Unofficial Common Sense By Pari

Unofficial Common Sense By Pari A content creator raising awareness about critical social issues.

The goal is to see the world and click tons of photos …. with or without you!
29/10/2025

The goal is to see the world and click tons of photos ….
with or without you!

27/10/2025

-হ্যালো ম্যাম, calling from EBl, কেমন আছেন?
-ভালো নাই, বলেন
অপরপ্রান্তে ব্যক্তি কি বলবে হয়তো বুঝে উঠতে পারেনাই। একটু ইতস্তত করে
-ম্যাম আমাদের একটা ক্যাম্পেইন চলছে
-তো আমি কি করতে পারি?
-আমাদের ডাইনার্স ক্রেডিট কার্ড নিয়ে ক্যাম্পেইন চলছে। আপনি কি এই ব্যাপারে অবগত?
-হ্যাঁ, জানি, অনেক বাজে একটা কার্ড। আপনাদের তো কিছুদিন পর পরই বাজে কার্ড এর ক্যাম্পেইন চলে।

আবারও অপরপ্রান্তে কি বলবে বুঝে উঠতে পারেনাই।

আবারও ইতিস্তত করে
-ম্যাম তাহলে তো মনে হয় আপনি ইন্টারেস্টেড না।
-আপনাদের বছরে ১৪ বার ১৪ টা বাজে কার্ড এর ক্যাম্পেইন চলে। আল্লাহর ওয়াস্তে এমন সুন্দর কার্ড কতগুলা বের করেন যেগুলার তেমন কোন সুযোগ সুবিধা নাই। এই ক্যাম্পেইন এত টাকা খরচ না করে প্রোডাক্টের সুযোগ সুবিধা তে খরচ করলে মনে হয় ভালো হয়। আমরাই আসবো কার্ড নিতে। আপনাদের আসতে হয়না আমাদের কাছে।
-জ্বি ম্যাম। ধন্যবাদ।

খুব বিরক্তি নিয়ে ফোন রাখলাম। টাকা যেন আমার গাছে ধরে। আসলে সেলসম্যান এর কোন দোষ নাই। তার ভুল একটাই। সেটা হলো আমাকে ফোন করা।

সারাদিন চোখের পলকে চলে গেছে। টানা ল্যাপটপ স্ক্রিন থেকে চোখকে রেস্ট দিতে মোবাইল স্ক্রিনে আসলাম। হিপোক্রেসি আরকি।

মাথার উপর অফিসের ঝকঝকে লাইট। সাইনাস এর সমস্যায় ভোগা মানুষদের জন্য অতিরিক্তি লাইট মাঝে মাঝেই মাথা ব্যথার কারণ হয়। এটা নতুন কিছুনা। কিন্তু কার কি যায় আসে?

যাই হোক, মানুষের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকাটা জরুরি। কিন্তু এই ইমোশনাল ইনটেলিজেন্স একটা প্যারার কারণ। কারণ আপনি আগে আগে সিচুয়েশন বুঝে যাবেন। কে কি ভাবছে, কেন কি বলছে আপনি বুঝে যাবেন, অন্যরা বুঝার আগে বুঝে যাওয়াটা খুব সুখকর জিনিস না। কারণ মাঝে মাঝেই স্টুপিড থাকতে মন চায়। কে কি বললো না বুঝলো, আপনি বুঝবেন না। কারণ আপনি স্টুপিড, ব্রেইনলেস। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো স্টুপিড মানুষজন। ওরা অন্যের প্যারার কারণ হইতে পারে কিন্তু নিজে ভালো থাকবে।

তাই আমার সখ, একদিন চরম লেভেল এর স্টুপিড হবো, এমনই স্টুপিড যে ইমোশনাল ইনটেলিজেন্স থাকবে মাইনাসে। ওইদিন তোমরা যারা নটাংকি করো ওইগুলাতে আমার মাথা ব্যথা হবেনা তবে আমার নটাংকি তে যাতে তোমাদের মাথা ব্যথা হয় ওই চেষ্টা থাকবে।

ধন্যবাদ 🙏

25/10/2025

এইযে দেখেন আমার রূপচর্চা 🤪

23/10/2025

Coke studio মিউজিক এবং মানুষের গবেষণা 💁‍♀️

22/10/2025
21/10/2025
21/10/2025

জামাই হিসেবে মেয়েরা চায় একটা দারোয়ান, পিয়ন আর ড্রাইভার 🤪

Sorry soap, I am a Dove girl now.
17/10/2025

Sorry soap, I am a Dove girl now.

10/10/2025

এভাবেই ফ্রি ফ্রি জিনিস হাতিয়ে নিচ্ছে ইনফ্লুয়েন্সাররা!

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unofficial Common Sense By Pari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share