স্বাধীন দেশ ২০২৪

স্বাধীন দেশ ২০২৪ আলহামদুলিল্লাহ,
কস্টের পরে শান্তি।
আল্লাহ সবাইকে ভালো রাখবেন,ইন শা আল্লাহ।।

বদ নজর সত্য
29/11/2024

বদ নজর সত্য

আকর্ষণীয় ডিজাইনের চাবি হ্যাঙ্গিং। চাইলে পাঁচটা কাপ  ঝুলিয়ে রাখতে পারবেন। খুবই আধুনিক টেকসই ।মেহগনি কাঠের তৈরি। আপনার ঘ...
26/11/2024

আকর্ষণীয় ডিজাইনের চাবি হ্যাঙ্গিং। চাইলে পাঁচটা কাপ ঝুলিয়ে রাখতে পারবেন।
খুবই আধুনিক টেকসই ।মেহগনি কাঠের তৈরি। আপনার ঘর কে রাখবে গোছানো ও পরিপাটি।

দাম মাত্র ২৫০ টাকা।
ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ৮০ টাকা ঢাকার বাহিরে ১৫০ টাকা।

25/11/2024

ভয়াবহ আগুনে দুইজনের আহত খবর পাওয়া গেছে।।
পাশে গ্যাস সিলিন্ডার দোকান আল্লাহর জন্য বাঁচিয়ে দিয়েছেন।।

25/11/2024

ভয়াবহ আগুন কুমিল্লা কোম্পানীগঞ্জে,
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করতেছে,
তারপরও আগুন নিয়ন্ত্রণে আনা অসম্ভব।

ভাতের যে অনেক দাম, জীবনের চেয়ে ভাতের দাম বেশি,,, জীবনের চেয়ে টাকার মূল্য বেশি? টাকার পরিমাণও বেশি?  #                 ...
14/11/2024

ভাতের যে অনেক দাম, জীবনের চেয়ে ভাতের দাম বেশি,,, জীবনের চেয়ে টাকার মূল্য বেশি? টাকার পরিমাণও বেশি?

# #মুনতাহাকে

12/11/2024

কিছু মানুষের এভাবে থাপ্রাইতে মন চায়।।
কার কার এমন মিন শব্দ শুনলে থাপড়াইতে মন চায়? কষ্টের নিচে কমেন্ট করেন যার কমেন্ট সবচেয়ে ভালো লাগবে তাকে আনসার দেয়া হবে

এই নিষ্পাপ শিশুটার কি দোষ ছিল, লাশটা না পাওয়া গেলেই ভালো হতো, তাও তো ভাবতাম হয়তো কোথাও না কোথাও বেঁচে আছে। আল্লাহ তুমি...
10/11/2024

এই নিষ্পাপ শিশুটার কি দোষ ছিল, লাশটা না পাওয়া গেলেই ভালো হতো, তাও তো ভাবতাম হয়তো কোথাও না কোথাও বেঁচে আছে। আল্লাহ তুমি মানুষ নামের অমানুষগুলাকে পৃথিবীর মধ্যে কেন রেখেছো। এই জানোয়ার গুলাও পশুদের চেয়েও তো হিংস্র। আল্লাহ আপনি এদের হেদায়েত দিয়েন না এদের গজব দিয়ে উঠায় নিয়েন।।


মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে...
08/11/2024

মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিগিগ ছুটে বেড়াচ্ছে। উল্লেখ্য আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ 😭। ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গিয়েছে।
#মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে।

যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮

03/11/2024

৫ ই আগস্ট বিকালের ভিডিও।
শেখ হাসিনা যখন পালিয়ে গেছে পুরা বাংলাদেশে আনন্দ মিছিল বের হয়েছিল।

01/11/2024

তিনটা (C)'সি' জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ও খুবই কার্যকারী।

১. Choice (চয়েজ)
২. Chance (চান্স)
৩. Change (চেইঞ্জ)

👉★ Choice (চয়েজ)

অন্য সব মানুষের চেয়ে নিজেকে বেশি বিশ্বাস করো। তোমার কি করা উচিৎ, তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। এজন্য always try to impressed yourself, আর সেটাই হলো (Choice)

👉★ Chance (চান্স)

তুমি যা করছো তা করতে থাকলে, যা পাচ্ছ তা পেতেই থাকবে। যদি এর চেয়ে ভালো কিছু পেতে চাও তবে ভালোকিছু খোঁজ ও শুরু করে দাও। এটি হলো (Chance) চান্স / সুযোগ।

👉★ Change (চেইঞ্জ)

অতীতকে আপনি বদলাতে পারবেন না, কিন্তু আপনি চাইলেই বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতকে বদলাতে পারবেন। আর এটাই হলো পরিবর্তন (Change)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন দেশ ২০২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share