Jannat Official

Jannat Official জীবনটা তখন'ই সুন্দর 💕
💗💗 যখন তুমি সেটা গোছাতে শিখবে💝
নিজের উপর বিশ্বাস রেখে
সর্বদা চলতে পারবে।❤️

শুয়ে শুয়ে পড়ছিলাম এমন সময় ছোট বোন এসে খুব নরম সুরে  বললো 'বোন: - আপু তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে?😔ওর এমন নরম সুরে কথা শ...
15/07/2024

শুয়ে শুয়ে পড়ছিলাম এমন সময় ছোট বোন এসে খুব নরম সুরে বললো '
বোন: - আপু তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে?😔

ওর এমন নরম সুরে কথা শুনে আমি অবাক।আমাদের একটু আগেও ঝগরা হয়েছে চকলেট নিয়ে। যে মেয়ে কিনা শুধু শুধুই ঝগড়া করে সে কিনা আজ এভাবে প্রশ্ন করছে?মনে করার চেষ্টা করছিলাম কবে সে আমার সাথে এভাবে কথা বলেছে কিন্তু এর মাঝেই বোন আবার একই প্রশ্ন করে

বোন:- কি হয়েছে বলো?😔
আমি:- কেন?কে বলেছে?🤨
বোন:-আম্মু বলছে
আমি:- কি বলেছে?
বোন:- বলেছে তোমায় বিয়ে দিয়ে বিদায় করবে😔

আম্মু আমার বিয়ের কথা বলেছে তাই ও কষ্ট পয়েছে?😮 মনে মনে ভাবলাম ঝগড়া করলেও আমার জন্য ওর অনেক মায়া তাইতো মন খারাপ।ওকে চকলেটটা ফিরিয়ে দেবো। ওকে সান্তনা দিতে বল্লাম

আমি:- না তোমাদের ছেড়ে কোথাও যাবো না😊
বোন:- তাহলে আম্মু যে বললো?😮
আমি:- আম্মু মনে হয় মজা করছে😊
বোন:- আম্মু এমন মজা করে কেন?😠
আমি:- আচ্ছা রাগ করো না। আমিতো বলছি কোথাও যাবো না😊
বোন:- এইটাই তো সমস্যা😠
আমি:-😮😮😮
বোন:- তুমি আমার সাথে ঝগড়া করছো আমি আম্মুর কাছে বিচার দিয়েছি আম্মু বলছে তোমাকে বিয়ে দিয়ে বিদায় করবে আর আমি যাতে কয়টা দিন তোমার সাথে ভালোভাবে কথা বলি কিন্তু এখন তুমি বলছো যাবে না? আর আম্মু আমার সাথে এমন মজা করলো?আমি কতো খুশি হয়েছিলাম এখন আমার মনটা খারাপ করে দিলে😩

আমি:- ফাজিল তার মানে এই কথা। তাইতো বলি এই মেয়ে এতো সুন্দর করে কথা বলছে আমার সাথে?আমি ভেবেছিলাম আমার জন্য মন খারাপ😡
বোন:- মন খারাপ?তোমার জন্য? এটা ভাবাও পাপ আপু🥴
আমি:- আমার সামনে থেকে যা ফাজিল😡
বোন:- ফাজিলের বোন তো ফাজিলই হবে তাই না?🙃
আমি:- গেলি না দিবো একটা? 😡
বোন:- কি দিবে?🤨🙄
আমি:- দাঁড়া দিচ্ছি 😡
বোন:- ধরতে পারলে তো?🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

বলতে না বলতেই দিলো দৌড়।এই মেয়েটা এত পাজি সবসময় শুধু দুষ্টুমি ।আর আমার কিছু দেখলেই হলো ওর ঐটা লাগবে মানে লাগবেই।

(কার কার এমন বোন আছে?)

25/06/2024

জীবনটা অনেক ছোট
কিন্তু এই ছোট জীবনে কত বড় বড় ঘটনা ঘটে যায় তাই নাহ?🖤

(গল্পটি একবার পড়ুন) 💙গ্রামের খুব দরিদ্র এক লোক বাস করতো।তার নাম ছিলোে আলী। সে গরীব হয়েও সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতো।...
21/06/2024

(গল্পটি একবার পড়ুন) 💙
গ্রামের খুব দরিদ্র এক লোক বাস করতো।তার নাম ছিলোে আলী। সে গরীব হয়েও সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতো। নামাজ পড়তো আর সবসময় মৃত মা-বাবার জন্য দোয়া ও কবর জিয়ারত করতো তার ছেলেকেও সাথে নিয়ে যায়।তার খুব ইচ্ছা সে একবার হলেও নিজের চোখে আল্লাহর ঘর কাবা দেখতে চায়। সে প্রতি নামাজে দোয়া করে ' হে আল্লাহ জীবনে একবার হলেও আমি তোমার ঘর কাবা দেখতে চাই তুমি আমাকে সেই তাওফিক দাও। তার অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। সে মক্কা যাওয়ার টাকা কিভাবে জমাবে। সৎ ভাবে পরিশ্রম করে সে তিন বেলা খাবারই জুটাতে পারে না।তবুও সে পারলে এক' দুই টাকা জমা রাখে। একদিন সে কবর জিয়ারত করে ফিরার সময় খালেদ বলে'' কিরে?তুই এই শীতের রাতে কবর জিয়ারত করতে আইছিস? তর কি লাভ বলতো কবর জিয়ারত করে?
আলী : ভাই কবর জিয়ারত করলে আল্লাহ তাদের শাস্তি মাফ করবে নয়তো কম শাস্তি দিবেন।আমরা দোষ করে মাফ চাইতে পারি কিন্তু তারা তাদের গুনাহর জন্য কিভাবে ক্ষমা চাইবে?আমরা তাদের জন্য দোয়া করলে আমাদের জন্য ও আমাদের ছেলে মেয়ে দোয়া করবে।

খালেদ: আরে গাধা মরার কথা পরে আগে তো বাঁচতে হইবো। তুই যে এতো নামাজ রোযা করছ কি লাভ? তর তো কিছুই নাই। শোন তুই আমার সাথে কাজ কর ভালো টাকা দেবো।তর বউ-বাচ্চার জন্য হলেও। আগেও বলছি তুই তো কানেই নিলি না।

আলী : না ভাই আমি আপনার সাথে কাজ করবো না। আপনি সুদের ব্যবসা করেন। সুদ খাওয়া হারাম।

খালেদ : কি হইবো হালাল হারাম দিয়া যদি একবেলা ভালো খাবারই না খাইতে পারছ? এতো হালাল খাইয়া কি পাইলি?
আলী :না আমার ভালো খাবার দরকার নাই। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ ইহকালে না দিলেও পরকালে দিবে ইনশাআল্লাহ। যাই?
খালেদ: যা যা একসময় ঠিক আফসোস করবি। তর ভালোর জন্য বলছিলাম।

আলী কথায় কান না দিয়ে চলে আসে। এভাবে অনেক বছর কেটে যায়। আলীর এখন বয়স হয়ে অসুস্থ হয়ে পরেছে কিন্তু তার অবস্থা পরিবর্তন হয়নি। তবুও সে কোনো আফসোস করে না।তার ছেলেও তার মতো সৎ হয়েছে।খালেদ দেখলে টিটকারি মেরে বলে ''আলী তরে দেখি আল্লাহ সব ঢেলে দিয়ে রাখছে! আলী হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু সে ভাবে আসলে কি কোনোদিন মক্কায় যেতে পারবে? সে পরিমান টাকাতো আলী জমাতে পারেনি তাহলে?একদিন আলী কবর জিয়ারত করার সময় এক ধনী লোক তাকে দেখে। সে-ও জিয়ারত করতে আসছিলো।যাওয়ার সময় লোকটি আলীকে বলে'' আমি শুনেছি আপনি নাকি প্রতিদিন কবর জিয়ারত করতে আসেন?আজ নিজ চোখে দেখলাম।আমার বাবা মা ও মারা গেছে কিন্তু আমি সময় পাইনা কবর জিয়ারত করার।আপনার কাজে আমি খুশি হয়েছি আপনি কি চান?আলী বলে'' আমি আল্লাহর ঘর কাবা নিজের চোখে দেখতে চাই এটাই আমার শেষ ইচ্ছা। ধনী লোকটি আলীকে নিয়ে মক্কায় হজ্জে যায় আর তার ছেলেকে ভালো কাজ দেয়। আর খালেদ? খালেদের কি এক রোগ হইছে তার শরীর পচতে শুরু করছে। তার বউ ও তার কাছে আসতে চায় না পঁচা গন্ধে।সে এভাবেই কষ্টে মৃত্যুবরন করছে সে মরার পর তার ছেলে' বউ বলে'' যাক এবার একটু শান্তি। আর আলী হজ্জ থেকে ফিরে আবার আগের মতো জীবন-যাপন করতে থাকে। সে আগর মতোই আবার কবর জিয়ারত করতে যায় কিন্তু সে কোন কবর থেকে যেন কান্নার আওয়াজ আর চিৎকার শুনতে পায়। পরে আলী জানতে পারে ঐখানে খালেদের কবর।আলী সবার জন্যই দোয়া করে খালেদর জন্যও।

এই গল্প থেকে আমরা শিক্ষা পাই'' সবসময় আল্লাহর শুকরিয়া আাদায় করতে হবে আমাদের যা আছে তা হয়তো অনেকেরই নেই। তবু ও আমরা নাফরমানী করি। আমরা যা চাই আল্লাহ একদিন না একদিন ঠিকই দিবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ।

জানেন? থুক্কু আমি কি বেকুব দেখছেন? না বললে জানবেন কেমনে🤭?শোনেন আমার একটা বন্ধু আছে  সে যেখানে থাকে সেখানে কোনো শয়তান👹 যা...
20/06/2024

জানেন? থুক্কু আমি কি বেকুব দেখছেন? না বললে জানবেন কেমনে🤭?শোনেন আমার একটা বন্ধু আছে সে যেখানে থাকে সেখানে কোনো শয়তান👹 যায় না। কি ভাবছেন? অনেক পরহেজগার?আরে না সে একাই চার-পাঁচটা শয়তানের কাজ করে।সে যে জায়গায় যায় সে জায়গায় একটা না একটা গন্ডোগোল করবেই😫।হয়তো কারো গাছের ফল চুরি করবে নয়তো কারো জুতা নিয়ে দৌড়🏃‍♂️। কারো প্রেমের বারোটা বাজাইয়া দিবে তো কারো নামে বদনাম।আর এমন ভাব দেখাইবো যেন সে কিছুই করে নাই😜। আলহামদুলিল্লাহ আমার বন্ধু কোনো কামের কাম না করতে পারলেও আকাম মাসাআল্লাহ ভালোই পারে😅। শয়তানও মনে হয় তারে সালাম করে বলে আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম। আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম।

তার সাথে যদি কোথাও যাই তো ওড়না দিয়া মুখ ঢেকে যাই🥷। আবার কি ভাবছেন?পর্দা করি?ভাবলে এই ভাবনা এক সাইডে রেখে কথা শুনেন থুক্কু লেখা পড়েন। আমি কোনো পর্দাশীল নই। আসলে আমার আকাইম্মা পরহেজগার শয়তানের গুরু বন্ধু কখন কার কি ক্ষতি করে আর কখন কে এসে মুখে চুনকালি মেখে যায় কে জানে😒?
তাই আরকি মুখ ঢেকে রাখি🫣

তারে একদিন বলছি শোন তুইতো বড় হইছিস এবার তো ফাইজলামি / শয়তানি বন্ধ কর।
বন্ধু : কি বলিস এইসব? তর মাথা ঠিক আছে🙄?শোন আমি অনেক দয়ালু তদের মনে দয়া মায়া না থাকতে পারে আমার আছে। কালকেও একটা শয়তান এসে আমাকে বলে গুরু আপনার কারনেই বেঁচে আছি নয়তো কবে আত্মহত্যা করতাম😉! তারপর কান্না করার ভান করে বলে'🥹 এখন আমি যদি শয়তানি বন্ধ করে দেই তাহলেতো তারা আত্মহত্যা করবে। আর আমি চাইনা আমার কারনে এতো শয়তান মারা যায়। শোন মানবতা এখনো বেঁচে আছে🙃।

আমি তার কথা শুনে কেন্দে দিতে মন চাইছিলো🙃।ওর মতো দয়ালু মানুষ কয়জন আছে😫?একেই মনে হয় বলে মানবতার ফেরিওয়ালা🥴? কি বলেন?আছে নাকি আপনাদের এমন দয়ালু মানবতার ফেরিওয়ালা বন্ধু -বান্ধব?😂 কমেন্টে জনান।

নতুন লেখছি। লেখাটি কেমন হলো জানাবেন কিন্তু। ❤️💗

19/06/2024

💝জীবন হলো গোলক ধাঁধা
চলতে পথে আসবে বাঁধা।
সকল অতীত ভুলে গিয়ে
ভালো থাক বর্তমান নিয়ে। 💝

Address

Cumilla
Chittagong
3540

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat Official:

Share