
15/07/2024
শুয়ে শুয়ে পড়ছিলাম এমন সময় ছোট বোন এসে খুব নরম সুরে বললো '
বোন: - আপু তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে?😔
ওর এমন নরম সুরে কথা শুনে আমি অবাক।আমাদের একটু আগেও ঝগরা হয়েছে চকলেট নিয়ে। যে মেয়ে কিনা শুধু শুধুই ঝগড়া করে সে কিনা আজ এভাবে প্রশ্ন করছে?মনে করার চেষ্টা করছিলাম কবে সে আমার সাথে এভাবে কথা বলেছে কিন্তু এর মাঝেই বোন আবার একই প্রশ্ন করে
বোন:- কি হয়েছে বলো?😔
আমি:- কেন?কে বলেছে?🤨
বোন:-আম্মু বলছে
আমি:- কি বলেছে?
বোন:- বলেছে তোমায় বিয়ে দিয়ে বিদায় করবে😔
আম্মু আমার বিয়ের কথা বলেছে তাই ও কষ্ট পয়েছে?😮 মনে মনে ভাবলাম ঝগড়া করলেও আমার জন্য ওর অনেক মায়া তাইতো মন খারাপ।ওকে চকলেটটা ফিরিয়ে দেবো। ওকে সান্তনা দিতে বল্লাম
আমি:- না তোমাদের ছেড়ে কোথাও যাবো না😊
বোন:- তাহলে আম্মু যে বললো?😮
আমি:- আম্মু মনে হয় মজা করছে😊
বোন:- আম্মু এমন মজা করে কেন?😠
আমি:- আচ্ছা রাগ করো না। আমিতো বলছি কোথাও যাবো না😊
বোন:- এইটাই তো সমস্যা😠
আমি:-😮😮😮
বোন:- তুমি আমার সাথে ঝগড়া করছো আমি আম্মুর কাছে বিচার দিয়েছি আম্মু বলছে তোমাকে বিয়ে দিয়ে বিদায় করবে আর আমি যাতে কয়টা দিন তোমার সাথে ভালোভাবে কথা বলি কিন্তু এখন তুমি বলছো যাবে না? আর আম্মু আমার সাথে এমন মজা করলো?আমি কতো খুশি হয়েছিলাম এখন আমার মনটা খারাপ করে দিলে😩
আমি:- ফাজিল তার মানে এই কথা। তাইতো বলি এই মেয়ে এতো সুন্দর করে কথা বলছে আমার সাথে?আমি ভেবেছিলাম আমার জন্য মন খারাপ😡
বোন:- মন খারাপ?তোমার জন্য? এটা ভাবাও পাপ আপু🥴
আমি:- আমার সামনে থেকে যা ফাজিল😡
বোন:- ফাজিলের বোন তো ফাজিলই হবে তাই না?🙃
আমি:- গেলি না দিবো একটা? 😡
বোন:- কি দিবে?🤨🙄
আমি:- দাঁড়া দিচ্ছি 😡
বোন:- ধরতে পারলে তো?🏃♀️🏃♀️🏃♀️
বলতে না বলতেই দিলো দৌড়।এই মেয়েটা এত পাজি সবসময় শুধু দুষ্টুমি ।আর আমার কিছু দেখলেই হলো ওর ঐটা লাগবে মানে লাগবেই।
(কার কার এমন বোন আছে?)