Misuk's Story

Misuk's Story Jhu Jhu!! It's MISUK CHANGMA. This is my personal page. If you like my little lifestyle videos, please support me by following the page.

বর্তমানে আমার পেজ এ Recommended Suspended Problem Issue আসার কারণে আমার ভিডিও কারো কাছে পোছাচ্ছে না। 😔 সেজন্য আমি facebo...
26/03/2025

বর্তমানে আমার পেজ এ Recommended Suspended Problem Issue আসার কারণে আমার ভিডিও কারো কাছে পোছাচ্ছে না। 😔 সেজন্য আমি facebook team এর কাছে report পাঠিয়েছি। পেজটি যতক্ষণ পর্যন্ত ঠিক না হওয়া পর্যন্ত পেজ এ ভিডিও বা কোনো Update দিবো না।😔 হয়তো নতুন পেজ খুলে চালাতে হবে ঠিক না হলে।

সব আমার 😅আগুন আগুনAAB VlogsVAB Vlogs
18/03/2025

সব আমার 😅আগুন আগুন
AAB VlogsVAB Vlogs

জীবনে হেরে যাওয়া মানে থেমে থাকা না,বরং হেরে যাওয়া মানে সবটুকু শিক্ষা, ব্যর্থতা মানে ভুল শুধরে নেওয়া এবং সামনের পথ চলা...
17/10/2024

জীবনে হেরে যাওয়া মানে থেমে থাকা না,বরং হেরে যাওয়া মানে সবটুকু শিক্ষা, ব্যর্থতা মানে ভুল শুধরে নেওয়া এবং সামনের পথ চলাকে উৎসাহিত করা🤠

15/10/2024

Finally HSC Result 🥱

📌আমার কিছু সমস্যার কারণে হয়তো কয়েক মাসের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিতে হবে😿 কয় মাস পর কয় বছর পর সোশ্যাল মিডিয়ায় ফে...
09/10/2024

📌আমার কিছু সমস্যার কারণে হয়তো কয়েক মাসের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিতে হবে😿 কয় মাস পর কয় বছর পর সোশ্যাল মিডিয়ায় ফেরত আসতে পারবো সেটা জানিনা, তবে আমি সোশ্যাল মিডিয়ায় ফেরত আসবো।
যদিও বা এই পেজে ১/২মাস কাজ করে ৪৮২জনের ভালোবাসা পেয়েছি।এটাই আমার অনেক বড় পাওয়া। আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে বলে আমাকে ৪৮২জনে ফলো করেছেন। তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, বরং তাদের জন্যও ভালো কিছু একটা হোক এটাই আমি চাই।
আমি এই পেইজে যত গুলো ভিডিও বানিয়েছি, সবগুলো অন্যের ক্ষতি করার জন্য বানাইনি বরং আমার যতটুকু মেধা ততটুকু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য করেছি। বর্তমানে আমার যে সমস্যার সম্মুখীন হয়ে কয়েক মাসের জন্য সোশ্যাল মিডিয়া বিদায় নিতে হবে। প্রথমে বলি আমার মোবাইল নষ্ট হয়ে গেছে আর পোস্টের ছবিতে তো দেখতে পাচ্ছেন পেইজে রি🖕র্ট খেয়ে পেইজে রিচ কমে গেছে। আর In- Stream Ads facebook monetize community rejected করে দিছে। In- Stream Ads বলতে পেইজ থেকে মনিটাইজ করে যেখান থেকে টাকা ইনকাম হয় সেটা Rejected হয়ে গেছে। আর এখন এমন একটা পরিষ্টিতিতে আছি কোনো টাকা কামানোর পদ্ধতি নেই। তাছাড়া দেশের যে অবস্থা এখন বুঝতে তো পারছেন। এখন আপনারাই বলেন, একটা মানুষ কয়টা সমস্যা সম্মুখীন হয়ে বেঁচে থাকতে পারে। এজন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি,কয়েকটা মাস সোশ্যাল মিডিয়া থেকে নেটওয়ার্কের বাইরে চলে যাবো, যেখানে মনটা একটু হালকা হবে।
যখন আমি কয়েকটা মাস বছর পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াবো সেদিন দেখা হবে আবার সোশ্যাল মিডিয়া জগতে। আবার আমি নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি বলে আমায় ভুলে যেও না, আমি আবারো ফেরত আসবো সেদিন।
দেখা হবে ভালো আত্মার মানুষজন পরে আবার কোনো একসময়। অনেক মিস করবো আপনাদের, আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ভগবানের কাছে এই প্রার্থনা করি। বিদায় 👋

আজ জাপানের রাজধানী টোকিওর রাস্তায় জুম্ম জনতার প্রতিবাদ সমাবেশ✊হোক অন্যায়ের প্রতিবাদ সর্বস্তরে,বিশ্বের মানুষ জানুক পার্বত...
03/10/2024

আজ জাপানের রাজধানী টোকিওর রাস্তায় জুম্ম জনতার প্রতিবাদ সমাবেশ✊
হোক অন্যায়ের প্রতিবাদ সর্বস্তরে,বিশ্বের মানুষ জানুক পার্বত্য চট্টগ্রামের খবর এবং ছড়িয়ে পড়ুক সারা বিশ্ব❤️

দ্বিতীয় বিশ্বযু*দ্ধের সময় জাপানের এই ছেলেটি তার মৃত ভাইকে কবর দিতে পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এ...
29/09/2024

দ্বিতীয় বিশ্বযু*দ্ধের সময় জাপানের এই ছেলেটি তার মৃত ভাইকে কবর দিতে পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এবং মৃ ত শিশুটিকে বোঝা বলে তাকে ফেলে দিতে বলে যাতে সে ক্লান্ত না হয়। ছেলেটি তখন জবাব দেয়-
"সে বোঝা নয়, সে আমার ভাই!"
সৈনিকটি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। সেই থেকে এই ছবিটি জাপানে ঐক্যের প্রতীক হয়ে উঠে। এটি তাদের নীতিবাক্য হয়ে যায়-
"সে বোঝা নয়, সে আমার ভাই/সে আমার বোন।" (“He’s not a burden, he’s my brother/sister")
যদি সে পড়ে যায়, তাকে উঠান। ক্লান্ত হলে তাকে সাহায্য করুন। যদি তার সামর্থ্য দুর্বল হয়, পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে থাকে, তাহলে তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে তবে তাকে আপনার পিঠে নিন,
কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন!❤️
(লেখা : ও ছবি:-সংগৃহীত)।

25/09/2024

বড় ভাইয়ের মেয়ে মানে আমার মেয়ে💗Cute Baby🤗

24/09/2024

জুম্মো পাহাড়ি আদিবাসী বীরদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা 💔
মনে রাখবে তোমাদের প্রত্যেক জন পাহাড়ি মানুষ মনের অন্তরে🥺যেদিন আমাদের পাহাড় স্বাধীন হবে সেদিন স্বাধীন পাহাড়ের তালিকায় তোমাদের ছাত্র বীরের নাম উঠবে?💔🥺
📍সেলুট জানাই বীরদের প্রতি 😔

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি আদিবাসী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা🙏তোমাদের রক্ত আমরা বৃথা যেতে দিব না✊আমাদের এই জুম্মো ...
23/09/2024

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি আদিবাসী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা🙏
তোমাদের রক্ত আমরা বৃথা যেতে দিব না✊আমাদের এই জুম্মো ছাত্র সমাজ তোমাদের মনে রাখবে মনের গভীরে💔সামনে জন্মে আরও বীর হয়ে জন্ম নিও বীর শহীদ😿

জীবনে সফলতা পেতে গেলে আগে কঠোর পরিশ্রম করা দরকার। জীবনে যাই করো না কেন, ভবিষ্যতের চিন্তা আপনাকে আগে থেকেই ভাবতে হবে। মান...
19/09/2024

জীবনে সফলতা পেতে গেলে আগে কঠোর পরিশ্রম করা দরকার। জীবনে যাই করো না কেন, ভবিষ্যতের চিন্তা আপনাকে আগে থেকেই ভাবতে হবে। মানুষের এক একেক রকম স্বপ্ন দেখে যে, আমি বড় হলে ভবিষ্যতে চাকরি করবো, ইঞ্জিনিয়ারিং হবো, আমি গায়ক হবো,আমি কৃষিকাজ করে জীবনটা পার করে দিবো আরো অনেক কিছু। কিন্তু একটা মানুষের যে স্বপ্ন গুলো থাকে সেগুলো পরিবারের বা কাছের মানুষদেরও সাপোর্ট দরকার।

"মার্চ ফর আইডেন্টিটি" সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন মিশিলে প্রায় ৪০হাজারের অধিক শিক্ষার্থী কন্ঠের জোয়ার যেন...
19/09/2024

"মার্চ ফর আইডেন্টিটি" সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন মিশিলে প্রায় ৪০হাজারের অধিক শিক্ষার্থী কন্ঠের জোয়ার যেন থেমে না যায়। ১৮ সেপ্টেম্বর ২০২৪ সাধারণ শিক্ষার্থী বুঝিয়ে দিয়েছে ঐক্যটা কী জিনিস✊

#মার্চ_ফর_আইডেন্টিটি
#আদিবাসী #জুম্ম #পাহাড়ি #কল্পনা_চাকম #পার্বত্য_চট্টগ্রামের_আদিবাসী #পার্বত্য_চট্টগ্রাম_চুক্তি
#সংঘাত_ও_বৈষম্য_বিরোধী_পাহাড়ি_ছাত্র_আন্দোলন

Address

Khagrachhari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Misuk's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share