S T Media 24

S T Media 24 সমাজের অন্যায় অনিয়মের চিত্র তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য

09/10/2025

বগুড়ায় রাতের আঁধারে সরকারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যান, ট্রাক, ট্যাঙ্ক লড়ি থেকে অবৈধ ভাবে সয়াবিন তেল, ফার্ণিশ ওয়েল, লালি, লবণসহ বিভিন্ন পর্যায়ের পণ্য চুরি করে ড্রাইভাররা কমদামে বিক্রি করে আসছে।

এসবের মূুলহোতা মেসার্স উত্তরা ট্রেডার্স এর আ: গফুর। মোকামতল, লস্করপুর শিবগঞ্জ এই কারবার চলে দিনে ও গভীর রাতে।

08/10/2025

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বামনহাজরা গ্রামে ১০ ও ০৬ চাকার ট্রাকের দাপটে ধ্বংসের মুখে জন চলাচলের একমাত্র পাকা রাস্তা!

08/10/2025

ভালুকার গার্মেন্টস শ্রমিকের রহস্যজনক মৃ ত্যু পরিবারের দাবী পরিকল্পিত হ ত্যা কাণ্ড।

08/10/2025

বগুড়া জেলা অটো টেম্পু, অটো রিস্কা, শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে অটো রিক্সা, অটো টেম্পু চালকদের কাছ থেকে চাঁদা তোলার প্রতিবাদে শহরের মাটি ডালি মোড়ে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ মোহামুদ প্রিন্স।

07/10/2025

রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক মেডিকেল শিক্ষার্থী, কিশোরী ও নারীকে আ/ট/কে রেখে নির্মম নি/র্যা/ত/ন করায় বি/ক্ষু/দ্ধ জনতার ক্ষো/ভ

07/10/2025

ঝালকাঠি শহরতলী প্রতাপ এলাকা থেকে শুরু করে ভৈরবপাশা পর্যন্ত মোটরসাইকেলকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে প্রথমে মোটরসাইকেলে আগুন ধরে যায়। সাথে সাথে সাকুরা পরিবহনের গাড়িতেও আগুন ধরে যায়। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

07/10/2025

বগুড়ার নন্দীগ্রামের কুন্দারহাট তেঘরীতে ইজিবাইক-মোটরসাইকেল সং/ঘ.র্ষ

06/10/2025

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজু কে পুলিশের কাছ থেকে চকভোলাখা গ্রামে লোকজন দ্বারা ছিনিয়ে নেওয়ার দৃশ্য,,।

06/10/2025

৩৯ বগুড়া-৪ আসনে ধানের শীষের কান্ডারী হতে চান আলহাজ্ব মোশারফ হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ধানের শীষের কান্ডারী হতে যাচ্ছেন আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে একই আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। ফ্যাসিস্ট সরকারের দমন–নিপীড়ন ও রাতের ভোটের প্রহসনের মধ্যেও সে সময় তিনি দেশের মাত্র ছয়জন নির্বাচিত বিএনপি সংসদ সদস্যের একজন ছিলেন।

দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা—আসন্ন নির্বাচনেও তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে অংশ নিয়ে জনগণের পক্ষে লড়াই চালিয়ে যাবেন।

06/10/2025

বগুড়ায় কার স্বার্থ রক্ষায় হক রাজনৈতিক মামলায় গ্রেফতার হতে হলো সাংবাদিক শামসুল হক জনি কে, জনমনে প্রশ্ন?

কোন দলীয় পদ না থাকার পরেও প্রতিহিংসার বশবর্তী হয়ে কার ইশারায় রাজনৈতিক বিস্ফোরক মামলা দেওয়া হল সাংবাদিকের নামে। স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা না কাহালু'র সাবেক ওসি শাহীনুজ্জামানের? বাদী কি আদৌ চিনতো সাংবাদিক শামসুল হককে?
গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর অনুমান ১২ ঘটিকায় শিবগঞ্জ ও কাহালু থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বগুড়ার ইউথ টেলিভিশনের চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার সাংবাদিক শামসুল হক কে একটি প্রহসন মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া কাহালু থানা বন্দরে চারমাথা মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে প্রত্যেক্ষ দর্শীরা জানিয়েছেন।
সাংবাদিক শামসুল হক জনি গ্রেফতারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে সঞ্চার হয়েছে। মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী জানা যায়, অত্র মামলার বাদী মো: হারুন সরকার, পিতা: মো: মফিজ সরকার এর বাড়ী শিবগঞ্জ উপজেলার চন্দ্রাহাটা এলাকায়। এদিকে ইউথ টেলিভিশনের চেয়ারম্যান ও জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিক শামসুল হক জনি এর বাড়ি কাহালু উপজেলায়।
আরও জানা যায়, বাদীর সাথে সাংবাদিক শামসুল হকের পূর্বের কোন পরিচয় বা কোন শত্রুতাও নেই।
এছাড়াও বগুড়া কাহালু এলাকায় হেভি ওয়েট সম্পূর্ণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের নেতাকর্মী থাকলেও তাদেরকে আসামির তালিকায় নেওয়া হয়নি। আসামির তালিকায় রয়েছে শুধু বগুড়া কাহালু এলাকার সাহসী নির্ভিক এক কলম যোদ্ধা সাংবাদিক শামসুল হক জনি-কে
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকেই জানায়, গত এপ্রিল/ ২০২৫ ইং তারিখে স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতার বিরুদ্ধে ইয়ুথ টিভি নিউজ ও Md samsul haque নামে আইডিতে সংবাদ প্রকাশ হয়। উক্ত প্রকাশিত সংবাদের জের ধরে গত ২০শে এপ্রিল /২০২৫ ইং তারিখে রাতে কতিপয় সন্ত্রাসী সাংবাদিক শামসুল হক কে হঠাৎ করে এসে এলোপাথাড়ি তার শরীরে কিল ঘুসি লাথি মারতে থাকে এবং মানুষের মধ্যে মব সৃষ্টি করে লাঞ্চিত করা হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক শামসুল হক জনি থানায় মামলা করতে গেলে, তাকে বগুড়া কাহালু থানার সাবেক ওসি শাহিনুজ্জামান। সে বর্তমানে শিবগঞ্জের অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছে। তার বিপি নং- (৮২১১১৩৭০১৫) মামলা না নিয়ে সাংবাদিক শামসুল হক জনি-কে ফেরত দেয়।
এতে করে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতার পাশাপাশি সাবেক ওসি (বর্তমান শিবগঞ্জের অফিসার ইনচার্জ) শাহীনুজ্জামান এর সাথে মনোমালিন্য হয়। এদিকে এলাকাবাসী বলছেন ভিন্ন কথা তাদের ধারণা স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা ও আজ্ঞাবহ কাহালু থানার সাবেক ওসি (বর্তমান শিবগঞ্জের ইনচার্জ) শাহীনুজ্জামান রোষানলে পড়ে সাংবাদিক শামসুল হকের বিরুদ্ধে প্রতিহিংসা মূলক উদ্দেশ্য পরায়ণ হয়ে তাকে এই মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে বলে অনেকের ধারণা।

06/10/2025

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতা ও চিকিৎসা নিয়ে দেখুন বিস্তারিত ...

06/10/2025

‘আমার নতুন জীবন সাজাতে চাই নবীজি (সাঃ) জীবন আদর্শ দিয়ে’

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when S T Media 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share