লাইফের এই স্টেজে এসে বুঝতে পারছি, জীবনে সেই মানুষটাই আসল সুখী, যে ভালো ঘুমাতে পারে।

ঐ স্বপ্ন না স্বপ্নদোষ, যা তোমায় ঘুমোতে দেয় না, তার পেছনে ছোটা এই কথাগুলো আর টানে না।

বালিশে মাথা রাখলেই ঘুম চলে আসবে, যতক্ষণ মন না চাইবে উঠবো না, এইটাই আসল বিলাসিতা।

06/08/2025

এ-ই ভাবে বলা ঠিক হয়নি....

Address

Bangladesh
Chittagong

Telephone

+8801976200633

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omar Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share