Outing Zone

Outing Zone Introducing "Outing Zone": here to provide your laughs. Please show your support by liking, following

29/06/2024

বাঙালির স্বভাব ,,, প্রশংসা করলে কয় ফাম দেয়া হচ্ছে,,,?

07/04/2024

আমার এক বন্ধু সিয়াম আমাকে একটা প্রশ্ন করেছিলো,,,
প্রশ্নটা ছিল,,,
সিয়াম : আচ্ছা মামা, কামরুল,,,আপাতত এই মুহূর্তে টাকা বাদে এমন কি আছে যেটা তোকে খুশি করত পারবে,,,?
আমার উত্তর ছিল,,, "ডলার'$"
আমার উত্তর শুনে সিয়াম আমার দিকে বাকরুদ্ধ হয়ে 39 সেকেন্ড টাকায় ছিল,,,,🤔
আমি এখনও বুঝে উঠতে পারলাম না,,, আমি এটাও অবাক করে ফেলার মতন কি বললাম।

06/04/2024

আমার বয়স বেশি না,,,তাই ছোট্ট জীবনে (১৮×২=৩৬) টা ঈদ পর করসি,,, ঈদ- উল - ফিতর & ঈদ - উল - আযহা মিলায়ে।

তো একটু classy ভাব নিয়ে চলে এই ধরনের কিছু স্মার্ট মানুষদের মুখে শুনতাম ,,, ঈদ এর দিন তারা বলতো "ভাল্লাগে না, কি করমু,,, ঈদ এর দিন ঘুম যাওয়া ছাড়া আর কি ই বা করা আছে। ঈদ - উল - আজহায় তো গরু কেটে কেটে ই সময় শেষ,,,

সারাদিন নিজের ঘরে শুয়ে বসে ঘুমায় কাটায় দিত এক বছর পর পাওয়া এক ঈদ এর পুরো দিনটা।
তখন আমি ভাবতাম ,,,( "কিরে কয়,,,? ঈদ এর দিন এরা এসব কেমন কথা কয়,,,? আমার কাছে তো সব ই খুব ভাল্লাগতেছে,,, )

Confusing Classy ভাইদের বলছি : ঈদ এর দিন ঘুমায়ে ঘুমায়ে কাটায় দেয়া মোটেও classy কিছু না,,, আর আপনার ঈদ আপনি কেমনে কাটাবেন/ না কাটাবেন তা আপনাদের ব্যাপার,,কিন্তু দয়া করে নিজেদের এই অদ্ভুত মানসিক অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে share করে অন্য ধর্মের ভাই/বোনদের কাছে এমন কিছু উপস্থাপন কইরেন না, যাতে তাদের মনে হয় ইসলামে হাস্যজ্জলতা নেই,,,
🗣️ Kamrul Taluckder.

02/04/2024

'Allahumma innaka 'afuwwun tuhibbul-'afwa, fa'fu 'anni
O Allah, You are Forgiving and love forgiveness, so forgive me.

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ ,,, 😇বেশি বেশি দুরুদ পাঠের দিন আজ,,,😇
28/03/2024

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ ,,, 😇
বেশি বেশি দুরুদ পাঠের দিন আজ,,,😇

আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল ‘আজ্‌যি ওয়াল কাসালি ওয়াল জুব্‌নি ওয়াল বুখ্‌লি, ওয়াল হারামি ওয়া ‘আযা-বিল ক্কাব্...
25/03/2024

আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল ‘আজ্‌যি ওয়াল কাসালি ওয়াল জুব্‌নি ওয়াল বুখ্‌লি, ওয়াল হারামি ওয়া ‘আযা-বিল ক্কাব্‌র। আল্লা- হুম্মা, আ-তি নাফ্‌সি তাক্বওয়া-হা-, ওয়া ঝাক্‌কিহা- আনতা খাইরু মান ঝাক্কা-হা-, আনতা ওয়ালিইউহা- ওয়া মাওলা-হা-। আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিন্ ‘ইলমিন লা- ইয়ানফা’উ, ওয়ামিন ক্বলবিন্‌ লা- ইয়াখ্‌শা’উ ওয়ামিন নাফ্‌সিন লা-তাশ্‌বা’উ ওয়ামিন দা’অ্‌ওয়াতিন লা- উস্‌তাজা-বু লাহা-

হে আল্লাহ্‌, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি, অক্ষমতা থেকে, আলসেমি থেকে, কাপুরুষতা থেকে, কৃপণতা থেকে, অতি-বার্ধক্য থেকে এবং কবরের আযাব থেকে। হে আল্লাহ্‌, আমার নফসকে আপনি তাক্বওয়া প্রদান করুন এবং আপন তাযকিয়া-পবিত্রতা দান করুন, নফসকে পবিত্রতা তাযকিয়া প্রদানে আপনিই সর্বোত্তম, আপনিই আমার নফসের অভিভাবক ও বন্ধু। হে আল্লাহ্‌, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এমন জ্ঞান থেকে যে জ্ঞান উপকারে লাগে না, এমন হৃদয় (ক্বলব) থেকে যে হৃদয় ভীত হয় না, এমন নফ্‌স থেকে যে নফ্‌স পরিতৃপ্ত হয় না এবং এমন দোয়া থেকে যে দোয়া কবুল হয় না।

রেফারেন্স: মুসলিমঃ ২৭২২

25/03/2024

হে আল্লাহ্‌, আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ, গভীর দুর্ভাগ্য, খারাপ তাক্বদীর এবং শত্রুদের উপহাস থেকে।

The journey of the video editing course with James Prince Barai was amazing.
19/03/2024

The journey of the video editing course with James Prince Barai was amazing.

নদীর পাড়ে বসে ইফতার করতে বেশ ভালই লাগে,,, তা যদি হয় আবার বন্ধুদের সাথে।
18/03/2024

নদীর পাড়ে বসে ইফতার করতে বেশ ভালই লাগে,,, তা যদি হয় আবার বন্ধুদের সাথে।

05/03/2024

আমার ছোট্ট ভাটিজিটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। আজ 06 মার্চ 2024 তার সেকেন্ড বার্থডে। সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ভবিষ্যতটা সুন্দর এবং নিরাপদ করে দেন। 😇

29/02/2024

"At the end of the day, whether or not those people are comfortable with how you're living your life doesn't matter. What matters is whether you're comfortable with it."

Address

Chandpur
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Outing Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share