পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা পিসিপি পানছড়ি শাখার মূখপত্র।

গতকাল মধ্যরাতে সেটেলার কর্তৃক বাঘাইছড়ি উপজেলাধীন ৩০নং সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় মাল্যের 'চাকমা পাড়ায়'  ৯ টি বাড়...
21/10/2025

গতকাল মধ্যরাতে সেটেলার কর্তৃক বাঘাইছড়ি উপজেলাধীন ৩০নং সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় মাল্যের 'চাকমা পাড়ায়' ৯ টি বাড়িঘরে লুটপাট, ভাঙচুর এবং ১ টি বাড়িতে অগ্নিসংযোগ চালিয়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, মাল্ল্যে পাহাড়ীদের জায়গা জোর করে বেদখল করার চেষ্ঠা চালাচ্ছে সেটলাররা বহুদিন ধরে। নিজেদের ভূমি রক্ষার্থে পাহাড়ীরা বাধা দিলে উগ্রবাদী সেটলাররা উক্ত ঘটনা ঘটায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাহাড়ের সমস্যা সেটলার সমস্যা, পাহাড়ের সমস্যা ভূমি সমস্যা, পাহাড়ের সমস্যা রাজনৈতিক সমস্যা, এইসব সমস্যা সমাধানের জন্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নের ভূমিকা আরো জোরালো হওয়া উচিত।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এর অকুতোভয় সৈনিক কাচালং সরকারী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক  ছাত্র নেতা রত্ন সাগর চ...
20/10/2025

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এর অকুতোভয় সৈনিক কাচালং সরকারী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা রত্ন সাগর চাকমার ৫ম মৃত্যুবার্ষীকিতে গভীর শোকও শ্রদ্ধা।

গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ ভরদ্বাজ মনির ৩৩তম মৃত্যুবার্ষীকিতে বিনম্র শ্রদ্ধা ও সালাম। আজ ১৩ অক্টোবর ২০২৫ পার্বত্য ...
13/10/2025

গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ ভরদ্বাজ মনির ৩৩তম মৃত্যুবার্ষীকিতে বিনম্র শ্রদ্ধা ও সালাম।

আজ ১৩ অক্টোবর ২০২৫ পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ ভরদ্বাজ মনির ৩৩ তম শাহাদাৎ বার্ষিকী।
১৯৯২ সালের ১৩ অক্টোবর ছিল পাহাড়ী ছাত্র পরিষদ দীঘিনালা থানা কমিটি গঠন উপলক্ষে পূর্ব নির্ধারিত আলোচনা সভা।
একটি বিশেষ মহলের উস্কানিতে ঐদিনই 'পার্বত্য চট্টগ্রাম শান্তি আন্দোলন' ও একক বাংলা ত্রিপুরা গণপরিষদ' নাম দিয়ে দু'টি সদ্যজাত সংগঠন হরতাল আহবান করে এবং পাহাড়ী ছাত্র পরিষদের জনসভায় হামলা চালায়।
এতে ভরদাস মণি চাকমা নামে একজন ৭০ বছরের বৃদ্ধ নিহত এবং বহু পাহাড়ী ছাত্র আহত হয়। এরপর দীঘিনালায় কারফিউ জারি করা হয়। পাহাড়ী ছাত্র পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠন এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
১৫ অক্টোবর ঢাকায় পাহাড়ী ছাত্র পরিষদ দীঘিনালা হত্যাকান্ড ও আটক ছয়জন পাহাড়ী ছাত্র নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করে।
শান্তি-প্রক্রিয়া ও প্রস্তাবিত আলোচনা বৈঠক বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কায় জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক দলসমূহের সাথে বৈঠক মিটিং-মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সরকার প্রস্তাবিত ২১ অক্টোবরের বেঠক অনুষ্ঠিত হয় নি।

এই তো সেদিন চৌদ্দই অক্টোবর মাইনী নদীর ধারে চিতাগ্নির লেলিহান শিখাায় ছা'ই হ'য়ে যায় ভরদ্বাজ মনির নিষ্প্রাণ দেহ। অগুণতি অগ্নিমশাল প্রজ্জ্বলিত হয়ে একটি নিষ্পাপ জীবনের মৃত---
দেহ নিঃশেষ করে মাইনী উপত্যকায় একরাশ আতঙ্ক আর শোকের পাহাড় গড়ে যায় এই দুঃসময়। লক্ষ জুম্ম জনতার মনের গভীরে সতত জেগে ওঠে চেতনার শহীদ মিনার।
আন্দোলনে উত্তাল প্রজম্মের অনুভূতির দেয়ালে ছুঁয়ে যায় প্রতিবাদের অমোঘ নেশা। ক্রমবর্ধমান এ নেশা সংগ্রামের ডাক দিয়ে যায় গনমানসে।শোকাবহ নির্মম হত্যার স্মৃতিরা এক এক করে নিমার্ণ করে দেয় বারুদের স্ফুলিঙ্গ। চোখ বুজে বলে দেয়া যায় তেজোদীপ্ত স্ফুলিঙ্গকে শত সহস্র নিপীড়ক সামরিক স্থাপনাও নেভাতে পারবেনা সেদিন। এই সাদামাথা সত্যটি বুঝতে কেন এত কষ্ট হয় সেনা শাসকদের?

আমরা জানি একদিন অনিবার্য মৃত্যু ঘটবে প্রতিটি জীবনের। কিন্তু কোন দিন মৃত্যু নেই একটি শোকার্ত চেতনার। রক্তপাত,নির্যাতন,হত্যা আর গ্রেফতারের নৈমিত্তিক অপকৌশলগুলো অব্যাহত প্রয়োগ করবেই ঐ কুচক্রী সেনা-সন্ত্রাসীরা। তবুও আমাদের মা শহীদ ভরদাস মণির বিধবা স্ত্রী আর সহযোদ্ধা চয়নদের মত লক্ষ তরুণের সুযোগ্য পিতারা সাহস যুগিয়ে যাবে তারুণ্যেকে।তাদের আর্শিবাদ আর সাহসের মন্ত্রে বলিয়ান হয়ে দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এই অগ্নিযুগের সূর্যসন্তানরা। তাই বন্ধুরা এসো সংগ্রামের ডাক দিয়ে যাই। শহীদ ভরদ্বাজ মণির রক্ত কোনদিন বৃথা যেতে দেব না। আমাদের প্রিয় মাতৃভূমিতে জুম্ম জনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবোই।

জুম্ম জনগণের আত্ননিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ ভরদ্বাজ মুনির আত্মবলিদান কিছুতেই বৃথা যেতে পারে না। রাষ্ট্রীয় নিষ্পেষণ, সেনা-হায়েনার দমন- পীড়নের বিরুদ্ধে বৃদ্ধ বয়সেও ভরদ্বাজ মনির যে আত্নবলিদান তা থেকে পার্বত্য চট্টগ্রামের জুম্ম ছাত্র-যুব সমাজ শিক্ষা নিবে।
আজকের এ দিনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের পক্ষ থেকে শহীদ ভরদ্বাজ মনিকে শ্রদ্ধা জানাই।
পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের আত্ননিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলবেই....।

#পার্বত্যচট্টগ্রামেগণতান্ত্রিকআন্দোলনেপ্রথমশহীদভরদাসমুণিরআত্নবলিদানের৩৩বছর।
#ভরদ্বাজমনি
#পার্বত্যচট্টগ্রামপাহাড়ীছাত্রপরিষদ

পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি রুপক চাকমা'র পিতা সুভাষ কুসুম চাকমা'র (৫৭) মৃত্যুতে পিসিপি'র শোক।
01/10/2025

পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি রুপক চাকমা'র পিতা সুভাষ কুসুম চাকমা'র (৫৭) মৃত্যুতে পিসিপি'র শোক।

01/10/2025

'পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি সহযোদ্ধা রুপক চাকমা পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

ব্রেকিং নিউজ,পাহাড়ের পর এবার সমতলে, ময়মনসিংহের হালুয়াঘাটে পূজা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে গারো আদিবাসী তরুণী ধর্ষণের শিকা...
30/09/2025

ব্রেকিং নিউজ,

পাহাড়ের পর এবার সমতলে, ময়মনসিংহের হালুয়াঘাটে পূজা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে গারো আদিবাসী তরুণী ধর্ষণের শিকার।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা'র ধর্ষককে অতি দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি'র দাবি জানাচ্ছি।

খাগড়াছড়ি গুইমারায় সাম্প্রদায়িক হামলা ও হত্যার বিচার কর!খাগড়াছড়িতে এক জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে চলমান...
29/09/2025

খাগড়াছড়ি গুইমারায় সাম্প্রদায়িক হামলা ও হত্যার বিচার কর!

খাগড়াছড়িতে এক জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সেটেলার বাঙালি কর্তৃক জুম্মদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে রোয়াংছড়িতে 'আদিবাসী ছাত্র জনতা'র বিক্ষোভ মিছিল।

২৯ সেপ্টেম্বর ২০২৫
রোয়াংছড়ি, বান্দরবান

খাগড়াছড়িতে ৮ম শ্রেণীর মারমা  কিশোরীকে ধর্ষণ এবং বিভিন্ন জেলা ও উপজেলায় আদিবাসীদের সাম্প্রদায়িক  হামলার প্রতিবাদে গ্রাফিত...
28/09/2025

খাগড়াছড়িতে ৮ম শ্রেণীর মারমা কিশোরীকে ধর্ষণ এবং বিভিন্ন জেলা ও উপজেলায় আদিবাসীদের সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গ্রাফিতি অংকন #ঢাকা শাহবাগ।

খাগড়াছড়িতে এক জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচীতে সেটলার বাঙালি কর্তৃক জুম্...
28/09/2025

খাগড়াছড়িতে এক জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচীতে সেটলার বাঙালি কর্তৃক জুম্মদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহবাগে প্রতিবাদ সমাবেশ চলছে-

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি'র বিবৃতি।
27/09/2025

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি'র বিবৃতি।

খাগড়াছড়িতে এক জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সেটেলার বাঙালি কর্তৃক জুম...
27/09/2025

খাগড়াছড়িতে এক জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সেটেলার বাঙালি কর্তৃক জুম্মদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে-

বিক্ষোভ সমাবেশ

২৮ সেপ্টেম্বর ২০২৫
বিকাল: ৩:৩০ ঘটিকা
জাতীয় জাদুঘরের সামনে, শাহবাগ

আয়োজনে: আদিবাসী ছাত্র জনতা

খাগড়াছড়ি সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি পৌর ও সদর এলাকায় আজ দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধ...
27/09/2025

খাগড়াছড়ি সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি পৌর ও সদর এলাকায় আজ দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category