27/04/2025
ভাবো, আমি না থাকলেই ভালো থাকবে। তুমি কী ভালো আছো? এই যে সুনসান নীরবতায় বুকের ভেতর কথা চেপে রেখে আমি ক্লান্ত, তুমিও কী ক্লান্ত নও? আমাকে ছাড়াই যদি একেকটা দিন ভালো কাটানো যায়, তবে কেন তুমিও প্রেমের হাহাকারে ভুগছো?
ভাবো, দূরে থাকলেই থেমে যাবে ভালোবাসা বাসি। ভালোবাসা থামানো যায়? চোখের আড়াল হলেই কি ভালোবাসা কমে? এই যে তোমাকে ভালোবাসতে বাসতে আজ নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি, তুমিও কি ভালোবাসতে পেরেছো নিজেকে?
অনিয়মে জর্জরিত, যোগাযোগ ফুরালে হয়তো হাফ ছেড়ে বাঁচতে পারো। তবে এই আমায় ছাড়া তুমি কি সত্যি ভালো থাকতে পারো? সন্ধ্যা নামলে মন খারাপ হয় না? বুকের ভেতর শূন্যতার বিস্তারে হাহাকার জন্মায় না? মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে, কারো কাঁধে মাথা রেখে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে না?
আমি না থাকলেই যদি ভালো থাকো, যদি কথা না বললেই সম্পর্কের ইতি ঘটে, যদি আমাকে কষ্ট দিয়ে তোমার মন শীতল হয়, তবে আমার কোনো আক্ষেপ নেই। যে ভালোবাসে, সে দূরে থাকে না। ভালোবাসলে কভু দূরে থাকা যায় না। তুমি দূরে থাকো, কথা না বলো, দেখা না দাও, আমার আকুলতা না বোঝো, শুধু মুখে বলে দাও, “ আমায় তুমি ভালোবাসো না। আমায় ছাড়াও দিব্যি ভালো থাকো। ”
আমি ভালোবেসে তো ভুল করিনি। শুধু তুমি স্বীকার করো, ভালোবেসে তুমি ভুল করেছো। আমার ভালোবাসা তোমার কোনো প্রয়োজন নেই। শুধু প্রমাণ করো, পৃথিবীতে ভালোবাসা ছাড়াও ভালো থাকা যায়।