Farjana Akter Akhi

Farjana Akter Akhi I am a social media marketer. I belong to success biz family as a social media marketer. My skills are Canva design, data entry, video editing etc

ChatGPT হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে।আধুনিক যুগে আধুনিক কিছু আবিষ্কার আমাদের চলার পথ অ...
21/12/2024

ChatGPT হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে।আধুনিক যুগে আধুনিক কিছু আবিষ্কার আমাদের চলার পথ অনেক সহজ করেছে।

ChatGPT এর বিশেষ কিছু সুবিধা না বললেই নয়:

👍ধরুন আপনি কন্টেন্ট লিখতে চান যকোনো বিষয়ে।বেসিক ধারণাটা ChatGPT আপনাকে দিবে।বিস্তারিত জানতে চাইলে ঐখানেও সাহায্য করবে।

👍এছাড়া তথ্য সরবরাহ করা,পরামর্শ দেওয়া,প্রশ্নের উত্তর দেওয়া,শিক্ষাগত বা ব্যক্তিগত সহায়তা প্রদানে সাহায্য করে।

👍দ্রুত এবং নির্ভুল তথ্য প্রদান করতে পারে।যেটা আপনার সময়ের অপচয় কমায়।

👍প্রবন্ধ, কবিতা, গল্প, বা ব্লগ পোস্ট লেখায় সহায়তা।

👍কিছু জটিল বিষয় আপনার অজানা সহজেই সমাধান দিবে চ্যাটজিপিটি।

👍যেকোনো সময় ব্যবহার করা যায়।
ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান।

চ্যাটজিপিটি তাই শিক্ষার্থী, পেশাজীবী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি কার্যকর ও সহজলভ্য মাধ্যম।
#

ফেইসবুক খুবই পরিচিত একটি শব্দ। এটি একটি সোস্যাল প্লাটফর্ম। এই ফেইসবুকের আরেকটি অংশ ফেইসবুক পেইজ। ফেইসবুক পেইজ বিভিন্ন কা...
18/11/2024

ফেইসবুক খুবই পরিচিত একটি শব্দ। এটি একটি সোস্যাল প্লাটফর্ম। এই ফেইসবুকের আরেকটি অংশ ফেইসবুক পেইজ।

ফেইসবুক পেইজ বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। বিশেষভাবে বলতে গেলে একটি ব্যবসার প্রচার প্রসারের জন্য এটি উপযুক্ত একটি মাধ্যম। এছাড়া আমাদের শিল্পী সমাজ ও এটি খুব বেশি ব্যবহার করেন।সচেতনতা বৃদ্ধির কাজেও এটি সহায়ক।

একটি ফেইসবুক পেইজ খোলার সময় কিছু নির্দিষ্ট বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন:

👉পেইজের নাম সিলেক্ট করার ক্ষেত্রে এমন একটি নাম সিলেক্ট করবেন যাতে সহজেই পেইজে নিজেকে খুজে পাওয়া যায়।

👉আপনার পেইজের অ্যাবাউট সেকশন সুন্দরভাবে সাজাবেন।আপনার সব তথ্য সঠিকভাবে দিবেন।

👉ফেইজের কভার ফটো, ব্যানার,লোগো এতটাই দৃষ্টি আকর্ষণীয় করবেন যাতে সহজেই দর্শকের মনোযোগ আকর্ষণ করে। এতে আপনার ব্যবসা বা কাজের অনেক প্রসার ঘটবে।যেমন : কাপড়ের অনলাইন বিজনেস।

👉আপনার বিজনেস পেইজে ইনবক্স করা মাত্রই যেন ক্রেতারা কোনো না কোনো তথ্য পায় সেজন্য অটোমেটিক রিপ্লাই চালু রাখবেন।

👉পেইজের রিচ বাড়াতে উল্টো পাল্টা খবর বা ভুল কিছু পোস্ট করবেন না।

👉পোস্ট করার সময় গ্রাহক ও অনুসারীদের পছন্দের কথা বিবেচনা করে ঐ টাইপের পোস্ট করুন। যাতে গ্রাহকরা আরও আগ্রহী হয়ে ওঠে আপনার পেইজের পোস্ট পড়ার জন্য।এছাড়া সময়ের ব্যাপারটাও মাথায় রাখতে হবে আপনার গ্রাহকরা কোন সময়টাতে পোস্টটা নিয়মিত পড়ছে।

👉অল্প কথায় বেশি তথ্য দিলেও ঐ পোস্ট গুলো বেশি গ্রহনযোগ্য হয়।

👉ফেইসবুক পেইজ রিচ করতে হলে লাইভ ভিডিওতে বেশি মনোযোগ দিতে হবে। যেটার প্রতি গ্রাহকদের বেশি আকর্ষণ।

"সবশেষে মূলকথা কোন পোস্ট কপি করা যাবেনা। কপি মানে নকল।আর নকল মানে অপরাধ। তাই আমাদের পোস্ট বা কনটেন্ট হতে হবে ইউনিক। যাতে আমাদের ফেইসবুক পেইজটা নকলমুক্ত থাকে। "

facebook

17/11/2024

ভিডিও এডিটিং বর্তমানে জনপ্রিয় একটি মাধ্যম। একটি কয়েক সেকেন্ডের ভিডিও গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে সহজে। একটি ভিডিওতে মানুষের অনেক অভিব্যক্তি প্রকাশ পায়।যা কোন ছবি বা কথায় বুঝাতে পারিনা তা একটি ভিডিও এর মাধ্যমে সহজে বুঝানো যায়।❤️❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farjana Akter Akhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share