29/07/2025
🎁 *প্রাত্যহিক সুন্নাহ (পর্ব-১০)*
🍀 'দস্তরখানের আমল' এর সুন্নাহসমূহ:'🍀
💌 মাদ্রাসায় ছোট্ট ছোট্ট ত্বলিবুল ইলমদের খাবারের জন্য যখন ডাকা হয়, অদ্ভুত একটি বাক্য বলা হয়। 'এসো, এসো, সবাই চটজলদি
দস্তরখানের আমলে শরীক হও'
দস্তরখানের আমল! সুবহানাল্লাহ কি সুন্দর শব্দগুচ্ছ!
ছোট্ট শব্দগুচ্ছটা-ই বলে দেয়, মু'মিনের জন্য খাবার খাওয়া কিন্তু স্রেফ উদর পুর্তি নয়। এটাও একটি ইবাদাত! এটাও একটি আমাল!
১) জুতা খুলে নেওয়া
২) উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া।
৩) জমিনের(যেকোনো সমতল) ওপর দস্তরখান বিছিয়ে বসা এবং বসা বরাবর খাবারের প্লেট রাখা।
• উল্লেখ্য যে, বর্তমান যুগে চেয়ার টেবিলে খাওয়ার ব্যাপক প্রচলন ঘটায় এতে شبه بالكفار বা বিধর্মীদের বৈশিষ্ট্যের অনুকরণের। এই দৃষ্টিকোণ থেকে চেয়ার টেবিলে খাওয়া নিষিদ্ধ না-হলেও যেহেতু চেয়ার টেবিলে খাওয়াতে অনেকগুলো সুন্নাত ও আদব বর্জিত হয়, তাই তা পরিত্যাজ্য।
৪) খাওয়ার সময় এক পা উঁচু রাখবে এবং অপর পা (হাঁটু) বিছিয়ে তার ওপর বসবে; অথবা উভয় পা (হাঁটু) জমিনের ওপর বিছিয়ে (আত্তাহিয়্যাতু পড়ার মতো) সামনের দিকে সামান্য ঝুঁকে বসবে।
৫) হেলান দিয়ে বসে না খাওয়া।
৬) একসাথে অনেকে খেতে বসলে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে বড়, তাঁর দ্বারা খাওয়া শুরু করা।
৭) খাবারের শুরুতে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া।
অথবা, যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া ভুলে যায়, তা হলে যখন মনে হবে তখন সাথে সাথে নিম্নোক্ত দুআ পড়ে নেবে-
بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَه
৮) ডান হাত দিয়ে খাওয়া।
৯) তিন আঙুলের (বৃদ্ধা, তর্জনী ও মধ্যমা) দ্বারা খাওয়া সুন্নাত। প্রয়োজনে তিনের অধিকও ব্যবহার করা যেতে পারে।
১০) খুব গরম খাবার না খাওয়া।
১১) গরম খাবার বা পানীয়তে ফুঁ দিয়ে ঠান্ডা না করে খাওয়া।
১২) নিজের সামনে থেকে খাওয়া শুরু করা। মাঝখান থেকে না।
১৩) যে পরিমাণ বা যেরকম খাবারই হোক, আল্লাহ তাআলার নেয়ামত মনে করে খাওয়া।
১৪) খাদ্যের সমালোচনা না করা।
১৫) খাদ্যের কোন অংশ পড়ে গেলে
উঠিয়ে প্রয়োজনে পরিস্কার করে খাওয়া।
১৬) কয়েকজন মিলে খাবার খেতে বসলে নিজের খাওয়া শেষ হলেও অপরের খাবার শেষ না হওয়া পর্যন্ত বসে থাকা।
১৭) খাওয়ার শেষে পাত্র সমূহ আঙ্গুল দ্বারা ভালোভাবে পরিষ্কার করে খাওয়া।
১৮) আঙুল চাটার সুন্নাত তারতিব হলো। প্রথমে মধ্যমা, তর্জনী, বৃদ্ধা, অনামিকা, তারপর কনিষ্ঠা।
১৯) খাবার খেয়ে উভয় হাত ধোয়া।
২০) কুলি করে মুখ পরিষ্কার করা।
২১) খাওয়া শেষ হলে নিম্নোক্ত দুআ পড়া-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَ
অর্থ: সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে (খানা) খাওয়ালেন এবং পান করালেন এবং যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন।
২২) প্রথমে দস্তরখান উঠানো এরপর নিজে ওঠা সুন্নাত।
২৩) দস্তরখান উঠানোর দুআ পড়া-
الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِي وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنَى عَنْهُ رَبَّنَا .
অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য। এমন প্রশংসা, যা (পরিমাণে অনেক) বেশি, অত্যন্ত পবিত্র ও বরকতময়। হে আমাদের রব, আমরা ওই খানাকে যথেষ্ট মনে করে বা সম্পূর্ণ বিদায় জানিয়ে বা অপ্রয়োজনীয় মনে করে উঠে যাচ্ছি না।
মোট ২৩ টি সুন্নাহ! ৩ দফা খেতে বসলে একদিনেই মোট ৬৯ টি সুন্নাহ মানা সম্ভব।
দিনে অন্তত ৬৯ বার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির প্রতি মুহাব্বাতের প্রকাশ! সুবহানাল্লাহ।
কে আছেন এমন বোকা যে এই সুযোগ থেকে মাহরুম হতে চান?
প্রয়োজনে খেতে বসার আগে খাতা কলম সামনে নিয়ে বসবো। দু'আ মুখস্থ না থাকলে দেখে দেখে পড়বো৷ মাত্র ৩/৪ দিন এভাবে মেহনত করে দেখুন৷ আপনাআপনি সবগুলো সুন্নাহ আয়ত্ত্বে চলে আসবে ইন শা আল্লহ। সর্বোপরি, সব অসম্ভব ই সম্ভব ইন শা আল্লহ, যদি ক্বলব সত্যি-ই আশিক হয় তাঁর ﷺ জন্য।
اللهم صل وسلم على نبينا محمد
© মুহাব্বাতে কুরআন
*পর্ব-৯ (যানবাহনে আরোহণের সুন্নাহ সমূহ)*:000000?