Pinky Buri vlog

Pinky Buri vlog আমার পেইজে পেয়ে যাবেন মজার মজার রান্নার ভিডিও, ঘুরাফেরার ভিডিও নতুন নতুন ভিডিও পেতে পেইজে এর সাথে যুক্ত থাকুন
(1)

ম্যাডাম বাচ্চাকে শুধু দেশী মুরগীর ডিমই খাওয়াই আমরা!  কেনো? কারন : এতে বেশি পুষ্টি !  যত পুষ্টি তত বাচ্চার ব্রেইন ভালো হব...
24/09/2025

ম্যাডাম বাচ্চাকে শুধু দেশী মুরগীর ডিমই খাওয়াই আমরা!
কেনো? কারন : এতে বেশি পুষ্টি !
যত পুষ্টি তত বাচ্চার ব্রেইন ভালো হবে! তত পড়ালেখা শিখবে!
আচ্ছা!

বাচ্চা কে ওমেগা থ্রি যুক্ত ডিম এনে খাওয়াই!
কেনো? ওই যে ব্রেইন এর বিকাশ ভালো হবে! পড়া শিখবে!

আমার বাচ্চা কে খাটি গরুর দুধ দেই! একদম গ্রাম থেকে নিজে দাঁড়িয়ে থেকে আনা!.
আচ্ছা!

তাজা হাওড়ের মাছ আনাই, ফ্রেশ ভেজাল নাই! অনেক দাম দিয়ে আনাই!
আচ্ছা

ব্রয়লার না না, এতে বিষ! খালি দেশি মুরগী! বাড়ির পালা মুরগী! এটাই খায় আমার বাচ্চা!
আচ্ছা!

এভাবে সব কিছুতেই আমরা শতভাগ নিশ্চিত করি আমার সন্তানের জন্য ভেজালমুক্ত পুষ্টিযুক্ত খাবার!

খুব ই ভালো। একজন বাবা মা হিসেবে বাচ্চাকে নিরাপদ খাবার তুলে দেয়া আমাদের সবার ই দায়িত্ব! কিন্ত এতেই কি শেষ? সেই সাথে আমরা কি খেয়াল রাখছি আমাদের বাচ্চারা খাবারের যে ভালো অভ্যাস গুলো শিখছে কিনা?
কয়জন শিখাচ্ছেন এসব? মিলিয়ে নিন তো

ভালো অভ্যাস গুলো আছে কিনা আপনার সন্তানের দেখুন ত....
১. নিজে খাবার খেতে পারে?
২. খাবার সঠিক ভাবে চিবাতে পারে?
৩. সব খাবার চিনে?
৪. খাবারের স্বাদ, গন্ধ বুঝে?
৫. খাবার গুছিয়ে নিয়ে খেতে পারে?
৬. খাবার শেষ করতে পারে?
৭. সবজি, মাছ, ফল খায়?
৮. টেবিল ম্যানারস কি জানে?
৯. খাবার সবার সাথে শেয়ার করতে পারে?
১০. নিজে কমপক্ষে সহজ ৩ টি রান্না জানে?

কমপক্ষে ১০ টির ভেতর ৭ টি যদি পারে তবে বুঝবেন শিশু শিখে নিয়েছে বাকিটাও শিখে যাবে।

যদি ৫ টার উত্তর হা হয় তাহলে সে শিখছে। শিখতে সাহায্য করুন।

৫/৭ বছর হয়ে গেছে চিবাতে পারে না। নিজে হাতে খেতে পারে না। তাহলে ত সে নিজের পরিচর্যামূলক দক্ষতা তে অনেক পিছিয়ে আছে। সেই শিশু কে আপনি যত ই ওমেগা থ্রি ওয়ালা ডিম খাওয়ান ব্রেইন এর কোন অংশে ডেভেলপ হবে বুঝান?
যাদের বাচ্চা এখনো ছোট তারা ব্রেইন কে এক্টিভ করতে একবেলা হলেও হাতে ধরে খাবার দিন! এক সাথে অনেক কাজ হয় এই একটা মাত্র এক্টিভিটি থেকে।
কেবল পুষ্টিকর খাবার নিশ্চিতকরন ই শেষ কথা নয়, শিশুর ভেতর খাবারের ভালো অভ্যাস গড়ে তুলে একজন আত্বনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত।

আরে না বসলে আবার বলে মেয়ে অহংকারী।
21/09/2025

আরে না বসলে আবার বলে মেয়ে অহংকারী।

নিজের মেয়ের বেলায় মা শাশুড়িরা বলে!ছোট বাচ্চা নিয়ে সারারাত ঘুমাতে পারেনা, এত সকালে কিভাবে উঠে নাস্তা বানাবে...!!আর ছেলে...
19/09/2025

নিজের মেয়ের বেলায় মা শাশুড়িরা বলে!
ছোট বাচ্চা নিয়ে সারারাত ঘুমাতে পারেনা, এত সকালে কিভাবে উঠে নাস্তা বানাবে...!!
আর ছেলের বউয়ের বেলায় - আমরা কি বাচ্চা নিয়ে কাজ কাম করে খাই নাই!
সব কাজ করছি বাচ্চাদেরকেও বড় করছি।
ওই সব মহিলা সমাজের করোনা ভাইরাস এর চেয়ে ভয়াবহ।
এদের কে কি বলা উচিত,,,??

শ্বশুর বাড়িতে যদি শাশুড়ি বিষাক্ত হয় তাহলে ঐ বাড়ির বউদের জীবন শেষ।
16/09/2025

শ্বশুর বাড়িতে যদি শাশুড়ি বিষাক্ত হয় তাহলে ঐ বাড়ির বউদের জীবন শেষ।

আমিও করে ফেললাম
15/09/2025

আমিও করে ফেললাম

দুনিয়ার বুকে সবচেয়ে বড় মিথ্যা কথা আপনার মেয়ে আমাদের বাড়িতে বউমা নয় মেয়ে হয়েই থাকবে!  😐
14/09/2025

দুনিয়ার বুকে সবচেয়ে বড় মিথ্যা কথা
আপনার মেয়ে আমাদের বাড়িতে বউমা নয়
মেয়ে হয়েই থাকবে! 😐

13/09/2025

🥰🥰 #ভাইরালভিডিওシ

আরেকটু টাকা হলে কলা এইভাবে চামচ দিয়ে খাবো ভাবতেছি! কলার খোসা টা ছাড়ার জন্য লোক রাখবো একটা। চা খাবো রোবট এর হাত দিয়া। আমি...
13/09/2025

আরেকটু টাকা হলে কলা এইভাবে চামচ দিয়ে খাবো ভাবতেছি! কলার খোসা টা ছাড়ার জন্য লোক রাখবো একটা। চা খাবো রোবট এর হাত দিয়া। আমি হাঁ করবো না। রোবট আলতো করে মুখ ধরে তারপর হাঁ করাবে, তারপর চা ঢেলে দিবে মুখে। ঢেলে দেওয়ার আগে একবার জিজ্ঞেস করবে 'ঢেলে দেই?'

পেঁপে ও এইভাবে খাবো চামচ দিয়ে! একটু টাকা হোক খালি!🥺

>উমেদ

বিয়ের ৫বছর চলে।জামাই এর কাছে একটা গলার হার চাচ্ছি বিয়ের পর থেকেই।সে বাহিরে থাকে।ইনকাম ভালো আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলেই স...
13/09/2025

বিয়ের ৫বছর চলে।জামাই এর কাছে একটা গলার হার চাচ্ছি বিয়ের পর থেকেই।সে বাহিরে থাকে।ইনকাম ভালো আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলেই সে আমার শখ পূরুন করতে পারে।কিন্তু সে আমাকে বলে তার পরিবারের(মা-বাবার)কথায় ৬মাস ১বছর উঠলে বসলে সে কিনে দিবে।।সে প্রচুর ফ্যামিলি বক্ত।তার ফ্যামিলিতে অনেক অত্যাচার সহ্য করে পরে আছি ,সে কোনো প্রকার প্রতিবাদ করে না।উল্টো বলে তার ফ্যামিলির কথা মতো চলতে।🥺আমি আমার উপর করা অত্যাচার এর কথা তারে বলেও বুজাতে পারছি না🥺আমার শাশুড়ি খুব বদমেজাজী মানুষ।সারাক্ষণ আমার পায়ে পায়ে দোষ ধরে🥺।কোনো কিছুতেই তাদেরকে সন্তুষ্ট করতে পারছি না।এখন আমি কিভাবে সব গুছিয়ে চলতে পারব।সবাইকে খুশি করে চলতে পারি ,আপনাদের কাছে ভালো পরামর্শ চাছি🥺

যৌথ ফ্যমিলিতে যে কতো ঝামেলা ,যারা ফেইস করছে তারা জানবে।🙂

Cp

একজন ব্লগার লাইভে এসে বললেন বাচ্চা নিয়ে যাওয়া যায় না মালদ্বীপে। তাহলে কি সে মিথ্যা বললো?হ্যাঁ সে মিথ্যাই বলেছেন। নাদিম স...
12/09/2025

একজন ব্লগার লাইভে এসে বললেন বাচ্চা নিয়ে যাওয়া যায় না মালদ্বীপে। তাহলে কি সে মিথ্যা বললো?
হ্যাঁ সে মিথ্যাই বলেছেন। নাদিম সোহা কিন্তু ঠিকই তাদের বাচ্চাকে সাথে নিয়ে মালদ্বীপে ট্যুরে গেছে।

আসলে অনেকে বাচ্চা সামলাতে পারে না,মা বাবার দ্বায়িত্ব থেকে অবহেলা বলাই যায়।নিজেদের জন্য কোয়ালিটি টাইম স্পেন্ডের নামে বাচ্চাকে দুরে ঠেলে দেয়।

এ পোস্টের কি সমস্যা কেউ জানলে জানাবেন প্লিজ।
12/09/2025

এ পোস্টের কি সমস্যা কেউ জানলে জানাবেন প্লিজ।

মানুষ যে যন্ত্রণা নিয়ে কান্না করে, আমি তার থেকে বেশি যন্ত্রণা নিয়ে মানুষকে সান্তনা দেই!😅
11/09/2025

মানুষ যে যন্ত্রণা নিয়ে কান্না করে, আমি তার থেকে বেশি যন্ত্রণা নিয়ে মানুষকে সান্তনা দেই!😅

Address

Chittagong
CHITTAGONG

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pinky Buri vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share