11/05/2025
#রোগী_যে_কুপথ্য_করে_সে_কি_আর_করে_তা_করায়_ব্যাধিতে
🚩শ্রীশ্রীঠাকুর এক দাদাকে কাজ-কর্ম্মের বিষয় জিজ্ঞাসা করছিলেন, তিনি বললেন-সহকর্মীর ঔদাসীন্য ও গাফিলতির দরুন কাজ আশানুরূপ হয়নি।
🚩সেই প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর ললিতগম্ভীর ভঙ্গীতে বলতে লাগলেন-আমরা principle-এ (আদর্শে) যদি খুব strong (অটুট) হই-তাহ'লে আমরা পারিপার্শ্বিকের কাছে yield (বশ্যতাস্বীকার) করি না, বরং পারিপার্শ্বিক আমাদের কাছে yield (বশ্যতাস্বীকার) করে। আমাদের যদি এমন ঝোঁক থাকে যে, যা' করার তা' করবই, আর সত্যি-সত্যি তা যদি করিই এবং সে-কাজে যদি পারিপার্শ্বিককে নিয়ে চলা প্রয়োজন হয়, তবে পারিপার্শ্বিকের সকলেও উদ্বুদ্ধ হ'য়ে ওঠে-যারা চায় না, তারা আপনা থেকে খ'সে পড়ে।
🚩 আমি আর বীবুদা (রায়) একদিন একসঙ্গে যাচ্ছি-বীবুদা কিছুদূর গিয়ে tired (ক্লান্ত) হ'য়ে ব'সে পড়ল-আমি তার জন্য wait (অপেক্ষা) না ক'রে সোজা হাঁটতে লাগলাম, বীৰুদাও উপায়ান্তর না দেখে হাঁটতে সুরু করল। তাই, ঢিলেমি বা গাফিলতিকে প্রশ্রয় দিতে নেই। মজা এমনি-মানুষের ইচ্ছাকৃত ত্রুটি অবশভাবে ভুল-ত্রুটিকেই ডেকে আনে। কেউ হয়তো কোথায়ও যাবে কোন কাজের জন্য-পাকে-চক্রে হয়তো মঘার দিনই যাত্রা করল-আগে-পরে যাওয়ার সুবিধা থাকা সত্ত্বেও তা' ঘ'টে উঠলো না-ঐ দিন গিয়ে অনেক বাধা-বিপত্তির পর তবে হয়তো কার্য্য সমাধা হ'লো-এমন দেখলে বুঝতে হবে, তাদের principle (আদর্শ)-মুখী motor-sensory co-ordination (বোধ ও কর্মস্নায়ুর সঙ্গতি)-সম্বন্ধে কোন-না-কোন গণ্ডগোল আছে-হয়তো immediatet motor-sensory co-ordination (ত্বরিত-সঙ্গতি) নেই, পারিপার্শ্বিকের influence (প্রভাব) হয়তো original intention then and there fulfil (মূল উদ্দেশ্য তখন-তখন পূরণ) করতে দেয়নি, গোড়ায় একটা intention (অভিপ্রায়) ব্যাহত হবার দরুন brain-এ (মস্তিষ্কে) একটা blundering twist (ভুলের গেরো) পড়ে -পরে একটা intention (অভিপ্রায়)-মাফিক কাজ করার সময় সেই twist: (গেরো)-টাই ভুল ও বেঘোরের সৃষ্টি ক'রে তোলে।
তবে কাজের পথে বাধা-বিঘ্ন থাকলেও ঘাবড়ে যেতে নাই।
🚩আমাকে একবার কুষ্টিয়ার D. S. P. (ডি. এস. পি.) ডেকে নিয়ে বললেন-তোমার কাছে সকল রকম লোককে আসতে দিতে পারবে না। নানারকম ভয় দেখালেন। কিন্তু আমি বললাম-আমি কাউকে বারণ করতে পারব না, আর আপনারও: এমন কথা বলা উচিত না। পরে তিনিই দু'বেলা আসতেন, দু'বেলা না হ'লেও। একবেলা তো আসতেনই। এইরকম হয়।
আগে যখন আমরা কথাবার্তা বলতাম, আলাপ-আলোচনা করতাম, কত spy (গুপ্তচর) আসত, সব টুকে-টুকে নিত। একটা বাক্স তৈরী করেছিলাম, steamer-এর passenger (ষ্টীমারের যাত্রী)-দের কাছে থেকে ভিক্ষা করা হ'তো-সেই টাকা দিয়ে কতজনের সাহায্য করতাম-কত spy (গুপ্তচর)-দের। পর্যন্ত তাদের বিপদ-আপদে সাহায্য করেছি-তারাই আবার আমার পিছনে লাগত, আমি বুঝতাম সব, তবু দিতাম।
🚩প্রফুল্ল-তা'তে তো তাদের ক্ষতিই করা হ'তো।
🚩শ্রীশ্রীঠাকুর-আমি ভাবতাম, ওদের যদি না দেখি ওরা বাঁচবে না। রোগী যে কুপথ্য করে, সে কি আর বুঝে করে-ব্যাধিতে করায়। ওদেরও সেইরকম। আমি ভাবতাম-বেঁচে তো থাক, বেঁচে থাকলে তবে আস্তে-আন্তে correction (সংশোধন) হবে, পথ খোলা থাকবে-যদি সাবাড়ই হ'য়ে যায়, তাহ'লে তো কোন আশাই থাকে না।