The Daily P.D.B News - Shikalbaha

The Daily P.D.B News - Shikalbaha Hey Guys......It's An Official Page, Which is Directly Operate By the Boys Of P.D.B, Shikallbaha.

30/03/2025

আস্সালামুআলাইকুম
পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষে আগামীকাল মসজিদ প্রাঙ্গনে ২ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রথম জামাত সকাল ৮.৩০ টায়
ঈদের দ্বিতীয় জামাত সকাল ৯.৩০ টায় ইনশাআল্লাহ।
সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক 🌙❤️
تقبل الله منا ومنكم
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

শোকবার্তাপিডিবি স্কুলের সাবেক শিক্ষার্থী—১৭' ব্যাচ এর ইফতি (মৃত খোরশেদ আংকেল এর ছেলে) গতকাল মারাত্মক দূর্ঘটনার শিকার হয়ে...
22/08/2024

শোকবার্তা

পিডিবি স্কুলের সাবেক শিক্ষার্থী—১৭' ব্যাচ এর ইফতি (মৃত খোরশেদ আংকেল এর ছেলে) গতকাল মারাত্মক দূর্ঘটনার শিকার হয়ে এপোলো ইম্পেরিয়াল হস্পিটালে ভর্তি ছিল।
আজ রাত আনুমানিক ১০:৩০ এর দিকে আই সি ইউ তে থাকা অবস্থায় মারা যায়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিয়ুন।

03/07/2024

বৃষ্টি নামলে সব সময় ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়।

আমাদের শিকলবাহার শুক্রবার: এই সেই পুকুর। আমাদের স্বর্গ ❤️শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক কলোনিতে থাকা একমাত্র পুকুর,  ...
28/06/2024

আমাদের শিকলবাহার শুক্রবার:

এই সেই পুকুর। আমাদের স্বর্গ ❤️
শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক কলোনিতে থাকা একমাত্র পুকুর, প্রতি শুক্রবার সিনিয়ার বনাম জুনিয়রদের মধ্যে ক্রিকেট ম্যাচ হত, খেলা শেষে স্কুলের ডাব গাছ থেকে ডাব পাড়া।
এরপর দল বেধে ৫লিটার তেলের ডিব্বা, কলা গাছ নিয়ে যে যার মত পুকুরে ঝাপিয়ে পড়তাম। শুক্রবার থাকায় জুম্মার নামাজেও পড়তে হবে এই বিষয় মাথায় রেখে গোসল তাড়াতাড়ি সারতে হত। কিন্তু অনেক সময় বেশি লেইট হয়ে গেলে এক এক জনের বাবা, মা, ভাই এসে ডাকার জন্য আসত। অনেক সময় অনেক বাবা অথবা মা লাঠি নিয়ে দৌড়ানি দিত। বাকিরা ডুব মেরে পুকুরের এক কোনায় লুকায় থাকত৷ কি যে একটা অবস্থা 😆 লাফ দিয়ে পুকুরে ঝাপ মারা, একজন আরেকজনকে পানিতে চুবানো। যারা সাতার জানত না তারা বেশি চুবানি আর থ্রেট খাইত। 🤨 অনেকে পুকুরের মাঝখানে গিয়ে পুকুরের গভীরে চলে যেত। মাছ ধরত। অনেকে ডুব সাতার প্রতিযোগিতা করত৷ আহারে শৈশবের শিকলবাহা।
আমি নিজেও আব্বুর মাইর কম খাই নাই। আগে থেকেই শুকনা কাপড় লুকিয়ে রাখতাম যাতে গোসল শেষে পরিবর্তন করে বাসায় গেলে যেন বুঝতে না পারে৷ কিন্তু কি করব 🙄 চোখ লাল দেখলে যে কেউ বুঝবে কই ছিলাম এতক্ষন। অত:পর মাইর ও খাইতাম। বাসায় এসে পুনরায় টেপের কল ছেড়ে গোসল দিয়ে পাঞ্জাবী পড়ে রেডি হয়ে মসজিদে যেতাম। কিন্তু না কই হুজুর আর কই আমি? আমি আর বাকিরা ত বকুল গাছে চড়ে টসটসা পাকা বকুল খুজে সময় পার করতাম। ঐদিকে হুজুর শুক্রবারের বয়ান ও শুনতাম গাছে বসে বসে। এরপর একদম খুতবার সময় হুজুরের শেষ লাইন শুনার সাথে সাথে গাছ থেকে নেমে দৌড় দিয়ে মসজিদে নামাজ ধরতাম। নামাজ পড়তাম শেষ কাতারে। আর নামাজে শান্তিমত নামাজ পড়তে পারতাম না৷ বন্ধুরা কিল, ঘুষি, ধাক্কা একনাগাড়ে চলত নামাজ এর শেষ বৈঠক পর্যন্ত৷

আহা সে সময়, সেই শুক্রবার আর জীবনেও আসবে না..... শুক্রবারের সকালের শুরুটা না হয় অন্য একদিন শেয়ার করব। শিকলবাহার জনগন পারলে শেয়ার করুন আপনাদের শৈশব 🫡
পোস্টটি রফি উদ্দীন রাফি ভাইয়ার প্রোফাইল হতে নেয়া

18/06/2024

ঈদ আমেজ পর্ব-৮
প্রতিটি মুসলমান চায় তার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীকে কোরবানি ঈদের শুভেচ্ছা জানাতে। তাই আপনাদের জন্য আজকে আমার এই পোষ্টের মাধ্যমে কোরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি✉️✉️
কলোনির প্রাক্তন এবং বর্তমান সকলকে জানাই ঈদ মোবারক ❤️❤️
বরাবরের মতোন এবারো আমরা হাজির হয়েছি কলোনিতে কুরবানির জন্য আনা পশুদের দাম ও নাম নিয়ে বানানো আমাদের নিয়মিত আয়োজন নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।

14/06/2024

বরাবরের মতো কুরবানী উদ্দেশ্যে আনা কলোনির সব পশুর নাম ও দাম সম্বলিত বহুল প্রতীক্ষিত ভিডিও আসছে😍🤩

বি.দ্র: এবারের কুরবানি ঈদের প্রথম জামাত সকাল ৭ টায়। দ্বিতীয় জামাত সকাল ৮ টায় ইনশাআল্লাহ।

আজকে হঠাৎ ঝড়ো হাওয়া......এক প্রচন্ড গরম শেষে শহর জুড়ে বৃষ্টি নামুক অঝোরে ❤️❤️
06/05/2024

আজকে হঠাৎ ঝড়ো হাওয়া......

এক প্রচন্ড গরম শেষে শহর জুড়ে বৃষ্টি নামুক অঝোরে ❤️❤️

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ রাত ৯ টায়। এসময় ১৬,২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।বর্তমানে দে...
22/04/2024

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ রাত ৯ টায়। এসময় ১৬,২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপদাহ।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জনজীবনে স্বস্তি বজায় রাখতে।

উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গতকাল রাত ৯ টায়, ১৫, ৬৬৬ মেগাওয়াট।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily P.D.B News - Shikalbaha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share