Jabed Bhai

Jabed Bhai অর্ধেক লেখা উপন্যাস রেখে চলে যাওয়া কবির মত, আমিও হটাৎ চলে যাব। তুমি সে সমস্ত মিস করা পাঠকের মত, আমাকে মিস করবে!💔

অন্যান্য দেশের আছে পার*মাণ*বিক অ*স্ত্র...!আর আমাদের আছে— পার*মাণ*বিক লুঙ্গি... ✌️🥴
22/06/2025

অন্যান্য দেশের আছে পার*মাণ*বিক অ*স্ত্র...!

আর আমাদের আছে— পার*মাণ*বিক লুঙ্গি... ✌️🥴

13/05/2025

মন খারাপ হবেই, হতাশা আসবেই।

এমনও পরিস্থিতি আসবে আপনি ভেতর থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন। তবুও সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখতে হবে, কখনো তাওয়াক্কুল হারাবেন না।

ভুলে গেলে চলবে না যে- এটা দুনিয়া, জান্নাত নয়!

দুনিয়াবি সমস্ত কষ্ট-আঘাত-অপ্রাপ্তি আপনাকে বারবার আপনার রবের কথা স্মরণ করিয়ে দিবে, রবের আরও প্রিয় করে তুলবে ইনশাআল্লাহ!

তাই হতাশ হওয়া যাবে না সামনে এগিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে। 🌸

"Don't waste time on jealousy. Sometimes you're ahead, sometimes you're behind."❤

09/05/2025

আল্লাহ জানেন আপনি কত অপেক্ষা করেছেন। আল্লাহ জানেন আপনি ক্রমাগত তার দরজায় কড়া নাড়ছেন। আল্লাহ জানেন আপনি তার নিয়ামতের অপেক্ষা করছেন। আল্লাহ জানেন আপনার দুঃখ, কষ্ট আর চিন্তাশীল হতাশাগ্রস্ত নির্ঘুম রাতগুলোর ব্যাথা। ধৈর্য ধরুন, তিনি যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। ❤️

05/05/2025

রিযিক শুধু টাকা নয়। রিযিক হলো আমরা যে পোশাক পরিধান করি, আমরা যে খাবার খাই, আমাদের পরিবার, আমাদের বন্ধুরা, আমাদের সু'স্বাস্থ্য, এবং দিনশেষে রাতে ঘুমানোর জন্য একটা নিরাপ জায়গা এসবকিছুই রিযিকের অংশ। আপনি প্রতি সেকেন্ডে যে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন ওটাও রিযিক। আমার জীবনের প্রতিটি রিযিকের জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ!❤️

03/05/2025

"আশরাফ আলি থানভির ইসমে আজমের গল্পটা জানেন?
ইসমে আজম হইলো আল্লাহর গোপন একটি নাম। কোরআনে এই নামটি রয়েছে, কিন্তু ঠিক কোথায়, সেটা সবাই জানে না। এই নামটি যে জানে সে পৃথিবীতে সব করতে পারে ।

শোনা যায়, সারা পৃথিবীতে মাত্র কয়েকজন আল্লাহর অলিই এই নামটি খুঁজে পেয়েছেন। তৎকালীন মধ্যপ্রাচ্যে এমন একজন ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিলো, যিনি ইসমে আজম জানতেন। তো ওই ওলির কাছ থেকে এই গোপন বিষয়টি জানতে একদিন এক ব্যক্তি উপনীত হয় তার দরবারে। তিনি তাকেও ইসমে আজম শেখানোর জন্য ওই ওলিকে অনুনয়-বিনয় ও চাপ প্র‍য়োগ করতে থাকেন। সেই বুজুর্গ ব্যক্তি তাকে বুঝাতে চেষ্টা করেন যে, সে ইসমে আজমের যোগ্য নয়। কিন্তু বুঝাতে ব্যর্থ হয়ে এক সময় বলেন, তোমাকে আমি জঙ্গলে একটা কাজে পাঠাবো। তুমি যদি কাজটি সম্পন্ন করে আমাকে ঠিক জবাব দিতে পারো, তবেই তোমাকে শেখাবো।

তো সেই ব্যক্তিকে বুজুর্গ বললেন তুমি জ‌ঙ্গলে যাও, সেখানে এক বৃদ্ধ কাঠুরে পাবা, সে কী করে দেখে তা ঠিক মতো আমাকে জানাবা। তো ওই ব্যাক্তি জঙ্গলে ঢুকে সেই বুড়া কাঠুরেকে দেখলেন। তিনি কাঠ কাটছেন, প্রচন্ড গরমে সারাদিন কাঠ কাটার পর যখন কাঠ বেঁধে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছেন, তখন দেখলেন কয়েকজন লোক এসে তার কাঠ ছিনতাই করলো, আর যাওয়ার সময় বুড়োকে প্রচণ্ড মারধর করলো। এটা দেখে সে দৌড়ে ফিরে এসে ইসমে আজম জানা বুজুর্গকে ঘটনা অবহিত করলেন। সব শুনে বুজুর্গ তাকে প্রশ্ন করলেন, ইসমে আজম জানলে তুমি কী করতে?

ওই লোক তখন বললো, আমি ইসমে আজম জানলে ওই লোকদের ধ্বংস করে দিতাম। এমন লানত দিতাম যাতে সাথে সাথেই আগুনে জ্বলে তারা ছাই হয়ে যায়। তখন সেই বুজুর্গ তাকে জিজ্ঞাস করলো, তুমি কি জানো সেই বুড়ো লোকটি কে? সে আল্লাহর সবচে বড় ওলিদের একজন, যার কাছে আমি ইসমে আজম শিখেছি।

মনে রাখবা, সবচে বড় ক্ষমতা হইলো ক্ষমতা প্রয়োগের ইচ্ছাকে দমন করা। যেদিন তা পারবা সেদিন আর ইসমে আজম লাগবে না।"

03/05/2025

"কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কোন স্থানে তার মৃত্যু ঘটবে।" (সূরা লোকমান, ৩৪)

03/05/2025

নামাজে স্বয়ং প্রভুর দর্শন পেয়েও মানুষ মসজিদ ছেড়ে আসে, আর তুমি তো ক্ষুদ্র মানুষ। তোমাকে কেউ ছেড়ে যাওয়া অতটা কঠিন নয়। সুতরাং বিশ্বাস করো আর না করো মানুষ একটা সময় তোমাকে ছেড়ে যাবেই।

03/05/2025

আল্লাহ বলেন:

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি, আমি তোমাকে হতাশ করবো না।❤️

আল্লাহর বিচার দুনিয়াতেই...! 🤲🥹ভয়াবহ দাবা*নলে পুড়*ছে ই*স*রা*ই*ল...!! 🙂সাম্রাজ্যবাদীরা এর থেকে শিক্ষা নিক... 🤲🤲           ...
02/05/2025

আল্লাহর বিচার দুনিয়াতেই...! 🤲🥹

ভয়াবহ দাবা*নলে পুড়*ছে ই*স*রা*ই*ল...!! 🙂

সাম্রাজ্যবাদীরা এর থেকে শিক্ষা নিক... 🤲🤲

তারা আল্লাহর দুশ*মন... 😶🥴— আল্লামা মামুনুররশিদ কাসেমি
30/04/2025

তারা আল্লাহর দুশ*মন... 😶🥴

— আল্লামা মামুনুররশিদ কাসেমি

28/04/2025

যে মানুষ যতটুকু দাম পাওয়ার যোগ্য তাকে ততটুকুই দিন, অতিরিক্ত দাম দিলে তো সে ভাব নিবেই।

25/04/2025

সবাই জীবনকে উপভোগ করে না— কেউ কেউ সহ্য করে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Jabed Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jabed Bhai:

Share

Category