
14/08/2025
ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথা,প্রশ্ন-উত্তর এবং সাজেশন্স👇
📍ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, বেকারত্ব, বাবার হোটেলে বসে খাওয়া আর কত দিন? এবার অন্তত নিজের দায়িত্ব পাশাপাশি পরিবারের দায়িত্ব নিয়ে আপনার কি উচিত নয় পরিবারের পাশে দাড়ানো? সাথে সাথে স্কিল অর্জন এবং নিজের স্কিলকে ডেভলপ করা। বর্তমান তথ্য প্রযুক্তির বিশ্বে স্কিল ছাড়া টিকে থাকাটা কষ্টসাধ্য। তাই এখনই সুযোগ স্কিল অর্জন এবং ডেভলপ করার।
➡️ প্রশ্নঃ স্কিল কীভাবে অর্জন করব?
উঃ স্কিল অর্জন করার অনেকগুলি ক্ষেত্র রয়েছে। তন্মধ্যে বর্তমান বিশ্বে ডিজিটাল মার্কেটিং/ ফ্রিল্যান্সিং হলো অন্যতম একটি সেক্টর। যেই সেক্টরে স্কিল অর্জন করে একজন মানুষ ঘরে বসেই খুব সহজেই কাজ করতে পারে। যেমনঃ ওয়েবসাইট ক্রেট, ডেভলপমেন্ট ও ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেজ বুস্টিং, বিভিন্ন ধরনের ডিজাইন ইত্যাদি ইত্যাদি।
➡️ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং কাদের জন্য?
🚀
1. Students
2. Housewife
3. Job holders
4. Unemployed
5. Retired Person
6. Incompetent people
& others Ordinary people
*️⃣ Why freelancing or Digital marketing for these people?
▫️Student:
নিজের খরচ চালানো এবং শখ পূরণের জন্য।
▫️Housewife
একজন মেয়ো হিসেবে নিজের একটি হাতখরচ থাকাটা খুবই প্রয়োজন। এক্ষেত্রে পরিবারের সদস্যদের উপর নির্ভশীল না হওয়ার পাশাপাশি পরিবারকে সাহায্য করার জন্য।
▫️Job holders
চাকরির সামান্য স্যালারি দিয়ে একটা ফ্যামিলি চালানো বর্তমানে খুবই কষ্টসাধ্য। তাই জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে ইনকাম করার কোনো বিকল্প নেই।
▫️Unemployed
নিজের এবং পরিবারের দায়িত্ব নিতে এবং বেকারত্ব কাটানোর জন্য।
▫️Retired person
Retired এর পর ইনকাম সোর্স প্রায় বন্ধ হয়ে যায়। ইনকাম সোর্স বন্ধ না হওয়া এবং নতুন কিছু স্কিল gain করার জন্য।
▫️Incompetent people
নিজেকে দশ এবং দেশের বোঝা না বানিয়ে একজন নাগরিক হিসেবে নিজেকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে ফ্রিল্যান্সিং শেখার বিকল্প আর কিছুই হতে পারেনা।
তাই সময় থাকতে একে কাজে লাগান।
➡️প্রশ্নঃ কীভাবে ডিজিটাল মার্কেটিং এর উপর স্কিল অর্জন করব?
উঃ ডিজিটাল মার্কেটিং/ ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই কোর্স করা আবশ্যক। তাই কোর্স করেই মূলত স্কিল অর্জন করা সম্ভব।
[⚠️অনেকের বক্তব্যঃ
"এ তো খুবই সহজে কাজ আমি তো ইউটিউব দেখেই ফ্রিল্যান্সিং শিখতে পারি"।
তাহলে বলতে হয় আপনার ধারণা সম্পূর্ণ ভুল। প্রশ্ন কেন ভুল?
ধরুন আপনি গাড়ি চালানো শিখবেন এখন এজন্য আপনি কি ইউটিউব দেখেই শিখে ফেলবেন? আপনি গাইডলাইন কই পাবেন? গাড়ির লাইসেন্সই বা কই পাবেন?
মূল কথা হলো ইউটিউব দেখে আর যাই করেন না কেন কোনো স্কিল সম্পূর্ণভাবে অর্জন সম্ভব নয়। কোনো স্কিল অর্জন করতে হলে অবশ্যই Proper গাইডলাইন নিয়ে এগোতে হবে। গাইডলাইন ছাড়াও কখনো স্কিল অর্জন সম্ভব নয়।
➡️প্রশ্নঃ গাইডলাইন কীভাবে পাব?
উঃ Proper guideline পেতে আপনাকে অবশ্যই একজন দক্ষ মেন্টরের হাত ধরে এগোতে হবে। আমিও এভাবে শুরু করেছিলাম, এখন ও মেন্টরের গাইডলাইন নিয়ে আছি আলহামদুলিল্লাহ।
⚠️বক্তব্যঃ২
আমি সারাদিন সময় পাইনা, আমি স্টুডেন্ট, আমার জব আছে, সংসার আছে ইত্যাদি ইত্যাদি।
প্রশ্নঃ আপনি কি একদমই সময় পান না নাকি সময়কে কাজে লাগাচ্ছেন না? হ্যাঁ আপনি স্টুডেন্ট, জব আছে, সংসার আছে কিন্তু দিনের একটি নির্দিষ্ট সময় বের করুন স্কিল শিখতে হলে সময় তো দিতেই হবে। আরেকটা কথা হলো দিনের সিংহভাগ সময় আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে হাতে থাকা মোবাইল ফোনটা।
➡️প্রশ্নঃ এর থেকে পরিত্রানের উপায় কি?
উঃ উপায় আছে। প্রথমত, ভোরে উঠা সৃষ্টিকর্তার স্মরণে দিন শুরু করা। এতে সময়ের বরকত পাশাপাশি আপনার কাজের সিংহভাগই সকালেই কমপ্লিট হবে। দ্বিতীয়ত, জেদ থাকতে হবে। তৃতীয়ত, ফোন স্ক্রলিং কমিয়ে ক্যারিয়ার গঠন এবং স্কিল ডেভলপ করায় ফোকাস করতে হবে। চতুর্থত, প্রচুর পরিশ্রম করতে হবে। পঞ্চমত, ধৈর্য ধরে কোর্স, হোমওয়ার্ক এবং প্রজেক্ট কমপ্লিট করা। রব্বের উপর তাওয়াক্কুল, ধৈর্য, জেদ পরিশ্রমই পারে সফলতা এনে দিতে। ]
➡️প্রশ্নঃ কোর্সের জন্য কি কোনো ফি লাগবে?
উঃ কিছু পেতে হলে তো অবশ্যই কিছু দিতে হবেই। তাই আপনাকে নির্দিষ্ট একটি ফি প্রদান করেই কোর্স এনরোল করতে হবে।
প্রশ্নঃ কিন্তু আমার তো টাকা নেই, কীভাবে শুরু করব?
উঃ আপনার যদি শেখার এবং স্কিল ডেভলপ করার অদম্য ইচ্ছা থাকে তবে আপনি যেকোনোভাবেই ম্যানেজ করবেন সেটা ফ্র্যান্ডদের থেকে ধার করে হোক কিংবা ফ্যামিলি, আত্মীয়-স্বজন থেকেই নিয়ে হোক।
➡️প্রশ্নঃ শুনেছি ফ্রিল্যান্সিং করতে হলে ল্যাপ্টপ অথবা পিসি এর প্রয়োজন। কিন্তু, আমার তো নেই।কীভাবে শুরু করব বা আমি কি আদৌ শুরু করতে পারব?
উঃ শেখার জন্য ফোনই যথেষ্ট। বলাবাহুল্য যে আপনি ৯০% কাজ আপনি ফোন দিয়েই সম্পন্ন করতে পারবেন। পরে ইনকাম হলে ইনকামের টাকা জমিয়ে ল্যাপ্টপ কিনে নিবেন। বাকি ১০% অল্টারনেটিভ তো আপনাকে শিখিয়েই দেয়া হবে। তাইলে আর দেরি কেন?
আর দেরি নয়। এখনই সময় স্কিল অর্জন এবং ডেভলপ করার। আজকের দিনের এই সময়টাকে যদি আপনি কাজে না লাগিয়ে "আগামীকাল থেকে শুরু করব" এই চিন্তা নিয়ে ঘুরেন, তাহলে বলতে হয়, আপনার "আগামীকাল" আর কখনোই আসবে না। সময় খুবই মূল্যবান। আজকের অতিবাহিত সময় আগামীকাল আর ফিরে আসবে না। এভাবে দিন যাবে, মাস যাবে, বছরের পর বছর যাবে কিন্তু শেখা বা ইনকাম কোনোটাই হবে না আপনার। তাই একে কাজে লাগান।
*️⃣ ডিজিটাল মার্কেটিং এর কি কি সুবিধা রয়েছে?
১. অফিসে দৌড়াদৌড়ির ঝামেলা নেই।
২. নিজের অবসর সময়ে কাজ করা যায়।
৩. নির্দিষ্ট কোনো টাইম নেই যে এতক্ষণের মধ্যে কাজ শেষ করতে হবে।
৪. ঘরে বসে খুব সহজেই ফোন, ল্যাপটপ, পিসি দিয়ে কাজ করা যায়।
৫. সময় সাশ্রয় হয়।
৬. স্বাধীনভাবে কাজ করা যায়।
৭. চাকরি পেছনে ছুটতে হবে না। চাকরি নিজেই আপনার পিছে ছুটবে।
এরকম অসংখ্য সুবিধা রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না।
তাই আর দেরি নয় এখনই শুরু করুন, এটিই সঠিক সময়। বিস্তারিত জানতে ইনবক্স করুন, ইং শা আল্লাহ হেল্প করার চেষ্টা করব।
❌কপি করা নিষেধ ❌