24/05/2025
২৪ মে ২০২৫ শনিবার, দুপুর বেলা প্রচন্ড গরম, টিক এই সময় আমি একটা চায়ের দোকানে গিয়ে বসলাম, দোকানদারকে বললাম একটা চা দেওয়ার জন্য, চা দিলো আমাকে চা খাচ্ছি হঠাৎ দেখলাম আমার এক ফ্রেন্ড এসে বসলো আমার কাছে, তা আমরা দুজনে গল্প করতেছি আর চা খাচ্ছি, আমাদের পাশে ছিলো আরো ৩-৪ জন্য লোক উনারা ও চা খাচ্ছে, আমাদের সামনে আরো দুজন ছিলো যাদেরকে নিয়ে আজকে আমার এই লেখা, উনারা হলেন দুইজন ফকির, একজন মহিলা আরেকজন পুরুষ, হঠাৎ উনাদের দিখে নজর পড়লো আমার, তারপর উনাদের কথা আমার কানে আসলো, মনোযোগ সহ কারে উনাদের কিছু কথা শুনলাম, শুনে যা বুঝতে পারলাম। - (উনারা কারা, কোথায় বাড়ি, বয়স কতো বা নাম কি সেটা আমি জানিনা, তবে যে পিকচার টা দিলাম সেটা দেখে আপনারা বুঝতে পারবেন উনারদের বয়স কতো হবে।)- যাই হউক আমি শুনলাম, উনারা উনাদের বিয়ের কথা বলতেছে।-(কোন গঠক বা তৃতীয় কোন লোক নাই,)- উনারা নিজেরায় নিজেদের বিয়ে টিক করতেছে,
পুরুষ: তুমি কি আমাকে বিয়ে করবা
মহিলা: হ্যা করবো
পুরুষ : তাহলে টিক আছে, তবে আমি কোন কাজ করবো না, তুমি আমাকে রুজি করে খাওয়াতে হবে।
মহিলা: টিক আছে, তবে তুমি ঘরের রান্না বান্না সব কিছু করবা।
পুরুষ : না আমি সেগুলো করতে পারবো না।
মহিলা: তাহলে কেমনে হবে, আমি সারা দিন কাজ করে তুমাকে রুজি করে খাওয়াবো আর তুমি কি পারবা না, আমাকে রান্না করে খাওয়াতে।
পুরুষ : না রান্না করা মহিলাদের কাজ, পুরুষের কাজ না
মহিলা: আমি সারা দিন গার্মেন্সে কাজ করে এসে, আমি কি রান্না করতে পারবো।
টিক তখন মহিলার চোখ পড়লো আমার দিখে, তখননি মহিলা আমাকে ইংগিত করে বলবো, বাবা আমি কি টিক বলিনি।
আমি: হুম হ্যা।।
((এখান থেকে আমি যা বুঝলাম, মানুষ বুড়ো হলে কি হবে, মনটা কিন্তু বুড়া হয় না।))
আমার হঠাৎ মনে হলো, এই ঘটনাটা আপনাদের কাছে সেয়ার করি। তাই সেয়ার করলাম।।