
18/12/2024
আচ্ছা একটা মানুষকে কত দিন ভালোবাসা যায়?
চিরকাল ভালো কি আসলে বাসা যায়.!
নাকি অবহেলা বেড়ে যায়?
সেই মানুষ টা যাকে আপনি ভালোবাসেন,
তার ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা;
নাকি তাকে ভালোবাসার জন্য ভালোবাসা?
আচ্ছা ধরেন যে মানুষটাকে আপনি ভালোবাসেন,
সেই মানুষ টাকে আপনি পাওয়া জন্য ভালোবাসেন।
যদি সেই মানুষটা কে আপনি না পান,
তা হলে কি তার প্রতি আপনার ভালোবাসা কমে যাবে?
নাকি কমে যাওয়া উচিত.!
আপনার কি কখনো মনে হবে,
যে আপনি তাকে ভালোবেসে ভুল করেছেন।
যদি এইটা মনে হয় তা হলে কি সত্যিই তাকে ভালোবাসছেন?
না পাওয়াটা কি ভালোবাসা না.?
পৃথিবীর সকল চাওয়াই কিন্তু পাওয়াতে রূপান্তরিত হয় না,
ভালোবাসা চিরকাল থাকে- থেকে যায়,
হয়ত প্রকাশ করা হয় না ঠিক আগের মতো।
#ক্রাশ_খোর_গল্প