Arko তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব💝

আজ শুভ মহালয়া তিথিতে পবিত্র অমাবস্যায়, পূর্ণমাসি যোগমায়া পূজা অর্চনা কালে মায়ের দর্শন
02/10/2024

আজ শুভ মহালয়া তিথিতে পবিত্র অমাবস্যায়, পূর্ণমাসি যোগমায়া পূজা অর্চনা কালে মায়ের দর্শন

09/09/2024

হে গোবিন্দ 🙏
তোমার কাছে আমার খোলা চিঠি।
মাতৃগর্ভে থাকার সময় তোমার সাথে আমার প্রায়ই দেখা হতো। তুমি সবসময় আমাকে দর্শন দিতে।
আমি তোমায় বলেছিলাম, আমাকে কৃপা করে পৃথিবীতে পাঠাও। আমি পৃথিবীর আলো দেখতে চাই। জড় জগৎ এর আনন্দ উপভোগ করতে চাই।

আমি তোমায় কথা দিয়েছিলাম পৃথিবীতে আশার পরেই আমি তোমার নাম ভজন করবো, তোমার গুন কীর্তন করবো।

পৃথিবীতে ভূমিষ্ঠ হবার পর তোমার আর দেখা পাই না। জড় জগৎ এর মোহ মায়ায় আবদ্ধ হয়ে তোমাকে ভুলতে বসেছি। মায়ার এই সংসারে আবদ্ধ হয়ে জাগতিক ভোগ বাসনায় মত্ত হয়ে তোমাকে ভুলে গিয়েছি।

হে প্রাণ গোবিন্দ 🙏
এই দুনিয়ায় আসার পর বুঝতে পারছি এখানে কেউ কারো আপন নয়। সবাই স্বার্থের জন্য পাশে থাকে, সাহায্য করে। স্বার্থ ফুরিয়ে গেলেই কেটে পড়ে। এত এত অবহেলা পাচ্ছি যে মানসিক ভাবেই ভেঙ্গে পড়ছি।

আমার কি গতি হবে দয়াল! জড় জগৎ এর কামনা বাসনায় আবদ্ধ হয়ে যে ভক্তিপথে অগ্রসর হতে পারছি না। কৃপা করে আমায় ভক্তির পথ প্রদর্শন করুন।

আমি যেন আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। সাধু সঙ্গে থেকে যেন তোমার লীলা কথা শ্রবন করতে পারি। এই অধমকে কৃপা কর প্রভু। তোমার কৃপা বিনে আমার যে আর কোন গতি নেই, সেটা এখন আমি হারে হারে উপলব্ধি করতে পারছি।

এই জগৎ এ একমাত্র তুমিই আমার পরম মিত্র। তুমি ছাড়া আমাকে উদ্ধার করতে কেউ পারবে না।তাই তোমার করুনা আমার ভীষন প্রয়োজন দয়াল।

করুনা করে এই অধমকে তোমার শ্রীচরণে ঠাই দাও দয়াল। তোমার শ্রীচরণই আমার একমাত্র শান্তির স্থান। তোমার শ্রীচরণ লাভেই আমার মুক্তি।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

® তিলক ফোটা

01/09/2024

অস্থায়ী জীবনে চিরস্থায়ী হল...
মানুষের সুন্দর ব্যবহার🗣️
যা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকে🧠☺️

25/08/2024

ভালোবাসা মানে হলো"[দায়িত্ব]"[সম্মান]"[ভালোবাসার মানুষ ভালো থাক]"এটা চাওয়া""!!🥀💖🤍

22/08/2024

ছুঁয়ে দেখার আকুলতা যদি প্রেম হয় তবে না ছুঁয়েও না দেখেও অনুভব করে যাওয়াটাই ভালোবাসা।🩶🌸

06/08/2024

প্রেম পড়লে ফেরার রাস্তা থাকে
কিন্তু মায়ায় পড়লে ফেরার রাস্তা থাকে না 💔👍

05/07/2024

কিছু মানুষের জন্ম এই কথা বলতে হলো আমার,কিন্তুু একটা সত্যি কথা বলব আপনার একটু মন দিয়ে পড়বেন, এবং আপনার মনে মনে ভেবে চিন্তা করবেন এবং আমার কথা ঠিক না ঠিক না সেটা কমেন্ট করে জানাবেন।আমার এই কথা হচ্ছে শুধু ছেলেদের জন্য, এখন দেখছি বেশি married life নিয়ে সমস্যা, সমস্যা কারণ হলো ছেলেরা,কারণ, ছেলেরা মেয়ে দেখতে গেলে শুধু মেয়েটার দিকে দেখে, কিন্তুু মেয়ের মায়ের দিকে দেখে না, এখন আমার কথা হলো, ভাই আপনারা আজ না হয় কালকে বিয়ে করতে হবে,তাহলে ভাই আপনারা আগে মেয়ে দেখতে গেলে আপনারা মেয়েকে না দেখে মেয়ের মা কে দেখুন, মেয়ের মায়ের সাথে কথা বলুন, মেয়ে সুন্দরী হলে হবে না মেয়ের মাকে ভালো হতে হবে,তাহলে মেয়ে ভালো হবে, যেখানে দেখবেন মেয়ের মায়ের থেকে মেয়ের মা কথা বলছে বেশি,মেয়ের মা লাফালাফি করছে বেশি, উওেজিত হচ্ছে বেশি, তাহলে আপনারা আর সেখানে কথা না বলে এক গ্লাস পানি খেয়ে উঠে পড়ুন। কারণ হলো যেখানে গাছের ঘোড়া মাটি ঠিক না সেখানে গাছ কিভাবেই ঠিক হবে আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা ভাইরা মেয়ে সুন্দর রূপ দেখে বিয়ে করে ফেলেন কোনো কিছুই না ভেবে, তাই ভাইরা বিয়ে পর কষ্ট পাচ্ছেন, আপনাদের সংসার জীবন ঠিক ভাবে চলছে না আপনাদের বাড়িতে সব সময় ঝগড়া ঝামেলা সব সময় আছে, আজকে এই নিয়ে ঝামেলা কালকে আরেকটার জন্য ঝামেলা, এগুলোর চলতে থাকে, তাই আমার মতে বড় ভাইরা আমার আপনারা আজ না হয় কালকে বিয়ে করবেন একটু ভালো ভাবে জেনে শুনে বিয়ে করবেন, রুপ দেখে বিয়ে করবেন কারণ মানুষের রুপ সব সময় থাকে না, এক সময় চলে যায় এই মানুষের রুপ, আপনারা ভাই রা ভালো ভাবে চিন্তা করে দেখেন, আপনাদের মতে আপনার কি করবেন, এই কথা গুলো ভালো ভাবে পডবেন পড়ে ভালো লাগলে শেয়ারের গিয়ে শেয়ার করে দিবেন সবাই জেনো আমার মনের কথা গুলো যে বললাম তা সবাই দেখতে পারে পড়তে পারে, কারো যদি কষ্ট লাগলে তাহলে আপনাদের এই ছোট ভাইকে মন থেকে কমা করে দিবেন,। 🙏🙏🙏

Ajke amader barite asharyi amoborsha thithi te amder gore prothi mashik ma kali🙏 🙏puja onushthi tho hoi 🙏🙏
05/07/2024

Ajke amader barite asharyi amoborsha thithi te amder gore prothi mashik ma kali🙏 🙏puja onushthi tho hoi 🙏🙏

04/07/2024

🌺🌹 অন্তরে আছো তুমি,,💖🥰
🦋💞চরণে দিও ঠাঁই,,🙏🌺
🌹🏵️মরণ কালে হে কৃষ্ণ,, ❣️🪴
🙂🥲 তোমাকে যেন পাই,, 🥺🙁
🪴🌼 কৃষ্ণ নাম শুনে যদি,,💐🌸
🌷🌿না লাগে মধুর,,,💞🍂
🙂😐তবে বুঝবেন সেই অঙ্গে,,😳😔
😭🥲পাপ রয়েছে প্রচুর,,,,,🥺🙏
🙏🙏 হরে কৃষ্ণ 🙏🙏

মানুষ পূর্ণতা দেখিয়ে, শূন্যতা উপহার দেয় 😅💔🥀
20/06/2024

মানুষ পূর্ণতা দেখিয়ে, শূন্যতা উপহার দেয় 😅💔🥀

19/06/2024

শহর জুড়ে বৃষ্টি নামুক তুমি খুঁজে নিও ঠাঁই। প্রতিটি বৃষ্টি কণায় লেখা থাকুক শেষ অবধি তোমাকে চাই...! ❤️🥀

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arko posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arko:

Share