28/06/2025
ঘুমাতে আসছি।
-মাম্মা একটা কথা বলব?
-বল
-মাম্মা তোমার টাকা আছে?
-কি লাগবে? (গম্ভীর টোনে)
-(খুব ইতস্তত টোনে)আমার রুমে একটা এসি লাগায় দিবা টাকা হলে?
-কেন? তুমিতো আমার সাথেই থাকো। এই রুমে তো এসি আছে। যাই হোক, সময় লাগবে কিনতে।
-নাহ নাহ আমি patient থাকবো মাম্মা। তোমার এখনই কিনতে হবেনা, আমি গরমে ঘেমে যাই তো তাই বলছিলাম। তোমার টাকা হলে কিনে দিয়ো। আমি patient থাকবো।
-চাইসো যেহেতু দিবোনে কিনে। জাস্ট সময় লাগবে।
-মাম্মা আমি স্নো ফল দেখতে চাই
-ওকে
-ভিডিও তে না, সামনাসামনি।
আমার ছেলে জানে ওর মা আবার পাগল। একবার আমাকে ছোট বেলায় বলেছিল, বাইরে ঘুরতে যাবে আমি বারান্দায় তাঁকে নিয়ে বলি এই নে দেখ বাহির।
আরেকবার সুইমিং পুলে যেতে চেয়েছিল তা আমি বাথটাবে পানি ভরে দিয়ে বলেছিলাম এই নে তোর সুইমিং পুল। সে জানে যদি বলে স্নো ফল দেখতে চাই তার মা টিভিতে স্নো ফল এর ভিডিও দেখায়ে বলবে এই নে তোর স্নো ফল। তাই সে স্পেসেফিক ভাবে বলেছে সামনা সামনি স্নো ফল দেখবে। 🤣🤣🤣
-আচ্ছা দেখি কি করা যায়। তোর স্নো ফল দেখানো যায় নাকি। এগুলা তো খরচের ব্যাপার।
-মাম্মা টাকা হলে তারপর নিও।
-হুম টাকা জমাতে হবে, আরও বেশি করে কাজ করতে হবে। এরপর একটা ব্যবস্থা হবে। নিয়ে যাবোনে তোকে।
হাসি পাচ্ছে আমার রীতিমত, ছেলে আমারে চরম গরিব ভাবে, ব্যাপারটা খারাপ না। দিনে ১৪ বার করে বলি আমার কোন টাকা নাই।
জোকস এপার্ট, কোন কিছু চাইলে আমি সাথে সাথেই কিনে দিতে পারি, কিন্তু দেইনা ইচ্ছা করেই। সবসময় বলি আমার সময় লাগবে। এটার একটাই কারণ যাতে সে বুঝে চাইলেই সব কিছু সাথে সাথে পাওয়া যায়না। অপেক্ষা করতে হয়। ওর মা বাবা ATM বুথ না, যে চাইলেই ঝর ঝর করে টাকা পড়বে। ওর বুঝতে হবে ওর স্বপ্ন পূরণ করতে আমরা বাবা মারা কষ্ট করে কাজ করি। যদি চাহিবা মাত্রই সব দিয়ে দেই, সেই জিনিস খুব সহজে পেয়ে যাবে। আর সহজলভ্য জিনিসের দাম আর যাই হোক, মানুষ দিতে পারেনা সেটা বাচ্চা হোক কিনবা এডাল্ট।