Pure Noakhailla

Pure Noakhailla আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা

রাত ১০টা। ছোট্ট ঘরের এক কোণে কেরোসিনের ল্যাম্প জ্বলছে। রিপন মিয়া বসে আছে একটা পুরোনো খাতা আর ক্যালকুলেটর নিয়ে। আজকের বাজ...
13/07/2025

রাত ১০টা। ছোট্ট ঘরের এক কোণে কেরোসিনের ল্যাম্প জ্বলছে। রিপন মিয়া বসে আছে একটা পুরোনো খাতা আর ক্যালকুলেটর নিয়ে। আজকের বাজারের হিসেবটা মিলছে না—ডাল, চাল, তেল, ছেলে-মেয়ের স্কুল ফি, মা'র ওষুধ… সবকিছুর দাম তো আকাশ ছুঁয়েছে।

সে একজন মধ্যবিত্ত। না খুব গরিব, না খুব ধনী। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো—সে কারো কাছে হাত পাততে পারে না, আবার নিজের পরিবারকে কষ্টেও রাখতে পারে না।

তার স্ত্রী চুপচাপ একটা কাপ চা এনে দেয়। রিপন মিয়া বলে, “তুমি চিনি দিলা তো? চিনি শেষ তো হইছে।”
স্ত্রী হেসে বলে, “তোমার মুখটা তো আর কষা থাকতে পারি না!

এই হাসিটাই রিপন মিয়ার শক্তি।
তার ছেলেমেয়ের ভবিষ্যৎ, নিজের দায়িত্ব, সমাজের লজ্জা—সব কিছুর ভার সে চুপচাপ বয়ে চলে।
অভাব আছে, কিন্তু অভিযোগ নেই। কারণ সে মধ্যবিত্ত।

13/07/2025

আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন

এক গ্রামে ছিল একজন মানুষ, নাম ছিল আবির। বাইরে থেকে সবাই তাকে ভালো মানুষ বলত—নামাজি, শিক্ষিত, সম্মানিত। কিন্তু তার ভেতরের...
12/07/2025

এক গ্রামে ছিল একজন মানুষ, নাম ছিল আবির। বাইরে থেকে সবাই তাকে ভালো মানুষ বলত—নামাজি, শিক্ষিত, সম্মানিত। কিন্তু তার ভেতরের রূপ ছিল অমানবিক। সে গরিবদের জমি কাগজে খেলিয়ে কেড়ে নিত, পথের ভিখারীদের তাড়িয়ে দিত, আর নিজের স্বার্থের জন্য মিথ্যা বলতেও দ্বিধা করত না।

একবার, এক বৃদ্ধ ভিখারি তার বাড়ির দরজায় এসে বলল,
“একটু পানি দিবেন বাবা?”

আবির রেগে গিয়ে চিৎকার করে বলল,
“যা হারামি, আমার দরজা নোংরা করিস না!”

বৃদ্ধ চলে গেল। সেদিন রাতেই আবির স্বপ্নে দেখে—সে একটা অন্ধকার জঙ্গলে ঘুরছে। হঠাৎ সে আয়নায় নিজেকে দেখে—তার মুখে দাঁত বেরিয়ে এসেছে, গায়ের লোম বেড়ে গেছে, আর গলায় গর্জনের মতো শব্দ। সে বুঝল, সে একটা পশুতে রূপ নিয়েছে।

এক বয়স্ক সন্ন্যাসী তার পাশে এসে বললেন,
“তোমার ভেতরের নিষ্ঠুরতা এখন তোমার বাহ্যিক রূপে দেখা দিয়েছে। মানুষ যখন করুণা হারায়, অন্যের দুঃখ বুঝতে চায় না, তখন সে মানুষ থাকে না, পশু হয়ে যায়।”

ঘুম ভেঙে আবির কেঁদে উঠল। সকালে উঠে সে গ্রামের দরিদ্রদের সাহায্য করতে লাগল, জমি ফিরিয়ে দিল, মানুষের দুঃখ ভাগ করে নিতে শুরু করল।

তখন সে আবার মানুষ হয়ে উঠল।

এটা খুবই ভ'য়ং'কর ও দুঃখজনক ঘটনা। রাজনীতি যেখানেই হোক, এমন সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। কেউ চাঁ/দা না দিলে তাকে হ/ ত্যা...
11/07/2025

এটা খুবই ভ'য়ং'কর ও দুঃখজনক ঘটনা। রাজনীতি যেখানেই হোক, এমন সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। কেউ চাঁ/দা না দিলে তাকে হ/ ত্যা করার মতো কাজ শুধু অ'পর|ধই নয়, এটা মানবতার বিরুদ্ধেও.!😒😭

জুমার দিনে একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা সালাতের মধ্যে থেকে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তা তাকে দিয়ে...
11/07/2025

জুমার দিনে একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা সালাতের মধ্যে থেকে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তা তাকে দিয়ে দেন।

বৃষ্টি তাও কাজ থেমে নেই।
09/07/2025

বৃষ্টি তাও কাজ থেমে নেই।

09/07/2025

Address

Lakshmipur
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Pure Noakhailla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share