10/10/2025
প্রচন্ড খারাপ সময় গুলোতে,
যখন আমাদের মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কেউ পাশে থাকে না তখনই আমরা সবাইকে বলে বেড়াই 'একা থাকাই ভালো। অথচ আমরা কেউ নিজের ইচ্ছায় একা থাকতে চাই না, 'বাধ্য হই'
আশেপাশে অনেক মানুষ কিন্তু কেউই আমাদের ওইসব সময়ে পাশে থাকে না,সেই থেকে আমরা নিজেকে এবং অন্য কে বলি।
একা থাকাই ভালো! 😅❤️