02/12/2025
অল্প বয়সে মা-বাবাকে হারান কৃষি উদ্যোক্তা ড. নজরুল ইসলাম। মেজ ভাই দায়িত্ব নিয়ে বাবার মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে অকস্মাৎ ঝড় আসলেও প্রচন্ড মেধাবী এই মানুষটাকে কোনো বাধাই আটকাতে পারেনি।
মানুষকে সুস্থ রাখার জন্য নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের লক্ষ্যে নিজ গ্রামে শুরু করেন জৈব-কৃষি প্রকল্প। এই প্রকল্পের অধীনে উৎপাদিত হচ্ছে কোন ধরনের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ছাড়াই শতভাগ নিরাপদ সবজী ও ফলমূল। ৩.৩ একর বিশিষ্ট এই প্রকল্পে রয়েছে ২টি পুকুরসহ প্রায় ৩০ প্রজাতির ফল-মুল, শাক-সবজী ও মসলা জাতীয় উদ্ভিদ। পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষের সাথে চলছে দেশীয় প্রজাতির ঝিনুকের ভিতর মুক্তা চাষ। ঝিনুক থেকে প্রাপ্ত মুক্তা এবং ঝিনুকজাত পণ্য উৎপাদন ও বিক্রি করছেন। ফেলে দেওয়া ঝিনুকের অংশ দিয়ে তৈরি করছেন অর্গানিক চামচও। যার চাহিদা তৈরি হচ্ছে দেশে এবং বিদেশে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস থেকে ফিশারিজ বিষয়ে মাত্র তিন বছরের মধ্যেই পিএইচডি ডিগ্রী লাভ করেন। ড. নজরুল ইসলাম জাপানের সিজুওকা ইউনিভার্সিটি থেকে সামুদ্রিক প্রবালের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ডক্টর অব সায়েন্স (ডিএসসি) ডিগ্রী লাভ করেন। জাপান ফেরত ড. নজরুল ইসলাম দেশে জাপানিজ সংস্থা জাইকা-তে চাকুরি করতেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে জাপানিজ প্রজেক্টটি বন্ধ হয়ে গেলে ফিরে আসেন নিজ গ্রামে শুরু করেন রাইয়ান জৈব কৃষি প্রকল্প।
মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান রাঙা সকালের অতিথি ছিলেন তিনি।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণায় ছিলেন : জাহিদুল ইসলাম জিন্নাহ, সানজিদা সুলতানা, মাইনুল ইসলাম
প্রযোজনা : জোবায়ের ইকবাল, সাব্বির আহমেদ, রনি বিকাশ বড়ুয়া
উপস্থাপনা : ইয়াসমিন লাবন্য ও আনিসুল ইসলাম
ভিডিয়ো লিংক কমেন্ট বক্সে -