Master 512GB

Master 512GB আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ 🤍

আল্লাহর পরিকল্পনা,
আমাদের কল্পনার চেয়ে উত্তম ☺️🖤
(1)

03/07/2025

জুলাই মাসের কিছু ফেমাস ডায়লগ বলে যান 🙂🫰

01/07/2025

ও আচ্ছা আজকে জুলাই এর এক তারিখ তাই এই অবস্থা।
ভাবতেই অবাক লাগে।
১০মিনিটে রাস্তা ক্লিয়ার🙂

ইরান জানে— তারা একা।জানে, এই যু #দ্ধ কেবল যু*ক্তরাষ্ট্রের বিপক্ষে নয়, বরং হি*জ*রায়েল, ব্রিটেন, ন্যাটো, পুরো পশ্চিমা সামর...
23/06/2025

ইরান জানে— তারা একা।
জানে, এই যু #দ্ধ কেবল যু*ক্তরাষ্ট্রের বিপক্ষে নয়, বরং হি*জ*রায়েল, ব্রিটেন, ন্যাটো, পুরো পশ্চিমা সামরিক জোটের বিরুদ্ধে।
জানে, চারপাশে মাথা নিচু করা আরব দা*লা*লদের ভিড়ে তার কোনো বন্ধু নেই।

তবুও ইরান দাঁড়িয়ে আছে। বুক চিতিয়ে, চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।
কারণ, তারা বাঁচতে শিখেনি— মরতে শিখেছে। মরলেও মাথা নিচু করে নয়, মাথা উঁচু করেই।
এটাই ইরান। এটাই প্রতিরোধ।
এটাই ইতিহাসের পৃষ্ঠায় লেখা এক সাহসী জাতির নাম।

ত্রিশ বছরে একটা মানুষ যদি প্রতিদিন বলে,"তোমার বাড়ির পাশের ছেলেটা খুন করে ফেলবে তোমাকে। আজ না হয় কাল। কিংবা এক মাসের মধ্য...
20/06/2025

ত্রিশ বছরে একটা মানুষ যদি প্রতিদিন বলে,
"তোমার বাড়ির পাশের ছেলেটা খুন করে ফেলবে তোমাকে। আজ না হয় কাল। কিংবা এক মাসের মধ্যেই।"

আপনি হয়তো প্রথমে ভয় পাবেন, পরে বিরক্ত হবেন, তারপর হয়তো এক সময় হেসে ফেলবেন।

নেতানিয়াহু ঠিক তেমনটাই করছেন ইরানকে নিয়ে।
তিন দশক ধরে বলে আসছেন—
"ইরান আর মাত্র এক মাস দূরে। নয়তো দুই সপ্তাহ। তারপরই পারমাণবিক বোমা বানাবে।"

হোয়াইট হাউজ এখন বলছে—
"ইরান যা দরকার, সবই প্রস্তুত। শুধু সুপ্রিম লিডারের একটি সিদ্ধান্তের অপেক্ষা। তাহলেই কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি হয়ে যাবে।"

কিন্তু ঘটনা হল, সেই ‘সুপ্রিম লিডার’ অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি বহু আগেই একটি ফতোয়া দিয়েছেন—
"আল্লাহ কখনো মানব ধ্বংসকারী অস্ত্র বানানোর অনুমতি দেন না।"

এটা কি শুধুই ধর্মীয় বক্তব্য?
বিশ্লেষকরা বলেন, না।
এটা রাজনীতি। আবার ধর্মও।
একটা আদর্শিক অবস্থান, যেখানে বিশ্বাস আর নৈতিকতা একসূত্রে গাঁথা।

এ যেন—
একজন মানুষ যার হাতে গোপনে রয়েছে ভয়ংকর ক্ষমতা।
সে চাইলে ধ্বংস করতে পারে শহর, রাষ্ট্র, সভ্যতা।
কিন্তু সে তা করে না।
সে শুধু জানিয়ে দেয়, "আমার হাতে আছে, কিন্তু আমি ব্যবহার করি না।"

এটাই সবচেয়ে ভয়ংকর বার্তা।
এটা একটা অদৃশ্য ঢাল— যার নাম নৈতিকতা।

তিনি জানেন, ইসরায়েল আর আমেরিকা তাঁকে প্রতিদিন লক্ষ্যবস্তু বানায়,
তবুও তিনি দাঁড়িয়ে থাকেন একটিই জায়গায়—

"নিষ্ঠুরতা দিয়ে নয়, ধৈর্য আর আত্মরক্ষা দিয়েই ইতিহাস লেখা যায়।"

Copy Post

সবাই বলেন আলহামদুলিল্লাহ 🤎🥺
18/06/2025

সবাই বলেন আলহামদুলিল্লাহ 🤎🥺

18/06/2025

ইরান একমাত্র দেশ যাকে এখনো কন্ট্রোলে নিয়ে আসতে পারেনি পশ্চিমা বিশ্ব।
বাকি ৫৬ টা দেশ তাদের দাস।

“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে মেরেও ফেলে, তবুও এটাকে আমাদের হার ভেবো না। ইমাম হুসাইনের আদর্শে অটল থা...
18/06/2025

“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে মেরেও ফেলে, তবুও এটাকে আমাদের হার ভেবো না। ইমাম হুসাইনের আদর্শে অটল থাকলে জয় আমাদেরই থাকবে। শক্তি ও লোভের কাছে মাথা নত করো না, অন্যায়ের সামনে মাথা ঝুঁকিও না। মনে রাখবে পরাজয় নয়, প্রতিরোধই আমাদের প্রকৃত শক্তি।”

— আয়াতুল্লাহ খামেনি

নতুন ইতিহাসের জন্য একটু অপেক্ষা করুন।গুড ভাই হি #জ #রা #ই #ল।
18/06/2025

নতুন ইতিহাসের জন্য একটু অপেক্ষা করুন।

গুড ভাই হি #জ #রা #ই #ল।

18/06/2025

আমাদের সবার উচিৎ ই-রা-নকে সাপোর্ট করা,
আর আল্লাহর কাছে দোয়া করা যাতে তাদের আল্লাহ কামিয়াবি দান করেন।
আমীন।

ই-জ-রা-ই-লের প্রতিটি শহরে গা-জা'র প্রতিচ্ছবি ফুটে না তোলা পর্যন্ত কোনো যু-দ্ধ বিরতি হবে না।ইরান জিন্দাবাদ। ❤️ইনশাআল্লাহ,...
17/06/2025

ই-জ-রা-ই-লের প্রতিটি শহরে গা-জা'র প্রতিচ্ছবি ফুটে না তোলা পর্যন্ত কোনো যু-দ্ধ বিরতি হবে না।
ইরান জিন্দাবাদ। ❤️
ইনশাআল্লাহ, আমাদের এই মুসলিম মহানেতার জন্য কোটি মুসলামানের দোয়া আর আল্লাহর রহমত আছে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Master 512GB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share