21/09/2025
আংশিকগ্রাস সূর্যগ্রহণ – ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার,
২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে মহালয়ার দিনে- ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার।🌞
এই আংশিকগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান: ০.৮৫৫
গ্রহণ স্থিতিকাল: ৪ ঘন্টা ২৪ মিনিট
সারা বিশ্বের গ্রহণের সময়সূচী (২১ সেপ্টেম্বর): 🕰️
ভারত (অদৃশ্য):
গ্রহণ শুরু: 11:00 PM
গ্রহণ সমাপ্তি: 3:24 AM (22)
বাংলাদেশ (অদৃশ্য):
গ্রহণ শুরু: 11:30 PM
গ্রহণ সমাপ্তি: 3:54 AM (22)
গ্রহণের সময় কি কি নিষেধ❓
গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ, ম/ ল-মূ/ ত্র’ত্যা”গ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনি”ন্দা, ঘুমানো এবং যৌ// ন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষেধ।
গ”র্ভবতী মায়েদের বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে তাকানো নিষেধ, কাপড় কা”টা/ছেঁ”ড়া, সেলাই করা, সব্জি কা”টা নিষেধ এবং গাছের পাতা ছেঁ”ড়া, খা’রা’প কোন বিষয় চিন্তা করা নিষেধ।
গ্রহণের সময় কি কি করবেন?✅
গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন, শাস্ত্র পাঠ ও আলোচনা করা উচিত। মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন।
গ”র্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক/সমস্যা হলে (হাতের আঙুল সোজা রাখতে) মুখে মুখে হরিনাম জপ-কীর্তন করবেন। কৃষ্ণকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। শ্রীমান গোপাল
সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন, ভারত বাংলাদেশে ব্রাহ্মমুহূর্তে/ভোরে স্নান করলে চলবে, শুদ্ধ ব্রাহ্মণ-বৈষ্ণবকে দান করতে পারেন।
দৃশ্যমান স্থানের ক্ষেত্রে রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সব্জি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী পত্র রেখে দিতে পারেন।
গ্রহণের সময় পূজা দেওয়া যাবে? 🪔
গ্রহণকালে ভগবানের সেবাপূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবাপূজাদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয় বলে কেউ কেউ ভুল প্রচার করেন যেটি কোনো শাস্ত্রে নেই।
পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রীসদাশিব পার্বতী দেবীকে বলেছেন-
“চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষরূপে বিষ্ণুপূজা করিবে।”
অর্থাৎ ভগবদ্ভক্তগণ বা নিত্যকৃষ্ণসেবাব্রতীগণ গ্রহণকালেও ভগবানের নিত্যসেবাপূজাদি করতে পারবেন।
তবে গ”র্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলি পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষ/ তিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরুপ ক্ষ/ তি না করে।
গ্রহণের নিয়মাবলি কুসং”স্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই কোনোপ্রকার অপ্রীতিকর মন্তব্য করে ব্যক্তিত্বহী’নতার পরিচয় দিবেন না, কৃষ্ণসেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ করুন।