10/10/2025
#ভর্তির কার্যক্রাম চলমান,,
🔶 ভর্তি চলছে 🔷 ভর্তি চলছে
মসলকে আলা হযরত ইসলামিক ইনস্টিটিউট - এ
ভর্তি চলছে।
আমাদের আসন সংখ্যা সীমিত।
📜আবাসিক 📜 অনাবাসিক 📜 ডে-কেয়ার
#আমাদের বৈশিষ্ট্য সমূহ:
1️⃣সুন্নত অনুযায়ী শিক্ষার্থীদের চরিত্র গঠনে অনুপ্রাণিত করা।
2️⃣ যত্ন সহকারে পাঠদান এবং দক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত।
3️⃣ দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সু- ব্যবস্থা।
4️⃣ সার্বক্ষণিক শিক্ষকের তত্ত্বাবধানে নিরাপত্তার ব্যবস্থা।
5️⃣ একটি আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন
প্রতিষ্ঠান ।
6️⃣সি সি ক্যামেরায় নিয়ন্ত্রিত,চব্বিশ ঘন্টা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
7️⃣ সকল বিভাগের পড়াশোনা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, নির্ভয়ে ভর্তি করিয়ে নিশ্চিন্তে থাকুন।
8️⃣আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।
9️⃣ সপ্তাহিক জলসা।
🔟 মাখরাজ ও সিফাতের সমন্বয়ে গ্রুপ ভিত্তিক ও ইজতেমায়ী মশক।
1️⃣1️⃣ নাতে রাসুল صلي الله عليه وسلم ও কেরাত মশক।
1️⃣2️⃣ ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশে ইসলামিক সাংস্কৃতিক চর্চা ও প্রতিযোগিতার ব্যবস্থা ।
1️⃣3️⃣ প্রহার ও মানসিক চাপের পরিবর্তে উৎসাহের মাধ্যমে পাঠদান।
1️⃣4️⃣আরবি,উর্দু, বাংলা , ইংরেজি, গণিত বিষয়ে পাঠদান।
1️⃣5️⃣ প্রাথমিক চিকিৎসার সু- ব্যবস্থা।
আমাদের বিভাগ সমূহ:
১.🗒️ নাজেরা বিভাগ।
৩. 🗒️ হিফজ বিভাগ।
৪. 🗒️ দাউর (শুনানি) বিভাগ।
মনে রাখবেন, যে কোন যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম পদক্ষেপ। আমাদের লক্ষ্য আপনার সন্তানের জীবনে প্রথম বীজটা সযত্নে বপন করে দেয়া।
আমাদের মাদরাসার মাধ্যমে আপনার স্নেহের সন্তান মিলেমিশে বেড়ে উঠতে শেখা, শিক্ষার সর্বোচ্চ পরিতৃপ্তির স্বাদ পেতে আজই যোগাযোগ করুন।
🚚 যোগাযোগ ঠিকানা:
ইউসুফ ভবন, বালুর মাঠ, (নয়া মাজার রোড) কুলগাও, জালালাবাদ, বায়েজিদ চট্টগ্রাম
📞 হট লাইন
01881-381995 - 01813627525