Multi Vision Visual Studio

Multi Vision Visual Studio For Wedding Cinematography, Reception, Bridal Party, Commercials,. Educational videos, Television pro WELCOME! Feel free to visit our office in Chittagong.

MultiVision Visual Studio is a production house based in Bangladesh. Offering a full range of video production services including: Wedding, Reception, Bridal Party, Commercials, Educational videos, Television Production, Training videos, and Multimedia content design. The Production House specializes in a wide variety of digital video and audio, multimedia. The Production House offers1080 30P/24P

utilizing the Sony, Panasonic & DSLR(Nikon & Canon) Camera system. Utilizing Edius, Final Cut Studio and a Black Magic Design Input/Output Board the project can remain HD from start to finish. Using Eduis, Final Cut Studio, Motion, After Effects, Photoshop, and other programs we offer a full range of post production and special effects. We also offer video compression for the web: as well as, integrating 3-D Animation, Flash movie design and DVD authoring service utilizing DVD Studio Pro. Sumon Chowdhury,
CEO & Key Video Editor
Call- +8801911582628
Address- VIP tower shopping mall, 152 shop no, Kajir dewri, Chittagong, Bangladesh.

প্রফেশনাল ভিডিও এডিটিং এন্ড বেসিক সিনেমেটোগ্রাফীভিডিও এডিটিং হল সেই প্রক্রিয়া যেখানে ভিডিও ফুটেজগুলো এডিটর পছন্দশীল ভাবে...
03/03/2023

প্রফেশনাল ভিডিও এডিটিং
এন্ড বেসিক সিনেমেটোগ্রাফী

ভিডিও এডিটিং হল সেই প্রক্রিয়া যেখানে ভিডিও ফুটেজগুলো এডিটর পছন্দশীল ভাবে ঢেলে সাজিয়ে একটি পরিপূর্ণ গল্প ফুটিয়ে তোলে। এটি হচ্ছে একটি পোস্ট প্রোডাকশন কাজ। যেখানে ভিডিওতে টাইটেল, গ্রাফিক্স, কালার কারেকশন, সাউন্ড মিক্সিং, ইফেক্ট সহ সব ধরণের কাজ করে একটি পূর্ণাঙ্গ Movie বা সিনেমা তৈরি করা হয়। আপনার যদি সৃজনশীল পেশাটিতে আগ্রহ থাকে তাহলে কম্পিউটার বেসিক জানা থাকলেই ভিডিও এডিটিং কোর্স করতে পারবেন এবং একজন দক্ষ ভিডিও এডিটির হতে পারবেন।

সিনেমেটোগ্রাফী হচ্ছে সেই শিল্প বা কাজ যার মাধ্যমে আমরা চলচ্চিত্র বা সিনেমা তৈরি করে থাকি। এটি মুলত চলচ্চিত্র তৈরির সময় ক্যামেরার যে কার্যক্রম তাকেই বুঝিয়ে থাকে।বিশেষে ভাবে বললে, ক্যামেরার এঙ্গেল থেকে শুরু করে আবহওয়া পরিবেশ সহ ছবি বা ভিডিও তোলার পরিস্থিতিকেই সিনেমেটোগ্রাফী বলে।

বর্তমানে ভিডিও এডিটিং এবং সিনেমেটোগ্রাফী নির্ভরযোগ্য পেশা, যেখানে সবসময়ই সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবেন এবং পাশাপাশি ভাল আয়ও করতে পারবেন। এ দুইটি দক্ষতা একসাথে থাকলে আপনার ক্যারিয়ার গড়তে খুব বেশী বেগ পেতে হবেনা। আপনি কোন জব করতে না চাইলেও ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন। বর্তমানে মার্কেটিং এর জন্য ভিডিও কন্টেন্ট এর বিকল্প নেই। Facebook ও Youtube ও এ সব ভিডিও কন্টেন্ট এর চাহিদা প্রচুর। এ পেশার ক্যারিয়ারে খ্যাতি, সুনাম ও পরিচিতির পাশাপাশি রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশে তো বটেই, বিশ্বব্যাপী রয়েছে এ পেশায় ক্যারিয়ার গড়ার বিশাল সম্ভাবনা। তাই শখের এই কাজে যদি নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলে আমাদের Video Editing ও বেসিক সিনেমেটোগ্রাফী Courseটি তাদের জন্য।

দিন যত যাচ্ছে ভিডিও এডিটর ও সিনেমেটোগ্রাফার এর চাহিদা ততই বাড়ছে। আমাদের এই কোর্সটি সম্পন্ন করে জব করতে না চাইলে আপওয়ার্ক,ফাইভারের মত ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করতে পারেন। এছাড়া ইউটিউবে ভিডিও এডিটরদের চাহিদা প্রচুর। মার্কেটপ্লেসের বাইরেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ক্লায়েন্ট এর কাজ করে ইনকাম করার সুযোগ রয়েছে। দেশে এবং দেশের বাইরের অনেক ক্লায়েন্ট মাসিক চুক্তি করে কাজ করায় যেটা চাকুরীর মতো। যার ফলে বাসায় বসেই ক্লায়েন্ট দের ফুল টাইম বা চুক্তিবদ্ধ কাজ করতে পারবেন যাকে বলা হয় রিমোট জব। রিমোট জবে একজন ফ্রিল্যান্সার গড়ে মাসে ৮০০ থেকে ১০০০ ডলার ইনকাম করে থাকে। বেকার সমস্যা দুরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরিতে আমরাই ১৫,০০০ হাজার টাকার ৩ মাসের এই প্রিমিয়াম কোর্সটি মাত্র ১০,০০০ টাকায় সম্পন্ন করার সুযোগ দিচ্ছি এবং সাথে দিচ্ছি আমাদের সাথে কাজের সুযোগ।

হতে চান একজন ইউটিউবার, ফিল্মমেকোর, ভিডিও এডিটর তাহলে তো কথাই নেই! নিজের ক্যারিয়ার গড়তে স্কিল ডেভেলপমেন্টের জন্য এনরোল করতে পারেন Professional Video Editing and Basic Cinematography Course -এ।

কাদের জন্য কোর্সটি ?
যারা সৃজনশীল কাজ ভালবাসেন
ভিডিও ইডিটর হিসেবে ক্যারিয়ার গড়তে চান
যাদের ফিল্ম মেকিং এ আগ্রহ রয়েছে।
যারা পার্টটাইম বা ফুলটাইম কিছু করতে চাচ্ছেন।

কোর্স শুরুর পূর্বে যা প্রয়োজন
Video Editing কোর্সটি শুরু করার পূর্বে অন্য কোন বিষয়ের উপর ধারনা থাকার প্রয়োজন নেই, তবে অবশ্যই কম্পিউটার এবং ইন্টারনেট পরিচালনায় কিছুটা দক্ষ হতে হবে।
একটি ভালো কনফিগারেশন এর ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটার ।

কম্পিউটার কনফিগারেশন
CPU: Intel core i5/i7 or AMD ryzen5/ryzen7
Motherboard: Supports 32GB or more ram and SATA 3.0 and 2TB-4TB HD
Ram:16GB
GPU: 2GB/4GB
SSD: 256 GB

যোগাযোগ
+8801911582628
[email protected]
152, VIP Tower, Shopping Mall, Kazirdewri Ctg.

Address

18/B Jashim Villa, G. Floor, Mehedibag
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Multi Vision Visual Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Multi Vision Visual Studio:

Share

Category