08/07/2025
রিজিক মানে শুধু টাকা-পয়সা নয়, বরং জীবনের প্রতিটি প্রয়োজনীয় জিনিস—চাল-ডাল থেকে শুরু করে শান্তি, ভালোবাসা, ভালো স্বাস্থ্য—সবই রিজিক। আর এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ।
অনেক সময় আমরা ভাবি, আমাদের পরিশ্রমেই সবকিছু হচ্ছে। কিন্তু সত্যি কথা হলো, হাজার চেষ্টা করেও কেউ যদি আল্লাহর ইচ্ছা না থাকে, তাহলে একফোঁটাও রিজিক পাবে না। আবার কেউ চায়ওনি, চেষ্টাও করেনি, তবুও আল্লাহ তার প্রতি দয়া করে অজস্র রিজিক দিয়েছেন।
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন:
"আকাশ ও পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়" (সূরা হুদ: ৬)
তাই দুশ্চিন্তা নয়, বরং বিশ্বাস রাখো আল্লাহর ওপর। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তোমার রিজিক ঠিক করে রেখেছেন। সময় হলে ঠিকই পৌঁছে যাবে—যদি বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, আর হার না মানো।
আল্লাহই রিজিক দেন, মানুষ শুধু মাধ্যম।
তাই মানুষের সামনে নয়, আল্লাহর সামনে হাত তুলো। তাঁর কাছে চাও, তিনিই সব দরজা খুলে দিবেন।