22/05/2025
কুরবানী আসন্ন মিল্লাতে ইবরাহীমের বার্তা নিয়ে।
এ উৎসব মুসলিম উম্মাহকে তার আত্মপরিচয় স্মরণ করিয়ে দেয়। উম্মাহর সামনে উপস্থাপন করে তাদের আদর্শিক পিতা ও আধ্যাত্মিক জনক সাইয়িদুনা ইবরাহীম আলাইহি ওয়া সাল্লামকে। যিনি তাদেরকে "মুসলিম" নামকরণ করেছেন।
কুরবানী কোন ভোগবাদী উৎসব বা বিলাসিতার উপলক্ষ নয়।
বরং এটি একটি আদর্শিক মিশনের অংশ, যা পৃথিবীর কোটি কোটি মুসলিমকে একই আত্মপরিচয়ের সূত্রে জড়িয়ে নেয়। শ্রেণী, বর্ণ ও ভৌগলিক জাতীয়তার ঊর্ধ্বে এক অনন্য ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। পৃথিবীর নানা জনগোষ্ঠীর অগণিত মানুষকে "এক উম্মাহ" পরিচয়ের ভিত্তিতে একতাবদ্ধ করে।
মহান আল্লাহ আমাদের মাঝ থেকে যাদের প্রতি অনুগ্রহ করেছেন তারা পশু কুরবানী করার সামর্থ লাভ করেন।
একইভাবে উম্মাহর বৃহত্তম একটি অংশ এই তাওফিক লাভ করেন না। বিশেষত এ ভূখণ্ডে অসংখ্য মজলুম মুসলিম ভাইবোন ও আলিম ওলামা রয়েছেন যারা শুধুমাত্র দ্বীন ও ইসলামের জন্য নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন। অর্থনৈতিক সামর্থ্য হারিয়েছেন।
একমাত্র তাওহীদের কারণেই যারা জালিমের অবর্ণনীয় নিপীড়নের শিকার হয়েছেন। বহু অসহায় পরিবার রয়েছে যার সদস্য আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়েছেন।
কুরবানীর এই আদর্শিক উৎসবের সময় আমরা যেন আমাদের মজলুম ভাই-বোনদের কথা ভুলে না যাই।
শাইখুনা মুফতি হারুন ইজহার হাফিযাহুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে "আল কোরআনের দারস" বিগত বছরগুলোর ন্যায় এ বছরও শহীদ পরিবার এবং মাজলুম ও অসহায় পরিবারের জন্য "প্রজেক্ট কোরবানি" এর উদ্যোগ গ্রহণ করেছে।
এ প্রজেক্টের আওতায় আপনি নিজে বা নিকটজনের মাধ্যমে সরাসরি শহীদ পরিবার মাজলুম ও অসহায় পরিবারের হাতে কুরবানীর পশু বা তার অংশ হস্তান্তর করার সুযোগ পাচ্ছেন।
তাই আসুন, মিল্লাতে ইবরাহিমের জাগরণের স্বার্থে আমরা মজলুম ভাইদের পাশে দাঁড়াই। দ্বীন বিজয়ের এই মিশনকে এগিয়ে নেয়ার কাজে সাধ্যমত অংশগ্রহণ করি।
কুরবানীর প্যাকেজ
১টি গরু : ৯৫ হাজার টাকা (সমস্ত খরচ সহ)
১টি ছাগল : ১৫ হাজার টাকা (সমস্ত খরচ সহ)
গরুর এক হিস্যা : ১৩ হাজার ৫০০ টাকা
ব্যাংক একাউন্ট:
A/C Name : Masudur Rahman Chowdhury.
A/C No. 20501700204076518
Islami Bank Bangladesh Ltd. (Hathazari branch)
বিকাশ মার্চেন্ট
01870-646666 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে)
নগদ পার্সোনাল
01832801868 (সেন্ড মানি অপশন থেকে পাঠাতে হবে)
#ইলহাক্ব_বিল_কাফেলা
#এসো_কাফেলা_বদ্ধ_হই