Musafir Azad

Musafir Azad ✨ Real Roads, Real Stories ✨
Biking • Travel • Life Experiences
(1)

হ্যালো….কেও ক্রাডাং! আবার দেখা হচ্ছে 🚴‍♀️🚴‍♀️
30/09/2025

হ্যালো….কেও ক্রাডাং! আবার দেখা হচ্ছে 🚴‍♀️🚴‍♀️

Insha-Allah 🤲
30/09/2025

Insha-Allah 🤲

জীবন ঠিক পাহাড়ি পথের মতো – থামতে হয়, আবার উঠতেও হয়।
30/09/2025

জীবন ঠিক পাহাড়ি পথের মতো – থামতে হয়, আবার উঠতেও হয়।

বান্দরবান পার্বত‍্য জেলার রুমা উপজেলার “কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্রটি” আগামী ১লা অক্টোবর ২০২৫ তারিখ হতে পর্যটকদের জন‍...
29/09/2025

বান্দরবান পার্বত‍্য জেলার রুমা উপজেলার “কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্রটি” আগামী ১লা অক্টোবর ২০২৫ তারিখ হতে পর্যটকদের জন‍্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আপনি কবে যাচ্ছেন ??

চুপ থাকি কারণ- সময় কথা বলবে — ইনশাআল্লাহ।
29/09/2025

চুপ থাকি কারণ- সময় কথা বলবে — ইনশাআল্লাহ।

শুভ জন্মদিন আব্বার আ'ফা আমার ফুফু 🍰 যেখানে থাকেন ভালো থাকেন 😌
28/09/2025

শুভ জন্মদিন আব্বার আ'ফা আমার ফুফু 🍰
যেখানে থাকেন ভালো থাকেন 😌

জীবন যেভাবে যাচ্ছে যাক, তবে ভালো কিছু করার চেষ্টায় আছি। - ইনশাআল্লাহ সময়ের সাথে ভালো কিছু হবে।
28/09/2025

জীবন যেভাবে যাচ্ছে যাক, তবে ভালো কিছু করার চেষ্টায় আছি।
- ইনশাআল্লাহ সময়ের সাথে ভালো কিছু হবে।

"মানুষ নাকি গাছ হয়ে গেছে!" — এই কথা শুনে আপনি কী ভাববেন?একজন মানুষ...যার হাত-পা গাছের শেকড়ের মতো হয়ে যাচ্ছে।আঙুল যেন ডাল...
26/09/2025

"মানুষ নাকি গাছ হয়ে গেছে!" — এই কথা শুনে আপনি কী ভাববেন?

একজন মানুষ...

যার হাত-পা গাছের শেকড়ের মতো হয়ে যাচ্ছে।

আঙুল যেন ডালের মতো লম্বা হয়ে ঝুলে আছে।

ত্বক যেন গাছের বাকল।

হ্যাঁ, এটা কোনো গল্প না,

না কোনো ভয়ংকর সিনেমার দৃশ্য।

এটা আমাদেরই দেশের এক মানুষ, আবুল বাজানদারের বাস্তবতা।

Tree Man Syndrome: এক অভিশপ্ত জীবন

এই রোগের নাম Epidermodysplasia Verruciformis, যাকে সবাই চেনে Tree Man Syndrome নামে।

এটি একটি জিনগত রোগ, যেখানে শরীর ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে না।

খুব সাধারণ এক ভাইরাস — HPV (Human Papilloma Virus) — এদের শরীরে এক ভয়ানক রূপ নেয়।

শুরুটা হয় একটা ছোট আঁচিল দিয়ে,

কিন্তু সময়ের সাথে তা ছড়িয়ে পড়ে শরীরজুড়ে

হাত, পা, মুখ, এমনকি নখের চারপাশ পর্যন্ত গজিয়ে ওঠে গাছের মতো কাণ্ড ও শিকড়।

আবুল বাজানদার: এক জীবন্ত ট্র্যাজেডি

খুলনার একজন সাধারণ তরুণ।

কিন্তু এই রোগ তাকে বানিয়ে তোলে

আন্তর্জাতিক গণমাধ্যমের হেডলাইন।

ঢাকা মেডিকেল কলেজে তার শরীরে ২৫ বারের বেশি অস্ত্রোপচার হয়

চিকিৎসার যন্ত্রণা, সমাজের কটাক্ষ, শারীরিক যন্ত্রণা সব কিছু মিলিয়ে সে পরিণত হয় এক জীবন্ত নিদর্শনে

তার প্রতিটি সকাল ছিল ভয়, প্রতিটি রাত ছিল অসহায়তায় ডুবে থাকা।

এই রোগ শুধু ত্বকের নয়, আত্মারও ক্ষয় করে

আঁচিলের নিচে লুকানো থাকে ক্যান্সারের সম্ভাবনা

সমাজে বিচ্ছিন্ন হয়ে পড়েন এরা

আর দিনের পর দিন, তাদের শরীর যেন হারিয়ে ফেলে মানুষের রূপ

চিকিৎসা আছে কি?

কোনো স্থায়ী চিকিৎসা নেই

অপারেশন করে আঁচিল কাটা হয়, কিন্তু বারবার ফিরে আসে

কিছু ওষুধ দিয়ে বৃদ্ধি ধীর করা যায়

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর থেরাপিও দেওয়া হয়

কিন্তু এসবই অস্থায়ী আশ্বাস,

স্থায়ী মুক্তি যেন এখনো এক দূরাগত স্বপ্ন।

আমরা কী করতে পারি?

আবুল বাজানদার একা নন।

এমন আরও মানুষ আমাদের চারপাশে রয়েছে— নিরব, লুকানো, বঞ্চিত।

আমরা যদি জানি, বুঝি, জানাই—

তাহলেই একদিন তারা মুক্তি পাবে ভয়াবহ নিরবতার শেকড় থেকে।

সৃষ্টিকর্তা আমাদের এই রোগ থেকে রক্ষা করুক। আমিন।

পোস্ট ও ছবি: সংগ্রহীত ।

এই পোস্টটা শেয়ার করুন—

হয়তো আপনার শেয়ারের মধ্যেই একজন “বৃক্ষমানব” নতুনভাবে বাঁচার সাহস পাবে।

বাংলাদেশের একমাত্র রহস্যময়ী সা'প। যাকে ঘামচাটা সা'প ও বলা হয়।বাংলাদেশে সবচাইতে বেশী মানুষ মা*রা যায় এই কালাচ সাপের কামড়ে...
26/09/2025

বাংলাদেশের একমাত্র রহস্যময়ী সা'প। যাকে ঘামচাটা সা'প ও বলা হয়।

বাংলাদেশে সবচাইতে বেশী মানুষ মা*রা যায় এই কালাচ সাপের কামড়ে৷ এরা দিনের বেলায় লুকিয়ে থাকে, রাতের বেলায় বের হয়।

এরা মানুষের ঘরের মধ্যে ঢুকে যায়, বেশীরভাগ বিছানায় উঠে কাথার মধ্যে চুপ করে বসে থাকে, বা অন্য কোন চিপায় চাপায় লুকিয়ে থাকে।

যখন মানুষ ঘুমের মধ্যে তার গায়ের সাথে লেগে যায়, তখন আপনাকে কামড় দিয়ে সুন্দর করে চলে যাবে, কিন্তু আপনি টেরই পাবেন না সে কামড় দিয়েছে যে, মশা কাম'ড়ালেও বুঝা যায়, কিন্তু এই কালাচ সাপে কামড় দিলে কিছুই বুঝা যায়না, ব্যথা ও করেনা, কোন যন্ত্রণাও করেনা। এই কারণে মানুষ কিছু বুঝে উঠার আগেই ঘুমের মধ্যে মা*রা যায়।

এই সাপের কারনেই বলা হয়ে থাকে রাতের বেলা অবশ্যই মশারী টাংগিয়ে ঘুমানো উচিত। বসতবাড়ির ঝোপঝাড় সবসময় পরিস্কার রাখবেন যতটা পারেন। সা'প কাম'রানোর সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে যান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।

পোস্ট টি শেয়ার করে আপনার প্রয়োজনদের সতর্ক করুন। কে জানে কার বাসায় এই সা’প অবস্থান করতেছে !

সাবধান থাকুন, অন্যকে সাবধান করুন।

ঘুরতে যদি শুধু টাকা না লাগতো;তাহলে আপনারা আমাকে কখনো খুঁজেই পেতেন না 🙃
24/09/2025

ঘুরতে যদি শুধু টাকা না লাগতো;
তাহলে আপনারা আমাকে কখনো খুঁজেই পেতেন না 🙃

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musafir Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Musafir Azad:

Share