Anisul Islam

Anisul Islam TV Program Presenter | Voice Artist | Writer | Digital Content Creator

প্রোফেশনাল ভয়েস-ওভারের জন্য : WhatsApp +8801727658583
(13)

Hi, this is Anisul Islam, a content creator on voice art and motivation. I love to spread out the positivity of life.

02/12/2025

কারো কথার প্রেমে পড়লে তাকে ভোলা অতটা সহজ নয়!

02/12/2025

তুমি যদি কারো হৃদয়ে পৌঁছাতে না পারো তাহলে হাজারো গিফট দিয়েও তুমি সেই মানুষটাকে পাবে না।

02/12/2025

কেউ কারো জ্ঞান কখনো ছিনিয়ে নিতে পারে না, অথচ মানুষ মানুষকে সহযোগিতা করতে কতই না ভয় পায়!

অল্প বয়সে মা-বাবাকে হারান কৃষি উদ্যোক্তা ড. নজরুল ইসলাম। মেজ ভাই দায়িত্ব নিয়ে বাবার মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেন। জীব...
02/12/2025

অল্প বয়সে মা-বাবাকে হারান কৃষি উদ্যোক্তা ড. নজরুল ইসলাম। মেজ ভাই দায়িত্ব নিয়ে বাবার মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে অকস্মাৎ ঝড় আসলেও প্রচন্ড মেধাবী এই মানুষটাকে কোনো বাধাই আটকাতে পারেনি।

মানুষকে সুস্থ রাখার জন্য নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের লক্ষ্যে নিজ গ্রামে শুরু করেন জৈব-কৃষি প্রকল্প। এই প্রকল্পের অধীনে উৎপাদিত হচ্ছে কোন ধরনের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ছাড়াই শতভাগ নিরাপদ সবজী ও ফলমূল। ৩.৩ একর বিশিষ্ট এই প্রকল্পে রয়েছে ২টি পুকুরসহ প্রায় ৩০ প্রজাতির ফল-মুল, শাক-সবজী ও মসলা জাতীয় উদ্ভিদ। পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষের সাথে চলছে দেশীয় প্রজাতির ঝিনুকের ভিতর মুক্তা চাষ। ঝিনুক থেকে প্রাপ্ত মুক্তা এবং ঝিনুকজাত পণ্য উৎপাদন ও বিক্রি করছেন। ফেলে দেওয়া ঝিনুকের অংশ দিয়ে তৈরি করছেন অর্গানিক চামচও। যার চাহিদা তৈরি হচ্ছে দেশে এবং বিদেশে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস থেকে ফিশারিজ বিষয়ে মাত্র তিন বছরের মধ্যেই পিএইচডি ডিগ্রী লাভ করেন। ড. নজরুল ইসলাম জাপানের সিজুওকা ইউনিভার্সিটি থেকে সামুদ্রিক প্রবালের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ডক্টর অব সায়েন্স (ডিএসসি) ডিগ্রী লাভ করেন। জাপান ফেরত ড. নজরুল ইসলাম দেশে জাপানিজ সংস্থা জাইকা-তে চাকুরি করতেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে জাপানিজ প্রজেক্টটি বন্ধ হয়ে গেলে ফিরে আসেন নিজ গ্রামে শুরু করেন রাইয়ান জৈব কৃষি প্রকল্প।

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান রাঙা সকালের অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণায় ছিলেন : জাহিদুল ইসলাম জিন্নাহ, সানজিদা সুলতানা, মাইনুল ইসলাম
প্রযোজনা : জোবায়ের ইকবাল, সাব্বির আহমেদ, রনি বিকাশ বড়ুয়া
উপস্থাপনা : ইয়াসমিন লাবন্য ও আনিসুল ইসলাম

ভিডিয়ো লিংক কমেন্ট বক্সে -

02/12/2025

শুভ সকাল | ২রা ডিসেম্বর | ২০২৫ খ্রীস্টাব্দ

চট্টগ্রামের সিআরবিতে উমায়ের আব্দুল্লাহার চায়ের দোকান কুঞ্জতে ইদানীং প্রায়ই যাওয়া হয়। সেই সুবাদে আজকের বিশেষ চা উপহার পেল...
01/12/2025

চট্টগ্রামের সিআরবিতে উমায়ের আব্দুল্লাহার চায়ের দোকান কুঞ্জতে ইদানীং প্রায়ই যাওয়া হয়। সেই সুবাদে আজকের বিশেষ চা উপহার পেলাম। জানতে পারলাম উমায়ের সেই ২০১৮ সাল থেকে আমাকে ফেসবুকে ফলো করে! আহা! এত ভালোবাসা পেলে মন ভরে যায়, ইদানীং খুব ভালোবাসা পাচ্ছি সব জায়গায়! আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজ বিশেষ চা-ও খাওয়ালো উমায়ের। ওদের দোকানের দুধ চা, গরুর দুধের চা, মালাই চা ভীষণ জনপ্রিয়। সেখানে বইও আছে সাজানো যে-কেউ বইও পড়তে পারবেন ফ্রি-তে! চট্টগ্রামের সিআরবিতে গেলে অবশ্যই উমায়ের এই চমৎকার চা-য়ের দোকানে ঢু মারা আবশ্যক আর সাথে বন্ধুর সাথে প্রাণভরে আড্ডা! সন্ধ্যাটা ইদানীং জমজমাট হয়ে উঠছে, মনে হয় এ যেনো চট্টগ্রামের টিএসসি!

01/12/2025

উচ্চারণের জড়তা দূর করার চর্চা | বিদ্রোহী কবিতা থেকে পাঠ

01/12/2025

বেশি সহজ হয়ে গেলে মানুষের কাছে ছোট হতে হয়৷

01/12/2025

একবার চিনে যাওয়ার পর বারবার সেই পথে হেটো না। কেবল কষ্টই বাড়বে!

01/12/2025

শুভ সকাল

30/11/2025

সন্তানের মুখ চেয়ে যারা এখনো সংসার টিকিয়ে রেখেছেন তাদের আত্মত্যাগকে সম্মান জানাই!

30/11/2025

সুশিক্ষা, ভদ্রতাবোধ এমন এক পারিবারিক শিক্ষা যেগুলো কাউকে শিখিয়ে আপনি কুল পাবেন না। এসব পরিবার থেকে শিখে আসতে হয়।

Address

Kotowali
Chittagong
CHATTOGRAM

Alerts

Be the first to know and let us send you an email when Anisul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anisul Islam:

Share