
09/08/2025
আজ বলরাম পূর্ণিমা।
ভগবান শ্রীবলরামের শুভ আর্বিভাব তিথি। অর্ধ দিবস উপবাস।
ভগবান বলরাম হলো ভগবান শ্রী কৃষ্ণের প্রথম প্রকাশ এবং সর্বশ্রেষ্ঠ সেবক ভগবান।কেননা এই ভগবান বলরাম একই সাথে ভগবান শ্রী কৃষ্ণের দাদা, স্বয়ং ভগবান ,,, আবার পাচঁটি রসেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন। তাই তাকে সর্বশ্রেষ্ঠ সেবক ভগবান বলা হয়ে থাকে। তাঁর মাতার নাম রোহিণী আর পিতার নাম বসুদেব। ভগবান বলরাম মাতা দেবকীর গর্ভসিন্ধু হতে যোগমায়ার অঘটন ঘটন পটয়ীসী শক্তির বলে মাতা রোহিণীর গর্ভসিন্ধুতে স্থানান্তরিত হন।
তিনি ধাম প্রকাশের মাধ্যমে , কৃষ্ণের বেশ, ভুষা,অলংকার, , মৃদঙ্গ করতাল ,বাশি ইত্যাদি র মাধ্যমে শান্ত রস।
ভগবান কৃষ্ণের দাদা হওয়ার মাধ্যমে বাৎসল্য রস।
ভগবান কৃষ্ণে অন্তরঙ্গ সখা হওয়ার মাধ্যমো সখ্য রস। আর মধুর রসে ভগবান কৃষ্ণের সেবা করতে যেহেতু গোপী শরীর লাগে। তাই নিজেকে অনঙ্গ মঞ্জরী রূপে প্রকাশ করে মধুর রসে সেবা করে থাকেন। আর দাস্য রসেও তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন।
এভাবে পাচঁটি রসেই তিনি ভগবানের সেবা করে থাকেন।এজন্য তাকে সর্বশ্রেষ্ট সেবক ভগবান বলা হয়।
ভগবান বলরাম হলো জীব জগতের আদি গুরু। যার অনন্ত শেষনাগ ফনার উপর নির্ভর করে এ অনন্তকোটি বিশ্ব বক্ষ্রান্ড স্ব স্ব স্থানে আর্বতিত হচ্ছে। মধু ভগবান বলরামের খুব প্রিয়। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় পঞ্চম অধ্যায়ে তাঁর মহিমা বর্ণিত হয়েছে।
ভগবান শ্রীবলরামে শুভ আর্বিভাব তিথি তে অর্ধ দিবস উপবাস করুন, তারঁ লীলা মহিমা শ্রবন কীর্তন করুন তাঁর করুনাকটাক্ষ লাভ করার প্রয়াস করুন,,আর অভিষেকান্তে মহাপ্রসাদ আস্বাদন করে দূর্লভ মনুষ্য জীবন ধন্য করুন।
হরে কৃষ্ণ।
゚viralシfypシ゚viralシ