
04/06/2025
বিড়ালের দিন শেষ....
একটা শান্ত গ্রামে ছিল ছোট্ট এক খামার। খামারে থাকত অনেক মুরগি, হাঁস, আর একটা চটপটে বিড়াল—নাম তার কালু। কালু ছিল যেমন চালাক, তেমনই দুষ্ট। সারাদিন খামারের আশেপাশে ঘুরে বেড়াত আর সুযোগ পেলেই মুরগিদের ভয় দেখাত।
মুরগিরাও জানত, কালু সহজে ছাড়ে না। কিন্তু তারা সবসময় দলবেঁধে থাকত, তাই সে কিছু করতে পারত না। শুধু একটাই দুর্বলতা ছিল—একটু বোকাসোকা কিন্তু দারুণ সরল মুরগি, নাম তার চিকি।
এক দুপুরে, সবাই যখন ঝিমোচ্ছে, কালু বুঝল—এটাই সুযোগ। চুপিচুপি চিকির দিকে এগিয়ে গেল। চিকি তখন ঘাসে কী যেন ঠুকঠুক করে খুঁজছিল। হঠাৎ ঝাঁপিয়ে পড়ল কালু!
চিকি ভয় পেয়ে চিৎকার করে উঠল, “বাঁচাও!” তার সেই আওয়াজে পুরো খামার কেঁপে উঠল। দৌড়ে এল হাঁস, কুকুর, গরু, এমনকি বুড়ো ছাগলটাও!
কালু বুঝল, এবার আর রক্ষা নেই! সে লেজ গুটিয়ে দৌড় দিল খামারের বাইরে।
সেদিন থেকে কেউ আর কালুকে খামারে দেখেনি। আর চিকি?
সে এখন খামারের সাহসী তারকা।
সবাই বলে— “বিড়ালের দিন শেষ!”