world of Radha Krishna

world of Radha Krishna hare Krishna �

শ্রীশ্রী শ্যামা কালী পূজা🚩সবাইকে শ্যামা কালী পূজার শুভেচ্ছা 🙏🏾 🪔০২ কার্তিক ১৪৩২ - ২০ অক্টোবর ২০২৫ 🪔 সোমবার🚩শ্রী শ্রী শ্য...
20/10/2025

শ্রীশ্রী শ্যামা কালী পূজা🚩
সবাইকে শ্যামা কালী পূজার শুভেচ্ছা 🙏🏾
🪔০২ কার্তিক ১৪৩২ - ২০ অক্টোবর ২০২৫
🪔 সোমবার🚩শ্রী শ্রী শ্যামা কালী পূজা ২০২৫ ইংরেজি।

পবিত্র রমা একাদশী।এই শুভ তিথিতে ভগবান শ্রীবিষ্ণুর কৃপা ও মা রমাদেবীর আশীর্বাদেআপনার জীবনে আসুক শান্তি, সমৃদ্ধি ও অনন্ত আ...
17/10/2025

পবিত্র রমা একাদশী।
এই শুভ তিথিতে ভগবান শ্রীবিষ্ণুর কৃপা ও মা রমাদেবীর আশীর্বাদে
আপনার জীবনে আসুক শান্তি, সমৃদ্ধি ও অনন্ত আনন্দ। 🌼
উপবাস, ভক্তি ও প্রার্থনায় কাটুক এই পবিত্র দিন —
ভগবান বিষ্ণু আপনার সকল মনোবাসনা পূর্ণ করুন। 💫
শুভ রমা একাদশী! 🌿
🙏 হরে কৃষ্ণ 🙏

 #লক্ষী_পূজা_২০২৫ শুরু হয়ে গেল প্রতিমালয় জুড়ে মা লক্ষ্মীর পূজার প্রস্তুতি 🙏🌼আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট,আমের পল...
06/10/2025

#লক্ষী_পূজা_২০২৫
শুরু হয়ে গেল প্রতিমালয় জুড়ে
মা লক্ষ্মীর পূজার প্রস্তুতি 🙏🌼
আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট,
আমের পল্লব দিলাম জল ভরা ঘট।
পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে,
ধনধান্যে থাকো আমার এ ঘরে।

৩ই অক্টোবর ২০২৫ ইং রোজ শুক্রবার       🌹পাশাস্কুশা একাদশী🌹পারণাঃপরদিন সকাল০৫:৫১-০৯:৪৮মিঃ পর্যন্ত।পাশাঙ্কুশা একাদশী ব্রত ম...
03/10/2025

৩ই অক্টোবর ২০২৫ ইং রোজ শুক্রবার
🌹পাশাস্কুশা একাদশী🌹
পারণাঃপরদিন সকাল০৫:৫১-০৯:৪৮মিঃ পর্যন্ত।
পাশাঙ্কুশা একাদশী ব্রত মাহাত্ম্য-
আশ্বিন শুক্লাপক্ষীয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্তপুরাণে বর্ণিত আছে।
যুধিষ্ঠির বললেন- হে মধুসুদন ! আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? কি তার মাহাত্ম্য কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন – হে রাজেন্দ্র ! আশ্বিনের শুক্লাপক্ষীয়া একাদশী “পাশাঙ্কুশা” নামে প্রসিদ্ধা। এই ব্রতকে কেউ পাপাঙ্কুশা একাদশীও বলে থাকেন। এই একাদশী হল সর্বপাপ বিনাশক, সর্বশুভদায়ক। এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভ – এর পূজা করতে হয়। শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্রস্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয়। বদ্ধ জীব যদি মোহবশতঃ কোন পাপ কার্যে লিপ্ত হয়, এই একাদশী পালন করে ভগবান শ্রীহরির শরনণাপন্ন হয় তাকে নরকযাতনা ভোগ করতে হয় না। ইহ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠব্রত কদাপি দৃষ্ট হয় না। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ , রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয়না। এই ব্রত পালনে স্বর্গলোক প্রাপ্ত হয়। মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়।
হে রাজন ! মনুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করল না, তার দেহটাকে ধিক ! তার সকল শুভ কর্মকে ধিক ! তার যাগ- যজ্ঞকে ধিক ! যিনি একাদশী উপবাসসহ রাত্র জাগরন করেন অনায়াসে- তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়।
এই ব্রতাচরণকারীর পিতৃকুলের দশ পুরুষ মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। বালক-যুবা অথবা বৃদ্ধাবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, সুবর্ণ, ভূমি, অন্ন, বস্ত্র, জল, ছাতা, ও পাদুকা সৎপাত্রে দান করলে যমরাজার নিকট আর যেতে হয় না। বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবন ধারণ কর্মকারের হাপরের মত বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া আর কিছু নয়। অত্যন্ত পাপচারীও যদি এই ব্রতের অনুষ্ঠান করে সেও নরকের মহাযন্ত্রনা থেকে মুক্ত হয়ে বৈকুন্ঠসুখ লাভ করে। হে রাজন ! এই ব্রতাচরণ ফলে মনুষ্য ইহ সংসারে দীর্ঘায়ু, ধনধান্যে সমৃদ্ধবান ও সর্বরোগরহিত হয়ে থাকে। কৃষ্ণভক্তি লাভই শ্রীএকাদশী ব্রতের মূখ্য ফল। তবে আনুষাঙ্গিকরূপে স্বর্গ, ঐশ্বর্যাদি ফল লাভ হয়ে থাকে।
হরে কৃষ্ণ 🙏🙏🙏

**শুভ বিজয়া দশমী**বিজয়া দশমী হলো দুর্গাপূজার শেষ দিন এবং এর ধর্মীয়, পৌরাণিক ও সাংস্কৃতিক তাৎপর্য ভীষণ গভীর।কেনো পালন কর...
02/10/2025

**শুভ বিজয়া দশমী**
বিজয়া দশমী হলো দুর্গাপূজার শেষ দিন এবং এর ধর্মীয়, পৌরাণিক ও সাংস্কৃতিক তাৎপর্য ভীষণ গভীর।
কেনো পালন করা হয়?
মহিষাসুর বধ ও শুভ শক্তির জয়
শাস্ত্র মতে, মহা নবমীর যুদ্ধ শেষে দশমীর দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন।
তাই বিজয়া দশমী হলো অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক।
‘বিজয়া’ শব্দের অর্থই হলো বিজয়লাভ।
এই দিন দেবীকে ধন্যবাদ জানিয়ে, ভক্তরা মনে করেন তিনি অশুভ শক্তিকে বিনাশ করে মানুষকে শান্তি ও ন্যায়ের পথে ফিরিয়ে এনেছেন।
দশমীতে দেবী দুর্গার মূর্তি গঙ্গা বা জলাশয়ে বিসর্জন দেওয়া হয়।
এটি প্রতীকীভাবে বোঝায়—দেবী তাঁর পিতৃগৃহ থেকে বিদায় নিয়ে কৈলাসে ফিরে যাচ্ছেন।
ভক্তরা অশ্রুসজল চোখে তাঁকে বিদায় জানান, আবার আগামী বছরে ফিরে আসার প্রার্থনা করেন।
সামাজিক ও সাংস্কৃতিক দিক
বিজয়া দশমীর পর থেকে শুরু হয় বিজয়া সংবর্ধনা—মানুষ আত্মীয়স্বজন, বন্ধু, প্রতিবেশীদের বাড়ি গিয়ে মিষ্টি মুখ করান, আলিঙ্গন করেন, কুশল বিনিময় করেন।
সমাজে মিলন, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।
নারীশক্তির পূজা ও সম্মান
বিজয়া দশমী দেবীশক্তির বিজয়কে স্মরণ করিয়ে দেয়। একইসাথে সমাজে নারীর মর্যাদা ও শক্তিকে স্বীকৃতি জানানোর দিন হিসেবেও মানা হয়।
👉 সংক্ষেপে বলা যায়, বিজয়া দশমী পালন করা হয় দেবী দুর্গার মহিষাসুর-বধ ও শুভ শক্তির চূড়ান্ত বিজয়কে স্মরণ করার জন্য। একইসাথে এটি বিদায় ও পুনর্মিলনের আবেগে ভরা একটি দিন, যা মানুষকে ঐক্য, আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা দেয়।

✨🌸 শুভ মহা নবমী 🌸✨আজ দুর্গোৎসবের নবমী  দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপে আরাধনার দিন। এই দিনে ভক্তরা পূজা-অর্চনা, জপ-ধ্য...
01/10/2025

✨🌸 শুভ মহা নবমী 🌸✨
আজ দুর্গোৎসবের নবমী দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপে আরাধনার দিন। এই দিনে ভক্তরা পূজা-অর্চনা, জপ-ধ্যান আর ভক্তিসুধায় মাতোয়ারা হয়ে ওঠেন। নবমী কেবল রীতি-নীতি মানার দিন নয়, বরং মঙ্গলচিন্তা, শুভকর্ম ও অন্তরের শুদ্ধতার প্রতীক।

🌼 নবমীতে করণীয়:
✨ স্নান-ধ্যান সেরে দেবীর চরণে অঞ্জলি নিবেদন।
✨ ফুল, বেলপাতা, ধূপ-প্রদীপ দিয়ে পূজা।
✨ দেবী স্তোত্র পাঠ ও নামস্মরণে মনকে ভরিয়ে তোলা।
✨ ভোগ নিবেদন করে পরিবারের মঙ্গল কামনা।
✨ অভাবীদের সাহায্য ও দান করে মানবতার বার্তা ছড়ানো।

🙏 এই শুভ দিনে মা দুর্গা আমাদের সকল দুঃখ-দুর্দশা দূর করে দিক, অন্তরে শান্তি দিক, জীবনে সমৃদ্ধি দিক। আসুন নবমীর এই পবিত্র মুহূর্তে আমরা সবাই একসাথে প্রার্থনা করি
অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির জয় হোক।

🌸💫 সবাইকে জানাই মহা নবমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা 💫🌸
⚡ জয় মা দুর্গা ⚡

শুভ মহা ষষ্ঠী ২০২৫❤️🌺দেবীপক্ষে র ষষ্ঠ দিন আজ 😌🌸
28/09/2025

শুভ মহা ষষ্ঠী ২০২৫❤️🌺
দেবীপক্ষে র ষষ্ঠ দিন আজ 😌🌸

27/09/2025

21/09/2025

আংশিকগ্রাস সূর্যগ্রহণ – ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার,
২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে মহালয়ার দিনে- ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার।🌞

এই আংশিকগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান: ০.৮৫৫
গ্রহণ স্থিতিকাল: ৪ ঘন্টা ২৪ মিনিট

সারা বিশ্বের গ্রহণের সময়সূচী (২১ সেপ্টেম্বর): 🕰️
ভারত (অদৃশ্য):
গ্রহণ শুরু: 11:00 PM
গ্রহণ সমাপ্তি: 3:24 AM (22)

বাংলাদেশ (অদৃশ্য):
গ্রহণ শুরু: 11:30 PM
গ্রহণ সমাপ্তি: 3:54 AM (22)

গ্রহণের সময় কি কি নিষেধ❓
গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ, ম/ ল-মূ/ ত্র’ত্যা”গ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনি”ন্দা, ঘুমানো এবং যৌ// ন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষেধ।
গ”র্ভবতী মায়েদের বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে তাকানো নিষেধ, কাপড় কা”টা/ছেঁ”ড়া, সেলাই করা, সব্জি কা”টা নিষেধ এবং গাছের পাতা ছেঁ”ড়া, খা’রা’প কোন বিষয় চিন্তা করা নিষেধ।

গ্রহণের সময় কি কি করবেন?✅
গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন, শাস্ত্র পাঠ ও আলোচনা করা উচিত। মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন।
গ”র্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক/সমস্যা হলে (হাতের আঙুল সোজা রাখতে) মুখে মুখে হরিনাম জপ-কীর্তন করবেন। কৃষ্ণকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। শ্রীমান গোপাল

সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন, ভারত বাংলাদেশে ব্রাহ্মমুহূর্তে/ভোরে স্নান করলে চলবে, শুদ্ধ ব্রাহ্মণ-বৈষ্ণবকে দান করতে পারেন।
দৃশ্যমান স্থানের ক্ষেত্রে রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সব্জি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী পত্র রেখে দিতে পারেন।

গ্রহণের সময় পূজা দেওয়া যাবে? 🪔
গ্রহণকালে ভগবানের সেবাপূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবাপূজাদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয় বলে কেউ কেউ ভুল প্রচার করেন যেটি কোনো শাস্ত্রে নেই।

পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রীসদাশিব পার্বতী দেবীকে বলেছেন-
“চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষরূপে বিষ্ণুপূজা করিবে।”
অর্থাৎ ভগবদ্ভক্তগণ বা নিত্যকৃষ্ণসেবাব্রতীগণ গ্রহণকালেও ভগবানের নিত্যসেবাপূজাদি করতে পারবেন।
তবে গ”র্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলি পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষ/ তিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরুপ ক্ষ/ তি না করে।
গ্রহণের নিয়মাবলি কুসং”স্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই কোনোপ্রকার অপ্রীতিকর মন্তব্য করে ব্যক্তিত্বহী’নতার পরিচয় দিবেন না, কৃষ্ণসেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ করুন।

শুভ_মহালয়া ২০২৫তোমার আলোর বেনু-সকল সনাতনী বন্ধুদের জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা ও প্রীতি-রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্...
21/09/2025

শুভ_মহালয়া ২০২৫
তোমার আলোর বেনু-
সকল সনাতনী বন্ধুদের জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা ও প্রীতি-
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।
#শুভেচ্ছা # Mahalaya

আজ ইন্দিরা ব্রত একাদশী ❤দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন,,, সকলে বেশী বে...
17/09/2025

আজ ইন্দিরা ব্রত একাদশী ❤
দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন,,, সকলে বেশী বেশী করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। 💞🌿

যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে
সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুন্ঠলোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়।। (স্কন্দ পুরাণ)

তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন।।

একাদশী_সংকল্প_মন্ত্রঃ ---
"একাদশ্যাং নিরাহারঃ স্হিত্বা অহম্ অপরেহহনি।
ভোক্ষ্যামি পুন্ডরীকাক্ষ স্মরনং মে ভবাচ্যুত।।

অনুবাদ: হে পুন্ডরীকাক্ষ হে অচ্যূত আমি একাদশীর দিন উপবাস পূর্বক এই ব্রত পালন করার জন্য আপনার স্মরণ গ্রহণ করছি।

একাদশীর_পারণ_মন্ত্রঃ ---

”একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব॥”

অনুবাদ: হে কেশব! আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হইয়াছি, হে নাথ! এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হইয়া আমাকে জ্ঞানরূপ চক্ষু প্রদান করুন।
◉নিজে একাদশী পালন করুন এবং আপনার আত্মীয় স্বজনদেরকে ও পালন করতে উৎসাহিত করুন।
🌼হরে কৃষ্ণ,রাধে রাধে🙏🙏
#একাদশী

🥁 মা দুর্গা আসছেন 📻                      ✨আর মাএ ২৩ দিন 🎞দুর্গাপূজা মূলত পাঁচ দিনের উৎসব, যা মহালয়া থেকে  শুরু হয়ে ষষ্ঠ...
09/09/2025

🥁 মা দুর্গা আসছেন 📻
✨আর মাএ ২৩ দিন 🎞
দুর্গাপূজা মূলত পাঁচ দিনের উৎসব, যা মহালয়া থেকে শুরু হয়ে ষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী পর্যন্ত চলে। এই সময়ে দেবী দুর্গা মর্ত্যলোকে আবির্ভূত হন এবং ভক্তদের আশীর্বাদ করেন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when world of Radha Krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share