21/10/2025
গতকাল মধ্যরাতে সেটেলার কর্তৃক বাঘাইছড়ি উপজেলাধীন ৩০নং সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় মাল্যের 'চাকমা পাড়ায়' ৯ টি বাড়িঘরে লুটপাট, ভাঙচুর এবং ১ টি বাড়িতে অগ্নিসংযোগ চালিয়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, মাল্ল্যে পাহাড়ীদের জায়গা জোর করে বেদখল করার চেষ্ঠা চালাচ্ছে সেটলাররা বহুদিন ধরে। নিজেদের ভূমি রক্ষার্থে পাহাড়ীরা বাধা দিলে উগ্রবাদী সেটলাররা উক্ত ঘটনা ঘটায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাহাড়ের সমস্যা সেটলার সমস্যা, পাহাড়ের সমস্যা ভূমি সমস্যা, পাহাড়ের সমস্যা রাজনৈতিক সমস্যা, এইসব সমস্যা সমাধানের জন্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নের ভূমিকা আরো জোরালো হওয়া উচিত।