SAJID JERIN VLOG

SAJID JERIN VLOG HIS PAGE WILL CONTAIN REELS AND VLOGS AND ISLAMIC VIDEOS. YOU ALL SHOULD FOLLOW AND LIKE OUR FACEBOOK

09/11/2024
MY FAVORITE DISH.....🥰🥰🤩🤩🥳
26/06/2024

MY FAVORITE DISH.....🥰🥰🤩🤩🥳

25/06/2024

রাসেল ভাইপার সাপ থেকে বাঁচার দোয়া:
# #রাসেল ভাইপার
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে। সাপের কামড়ে কিছু মানুষের আক্রান্ত ও মারা যাওয়ার খবর আসছে। হাদিসে নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে একটি দোয়া বর্ণিত রয়েছে যে দোয়াটির মাধ্যমে সাপ-বিচ্ছুসহ ক্ষতিকর সব পোকা-মাকড় ও প্রাণী থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা যায়।সুহাইল ইবনে আবু সালিহ (রহ.) থেকে বর্ণিত তার বাবা বলেছেন, আমি আসলাম গোত্রের এক ব্যক্তিকে বলতে শুনেছি, একদিন আমি আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে বসেছিলাম। তখন জনৈক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রাসুল! রাতে আমাকে কিছু একটা কামড় দিয়েছে, আমি সারা রাত ঘুমাতে পরিনি। তিনি জিজ্ঞাসা করেন, সেটা কী ছিল? সাহাবি বললেন, বিচ্ছু। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যদি তুমি সন্ধ্যার সময় এ দোয়াটি পাঠ করতে, তবে আল্লাহ চাইলে কোন কিছু তোমার ক্ষতি করতে পারতো না। দোয়াটি হলো,

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَউচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক্বা।অর্থ : আমি আল্লাহর সব পূর্ণ কালেমাসমূহের উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সুনানে আবু দাউদ: ৩৮৫৭)

খাওলা বিনতে হাকিম সুলাইমান (রা.) বলেন, আমি আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতে শুনেছি, যে ব্যক্তি কোন মনজিলে অবতরন করে বলবে, ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক্বা’ অর্থাৎ ‘আমি আল্লাহর সব পূর্ণ কালেমাসমূহের উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি’ তাহলে সে ওই জায়গা থেকে অন্যত্র রওনা হওয়া পর্যন্ত কোনো কিছু তার কোন ক্ষতি করবে না। (সহিহ মুসলিম: ৬৬৩১

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত রয়েছে যে, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার বলে,
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَউচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক্বা।অর্থ : আমি আল্লাহর সব পূর্ণ কালেমাসমূহের উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।

তাহলে কোনো কিছু তার ক্ষতি করতে পারে না। (মাজমাউয-যাওয়ায়েদ: ১৭০২৩)

এ হাদিসগুলোর আলোকে সাবধানতার পাশাপাশি আমরা যদি সকালে ও সন্ধ্যায় এ দোয়াটি তিনবার পাঠ করি, নতুন কোথাও গেলে বা সাপ-বিচ্ছুর দংশনের ভয় আছে এমন কোথাও গেলে দোয়াটি পড়ে নেই, তাহলে আল্লাহ চাইলে এ সব বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে বেঁচে যেতে পারি।

Address

Mohora, Chandgaon, Chattogram
Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when SAJID JERIN VLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAJID JERIN VLOG:

Share