Farzana Sithi

Farzana Sithi This is my new page, follow me for more

06/11/2024

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
ট্রাম্প - ২৬০
কমলা- ২৩০
শেখ হাসিনা - ২৮০
✌️✌️

29/10/2024

একটা জিনিস খেয়াল করেছেন- হিরো আলম এখন কোন আলোচনায় নাই। গত ২ মাসে হিরো আলম, প্রিন্স মামুন, লায়লা, জায়েদ খান, পরীমনি, নিপুন.... এদের নিয়ে কোন আলোচনা নাই। যেন তারা হাওয়া। এইটা যে ঘটবে সেটা আমরা জানতাম। মানুষ সিরিয়াস ইস্যুতে আলাপ করতে পারতোনা ভয়ে৷ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিতে গেলে সেটা আবার চেতনাপরিপন্থী হয়ে যায় কিনা এমন ভয় সর্বক্ষণ পাবলিককে তটস্থ রাখতো।
এই কারণে মানুষ হিরো আলম, প্রিন্স মামুন লায়লা ইস্যুতে নিজেদের এঙ্গেজড করে রাখতো।

এখন পলিটিক্যাল বা আদার্স ইস্যুতে কথা বলা মানুষের জন্য কম্ফোর্টেবল হয়ে যাওয়াতে হিরো আলমেরা আউট অফ মার্কেট। এই ব্যাপারটা ভীষণ সত্য। আপনি যদি শিষ্টের দমন করেন, সেই জায়গা খালী থাকবেনা বরং দুষ্ট দিয়ে ভরে যাবে৷ হাসিনা এমন আবর্জনা বানিয়ে রেখেছিল দেশকে আমাদের ব্যস্ত থাকতে হতো রানুমন্ডল, বাদাম কাকু, হিরো আলমদের নিয়ে। কি এক অভিশপ্ত জিন্দেগী ছিল আমাদের। আল্লাহ মুক্তি দিছেন। কৃতজ্ঞতার শেষ নাই রহমান🖤

23/10/2024

যৌবনের প্রথম প্রেম ছাত্রলীগকে এভাবে খেয়ে দিল ইউনুস স্যার😕

এই মেয়েটা এত কিউট কেন!!😍Naznin Nahar 🖤
22/10/2024

এই মেয়েটা এত কিউট কেন!!😍
Naznin Nahar 🖤

22/10/2024

ছাত্র জনতা আজ যে ৫ দফার যুদ্ধ শুরু করলো, এই যুদ্ধে বড় রাজনৈতিক দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনা কম।

এখন অন্তত এটা স্পষ্ট যে রাজনৈতিক দলগুলোর অনীহার কারণেই মূলত বিপ্লবী সরকারটা হয় নাই। আর্মি চিফ জাতীয় সরকারের প্রস্তাব করেছিলেন।

ছাত্ররা ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট আর বিএনপি থেকে প্রধানমন্ত্রী দেওয়ারও প্রস্তাব দিয়েছিলো।

এর অর্থ, ছাত্ররা এই সংবিধান মানতেও চায় নাই। চুপ্পুকে রাখতেও চায় নাই।

পুরো কাহিনীটাই করেছে বুড়ো রাজনীতিবিদরা। যত সমস্যা, যত অনীহা,সব এদেরই।

কেন?

কারণ এই সংবিধান কিন্তু শুধু হাসিনার জন্যই মধুর হাড়ি না। বরং এই সংবিধান পরের প্রধানমন্ত্রীদের জন্যও মধুর হাড়িই।

এই হাড়ি কে ভাঙতে চাইবে?

কেউই ভাঙতে চায় নাই। সাথে আসিফ নজরুলদের মতো আইনের অবতাররা তো ছিলোই। ফলাফল যা হওয়ার তাই হইছে।

শুনেছি আসিফ নজরুল নাকি আজ সারাদিন সংবিধানের পৃষ্ঠা উল্টো চুপ্পুকে সরানোর ফাঁক খুঁজতে ব্যস্ত।

কাম অন, আসিফ নজরুল স্যার।

গত ১৫ বছর এই সংবিধান কম পড়েছেন? কম পড়িয়েছেন? কম ফাঁক খুজেছেন? কই, হাসিনাকে থামানো বা নামানোর কোন পথ তো বের করতে পারেননি?

হাসিনাও তো এই সংবিধানকে বাইবেল মনে করতো।

আপনারাও ক্ষমতায় গিয়ে সেই হাসিনার মতোই বাইবেল পড়ছেন কেন?

ফেলে দেন। ছিড়ে ফেলেন। ওটা ছিড়ে ফেলার জন্যই এই বিপ্লব ।

আপনারা যখন মাননীয় প্রধানমন্ত্রী বলে বলে নির্বাচন চেয়ে হাসিনাকে সরাতে চেয়েছেন, এই ছেলে মেয়ে তখন হাসিনা চুদি না বলে হাসিনাকে খেয়ে দিয়েছে।

আপনারা লুজার। এইটা মেনে নিতে শেখেন।

ছাত্ররা আজ ৫ দফা দিয়েছে।

এই ৫ দফার প্রথম দফা, সংবিধান ফেলে দিতে হবে। চুপ্পুকে ফেলে দিতে হবে। নতুন ধারার সরকার তৈরি করতে হবে।

সংবাদ ফেলে এই ৫ দফা পড়েন। এইখানেই আপনাদের আমাদের মুক্তির পথটা আছে। মুক্তির পথ ঐ আইনে নাই।

আইন মেনে বিপ্লব হয় নাই। সংবিধান মেনে বিপ্লব হয় নাই। যেই সংবিধানের দোহাই আওয়ামীলীগ দিতো, সেই সংবিধানের দোহাই এখন আপনারাও দিতেছেন। যখন বিপ্লবীদের স্লোগান দিতে হয়,

আবু সাঈদ মুগ্ধ
শেষ হয়নি যুদ্ধ।

তখন আপনাদের সরকারকে আমাদের সরকার কী করে বলি?

আজ বঙ্গভবন পর্যন্ত মিছিল গেছিলো। মজার ব্যাপার কী জানেন? গণভবনের আগের মিছিলটা সবসময়ই বঙ্গভবনেই যায়।

কথা না শুনলে, বেশি সংবিধান, আইন আর কোর্ট দেখাতে থাকলে এই মিছিল আপনাদের কার্যালয় পর্যন্ত চলে যাবে। চুপ্পুকে কোনভাবে যদি রক্ষা করতে চান, আমরা আপনাদেরকেও চুপ্পুর লোক বলেই ধরে নেবো, আমাদের লোক না।

শুধু আসিফ নজরুল না, বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি এই ৫ দফার সাথে একমত না হয়, হিসাব তাদের সাথেও করতে হবে।

আওয়ামী বন্দোবস্তে আর কোন রাজনীতি হবে না। লাউ ফেলে কদুকে আনার জন্য এতো মানুষ জীবন দেয় নাই। হাসিনার সাথে সাথে হাসিনার সংবিধানকেও বিদায় দিতে হবে। এই সংবিধানে আর কোন স্বৈরাচার তৈরির সুযোগ বাংলাদেশের মানুষ দেবে না।

ইনকিলাব জিন্দাবাদ।
মুজিববাদ মুর্দাবাদ।

-সাদিকুর রহমান খান

21/10/2024

পালিয়ে যাওয়া বউয়ের ডিভোর্স লেটার,

আর পালিয়ে যাওয়া নেত্রীর রিজাইন লেটার,দুইটাই নিষ্প্রয়োজন!!

Context in comment box⛔

20/10/2024

আন্দোলন নিয়ে কটুক্তি করে নাজমুল শান্ত প্রমাণ করলেন, তিনি কত বড় নির্লজ্জ একজন দালাল।

আওয়ামীলীগের সমস্ত গুণই নাজমুল শান্তর মধ্যে আছে।

২০০০ মানুষ মরে গেছে। এটা নিয়ে এদের বিন্দুমাত্র অনুশোচনা নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আন্দোলনের পক্ষে তো দূরের কথা, আজ দুই মাস পার হয়ে গেল, একটাবারের জন্য এরা দেশের মানুষের কাছে স্যরি বলেনি।

আর আজকে তো কুৎসিত হাসি হেসে আমাদের বিপ্লব নিয়ে সে বিদ্রুপ করার দুঃসাহস দেখাইলো।

আফসোসের ব্যাপার হলো, একজন বিপ্লবীর হাতে ক্রীড়া মন্ত্রনালয় থাকার পরেও এমন একজন মানুষ ক্রিকেট দলের ক্যাপ্টেন থাকতে পারেন।

বিপ্লবের দুই মাস পরে এসেও বিপ্লব নিয়ে মজা করার দুঃসাহস দেখাতে পারেন।

বাংলাদেশ ক্রিকেট দল আমি বর্জন করলাম।

মুশফিক, শান্তর মতো আওয়ামী দালালরা যতদিন খেলবে, আমি এই দলের প্রতিটা হারকে সেলিব্রেট করবো।
-সাদিকুর রহমান খান

18/10/2024

ঈদ পূজার মধ্যে হাসপাতালে গেলেই বুঝবেন, সব ধর্মের মানুষজন মিলেমিশে কাজ করাটা কত চমৎকার।

ঈদ আসলে মুসলমান ডাক্তাররা ছুটিতে যাবে, হিন্দু ডাক্তাররা ডিউটি করবে।

আবার পূজা আসলে হিন্দু ডাক্তাররা ছুটি কাটাবে, মুসলিম ডাক্তাররা ডিউটি করতে পারবে।

ব্যাংক, পুলিশসহ সকল এমার্জেন্সি সার্ভিসের জন্যই এমন করা হয়।

অনেককেই দেখি ভিন্ন ধর্মের কেউ নিয়োগ পাইলে অখুশি হন। অথচ আপনার জন্যই, আপনার ভালোর জন্যই এই ডাইভার্সিটিটা খুব দরকার।

ঈদ আর পূজার সাধারণ ছুটি বেড়েছে।

ঐচ্ছিক ছুটিও বেড়ে যাবে যদি পর্যাপ্ত অল্টারনেটিভ লোকজন সরকারের হাতে থাকে। যেমন মুসলমান ডাক্তারদের অতিরিক্ত ডিউটি দিয়ে পূজাতে হিন্দু ডাক্তারদের ৫ বা ৬ দিন ছুটি দিলো।

ঈদেও তাই।

পর্যাপ্ত হিন্দু ডাক্তার থাকলে মুসলিম ডাক্তারদের ছুটির পরিমানটাও বাড়ানো যাবে।

দিনশেষে উপকারটা হবে আমার, আপনারই।

যত মারামারি বলেন, হিংসা বলেন, এসব করে আপনার আমার লাভ হয় না কিন্তু। বরং পুরো লাভটা হয় রাজনীতির।

আপনি একজন হিন্দুকে শত্রু ভাবলেন, একজন হিন্দু আপনাকে শত্রু ভাবলো, মীমাংসার জন্য মাতবর ডাকলেন। এতে রাজনীতি ছাড়া আর কোন লাভটা হলো?

অথচ দুইজন দুইজনকে বন্ধু ভাবলে মাতব্বরদের অনেক লস হয়ে গেলেও লাভটা কিন্তু আপনার নিজেরই হতো!!
-সাদিকুর রহমান খান

🥺
17/10/2024

🥺

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farzana Sithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share