মসলকে আলা হযরত ইসলামিক ইনস্টিটিউট

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • মসলকে আলা হযরত ইসলামিক ইনস্টিটিউট

মসলকে আলা হযরত ইসলামিক ইনস্টিটিউট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মসলকে আলা হযরত ইসলামিক ইনস্টিটিউট, 2 No Road, Chittagong.

12/10/2025

নিজ এলাকায় নাতে রাসুল ﷺ পরিবেশ করেন আমাদের নাজেরা বিভাগের শিক্ষার্থী: মুহাম্মদ আবরার হোসেন আবিদ।

12/10/2025

মারুফ &ইয়ামিন এর কন্ঠে চট্টগ্রামের ভাইরাল নাতে রাসুল ﷺ.

11/10/2025

সবচেয়ে উত্তম ইবাদত হলো কুরআন তেলাওয়াত করা (হাদিস)

তেলাওয়াত পরিবেশনায়: মুহাম্মাদ মুশাররফ হোসেন।

10/10/2025

#ভর্তির কার্যক্রাম চলমান,,

🔶 ভর্তি চলছে 🔷 ভর্তি চলছে

মসলকে আলা হযরত ইসলামিক ইনস্টিটিউট - এ
ভর্তি চলছে।
আমাদের আসন সংখ্যা সীমিত।

📜আবাসিক 📜 অনাবাসিক 📜 ডে-কেয়ার

#আমাদের বৈশিষ্ট্য সমূহ:
1️⃣সুন্নত অনুযায়ী শিক্ষার্থীদের চরিত্র গঠনে অনুপ্রাণিত করা।
2️⃣ যত্ন সহকারে পাঠদান এবং দক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত।
3️⃣ দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সু- ব্যবস্থা।
4️⃣ সার্বক্ষণিক শিক্ষকের তত্ত্বাবধানে নিরাপত্তার ব্যবস্থা।
5️⃣ একটি আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন
প্রতিষ্ঠান ।
6️⃣সি সি ক্যামেরায় নিয়ন্ত্রিত,চব্বিশ ঘন্টা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
7️⃣ সকল বিভাগের পড়াশোনা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, নির্ভয়ে ভর্তি করিয়ে নিশ্চিন্তে থাকুন।
8️⃣আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।
9️⃣ সপ্তাহিক জলসা।
🔟 মাখরাজ ও সিফাতের সমন্বয়ে গ্রুপ ভিত্তিক ও ইজতেমায়ী মশক।
1️⃣1️⃣ নাতে রাসুল صلي الله عليه وسلم ও কেরাত মশক।

1️⃣2️⃣ ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশে ইসলামিক সাংস্কৃতিক চর্চা ও প্রতিযোগিতার ব্যবস্থা ।
1️⃣3️⃣ প্রহার ও মানসিক চাপের পরিবর্তে উৎসাহের মাধ্যমে পাঠদান।
1️⃣4️⃣আরবি,উর্দু, বাংলা , ইংরেজি, গণিত বিষয়ে পাঠদান।
1️⃣5️⃣ প্রাথমিক চিকিৎসার সু- ব্যবস্থা।

আমাদের বিভাগ সমূহ:
১.🗒️ নাজেরা বিভাগ।
৩. 🗒️ হিফজ বিভাগ।
৪. 🗒️ দাউর (শুনানি) বিভাগ।

মনে রাখবেন, যে কোন যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম পদক্ষেপ। আমাদের লক্ষ্য আপনার সন্তানের জীবনে প্রথম বীজটা সযত্নে বপন করে দেয়া।

আমাদের মাদরাসার মাধ্যমে আপনার স্নেহের সন্তান মিলেমিশে বেড়ে উঠতে শেখা, শিক্ষার সর্বোচ্চ পরিতৃপ্তির স্বাদ পেতে আজই যোগাযোগ করুন।

🚚 যোগাযোগ ঠিকানা:
ইউসুফ ভবন, বালুর মাঠ, (নয়া মাজার রোড) কুলগাও, জালালাবাদ, বায়েজিদ চট্টগ্রাম

📞 হট লাইন
01881-381995 - 01813627525

09/10/2025

সরাসরি লাইভ📌
মসলকে আলা হযরত ইসলামিক ইনস্টিটিউট থেকে।

লোকেশন : :ইউসুফ ভবন ,বালুর মাঠ ,নয়া মাজার রোড কুলগাও জালালাবাদ বায়েজিদ চট্টগ্রাম।

আলহামদুলিল্লাহ!অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, গতকাল আমাদের মাদ্রাসায় এক বিশেষ সফরে আগমন করেন চট্টগ্রাম বিশ্ববি...
09/10/2025

আলহামদুলিল্লাহ!

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, গতকাল আমাদের মাদ্রাসায় এক বিশেষ সফরে আগমন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু উদীয়মান, জ্ঞান-পিপাসু এবং অনুপ্রেরণাদায়ী তরুণ।

এই সফরকারীদের মধ্যে উপস্থিত ছিলেন আমার অত্যন্ত প্রিয় ও ঘনিষ্ঠজন, আমাদের এই প্রতিষ্ঠানের শুরু থেকেই যিনি পাশে ছিলেন—উপদেশ, সাহস ও পরামর্শ দিয়ে যিনি সবসময় অনুপ্রেরণা যুগিয়েছেন—প্রিয় এ. জে. নিজামউদ্দিন ভাই।

তারা আমাদের ছাত্রদের কণ্ঠে পবিত্র কুরআনের তিলাওয়াত (কেরাত) এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, যা তাদের হৃদয় ছুঁয়ে যায় এবং অত্যন্ত আনন্দিত হন।

আমাদের জন্য এটি ছিল একটি সম্মানজনক ও প্রেরণাদায়ী মুহূর্ত। এ ধরনের সফর আমাদের ছাত্রদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জ্ঞানচর্চায় উৎসাহ যোগায়।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে দ্বীনের খেদমতে আরও অগ্রসর হওয়ার তাওফিক দান করুন। আমীন।

09/10/2025

মুহাম্মাদ মাহাফুজ এবং মুহাম্মদ মুজাহিদ ইলহাম এর কন্ঠে মনোমুগ্ধকর নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন!

মাত্র ২০ দিনে মাদানী কায়েদা ২বার সম্পূন্ন করেছেন, মুহাম্মদ তানজিদুল ইসলাম রাকিব!
04/10/2025

মাত্র ২০ দিনে মাদানী কায়েদা ২বার সম্পূন্ন করেছেন,
মুহাম্মদ তানজিদুল ইসলাম রাকিব!

04/10/2025

আল্লাহর জিকিরে মন নিমগ্ন রাখার এক সহজ মাধ্যম — ডিজিটাল কাউন্টার বিতরণ কর্মসূচি

আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মতকে সর্বদা জিকিরে লিপ্ত থাকার পরামর্শ দিয়েছেন। সেই পবিত্র আহ্বানে সাড়া দিয়ে আমরা আয়োজন করেছি ডিজিটাল কাউন্টার বিতরণ কর্মসূচি, যা ছাত্রদের মাঝে বিতরণ করা হবে আল্লাহর জিকিরকে সহজ, নিয়মিত ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে।

এই ছোট্ট উপকরণটি ব্যবহার করে ছাত্ররা:
• প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে তাসবীহ, তাহমীদ, তাহলীল ও তাকবীর পড়তে পারবে।
• নিজেদের আমল সংরক্ষণ করতে উদ্বুদ্ধ হবে।
• প্রযুক্তির সহায়তায় ইবাদতের অভ্যাস গড়ে তুলতে পারবে।

আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর জীবনে ইলম ও ইবাদতের সমন্বয়ই পারে তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই, আমাদের প্রিয় ছাত্ররা প্রতিদিন কিছু সময় জিকিরে ব্যয় করুক, যেন তারা অন্তরের প্রশান্তি লাভের পাশাপাশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে।

আসুন, এই ছোট্ট এক ‘ক্লিক’ দিয়ে শুরু করি বড় এক পরিবর্তনের পথচলা—আল্লাহর সন্তুষ্টির পথে।

﴾ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ ﴿
“নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।”
— [সূরা রা’দ, আয়াত ২৮]

মসলকে আলা হযরত ইসলামিক ইনস্টিটিউট🤍🌸

গতকাল সপ্তাহিক জলসার খন্ড চিত্র!
03/10/2025

গতকাল সপ্তাহিক জলসার খন্ড চিত্র!

03/10/2025

মদিনাওয়ালার দেশত আশেক জহন যায়!

Address

2 No Road
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when মসলকে আলা হযরত ইসলামিক ইনস্টিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share