IH Søjib

IH Søjib অন্যায়, দুর্নীতি, জুলুম যখন নিয়ম হয়ে যায়
প্রতিবাদ তখন কর্তব্য হয়ে যায় ✊💪🔥🔥।
(5)

💔এক অস্থির জেনারেশন আমরা (90% Youths)। বিলিভ ইট অর নট, এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশা...
28/10/2025

💔এক অস্থির জেনারেশন আমরা (90% Youths)। বিলিভ ইট অর নট, এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।

এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা। Exercise করে না!

এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।
এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা ফার্স্টফুডে আসক্ত।
এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম, ফেইসবুক স্ক্রলিং, ইউটিউব দেখা, মুভি, নাটক দেখা তাদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। সাদী, রুমি, হাফিজ ত বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ।
কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা কি যে জানেনা সেইটাও জানেনা।

Drug dealer’s wife is more beautiful than Hania Aamir 👀
21/10/2025

Drug dealer’s wife is more beautiful than Hania Aamir 👀

19/10/2025

A massive fire broke out at Shahjalal Airport in Bangladesh.

গতকালের আগুনে এটা খুবই পরিষ্কার কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টাতো করেইনি বরং আগুন নেভানোর জন্য বিমান বন্দরের ভিতরের ফায়ার ...
19/10/2025

গতকালের আগুনে এটা খুবই পরিষ্কার কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টাতো করেইনি বরং আগুন নেভানোর জন্য বিমান বন্দরের ভিতরের ফায়ার ব্রিগেডদের তৎক্ষণাৎ আনা হয়নি এমনকি বাহির থেকে কোনো ফায়ার ব্রিগেড গাড়ি ভিতরে ঢুকতে দেয়নি সাথে সাথে, অনুমুতির কথা বলে আটকে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা! অথচ জরুরী সেবা তাও দমকল বাহিনীর অনুমতি নিতে এতক্ষন অপেক্ষা করতে হয়?
এভাবেই বাংলাদেশ কে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে চাচ্ছে হয়নার দল, যার সফল শুরুটা ওরা করেছিলো মেট্রোরেল, বিটিভি ভবন, সেতু ভবনে আগুন দিয়ে... তারপর থেকেই বাংলাদেশ আগুনে জ্বলছে প্রতিনিয়ত! মনে পড়ে সচিবালয়ে আগুন নাটক?
একটা উদিয়মান দেশকে তোরা ধ্বংস করে দিচ্ছিস!
কড়ায়, গন্ডায় হিসেব দিতে হবে তোদের মনে রাখিস!

17/10/2025
😭😭😭😭😭
14/10/2025

😭😭😭😭😭

14/10/2025

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে শিবির নেতারা নবীন ছাত্রদের র‍্যাগ দেয়ার সময় যমুনা টেলিভিশনের কাছে ধরা!

আগে শুনতাম সব করতো ছাত্রলীগে, এখনতো ছাত্রলীগ নাই,

এখন দোষটা অন্যকারো উপর দেওয়ার উপায় নাই !

14/10/2025
গরীবের kabir singh 😆😆😆
12/10/2025

গরীবের kabir singh 😆😆😆

 #শেখহাসিনার  #উন্নয়ন
11/10/2025

#শেখহাসিনার #উন্নয়ন

11/10/2025

মনে যদি দেশ প্রেম থাকে তাহলে দেশ উন্নয়ন করা যায়
যা করেছে শেখ হাসিনা

- জনগণ

Address

Chattogram
Chittagong

Telephone

+8801879389524

Website

Alerts

Be the first to know and let us send you an email when IH Søjib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share