পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা পিসিপি পানছড়ি শাখার মূখপত্র।

"জুম পাহাড়ে নারীদের মাঝে ছড়িয়ে পড়ুক বিপ্লবী প্রীতিলতার চেতনা"ব্রিটিশ বিরোধী স্বাধীনতা-সংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্...
23/09/2025

"জুম পাহাড়ে নারীদের মাঝে ছড়িয়ে পড়ুক বিপ্লবী প্রীতিলতার চেতনা"

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা-সংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৩তম আত্মহুতি দিবস উপলক্ষে-

আলোচনা সভা

আগামীকাল ২৪ সেপ্টেম্বর ২০২৫,সকাল- ১০.০০ ঘটিকায়
স্থান- তেঁতুল তলা কমিউনিটি সেন্টার,খাগড়াছড়ি সদর।

সেনানিবাসের মত সুরক্ষিত অঞ্চলে কতিপয় সেনা সদস্যদের দ্বারা তনু হত্যাকাণ্ডের কিঞ্চিৎ ইতিহাস।  কতিপয় সেনা সদস্যের নির্মমতার...
20/09/2025

সেনানিবাসের মত সুরক্ষিত অঞ্চলে কতিপয় সেনা সদস্যদের দ্বারা তনু হত্যাকাণ্ডের কিঞ্চিৎ ইতিহাস।

কতিপয় সেনা সদস্যের নির্মমতার বলি হয়েছিলেন সোহাগী জাহান তনু যিনি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সুন্দরী থিয়েটার ব্যক্তিত্ব।

সে বাবা মার সাথে ময়নামতি সেনানিবাসে থাকার সুবাদে সেনানিবাসের ভেতরের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও অংশ নিতো। কিন্তু এ রেস্ট্রিকটেড এরিয়া তার জীবন কেড়ে নেয়।

৯ বছর আগের কথা। কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী বাবা ইয়ার হোসেন এবং মা আনোয়ারা বেগম। তনু প্রাইভেট পড়াত সার্জেন্ট জাহিদ এবং সিপাহি জাহিদের বাসায়। তবে সেনানিবাসে মঞ্চ মাতানো আদরের রাজকন্যা তনু ঘুম হারাম করেছিলো কতিপয় অফিসার এবং সিপাহির।

২০১৬ সালের ২০ মার্চ একটা অশুভ বিকেল শেষবারের জন্য এসেছিলো সোহাগী জাহান তনুর জীবনে। এক কর্নেলের ভালো লাগে তনুকে কিন্তু তার স্ত্রী নিজের পরিবার বাঁচাতে সার্জেন্ট জাহিদের স্ত্রী হ্যাপির সাথে সিদ্ধান্ত হয় টিউশনি শেষে তনুকে তুলে নিয়ে যাবার।

জানা যায় সন্ধ্যা ৭ টা, সেনাবাহিনীর একটি গাড়ি এসে থামে সার্জেন্ট জাহিদের বাসার সামনে। টেনেহিঁচড়ে গাড়িতে তোলা হয় তনুকে। গাড়ি চলতে শুরু করে লোকেশনের দিকে।

বাসায় ফিরতে দেরি হওয়ায় ৮;৪০ মিনিটে তনুর বাবা ইয়ার হোসেন মিলিটারি পুলিশে জান। তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল সার্জেন্ট জাহিদের বাসায় গেলে তার স্ত্রী হ্যাপি মুখের উপর দরজা বন্ধ করে দেয়।

অন্নদিকে দেশের নিরাপত্তার চাদরে বেষ্টিত সেনানিবাসের ভেতরেই পালাক্রমে ধর্ষণ চলে তনুর উপর। তার উরুর দুপাশে ছিলে গিয়েছিল, কান থেকে রক্ত এবং মাথার পেছন ফুলে গিয়েছিল তাসত্ত্বেও পথভ্রষ্ট সেনা সদস্যদের বর্বরতা থামেনি।

তনুর বাবা মিলিটারি পুলিশে আসলে এমপি গেট থেকে জানা যায় তনু ক্যান্টনমেন্টের বাহিরে যায়নি। তৎক্ষণাৎ পুলিশ ক্যান্টনমেন্টের ভিতর তল্লাশি শুরু করে। ফলে তনুর নিথর দেহকে ক্যান্টনমেন্টের বাহিরে নেয়া সম্ভব হয়নি। অতঃপর রাত ১১ তা নাগাত পাওয়ার হাউসের অদূরের জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় উচ্চপদস্থ ব্যক্তি জড়িত থাকায় দুই জাহিদকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়। জানা যায় এ হত্যাকান্ডে ১০ থেকে ১২ জনের সম্পৃক্ততা রয়েছে। অফিসার্স মিসেস জড়িত থাকায় রাতেই সেনানিবাস জেগে ওঠে সকালের দিকে আন্দোলন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে শুরু করে রাজধানীতেও ছড়িয়ে পড়ে।

তনু হত্যার সময় সেনানিবাসের দায়িত্বে ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল এনায়েত উল্লাহ এবং স্টেশন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজী শওকত আলম। কর্নেল মাসুদের হুমকিতে ছিল তনুর বাবা।

আর্মি কর্তৃক ম্যানেজ করা হয় কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের তৎকালীন সহযোগী অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা এবং তার সহকারী ডা. শারমিন সুলতানাকে।

বোর্ডের ময়নাতদন্তে তনুকে হত্যার কোন আলামত খোঁজে পায় না। অতঃপর কবর থেকে মরদেহ উঠিয়ে আর এক দফায় ময়নাতদন্তের ফলাফল ফলাফলের তনুর যৌন মিলনের কুৎসিত রিপোর্ট দেওয়া হয়। একদিকে বলা হয় ডিএনএ টেস্ট ছাড়া ময়নাতদন্ত রিপোর্ট দেয়া যাবে না, অন্যদিকে বলা হয় নিশ্চিত না হয়ে কারো ডিএনএ টেস্ট করা যাবে না।

কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে সিআইডি'র বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান বাহিনির আদেশে তোতাপাখি হয়ে জান। ঢাকার সিআইডি'র শীর্ষ তদন্ত কর্মকর্তা আবদুল কাহহার আকন্দও(যদিও কাহন্দ নিজেও সুবিধাবাদী) বেতিক্রম নন। এভাবে পরবর্তীতে কয়েক ডজন অফিসার তদন্তের কাজ করেন এবং কিছুদিন পর ওহীর মাধ্যমে তাদেরকে অন্যত্র ট্রান্সফার করা হয়।

আজ ৯ বছর হতে চলল তনু হত্যার বিচার দূরের কথা সবাই ভুলতে বসেছে তনুর কথা। অত্যান্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হলো, এই ঘটনার সাথে একেবারেই জুনিয়র লেভেলের কিছু সেনাসদস্য জড়িত থাকলেও ধামাচাপা দিয়ে দেয় উর্ধ্বতন কর্মকতারা। একইভাবে, হাসিনা পালানোর পরেও এরা হাসিনার সময়ে বিভিন্ন বাহিনীতে প্রেষণে থাকাকালীন সেনা কর্মকর্তাদের করা অপরাধের বিচারেও বাধা দিয়েই যাচ্ছে।

পোস্টের সাথে কিছু ছবি যুক্ত করা হলো। নিজ নিজ অবস্থান থেকে বিচারের দাবি তুলুন সবাই।

কপি পোস্ট -

19/09/2025

সকল সাম্প্রদায়িক হামলা ও বিচারবর্হিভূত হত্যাকান্ডের বিচার কর-

২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বাহিনী ও সেটেলার বাঙালিদের হামলায় নিহত ধনরঞ্জন চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা'র হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবীতে ও শহীদদের স্মরণে-

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা

শিক্ষা      সংহতি          সাম্য         প্রগতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,পানছড়ি থানা শাখার পক্ষ থেকে সংগ্রা...
19/09/2025

শিক্ষা সংহতি সাম্য প্রগতি

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,পানছড়ি থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন।

প্রিয় সংগ্রামী জনতা,

আপনারা নিশ্চয়ই জানেন আজ এই দিনে বিগত- ২০২৪ সালে ১৯ ও ২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় রাষ্ট্রীয় বাহিনী ও সেটেলার বাঙালি'র হামলায় শহীদ জুনান চাকমা,রুবেল ত্রিপুরা,ধনরঞ্জন চাকমা ও অনিক চাকমা নিহত হন।
এবং অসংখ্য পাহাড়ীদের ঘরবাড়ি জ্বালাপোড়া ও লুটপাট করা হয়।

তাঁরই পরিপ্রেক্ষিতে আজকের এই দিনে আমরা শহীদ জুনান,রুবেল,ধনরঞ্জন ও অনিক চাকমা'দের স্মরণে এক মিনিট নিরবতা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে জাতীয় অস্তিত্ব রক্ষা লড়াই - সংগামে আত্মবলিদান হওয়া বীর শহীদেরা অমর হোক।ভুলি নাই,ভুলবো না।

#বীর শহীদের রক্ত,বৃথা যেতে দেবোনা।
#শহীদের স্মরণে, ভয় করিনা মরণে।
#সকল হত্যার বিচার কর,করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা

19/09/2025

প্রেস বার্তা -

সকল সাম্প্রদায়িক হামলা ও বিচারবর্হিভূত হত্যাকান্ডের বিচার কর-

২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বাহিনী ও সেটেলার বাঙালিদের হামলায় নিহত ধনরঞ্জন চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা'র হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবীতে ও শহীদদের স্মরণে-

স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন

স্থান- পানছড়ি,শান্তিপুর অরণ্য কুটির
১৯ সেপ্টেম্বর ২০২৫ইং, সন্ধ্যা ৬:০০ ঘটিকা।

উক্ত স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলনের লক্ষ্যে সকল পাহাড়ী ছাত্র এবং যুবদের উপস্থিত থাকার জন্য
অনুরোধ করা গেল।

শুভেচ্ছান্তে,
নগেন্দ্র ত্রিপুরা
দপ্তর সম্পাদক
পাহাড়ী ছাত্র পরিষদ,
পানছড়ি থানা শাখা।

সকল সাম্প্রদায়িক হামলা ও বিচারবর্হিভূত হত্যাকান্ডের বিচার কর২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গাম...
18/09/2025

সকল সাম্প্রদায়িক হামলা ও বিচারবর্হিভূত হত্যাকান্ডের বিচার কর

২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বাহিনী ও সেটেলার বাঙালিদের হামলায় নিহত ধনরঞ্জন চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা'র হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবীতে ও শহীদদের স্মরণে-

প্রতিবাদ সভা ও প্রদীপ প্রজ্জ্বলন

স্থান- নিউজিল্যান্ড সড়ক, খাগড়াছড়ি সদর।
১৯ সেপ্টেম্বর ২০২৪ইং, সন্ধ্যা ৬:০০ ঘটিকা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা

শহীদ জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধন রঞ্জন চাকমা ও অনিক চাকমাদের রক্ত বৃথা যেতে দেবোনা। উল্লেখ্য,২০২৪ সালের ১৯-২০ সেপ্টে...
18/09/2025

শহীদ জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধন রঞ্জন চাকমা ও অনিক চাকমাদের রক্ত বৃথা যেতে দেবোনা।

উল্লেখ্য,২০২৪ সালের ১৯-২০ সেপ্টেম্বরে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত ঘটনায় দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেনা-সেটলারদের হামলায় হত্যার শিকার হওয়া ১ বছর।

#অবিলম্বে খুনিদের দ্রুত গতিতে আইনের আওতায় এনে বিচার করুনঃ।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,- এর কেন্দ্রীয় উপদেষ্টা  কমিটি'র সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি'র,কেন্দ্রীয় কমি...
17/09/2025

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,- এর কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি'র সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি'র,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রীমতি দূর্গারাণী চাকমা(৬০)'র লিভার ক্যান্সার রোগে মৃত্যুতে মহান পার্টি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন।

১/পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি।
২/ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, কেন্দ্রীয় কমিটি।
৩/পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, কেন্দ্রীয় কমিটি।
৪/পার্বত্য চট্টগ্রাম জনসংহতি, খাগড়াছড়ি জেলা কমিটি।
৫/পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙামাটি জেলা কমিটি।
৬/পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, কেন্দ্রীয় কমিটি।
৭/পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
৮/পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, মহালছড়ি থানা কমিটি।
৯/ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, পানছড়ি থানা কমিটি।
১০/পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পানছড়ি থানা কমিটি।
১১/ পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পানছড়ি থানা শাখা।
১২/ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,পানছড়ি থানা শাখা।
১৩/ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন কমিটি।
১৪/হিল উইমেন্স ফেডারেশন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,- এর কেন্দ্রীয় উপদেষ্টা  কমিটি'র সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি'র,কেন্দ্রীয় কমি...
17/09/2025

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,- এর কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি'র সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি'র,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রীমতি দূর্গারাণী চাকমা(৬০)'র লিভার ক্যান্সার রোগে মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ,পানছড়ি থানা কমিটি।

16/09/2025

১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা আনুমানিক ৬.৫০ ঘটিকার সময় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার মঞ্জু আদামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

শোক বার্তা- তাং:১৬/০৯/২৫ইংপার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,কেন্দ্রীয়  উপদেষ্টা  কমিটি'র  সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মহিল...
16/09/2025

শোক বার্তা-
তাং:১৬/০৯/২৫ইং

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি'র সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটি-সহ সভাপতি শ্রীমতি- দূর্গারাণী চাকমা(৬০) বয়সে লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সন্ধ্যা আনুমানিক ৬'৫০ মিনিটে পানছড়ি উপজেলা মঞ্জু আদাম এলাকায় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যু আগ পর্যন্ত পার্টিতে যুক্ত থেকে সাহসীকতা সাথে কাজ করে অনেক অবদান রেখে গেছেন। পার্টিতে তিনি আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আমরা তাহার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা'র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ জানাচ্ছি।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ - পানছড়ি থানা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category