05/07/2024
কিছু মানুষের জন্ম এই কথা বলতে হলো আমার,কিন্তুু একটা সত্যি কথা বলব আপনার একটু মন দিয়ে পড়বেন, এবং আপনার মনে মনে ভেবে চিন্তা করবেন এবং আমার কথা ঠিক না ঠিক না সেটা কমেন্ট করে জানাবেন।আমার এই কথা হচ্ছে শুধু ছেলেদের জন্য, এখন দেখছি বেশি married life নিয়ে সমস্যা, সমস্যা কারণ হলো ছেলেরা,কারণ, ছেলেরা মেয়ে দেখতে গেলে শুধু মেয়েটার দিকে দেখে, কিন্তুু মেয়ের মায়ের দিকে দেখে না, এখন আমার কথা হলো, ভাই আপনারা আজ না হয় কালকে বিয়ে করতে হবে,তাহলে ভাই আপনারা আগে মেয়ে দেখতে গেলে আপনারা মেয়েকে না দেখে মেয়ের মা কে দেখুন, মেয়ের মায়ের সাথে কথা বলুন, মেয়ে সুন্দরী হলে হবে না মেয়ের মাকে ভালো হতে হবে,তাহলে মেয়ে ভালো হবে, যেখানে দেখবেন মেয়ের মায়ের থেকে মেয়ের মা কথা বলছে বেশি,মেয়ের মা লাফালাফি করছে বেশি, উওেজিত হচ্ছে বেশি, তাহলে আপনারা আর সেখানে কথা না বলে এক গ্লাস পানি খেয়ে উঠে পড়ুন। কারণ হলো যেখানে গাছের ঘোড়া মাটি ঠিক না সেখানে গাছ কিভাবেই ঠিক হবে আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা ভাইরা মেয়ে সুন্দর রূপ দেখে বিয়ে করে ফেলেন কোনো কিছুই না ভেবে, তাই ভাইরা বিয়ে পর কষ্ট পাচ্ছেন, আপনাদের সংসার জীবন ঠিক ভাবে চলছে না আপনাদের বাড়িতে সব সময় ঝগড়া ঝামেলা সব সময় আছে, আজকে এই নিয়ে ঝামেলা কালকে আরেকটার জন্য ঝামেলা, এগুলোর চলতে থাকে, তাই আমার মতে বড় ভাইরা আমার আপনারা আজ না হয় কালকে বিয়ে করবেন একটু ভালো ভাবে জেনে শুনে বিয়ে করবেন, রুপ দেখে বিয়ে করবেন কারণ মানুষের রুপ সব সময় থাকে না, এক সময় চলে যায় এই মানুষের রুপ, আপনারা ভাই রা ভালো ভাবে চিন্তা করে দেখেন, আপনাদের মতে আপনার কি করবেন, এই কথা গুলো ভালো ভাবে পডবেন পড়ে ভালো লাগলে শেয়ারের গিয়ে শেয়ার করে দিবেন সবাই জেনো আমার মনের কথা গুলো যে বললাম তা সবাই দেখতে পারে পড়তে পারে, কারো যদি কষ্ট লাগলে তাহলে আপনাদের এই ছোট ভাইকে মন থেকে কমা করে দিবেন,। 🙏🙏🙏