Social Surge Boosting Service

Social Surge Boosting Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Social Surge Boosting Service, Digital creator, Chittagong.
(1)

অনলাইনে ব্যবসা করে সফল হতে চান? প্রফেশনাল ভাবে ফেসবুক মার্কেটিং এর পূর্ণাঙ্গ সমাধান নিয়ে,
Social Surge boosting service আছে আপনার পাশে।
আমরা সতর্কতার সাথে Dual Currency Card দিয়ে বুস্টিং এবং বিজ্ঞাপন পরিচালনা করে থাকি। আর আপনার বিজনেস পেইজ থাকবে নিরাপদ।

====== ২১ টি সূত্র মেনে চলুন =======-----------------------------------------------------------১. নিজেকে কখনো বড় করে প্র...
08/08/2025

====== ২১ টি সূত্র মেনে চলুন =======
-----------------------------------------------------------
১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

কথা কন, ঠিক কিনা? 😊
08/08/2025

কথা কন, ঠিক কিনা? 😊

07/08/2025

নোয়াখালীর বেগমগঞ্জে ওমান প্রবাসীকে আনতে গিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে গিয়ে এক পরিবারের ৭ জনের মৃত্যু।
ইন্নালিল্লাহ।।
আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আমীন।

#নোয়াখালী #মৃত্যু #পুকুরে

❝একজন ফ্যামিলি কাউন্সেলর হিসেবে যদি বলি, ডিভোর্সের প্রধান কারণ কী?প্রথম কারণ : নারীর চাকরিদ্বিতীয় কারণ : চাকরির জন্য নার...
06/08/2025

❝একজন ফ্যামিলি কাউন্সেলর হিসেবে যদি বলি, ডিভোর্সের প্রধান কারণ কী?

প্রথম কারণ : নারীর চাকরি
দ্বিতীয় কারণ : চাকরির জন্য নারীর প্রতিদিন বাইরে যাওয়া
তৃতীয় কারণ : চাকরি থেকে নারী যেই অর্থ উপার্জন করে, সেই অর্থ
চতুর্থ কারণ : চাকরির জায়গায় তথা কর্মস্থলে যার সাথে নারীর প্রতিনিয়ত সাক্ষাৎ হয়, সেই সহকর্মী
পঞ্চম কারণ : চাকরির কারণে নারীর ওপরে আপতিত প্রেশার।

মোদ্দাকথা দাঁড়াল—নারীর চাকরি করাটাই ডিভোর্সের সবচেয়ে বড়ো কারণগুলোর অন্যতম; এবং এটা থেকেই আরও অনেক সমস্যা জন্ম নেয়।

আমার এই দাবির প্রমাণ : ৮৭% ডিভোর্সি নারী চাকুরিজীবী।

আলোচ্য সমস্যার সমাধান : নারীকে তার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনা (অর্থাৎ ঘরে)।

এই সমাধানে গেলে তিনটা ক্রাইসিস খতম হয়ে যাবে—
১. বেকারত্বের ক্রাইসিস
২. আইবুড়ো জনগোষ্ঠীর ক্রাইসিস
৩. ডিভোর্সের ক্রাইসিস

আর এটাই কুরআনের এই আয়াতদ্বয়ের রহস্য—যেখানে আল্লাহ বলেছেন, ‘আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, এবং প্রাচীন জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়িও না।’ (সুরা আহজাব : ৩৩) মহান আল্লাহ আরও বলেছেন, ‘আর তোমরা অল্প বুদ্ধিমানদেরকে তোমাদের অর্থবিত্ত দিয়ো না, যা দিয়ে আল্লাহ তোমাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন। এ থেকে তোমরা তাদের আহার ও পোশাকের ব্যবস্থা করবে। আর তাদের সাথে সদালাপ করবে।’ (সুরা নিসা : ৫)❞

— মরোক্কোর বিশিষ্ট ফ্যামিলি কাউন্সেলর, ফিকহের গবেষক, শাইখ ড. হামিদ শুয়াইব আল-ইদরিসি হাফিজাহুল্লাহ

·
উৎস : শাইখের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আজকের পোস্ট; তারিখ : ৬ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।

এমন ভাই কজনার হয়!চট্টগ্রামে পাঁচ বোনের এক ভাই ভাই টাকা জমিয়ে পাঁচ বোনকে নিয়ে ওমরাহ হজে যাচ্ছেন, মাশাআল্লাহ এই ভাইয়ের...
06/08/2025

এমন ভাই কজনার হয়!
চট্টগ্রামে পাঁচ বোনের এক ভাই ভাই টাকা জমিয়ে পাঁচ বোনকে নিয়ে ওমরাহ হজে যাচ্ছেন, মাশাআল্লাহ এই ভাইয়ের জন্য দোয়া চাই।

 #ফিলিস্তিন
04/08/2025

#ফিলিস্তিন

পর পুরুষ ও নারী একসাথে ব্যায়াম করা হারাম।
04/08/2025

পর পুরুষ ও নারী একসাথে ব্যায়াম করা হারাম।

গা°জায় মানুষ তো দূরের কথা কুকুরের খাবারও জুটছেনা। যে ব্যক্তি ছবি তুলছেন তাকে দেখে খাবারের আশায় বসে পড়ে বাচ্চাগুলো।    ...
02/08/2025

গা°জায় মানুষ তো দূরের কথা কুকুরের খাবারও জুটছেনা।
যে ব্যক্তি ছবি তুলছেন তাকে দেখে খাবারের আশায় বসে পড়ে বাচ্চাগুলো।

মাত্র ১৭ বছরের কিশোর আরিশ খান। উত্তর প্রদেশের মহর্ষি বিদ্যামন্দির নামের এক উচ্চমাধ্যমিক ইশকুলে পড়ত সে।ক্লাস শেষে বাড়ি ফি...
01/08/2025

মাত্র ১৭ বছরের কিশোর আরিশ খান। উত্তর প্রদেশের মহর্ষি বিদ্যামন্দির নামের এক উচ্চমাধ্যমিক ইশকুলে পড়ত সে।

ক্লাস শেষে বাড়ি ফিরতে বেড়িয়েছিল। কয়েকজন স্কুটারে করে এসে এলোপাথাড়ি তাঁকে রড দিয়ে পেটাতে শুরু করে। লুটিয়ে পড়ে আরিশ, বেহুঁশ হয়ে পরে যায়, মৃত ভেবে তাঁকে ফেলে যায়।

তখনও বেঁচে ছিল সে, ৩৬ ঘণ্টা মৃত্যুযন্ত্রণা সয়ে এরপর মারা যায় আরিশ। আরিশকে কেবল খুন করেই শান্ত হয় নি। সেই খুনের ভিডিও করেছে, উল্লাস করেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে।

মুসলিম বিরোধী আর হিন্দুত্ববাদী স্লোগান দিয়েছে। আরিশের পরিবার যখন পুলিশের দ্বারস্থ হয়েছে- তখন সেই খুনীদের নিয়ে বাইক শোডাউন দেওয়া হয়েছে। হিরো বানানো হয়েছে।

আরিশের মৃত্যুর ভিডিওতে, লাশের ছবিতে ক্যাপশন লেখা হয়েছে 'মোল্লা মাদার*দ'।

আরিশ উত্তর প্রদেশের ফাতেহপুরের বাসিন্দা ছিল। তাঁকে যারা খুন করেছে সেই-

হর্ষবর্ধন পান্ডে,
দীপক,
ভারত সরকার

ওরা ছিল আরিশের স্কুলের মাত্র ইমিডিয়েট সিনিয়র। বন্ধুরা বন্ধুদের খুন করে ফেলছে, কেবল মুসলিম পরিচয়ের কারণে! খুনীর বন্ধুরা সেই খুনীদের নিয়ে উল্লাস করছে!

কী এক সময়ে এসে দাঁড়িয়েছি আমরা! এই খুনগুলো নিয়ে এদেশের গণমাধ্যমে খবর পর্যন্ত আসে না। আমাদের সমাজে কথা হয় না, আমাদের সবচে' নিকট প্রতিবেশী কতদূর ঘৃণাবাদী হয়ে উঠেছে!

আরিশের খুনীদের একজনের নাম ভারত সরকার, কী পরিহাস! আদতে ভারত সরকারই তো প্রকৃত খুনী।

ছবিতে আরিশ খান, যে কিশোর মায়ের কোলে আর ফিরতে পারে নি- কেবল মুসলমান নাম আর পরিচয়ের জন্য।

✅ Arju Ahmad

31/07/2025

সাংবাদিক ইলিয়াস এর মত দেখতে লাগলেও এটা আমারই ছবি ছিলো। ছবিতে আমাকে অনেকটা মোটা আর রাউডি বানিয়ে ফেলেছে! 😜😜

অনেক সময় লেগেছে চাইনিজ এআই দিয়ে ওয়ান শটে ভিডিও বানাতে।

🔥 ২৫ সালের ২৩শে জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ঐতিহাসিক এআই সামিটে (AI Summit) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...
30/07/2025

🔥 ২৫ সালের ২৩শে জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ঐতিহাসিক এআই সামিটে (AI Summit) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন।

তিনি গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজনের মতো প্রযুক্তি दिग्गजদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন বিদেশি প্রতিভা—বিশেষ করে ভারত থেকে—নিয়োগ দেওয়া বন্ধ করে এবং তার "আমেরিকা ফার্স্ট" নীতির অধীনে আমেরিকান কর্মীদের অগ্রাধিকার দেয়।

ট্রাম্প ‘গ্লোবালিস্ট মানসিকতা’র তীব্র সমালোচনা করে বলেন, "এইসব কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত স্বাধীনতা ভোগ করেও চাকরি আউটসোর্স করে ভারতে এবং চীনে তাদের উৎপাদন ব্যবস্থা গড়ে তুলেছে।"

তার বার্তা ছিল স্পষ্ট:
"সম্পূর্ণভাবে আমেরিকার পক্ষে থাকুন!"

ট্রাম্পের এই মন্তব্য সিলিকন ভ্যালি, ভারতীয় প্রযুক্তি খাতের চাকরি এবং বৈশ্বিক উদ্ভাবনের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্বজুড়ে এক তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। 💻🌍

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Social Surge Boosting Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share