09/10/2025
বগুড়ায় রাতের আঁধারে সরকারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যান, ট্রাক, ট্যাঙ্ক লড়ি থেকে অবৈধ ভাবে সয়াবিন তেল, ফার্ণিশ ওয়েল, লালি, লবণসহ বিভিন্ন পর্যায়ের পণ্য চুরি করে ড্রাইভাররা কমদামে বিক্রি করে আসছে।
এসবের মূুলহোতা মেসার্স উত্তরা ট্রেডার্স এর আ: গফুর। মোকামতল, লস্করপুর শিবগঞ্জ এই কারবার চলে দিনে ও গভীর রাতে।