F/F Fahim amin

F/F Fahim amin F/F Fahim amin Media-tech Pages that is empowering the next billion through the creation&distribution https://sellercenter.daraz.com.bd/
(1)

12/08/2025

#পরকালের
📋 *একটি বিষ্ময়কর হাদিস*

রাসুলুল্লাহ (ﷺ) বলেন, আমি আমার উম্মতের এক লোককে দেখলাম,
সে (পুল) সিরাত পাড়ি দিচ্ছে। কখনো হামাগুড়ি দিচ্ছে, কখনো ঝুলন্ত হয়ে আছে।

[কত কঠিন অবস্থা, পড়ে গেলেই নিচে জাহান্নাম। ভাবা যায়?]

হঠাৎ *দুরুদ শরিফের আমল আসলো, তাকে দাড় করালো। অতঃপর জাহান্নাম থেকে মুক্ত করলো।*

[মুসতাদরাকে হাকিম। ইমাম ইবনু তাইমিয়া রহ. বলেন, হাদিসটির সনদ উত্তম]

দুরুদ এমন একটি আমল, যদি *কোনো গোনাহগার ব্যক্তিও একবার পড়ে, তাহলে সেও দশটি রহমত পেয়ে যায়।*
[সহিহ বুখারী]

*❝ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ❞*
[Abdullah Al Monsur হাফি.]

☘️ *হোপ: জুম'আর দিন এই সময়টা আমরা সকলেই কাজে লাগাব* খুব বেশি দুআ, দুরুদ, যিকির এবং কুরআন তিলাওয়াত এর মাধ্যমে। নিজের সক্ষমতা এবং আল্লাহর অফুরন্ত নিয়ামতের জন্য অবশ্যই যেন শুকরিয়া আদায় করি। এই সময়টা মোবাইল অফ করে একদম খালেস দ্বিলে আল্লাহর কাছে দুআ করব ইনশাআল্লাহ...!

~সংগৃহীত~
~ পরকালের প্রস্তুতি

04/08/2025

#পরকালের
💎 *~ এসো জান্নাতের বর্ণনা শুনি ~*

▫️ *পর্ব:০১*

*কেমন_হবে_জান্নাত*?

*জান্নাতী_রমণী*

¤¤ _জান্নাতি মহিলারা তাদের স্বামীদের সমবয়স্কা হবে।_

سبحان الله وبحمده سبحان الله العظيم.

¤¤ _জান্নাতে প্রবেশকারী মহিলাদের আল্লাহ নতুনভাবে সৃষ্টি করবেন আর তারা কুমারী অবস্থায় জান্নাতে যাবে।_

سبحان الله وبحمده سبحان الله العظيم.

¤¤ _জান্নাতি রমণীগণ যদি একবার দুনিয়ার দিকে উঁকি দেয় তবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা আলোকিত হয়ে যাবে।_

سبحان الله وبحمده سبحان الله العظيم.

¤¤ _রমণীগণ এতো সুন্দর হবে যে তাদের দেহের ভিতরের হাড্ডির মজ্জা বাহির থেকে দৃষ্টিগোচর হবে।_

سبحان الله وبحمده سبحان الله العظيم.

*জান্নাতী হুরগন*

¤¤ _হুরেরা ডিমের ভিতর লুকায়িত সূক্ষ্ম চামড়ার চেয়েও অধিক নরম হবে।_ (সূরা আস সাফফাত ৪৮-৪৯

سبحان الله وبحمده سبحان الله العظيم.

¤¤ _হুরগণ তাদের স্বামীদের সমবয়স্কা হবে।_

¤¤ *হুরেরা এতো লজ্জাশীল হবে যে স্বীয় স্বামী ছাড়া অন্য কারো দিকে চোখ তুলে তাকাবেনা।*

¤¤ হুরগণ ডাগর ডাগর চোখবিশিষ্ট হবে, চোখের কালো অংশ একেবারে কালো, এবং সাদা অংশ একেবারে সাদা হবে।

سبحان الله وبحمده سبحان الله العظيم.

*জান্নাতিদের_খানাপিনা*

¤¤ "জান্নাতে প্রবেশকারী প্রথম দলের মুখচ্ছবি হবে *পূর্ণিমার চাঁদের মতো।* তারা যে প্রথম খাবার খাবে, তা হবে *মাছের কলিজা।"* এটি অত্যন্ত লোভনীয়, সুস্বাদু ও সম্মানসূচক একটি খাবার হিসেবে বর্ণিত হয়েছে।
— (সহীহ বুখারী: ৩২৪৫, সহীহ মুসলিম: ২৮৩৪)

سبحان الله وبحمده سبحان الله العظيم.

¤¤ *জান্নাতে সর্বোৎকৃষ্ট পানীয় হলো তাসনীম যা শুধু আল্লাহর বিশেষ বান্দাদের পরিবেশন করা হবে।*

سبحان الله وبحمده سبحان الله العظيم.

¤¤ জান্নাতের পরিষ্কার ও স্বচ্ছ শরাব " রাহিক" পানে সকল জান্নাতিরা আত্মতৃপ্তি লাভ করবে। রাহিক পান করার পর *জান্নাতির মুখে মিশক আম্বরের সুঘ্রাণ* অনুভব করবে। শরাব পানে তাদের মাথায় কোনো প্রতিক্রিয়া হবে না।

سبحان الله وبحمده سبحان الله العظيم.

¤¤ *সকল জান্নাতিদের একশো ব্যক্তির খাবারের শক্তি দেওয়া হবে। (তাবারানি)*

سبحان الله وبحمده سبحان الله العظيم.

¤¤ হাউজে কাউসারে উড়ে বেড়ানো পাখির *গোশত ভক্ষণে জান্নাতিরা আত্মতৃপ্তি লাভ করবে।*

سبحان الله وبحمده سبحان الله العظيم.

¤¤ সকাল সন্ধ্যায় জান্নাতিদের খাবার পরিবেশনের নিয়ম চালু থাকবে। (সূরা মারইয়াম ৬২)।

*সুবহানআল্লাহ*

জান্নাতের সকল বর্ণনা লিখে বা বলে শেষ করা যাবে না। এর প্রকৃত অবস্থা আল্লাহ'ই ভালো জানেন। আল্লাহ আমাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন, যা কোনো মানব কল্পনাও করতে পারবে না৷ সুবহানাল্লাহ!

আল্লাহ আমাদের জান্নাতের এসব নিয়ামত লাভ করার তাওফিক দিন-আমীন।

🌸 *জান্নাত লাভের আমল*:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ،

উচ্চারণ: *“আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান্-নার।”*

ফজিলত:যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চায় ৩ বার, জান্নাত বলে: হে আল্লাহ! তাকে জান্নাত দান কর।(সুনান তিরমিযি:২৫৭২ সহীহ)!

*আপনি কি জানেন, গুনাহের কারণে দুজন মুসলিমের মাঝে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়ে যায়?*
29/07/2025

*আপনি কি জানেন, গুনাহের কারণে দুজন মুসলিমের মাঝে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়ে যায়?*

29/07/2025

🎁 *প্রাত্যহিক সুন্নাহ (পর্ব-১০)*

🍀 'দস্তরখানের আমল' এর সুন্নাহসমূহ:'🍀

💌 মাদ্রাসায় ছোট্ট ছোট্ট ত্বলিবুল ইলমদের খাবারের জন্য যখন ডাকা হয়, অদ্ভুত একটি বাক্য বলা হয়। 'এসো, এসো, সবাই চটজলদি
দস্তরখানের আমলে শরীক হও'

দস্তরখানের আমল! সুবহানাল্লাহ কি সুন্দর শব্দগুচ্ছ!

ছোট্ট শব্দগুচ্ছটা-ই বলে দেয়, মু'মিনের জন্য খাবার খাওয়া কিন্তু স্রেফ উদর পুর্তি নয়। এটাও একটি ইবাদাত! এটাও একটি আমাল!

১) জুতা খুলে নেওয়া
২) উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া।
৩) জমিনের(যেকোনো সমতল) ওপর দস্তরখান বিছিয়ে বসা এবং বসা বরাবর খাবারের প্লেট রাখা।

• উল্লেখ্য যে, বর্তমান যুগে চেয়ার টেবিলে খাওয়ার ব্যাপক প্রচলন ঘটায় এতে شبه بالكفار বা বিধর্মীদের বৈশিষ্ট্যের অনুকরণের। এই দৃষ্টিকোণ থেকে চেয়ার টেবিলে খাওয়া নিষিদ্ধ না-হলেও যেহেতু চেয়ার টেবিলে খাওয়াতে অনেকগুলো সুন্নাত ও আদব বর্জিত হয়, তাই তা পরিত্যাজ্য।

৪) খাওয়ার সময় এক পা উঁচু রাখবে এবং অপর পা (হাঁটু) বিছিয়ে তার ওপর বসবে; অথবা উভয় পা (হাঁটু) জমিনের ওপর বিছিয়ে (আত্তাহিয়্যাতু পড়ার মতো) সামনের দিকে সামান্য ঝুঁকে বসবে।
৫) হেলান দিয়ে বসে না খাওয়া।

৬) একসাথে অনেকে খেতে বসলে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে বড়, তাঁর দ্বারা খাওয়া শুরু করা।
৭) খাবারের শুরুতে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া।

অথবা, যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া ভুলে যায়, তা হলে যখন মনে হবে তখন সাথে সাথে নিম্নোক্ত দুআ পড়ে নেবে-

بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَه

৮) ডান হাত দিয়ে খাওয়া।
৯) তিন আঙুলের (বৃদ্ধা, তর্জনী ও মধ্যমা) দ্বারা খাওয়া সুন্নাত। প্রয়োজনে তিনের অধিকও ব্যবহার করা যেতে পারে।

১০) খুব গরম খাবার না খাওয়া।
১১) গরম খাবার বা পানীয়তে ফুঁ দিয়ে ঠান্ডা না করে খাওয়া।
১২) নিজের সামনে থেকে খাওয়া শুরু করা। মাঝখান থেকে না।
১৩) যে পরিমাণ বা যেরকম খাবারই হোক, আল্লাহ তাআলার নেয়ামত মনে করে খাওয়া।
১৪) খাদ্যের সমালোচনা না করা।
১৫) খাদ্যের কোন অংশ পড়ে গেলে
উঠিয়ে প্রয়োজনে পরিস্কার করে খাওয়া।
১৬) কয়েকজন মিলে খাবার খেতে বসলে নিজের খাওয়া শেষ হলেও অপরের খাবার শেষ না হওয়া পর্যন্ত বসে থাকা।
১৭) খাওয়ার শেষে পাত্র সমূহ আঙ্গুল দ্বারা ভালোভাবে পরিষ্কার করে খাওয়া।

১৮) আঙুল চাটার সুন্নাত তারতিব হলো। প্রথমে মধ্যমা, তর্জনী, বৃদ্ধা, অনামিকা, তারপর কনিষ্ঠা।
১৯) খাবার খেয়ে উভয় হাত ধোয়া।

২০) কুলি করে মুখ পরিষ্কার করা।
২১) খাওয়া শেষ হলে নিম্নোক্ত দুআ পড়া-

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَ

অর্থ: সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে (খানা) খাওয়ালেন এবং পান করালেন এবং যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন।

২২) প্রথমে দস্তরখান উঠানো এরপর নিজে ওঠা সুন্নাত।
২৩) দস্তরখান উঠানোর দুআ পড়া-

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِي وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنَى عَنْهُ رَبَّنَا .

অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য। এমন প্রশংসা, যা (পরিমাণে অনেক) বেশি, অত্যন্ত পবিত্র ও বরকতময়। হে আমাদের রব, আমরা ওই খানাকে যথেষ্ট মনে করে বা সম্পূর্ণ বিদায় জানিয়ে বা অপ্রয়োজনীয় মনে করে উঠে যাচ্ছি না।

মোট ২৩ টি সুন্নাহ! ৩ দফা খেতে বসলে একদিনেই মোট ৬৯ টি সুন্নাহ মানা সম্ভব।

দিনে অন্তত ৬৯ বার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির প্রতি মুহাব্বাতের প্রকাশ! সুবহানাল্লাহ।

কে আছেন এমন বোকা যে এই সুযোগ থেকে মাহরুম হতে চান?

প্রয়োজনে খেতে বসার আগে খাতা কলম সামনে নিয়ে বসবো। দু'আ মুখস্থ না থাকলে দেখে দেখে পড়বো৷ মাত্র ৩/৪ দিন এভাবে মেহনত করে দেখুন৷ আপনাআপনি সবগুলো সুন্নাহ আয়ত্ত্বে চলে আসবে ইন শা আল্লহ। সর্বোপরি, সব অসম্ভব ই সম্ভব ইন শা আল্লহ, যদি ক্বলব সত্যি-ই আশিক হয় তাঁর ﷺ জন্য।

اللهم صل وسلم على نبينا محمد

© মুহাব্বাতে কুরআন

*পর্ব-৯ (যানবাহনে আরোহণের সুন্নাহ সমূহ)*:000000?

Shout out to my newest followers! Excited to have you onboard! S B Santo
27/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! S B Santo

কন্টেন্ট মনিটাইজ পেতে নিচের লেখাটা কপি করে আবেদন করুন... 100% কাজ হবে।Dear Facebook Team.I am very excited to join Faceb...
18/07/2025

কন্টেন্ট মনিটাইজ পেতে নিচের লেখাটা কপি করে আবেদন করুন... 100% কাজ হবে।

Dear Facebook Team.
I am very excited to join Facebook Content monetization program. I believe that this tool will help me to connect more audience and generate more revenue. I committed that I will follow the monetization all rules, guideline and creating more real authentic and engaging video. Thank you for considering my application.

Thanks and regards
এখানে আপনার নাম দিবেন, ✍️
MD IQBAL

31/03/2025

Address

Chittagong

Telephone

+8801861220506

Website

https://broken360.blogspot.com/, https://bangladesh361.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when F/F Fahim amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to F/F Fahim amin:

Share