12/10/2025
কথা ছিলো দুই বোন এক সাথে প্রচরণা চালাবো।কিন্তু আমার শারীরিক অবস্থার দিন দিন বিপর্যয়ের কারনে সম্ভব হলো না।আমার বড় বোন -বৃষ্টি দাশ
ব্যালট:০২
এজিএস
হল সংসদ,প্রীতিলতা হল।
অনেক আপুদের কাছেই হয়তো পৌঁছানো সম্ভব হয় নি।তার জন্য ক্ষমাপ্রার্থী🙏।যদি যোগ্য মনে হয় আমার বোনকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
নমস্কার ও আসসালামু আলাইকুম
আমি, বৃষ্টি দাশ
লোকপ্রশাসন বিভাগ(২০১৯-২০২০)
প্রীতিলতা হল সংসদ নির্বাচনে
যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী (স্বতন্ত্র সম্প্রীতি প্যানেল থেকে), ব্যালট নং - ০২।
আমি নির্বাচিত হলে, প্রীতিলতা হলে সংযুক্ত সকল আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সদা তৎপর থাকব। কারণ আমি নিজেও হলের নানা সমস্যার সম্মুখীন হয়েছি। ১ম বর্ষেই যেখানে সিট পাওয়া আমার অধিকার সেখানে ৩য় বর্ষ পেরিয়ে ৪র্থ বর্ষে সিটহোল্ডার হই, এই দিকটি আমি সব সময় বিবেচনায় রাখব। আমি আমার ইশতেহারের মাধ্যমে হলে পরিবর্তন আনব। যদি নির্বাচিত নাও হতে পারি, বিগত দিনগুলোতে যেমন হলের বিভিন্ন কাজে জড়িত ছিলাম তেমনি আগামীতেও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ বজায় রেখে সকলের অধিকার নিশ্চিত করব।
আমার ইশতেহার সমূহ:
১। হলে সংযুক্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা যাতে করে তারা আবাসিক শিক্ষার্থীদের মতো সুযোগ সুবিধা ভোগ করতে পারে।
২। ইবাদতখানা বর্ধিত করণ এবং অমুসলিমদের জন্য উপাসনালয় বরাদ্দ নিশ্চিতকরণ।
৩। মেধা, দূরত্ব এবং আর্থিক অবস্থা বিবেচনায় রেখে হলে সিট বরাদ্দ বৃদ্ধি করা।
৪। হলের খাবারের মান উন্নত করা এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা।
৫।মেডিকেল সংক্রান্ত তাৎক্ষণিক জরুরি অবস্থা মোকাবিলার জন্য ফার্স্ট এইড কর্নার স্থাপন করা।
৬। হলের সংশ্লিষ্ট আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে কাউন্সেলিং এর ব্যবস্থা করা।
৭। ক্যারিয়ার কেন্দ্রিক কর্মশালার আয়োজন করা।
৮। আবাসিক-আনাবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে হল সংস্করণের জন্য মতামত গ্রহণকল্পে ফিডব্যাক বক্স প্রতিস্থাপন করা।
৯। হল সংলগ্ন গ্রন্থাগার ও সেমিনারকক্ষের সরঞ্জামের ব্যবস্থা করা এবং ইনডোর খেলাধুলার সরঞ্জাম বৃদ্ধি করা।
১০। সর্বোপরি শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ও কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা যাতে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে।
এই মর্মে, আপনার মূল্যবান ভোটই হতে পারে পরিবর্তনের একমাত্র চাবিকাঠি।