Unofficial Common Sense By Pari

Unofficial Common Sense By Pari A content creator raising awareness about critical social issues.

02/07/2025
29/06/2025
28/06/2025

ঘুমাতে আসছি।

-মাম্মা একটা কথা বলব?
-বল
-মাম্মা তোমার টাকা আছে?
-কি লাগবে? (গম্ভীর টোনে)
-(খুব ইতস্তত টোনে)আমার রুমে একটা এসি লাগায় দিবা টাকা হলে?
-কেন? তুমিতো আমার সাথেই থাকো। এই রুমে তো এসি আছে। যাই হোক, সময় লাগবে কিনতে।
-নাহ নাহ আমি patient থাকবো মাম্মা। তোমার এখনই কিনতে হবেনা, আমি গরমে ঘেমে যাই তো তাই বলছিলাম। তোমার টাকা হলে কিনে দিয়ো। আমি patient থাকবো।
-চাইসো যেহেতু দিবোনে কিনে। জাস্ট সময় লাগবে।
-মাম্মা আমি স্নো ফল দেখতে চাই
-ওকে
-ভিডিও তে না, সামনাসামনি।

আমার ছেলে জানে ওর মা আবার পাগল। একবার আমাকে ছোট বেলায় বলেছিল, বাইরে ঘুরতে যাবে আমি বারান্দায় তাঁকে নিয়ে বলি এই নে দেখ বাহির।

আরেকবার সুইমিং পুলে যেতে চেয়েছিল তা আমি বাথটাবে পানি ভরে দিয়ে বলেছিলাম এই নে তোর সুইমিং পুল। সে জানে যদি বলে স্নো ফল দেখতে চাই তার মা টিভিতে স্নো ফল এর ভিডিও দেখায়ে বলবে এই নে তোর স্নো ফল। তাই সে স্পেসেফিক ভাবে বলেছে সামনা সামনি স্নো ফল দেখবে। 🤣🤣🤣

-আচ্ছা দেখি কি করা যায়। তোর স্নো ফল দেখানো যায় নাকি। এগুলা তো খরচের ব্যাপার।
-মাম্মা টাকা হলে তারপর নিও।
-হুম টাকা জমাতে হবে, আরও বেশি করে কাজ করতে হবে। এরপর একটা ব্যবস্থা হবে। নিয়ে যাবোনে তোকে।

হাসি পাচ্ছে আমার রীতিমত, ছেলে আমারে চরম গরিব ভাবে, ব্যাপারটা খারাপ না। দিনে ১৪ বার করে বলি আমার কোন টাকা নাই।

জোকস এপার্ট, কোন কিছু চাইলে আমি সাথে সাথেই কিনে দিতে পারি, কিন্তু দেইনা ইচ্ছা করেই। সবসময় বলি আমার সময় লাগবে। এটার একটাই কারণ যাতে সে বুঝে চাইলেই সব কিছু সাথে সাথে পাওয়া যায়না। অপেক্ষা করতে হয়। ওর মা বাবা ATM বুথ না, যে চাইলেই ঝর ঝর করে টাকা পড়বে। ওর বুঝতে হবে ওর স্বপ্ন পূরণ করতে আমরা বাবা মারা কষ্ট করে কাজ করি। যদি চাহিবা মাত্রই সব দিয়ে দেই, সেই জিনিস খুব সহজে পেয়ে যাবে। আর সহজলভ্য জিনিসের দাম আর যাই হোক, মানুষ দিতে পারেনা সেটা বাচ্চা হোক কিনবা এডাল্ট।

28/06/2025

RAK Ceramics Experience Zone at Season 4 wasn’t just about surfaces — it was about crafting spaces that inspire.✨
Elegance💫, innovation, and designs that turn every step into an experience.🏛️

25/06/2025
24/06/2025
20/06/2025

আপনারা অলরেডি জেনে গেছেন, যে আমার চুল পড়ার সমস্যার সমাধান এনে দিয়েছে কুমারিকা। সাথে যার রেফারেন্সে আমি কুমারিকা ব্যবহার করা শুরু করেছি— আমার জীবনের সেই বিশেষ মানুষটির কথাও আপনারা জেনেছেন।
আপনিও যদি কুমারিকা হেয়ার অয়েল ব্যবহার করে থাকেন, তাহলে এখন এই পোস্টের কমেন্ট সেকশনে আপনার প্রিয় একজনকে ট্যাগ করে ‘কুমারিকা’ রেফার করুন। সেই সাথে কেন রেফার করেছেন, লিখে জানান সেই কারণ। আর বিজয়ী হয়ে প্রিয়জন-সহ নিজের জন্য জিতে নিন কুমারিকা’র পক্ষ থেকে এক্সাইটিং গিফট!
নিয়মাবলি:
১. এই পোস্টের কমেন্ট সেকশনে প্রিয় একজনকে ট্যাগ করে কুমারিকা রেফার করতে হবে।
২. লিখে জানানোর শেষ সময় ৩০ জুন ২০২৫।
৩. #রেফারেল_কনটেস্ট এবং #কুমারিকা এই দু'টি হ্যাশট্যাগ দিয়ে এই ভিডিওটি নিজ প্রোফাইল থেকে পাবলিক রেখে শেয়ার করতে হবে।
৪. সম্মানিত বিচারক প্যানেলের সিদ্ধান্তে, রেফার করার সবচেয়ে ইন্টারেস্টিং কারণ দর্শনকারী ১০০ জন বিজয়ী নির্বাচিত হবেন।
৫. বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৬. বিজয়ীদের প্রত্যেকেই প্রিয়জন (সর্বোচ্চ ১ জন)-সহ নিজের জন্য পাবেন কুমারিকা’র পক্ষ থেকে আকর্ষণীয় গিফট।
৭. যে-কোনো সময় ক্যাম্পেইনটি পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে কুমারিকা।
#রেফারেল_কনটেস্ট
#কুমারিকা

06/06/2025
06/06/2025

দুঃখিত! গরিবদের মত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে!

যাই আবার একটা ঘুম দেওয়ার চেষ্টা করি বড়লোকদের মত।

এটা লিখতে না লিখতে মেসেজ আসছে:

Tk 20.0 has been deducted to settle your recent Emergency Loan advances. Current outstanding Tk 0.0. For Details, dial *8 #.

কিছু বলার নাই 🙂

30/05/2025

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unofficial Common Sense By Pari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share