ক্রাশ খোর

ক্রাশ খোর বিনোদন দেওয়াই পেইজের মূল উদ্দেশ্য!! পে
(3)

আচ্ছা একটা মানুষকে কত দিন ভালোবাসা যায়?চিরকাল ভালো কি আসলে বাসা যায়.!নাকি অবহেলা বেড়ে যায়?সেই মানুষ টা যাকে আপনি ভালোবাস...
18/12/2024

আচ্ছা একটা মানুষকে কত দিন ভালোবাসা যায়?
চিরকাল ভালো কি আসলে বাসা যায়.!
নাকি অবহেলা বেড়ে যায়?

সেই মানুষ টা যাকে আপনি ভালোবাসেন,
তার ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা;
নাকি তাকে ভালোবাসার জন্য ভালোবাসা?

আচ্ছা ধরেন যে মানুষটাকে আপনি ভালোবাসেন,
সেই মানুষ টাকে আপনি পাওয়া জন্য ভালোবাসেন।
যদি সেই মানুষটা কে আপনি না পান,
তা হলে কি তার প্রতি আপনার ভালোবাসা কমে যাবে?
নাকি কমে যাওয়া উচিত.!

আপনার কি কখনো মনে হবে,
যে আপনি তাকে ভালোবেসে ভুল করেছেন।
যদি এইটা মনে হয় তা হলে কি সত্যিই তাকে ভালোবাসছেন?
না পাওয়াটা কি ভালোবাসা না.?

পৃথিবীর সকল চাওয়াই কিন্তু পাওয়াতে রূপান্তরিত হয় না,
ভালোবাসা চিরকাল থাকে- থেকে যায়,
হয়ত প্রকাশ করা হয় না ঠিক আগের মতো।


#ক্রাশ_খোর_গল্প

বিজয়ের এই গৌরবময় দিনে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
16/12/2024

বিজয়ের এই গৌরবময় দিনে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

15/12/2024

"চান্স পাও আর না পাও, তুমিই আমার ডাক্তার"

আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আসা এক মে'য়েকে তার বয়ফ্রেন্ড এভাবে করেই সাহস
দিচ্ছিলো! 🙂

14/12/2024

যে'সব দরজা থেকে আপনি অসহায় অবস্থায় ফিরে এসেছেন। সেসব দরজার ঠিকানা কখনো-ই ভুলবেন না।

ভবিষ্যতে কোনও অচেনা রাস্তায় পথ হারালে অসুবিধা নেই। কিন্তু আপনার চিনে রাখা উচিৎ কোন কোন রাস্তায় আর কোনদিনও পা বাড়ানো যাবে না।

যেখান থেকে একবার তু'চ্ছতা.চ্ছি-ল্য নিয়ে ফিরে এসেছেন সেখানে আর কখনো ফিরে তাকানো উচিৎ না।'❤️
#অনিক

10/12/2024

দাম্পত্য কলহ
স্বামী গাড়ি চালাচ্ছেন গ্রামের রাস্তা দিয়ে I পাশে স্ত্রী বসে আছেন I দুজনারই মুখ থমথমে I কারণ একটু আগে ঝগড়া করেছেন I
হঠাৎ রাস্তার মাঝখানে যাচ্ছে একদল ভেড়া I স্বামী একটু কটাক্ষ করে স্ত্রীকে বললেন :
তোমার আত্মীয় -স্বজনরা যাচ্ছে , তাই না ?
স্ত্রী বললেন : হ্যা, হ্যা, আমার শ্বশুরবাড়ির লোকজন I


#ক্রাশ_খোর

জীবনের শেষ বেলার উপলব্ধিএক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাট...
09/12/2024

জীবনের শেষ বেলার উপলব্ধি

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।

রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।

কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল।

দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।

মানুষের মনে কষ্ট দেওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল।

ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।

অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি।

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি।

শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।

জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া।

অথচ এত কিছু ভেবে ও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না।

#ক্রাশ_খোর

09/12/2024

Dhaka : তুমি অনেক খারাপ. 😒

Chittagong : তুর মত সুদানিরপোয়া আর জীনদিগিত ন দেহি. 🙂

দাদা বাবুরা আগরতলা দিয়ে বাংলাদেশে ঢুকলে একটু সাবধানে ঢুকবেন। কারণ প্রথম ধাপেই আপনাদেরকে আমাদের কুংফু খ্যাত ব্রাহ্মণবাড়ি...
07/12/2024

দাদা বাবুরা আগরতলা দিয়ে বাংলাদেশে ঢুকলে একটু সাবধানে ঢুকবেন। কারণ প্রথম ধাপেই আপনাদেরকে আমাদের কুংফু খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিক্রম করতে হবে। সুনাম নিশ্চই শুনে থাকবেন। না শুনলে গুগোল করে নেন এক্ষুনি।

আখাউড়া জংশনে আসার পর এলোপাতাড়ি ঠ্যাঁটার ঘা লাগলে বুঝে নিবেন টেডা রফিক সামনে আছে। খুব খেয়ালে যাবেন।

তাকে কোনোমতে পাশ কাটাতে পারলেও ভাববেন না রেহাই পেয়ে গেছেন!

কিছুদূর আসার পর কসবার আশেপাশে দেখবেন রা*মদা মিজান হাতে রা*মদা নিয়ে ব্রীজের উপর পা ঝুলিয়ে বসে বিড়ি টানছে। তার কো*প কিন্তু একটাও মিস হয়না। একদম ঘাড় বরাবর মা*রে।

এই যাত্রায় রক্ষা পেলেও আরো কিছুদূর আগালে দেখবেন নবীনগরের দিকে লুঙ্গি কাঁচা দিয়ে রাস্তার মাঝখানে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে রুস্তম, শামসু আর আব্বাস এর দল।


তাদের হাতে একপ্রকার অদ্ভুত লাঠি থাকে যাকে আমরা মান্দার গাছের লাঠি বলে জানি। লাঠির উপরে অনেকগুলো কাঁটা থাকে। মানে যেখানে বসাবে একদম ছিঁড়ে মাংস বেরিয়ে আসবে।

তাছাড়া লোকমুখে আব্বাসের একটা তারিফ শুনেছি। সে যাকে ধরে তাকে 'আব্বা' না ডাকিয়ে ছাড়েনা!

এরপরেও যদি ভাগ্যগুণে পার পেয়ে যান তাহলে হবিগঞ্জ অথবা ভৈরবব্রীজ পার হবার আগেই দেখবেন হাওয়া হয়ে গেছেন। অস্ত্রশস্ত্র যা আনবেন সব হারাবেন। তাছাড়া আমাদের অন্যান্য জেলার খেলোয়াড়রাও তো আপনারা খেলতে আসবেন শুনে রিজার্ভে আছে।

আসুন, খেলুন। হার জিত তো পরের কথা। তবুও দেখুন আপনারা যা ভালো মনে করেন!!
©

আমার সবচেয়ে কাছের বন্ধু ৭ দিন আগে বিয়ে করেছে।কালকে আমি বন্ধুর সাথে তার শশুরবাড়িতে বেরাতেগিয়েছিলাম।সেখানে গিয়ে এক আজব পরি...
07/12/2024

আমার সবচেয়ে কাছের বন্ধু ৭ দিন আগে বিয়ে করেছে।
কালকে আমি বন্ধুর সাথে তার শশুরবাড়িতে বেরাতে
গিয়েছিলাম।সেখানে গিয়ে এক আজব পরিস্থিতির
সন্মুখিন হয়েছি।
যখন তার শশুরবাড়িতে পৌছালাম তখন বন্ধুর এক শালি
এগিয়ে আসল এবং আমার পরিচয় জানার পর একটা মুচকি
হাসি দিয়ে বলল ভাইয়া আপনি কি খেয়ে এসেছেন
নাকি গিয়ে খাবেন? আমিতো পুরাই থ। কি উত্তরদিব
বুঝতে পারছিলাম না।শুধু মূর্তির মত দাড়িয়ে রইলাম।তখনি বুঝে গেছিলাম যে এ বাড়িতে আমি ভাল মন্দ খাবার
পাব কিনা তা নিয়ে বেশ সন্দেহ আছে। তবে
দুপুরবেলা আমার সব সন্দেহ দূর করে দিয়ে খাওয়ার
জন্য ডাক পরলো।খাওয়ার টেবিলে গিয়ে আমিতো পুরাই
অবাক।ওরে বাব্বা! টেবিলের ওপর তো দেখি
পোলাও,রোস্ট,ভাত,গরুর মাংস,খাশির মাংস,ইলিশ
মাছ,ছোট মাছ,দই আর কচুর শাক ঘাটি সাজানো আছে।
মনে মনে ভাবলাম যাক আজকে একটা সেইরকম ভুরি
ভোজ হবে।প্লেটে ভাত নিয়ে ভাবতেছিলাম
কোনটা আগে আর কোনটা পরে খাবো। হঠাৎ বন্ধুর
শালী আমার প্লেটে অনেকখানি কচুর শাক তুলে
দিল।এটা দেখে আমার বন্ধু মিটমিট করে হাসতেছিল।
আর আমি ভাবতেছিলাম এই শাক দিয়ে যদি আমি ভাত খাওয়া
শুরু করি তাহলে শাক ফুরাতে ফুরাতে আমার পেটের
সব জায়গা দখল হয়ে যাবে বাকি খাবার গুলা আর খেতে
পারবোনা। কিন্তু আমাকে তো সব খাবারই খেতে হবে।তাই শেষমেষ বুদ্ধি করে ভাত বাদ দিয়ে শুধু শাকগুলো
খেয়ে ফেললাম। আমার ভাত বাদে শুধু শাক খাওয়া
দেখে ঐ শালীটা মানে আমার বন্ধুর শালীটা আমার
দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল ভাইয়া শাকটা
খেতে কেমন লাগল? আমি ভদ্রতার খাতিরে বললাম
খুবই স্বাদ হইছে। সে বলল সেটা আপনার খাওয়া
দেখেই বুঝতে পারছি। আরেকটু শাক দিই বলেই
হাসতে হাসতে আবার আমার প্লেটে এক গাদা পরিমাণ
শাক উঠিয়ে দিল। দেখলাম আমার আশেপাশের সবাই
হাসাহাসি করতেছে। আর আমার শুধু কান্না করতে ইচ্ছা
করতেছে। মনে হচ্ছিলো আমাকে রিমান্ডে
নিয়ে টর্চার করা হলেও এর চেয়ে ভাল হত। সামনে
এত সুন্দর সুন্দর জিভে জল আনা খাবারের দিকে
তাকাচ্ছিলাম আর পস্তাচ্ছিলাম কেন যে শাকগুলা শুধু
শুধু খেতে গেলাম। কি আর করা, ভাতের সাথে শাক
মিশিয়ে খেতে লাগলাম।শাক যতক্ষনে ফুরাল
ততক্ষনে আমার পেটের জায়গাটাও ফুরিয়ে
গেছে। আর আমি যেহেতু ভদ্র ছেলে তাই
ভদ্রতার খাতিরে প্লেট মুছে খাচ্ছিলাম। তা দেখে
ঐ শালীটা থুক্কু বন্ধুর শালীটা আবারো একটা
শয়তানী হাসি দিয়ে বলল ভাইয়ার মনে হয় খেয়ে
তৃপ্তি হয়নি। আরেকটু শাক দেই?আমি আমার রাগকে
কন্ট্রোল করে ঠান্ডা মাথায় বললাম ও নানী, আমার
পেটে আর এক মেগাবাইটও খালি নেই। আমি এখন
আর কিচ্ছু খেতে পারব না। ঐ শালী দাঁত কেলিয়ে বলল এখন খেতে না
পারলে সমস্যা নেই রাত্রে আরো বেশি করে
রান্না করে দেব। আমি আমার ধৈর্য আর ধরে রাখতে
পারলামনা। রেগে গিয়ে তাকে বললাম, নানীগো,আপমাকে আর
কষ্ট করে কচুশাক রান্না করতে হবে না। বরং আপনি একটা
কাজ করেন, আমাকে কচুর ক্ষেতটা দেখিয়ে দেন। আমি
ওখানে গিয়ে আমার ইচ্ছামত কচুশাক খেয়ে নিব।পেটের মধ্যে গেলে এমনিতেই ঘাটি হয়ে যাবে।
আর আরেকটা কথা শুনেন, আমার আর এ পৃথিবীতে বেচে থাকার ইচ্ছা
নেই। তাই যদি পারেন কচুক্ষেতে যাওয়ার সময় সাথে একটা দড়ি দিয়ে দিয়েন যাতে খাওয়া
শেষে কচুগাছের সাথে গলায় দড়ি নিয়ে
মরতেও পারি।
পরে জানতে পারছিলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনার পরিকল্পনাকারী ছিল ঐ শালীর দুলাভাই আর তার বৌ।মানে আমার
সেই শয়তান বন্ধুটা।
@রম্য গল্প
@কচুশাকশাক থেরাপি

#ক্রাশ_খোর

অবশেষে এটাও বইয়ে প্রকাশ পেলো,,😂😂😂সঠিক উত্তর দাতাকে কেয়া কসমেটিক্স থেকে গিফট প্রধান করা হবে।
06/12/2024

অবশেষে এটাও বইয়ে প্রকাশ পেলো,,😂😂😂সঠিক উত্তর দাতাকে কেয়া কসমেটিক্স থেকে গিফট প্রধান করা হবে।

ডুবে ডুবে ভালুপাশি তুমি না বাসলেও আমি বাসি...👄🐊©
04/12/2024

ডুবে ডুবে ভালুপাশি তুমি না বাসলেও আমি বাসি...👄🐊
©

পাগলা মসজিদ থেকে পাওয়া কিছু প্রেমিক প্রেমিকাদের চিঠি 🙄  হায় রে ফেরেম রে🙄জানে অলা কর,,,,,,,,,,,,,,,,,,,,,,,কমু না মর সরম ...
02/12/2024

পাগলা মসজিদ থেকে পাওয়া কিছু প্রেমিক প্রেমিকাদের চিঠি 🙄 হায় রে ফেরেম রে🙄জানে অলা কর,,,,,,,,,,,,,,,,,,,,,,,কমু না মর সরম করে😁🥴

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্রাশ খোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category