09/10/2024
📌আমার কিছু সমস্যার কারণে হয়তো কয়েক মাসের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিতে হবে😿 কয় মাস পর কয় বছর পর সোশ্যাল মিডিয়ায় ফেরত আসতে পারবো সেটা জানিনা, তবে আমি সোশ্যাল মিডিয়ায় ফেরত আসবো।
যদিও বা এই পেজে ১/২মাস কাজ করে ৪৮২জনের ভালোবাসা পেয়েছি।এটাই আমার অনেক বড় পাওয়া। আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে বলে আমাকে ৪৮২জনে ফলো করেছেন। তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, বরং তাদের জন্যও ভালো কিছু একটা হোক এটাই আমি চাই।
আমি এই পেইজে যত গুলো ভিডিও বানিয়েছি, সবগুলো অন্যের ক্ষতি করার জন্য বানাইনি বরং আমার যতটুকু মেধা ততটুকু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য করেছি। বর্তমানে আমার যে সমস্যার সম্মুখীন হয়ে কয়েক মাসের জন্য সোশ্যাল মিডিয়া বিদায় নিতে হবে। প্রথমে বলি আমার মোবাইল নষ্ট হয়ে গেছে আর পোস্টের ছবিতে তো দেখতে পাচ্ছেন পেইজে রি🖕র্ট খেয়ে পেইজে রিচ কমে গেছে। আর In- Stream Ads facebook monetize community rejected করে দিছে। In- Stream Ads বলতে পেইজ থেকে মনিটাইজ করে যেখান থেকে টাকা ইনকাম হয় সেটা Rejected হয়ে গেছে। আর এখন এমন একটা পরিষ্টিতিতে আছি কোনো টাকা কামানোর পদ্ধতি নেই। তাছাড়া দেশের যে অবস্থা এখন বুঝতে তো পারছেন। এখন আপনারাই বলেন, একটা মানুষ কয়টা সমস্যা সম্মুখীন হয়ে বেঁচে থাকতে পারে। এজন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি,কয়েকটা মাস সোশ্যাল মিডিয়া থেকে নেটওয়ার্কের বাইরে চলে যাবো, যেখানে মনটা একটু হালকা হবে।
যখন আমি কয়েকটা মাস বছর পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াবো সেদিন দেখা হবে আবার সোশ্যাল মিডিয়া জগতে। আবার আমি নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি বলে আমায় ভুলে যেও না, আমি আবারো ফেরত আসবো সেদিন।
দেখা হবে ভালো আত্মার মানুষজন পরে আবার কোনো একসময়। অনেক মিস করবো আপনাদের, আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ভগবানের কাছে এই প্রার্থনা করি। বিদায় 👋