Creative Corner

Creative Corner Hello

welcome to my page..
(13)

08/07/2025

রিজিক মানে শুধু টাকা-পয়সা নয়, বরং জীবনের প্রতিটি প্রয়োজনীয় জিনিস—চাল-ডাল থেকে শুরু করে শান্তি, ভালোবাসা, ভালো স্বাস্থ্য—সবই রিজিক। আর এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ।

অনেক সময় আমরা ভাবি, আমাদের পরিশ্রমেই সবকিছু হচ্ছে। কিন্তু সত্যি কথা হলো, হাজার চেষ্টা করেও কেউ যদি আল্লাহর ইচ্ছা না থাকে, তাহলে একফোঁটাও রিজিক পাবে না। আবার কেউ চায়ওনি, চেষ্টাও করেনি, তবুও আল্লাহ তার প্রতি দয়া করে অজস্র রিজিক দিয়েছেন।

আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন:
"আকাশ ও পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়" (সূরা হুদ: ৬)

তাই দুশ্চিন্তা নয়, বরং বিশ্বাস রাখো আল্লাহর ওপর। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তোমার রিজিক ঠিক করে রেখেছেন। সময় হলে ঠিকই পৌঁছে যাবে—যদি বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, আর হার না মানো।

আল্লাহই রিজিক দেন, মানুষ শুধু মাধ্যম।
তাই মানুষের সামনে নয়, আল্লাহর সামনে হাত তুলো। তাঁর কাছে চাও, তিনিই সব দরজা খুলে দিবেন।

10/05/2025

প্রিয় ফলোয়ারগণ,

আপনাদের ভালোবাসা, সমর্থন ও পাশে থাকার জন্য আমাদের অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।
আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের আরও উৎসাহিত করে—নতুন কিছু তৈরি করতে, ভালো কিছু দিতে।

এই পথচলায় আমরা একসাথে, আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আপনারা আছেন বলেই আমরা আছি।
চলুন, একসাথে এগিয়ে যাই—ভালোবাসা ছড়িয়ে দিই, ইতিবাচকতায় ভরে তুলি এই পৃথিবীটাকে।

সাথে থাকুন, ভালো থাকুন!

ভালোবাসা রইল,

[Creative Corner]

22/04/2025

শুভ সন্ধ্যা!
দিনের ক্লান্তি শেষে সন্ধ্যার নরম আলো যেন মনের জানালায় নতুন এক প্রশান্তির হাওয়া বয়ে আনে।
আজকের প্রতিটি মুহূর্ত যদি কেটেও যায় ব্যস্ততায়,
সন্ধ্যা হোক একটু থেমে যাওয়ার, নিজেকে ভালোবাসার সময়।
এক কাপ চা আর প্রিয় কারো সান্নিধ্যে সন্ধ্যার এই নরম আবেশ হোক সুখের সঙ্গী।
আশা করি সবার সন্ধ্যা হবে শান্তিময় ও মুগ্ধতায় ভরা।

শুভ সন্ধ্যা…
ভালো থেকো সবসময়!

22/04/2025

অনেক দিন পরে ফিরে এলাম!

অনেকদিন ধরে একটু দূরে ছিলাম, জীবন যাপনের ব্যস্ততা, কিছু পরিকল্পনা, আর নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে কাটছিল সময়। কিন্তু মন তো বারবার ফিরে আসতে চায় এই পরিচিত জায়গায়, তোমাদের সবার মাঝে।

আবারও এই পেজে নিয়মিত থাকতে চাই, ভালো কিছু শেয়ার করতে চাই, কথা বলতে চাই তোমাদের সঙ্গে। যারা এই সময়েও পাশে ছিলেন, ধন্যবাদ জানাই হৃদয় থেকে। আর যারা নতুন আসছেন, তোমাদেরও জানাই আন্তরিক স্বাগতম!

আপনাদের ভালোবাসা আর সাপোর্টই সবচেয়ে বড় অনুপ্রেরণা।

চল আবার শুরু করি—নতুন করে, একসাথে!

06/09/2024

আসসালামু আলাইকুম ,,, সবাই কেমন আছেন,,, অনেক দিন থেকে পেইজে ঠিকমত কাজ করতে পারতাছিলাম না ,,, ইন শা আল্লাহ আজ থেকে ট্রাই করব রেগুলার একটিভ থাকার জন্য 😑🥰শুভ সকাল💗💗

05/09/2024

সবাই বলে নারী কিসে আটকায় ??/

আমি বলি নারী মা হওয়ার পর সন্তানের মায়ায় আটকায়❤️❤️মা হওয়া ছাড়া এই ফিলিংস টা বুঝা যাবে না❤️🥰

02/09/2024

একটু দেরি তে বুঝেছি কিন্তু খুব ভালো করেই বুঝেছি স্বার্থ ছাড়া কেউ কারো সাথে মিশে না💔💔

30/08/2024

গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে ,,,, তেল মারতে পারে তারাই সমাজে সবার কাছে ভালো হয়ে থাকে🫠

29/08/2024

পরিবর্তন হচ্ছে
প্রতিশোধ এর চেয়েও দ্বিগুন

ভয়ংকর💔💔💔

29/08/2024

আসসালামু আলাইকুম,,, সবাই কেমন আছেন ,,,,,, শুভ সকাল সবাইকে🥰😇😇

27/08/2024

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন,,, শুভ সকাল 😑😑

Address

Chittagong

Telephone

+8801727820341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Corner:

Share