22/05/2025
আওয়ামীলীগকে অতীতে যারা যারা পুনর্বাসন করেছে তার সবাই এক অভিশপ্ত ইতিহাসের সাক্ষী হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম আওয়ামীলীগ পুনর্বাসন করেছিলেন বাংলার ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট নায়ক "শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান (বীর উত্তম)"। তিনি হাসিনার ৩২ নম্বরের বাড়ির চাবি পর্যন্ত ফেরত দিয়েছিলেন। তিনি তার উদারতার পরিচয় দিতে গিয়ে আওয়ামীলিগ পুনর্বাসন করেছিলেন, যার মাশুল দিতে হয়েছিল দুই সাপ্তাহের মধ্য মেজর জিয়ার জীবন দিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার ক্যন্টনমেন্টের বাড়ি থেকে বিতারিত করা হয়। দ্বিতীয় বার পুনর্বাসন করেছে এইচ এম এরশাদ। এরশাদ আওয়ামীলীগকে সংসদে পর্যন্ত নিয়ে গিয়েছিল বিরোধী দল হিসাবে। এর পরে জাীতয় পার্টির রাজনীতি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বর্তমানে আমরা জাতীয় পার্টির অবস্তা দেখত পাচ্ছি। তৃতীয় বার আওয়ামীলীগকে পুনর্বাসন করেছিল "জামাত" ৯৪, ৯৫, ৯৬ তে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে। তার ফল স্বরূপ, বিগত ১৬ বছর ধরে জামতকে নাস্তানাবুদ করেছে আওয়ামীলীগ। জামতের নেতা, কর্মীরা নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে, নিষিদ্ধ করেছে জামাতকে। জুডিশিয়্যাল ক্যু এর মাধমে হত্যা করা হয়েছে জামাতের প্রথম সারির নেতাদের। চতুর্থ বার পুনর্বাসন এক এগারো এর সরকার, দালাল সেনা কর্মকর্তারা। তার ফল স্বরূপ, বিডিআর হত্যাকান্ডের মাধ্যমে চৌকষ সেনা অফিসারদের হত্যা, মিলিটারি ব্রুক্রেসি ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামো নষ্ট করেছে ভারতের ইন্ধনে। যারা আওয়ামীলীগকে আবার পুনর্বাসন করতে চায় তাদের মনে রাখা উচিত আওয়ামীলীগ হচ্ছে এক অভিশপ্ত রক্ত ধারার নাম। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।
Tarique Rahman স্যার আপানর কাছে দেশবাসী এবং তরুন সমাজের প্রত্যাশা অনেক। যারা আআওয়ামীলীকে আবার পুনর্বাসন করতে চায় বা সহযোগিতা করছে তাদেরকে দলীয়ভাবে শক্ত জাতে দমন করা হোক। চট্টগ্রাম উত্তরজেলা ছাত্র দলের পক্ষ হতে আপনার জন্য শুভকামনা রইল।