Jannatul Ferdausi Kajal

Jannatul Ferdausi Kajal আসসালামু আলাইকুম ❤️❤️❤ 4

08/05/2025

বোকা নারী~ গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেয়। আর গুরুত্ব পেলে সবটা উজাড় করে দেয়! পুরুষও ঠকে, তবে নারীকে একটু যত্ন করে ঠকানো হয়, যার কোনো প্রমাণ চিহ্ন থাকে না, অভিযোগের ভাষা থাকে না, প্রতিবাদের সাহস থাকে না, প্রতিশোধের ইচ্ছে থাকে না।

শুধু থাকে দেহ আত্মা ছাড়া একটা নিথর শরীর🥹💔

29/04/2025

আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায়, দুইটার মধ্যে পার্থক্য অনেক। ভালো তো যে কেউই বাসতে পারে, ভালোবাসতে টাকা লাগে না, রেস্পন্সিবিলিটি থাকেনা, তাছাড়া এই সস্তা ভালোবাসার যুগে ভালোবাসা একেবারে মূল্যহীন, আজ আছে তো কাল নেই।

27/04/2025

নারী সব বোঝে কোন পুরুষ তাকে ভালোবাসে আর কোন পুরুষ তাকে ব্যবহার করে। তারা সব টা বোঝে চুপ থাকে সবকিছু বলতে যায়না। একজন নারী পুরুষের কাছে ততটাই অভিযোগ করে যতটা সে বোঝেও না বোঝার ভান করে তার বেশি একটুও না। পুরুষ জানে নারী কিসে আটকায় আর কিসে দূরে চলে যায়।পুরুষ তোমাকে তাই দিবে যখন নিজের যা প্রয়োজন হয়। পুরুষ যখন কোন নারীকে গভীর ভাবে ভালোবাসে তখন তাকে ছাড়া তার এক মূহুর্তও চলে না, সেই নারীকে মাথায় তুলে রাখে তার সকল আবদার তার ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে খেয়াল রাখে, এমনকি তার মন খারাপও বোঝে যায়। তাকে ভালোবাসা দিয়ে একদম নিজের করে নেয়, আর বোকা নারী শুধু ভালোবাসার পাগল হয়। পুরুষ এমন ভাবে কেয়ার করে নারী তখন নিজেকে ভাগ্যবতী মনে করে। নারীর সব ভুল দোষ অন্যায় যাই করুক পুরুষ তখন তাকে মাফ করে দেয়। পুরুষ এর অপছন্দের নারী নিয়ে কিছু কথা পুরুষের অপছন্দের নারী নেই আবার আছে সেটা হয়ে যায় সম্পর্কের অনেক টা সময় পার হওয়ার পর। একটা পুরুষ যেমন যত্ন নিয়ে একটা নারীকে ভালোবাসে তার চেয়ে হাজার গুন তীব্র ভাবে নারীকে কষ্ট দেয় এতো টা আঘাত করে নারীর ভিতর টা একদম আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়। যখন একটা পুরুষ নারী কে অপছন্দ করে তখন তার সাথে সবার আগেই কথা বলা বন্ধ করে দেয়। মাথায় তোলা নারীকে পায়ের কাছে নিয়ে ফেলে। যেনো তার মূল্য হঠাৎ করে রানী থেকে চাকরানীর পরিণত হয়। হ্যাঁ পুরুষের ভালোবাসা ভয়ানক এতো টা ভয়ংকর যে সে তোমাকে রাখবে ও না ছাড়বেনা তিলে তিলে মারবে একটু একটু করে। পুরুষ মানুষ কখনো একটা নারীকে বলবেনা তুমি খারাপ তোমার এই বিষয়ে আমার খারাপ লাগলো সেই এমন ভাবে তোমাকে দূরে সরাবে তুমি শুধু তার কর্মকাণ্ড দেখবে আর ভিতরে ভিতরে দম বন্ধ হয়ে মরে যাবে। পুরুষ নারীকে দূরে সরানোর জন্য কথা বলা বন্ধ করে দেবে সেটা কিন্তু আবার একেবারে নয় একটু কথা বলবে কিন্তু সেই কথার মধ্যে তুমি আরো বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। যখন তুমি তাকে জিজ্ঞেস করতে যাবে কেন এমন করো আমার সাথে তখন তুমি তার উত্তর পেয়ে বিরক্ত হয়ে যাবে।

সেই জন্য নারী হয় মায়াবতী আর পুরুষ হয় ছলনাময়ী

নারী পুরুষের কাছে টাকা পয়সা ধন-সম্পদ ক্যারিয়ার এইসব কিছুই চাইনা শুধু চাই একজন চরিত্রবান পুরুষ তাকে তার বাবার মতো আগলে রাখুক।🤍

খাঁটি পুরুষ নারীর কাছে বেশি কিছু চাইনা শুধু চাই একজন যত্নবান নারী যে তাকে তার মায়ের মতো যত্ন নিয়ে ভালোবাসবে এবং তার সকল বিপদে ছেড়ে না গিয়ে দু'হাত শক্ত করে ধরে রাখবে।

27/04/2025

ভাবো, আমি না থাকলেই ভালো থাকবে। তুমি কী ভালো আছো? এই যে সুনসান নীরবতায় বুকের ভেতর কথা চেপে রেখে আমি ক্লান্ত, তুমিও কী ক্লান্ত নও? আমাকে ছাড়াই যদি একেকটা দিন ভালো কাটানো যায়, তবে কেন তুমিও প্রেমের হাহাকারে ভুগছো?

ভাবো, দূরে থাকলেই থেমে যাবে ভালোবাসা বাসি। ভালোবাসা থামানো যায়? চোখের আড়াল হলেই কি ভালোবাসা কমে? এই যে তোমাকে ভালোবাসতে বাসতে আজ নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি, তুমিও কি ভালোবাসতে পেরেছো নিজেকে?

অনিয়মে জর্জরিত, যোগাযোগ ফুরালে হয়তো হাফ ছেড়ে বাঁচতে পারো। তবে এই আমায় ছাড়া তুমি কি সত্যি ভালো থাকতে পারো? সন্ধ্যা নামলে মন খারাপ হয় না? বুকের ভেতর শূন্যতার বিস্তারে হাহাকার জন্মায় না? মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে, কারো কাঁধে মাথা রেখে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে না?

আমি না থাকলেই যদি ভালো থাকো, যদি কথা না বললেই সম্পর্কের ইতি ঘটে, যদি আমাকে কষ্ট দিয়ে তোমার মন শীতল হয়, তবে আমার কোনো আক্ষেপ নেই। যে ভালোবাসে, সে দূরে থাকে না। ভালোবাসলে কভু দূরে থাকা যায় না। তুমি দূরে থাকো, কথা না বলো, দেখা না দাও, আমার আকুলতা না বোঝো, শুধু মুখে বলে দাও, “ আমায় তুমি ভালোবাসো না। আমায় ছাড়াও দিব্যি ভালো থাকো। ”

আমি ভালোবেসে তো ভুল করিনি। শুধু তুমি স্বীকার করো, ভালোবেসে তুমি ভুল করেছো। আমার ভালোবাসা তোমার কোনো প্রয়োজন নেই। শুধু প্রমাণ করো, পৃথিবীতে ভালোবাসা ছাড়াও ভালো থাকা যায়।

25/04/2025

যদি স্বামি হয়ে স্ত্রীকে সব সময় ছোট করেন,, আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড়ো হবেন!! তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ এই পৃথিবীতে আর একটাও নেই

23/04/2025

কেনো বদলে গেছি জিজ্ঞেস কইরো না আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি আমার সাথে কি করেছ 🌹🌹

21/04/2025

যদি দেখো একটা ভালো মেয়ে হঠাৎ খারাপ হয়ে গেছে তাহলে বুঝে নিও তার খারাপ হওয়ার পিছনে আপন মানুষের দেওয়া অনেক আঘাত রয়েছে

21/04/2025

অবহেলা করছো করে যাও কষ্ট দিচ্ছ দিয়ে জাও কিন্তু মনে রেখো যে ভালোবাসতে জানে সে কষ্ট সইতেও জানে তুমি যদি কষ্ট দিয়ে ভালো থাকতে পারো তাহলে আরো কষ্ট দাও আমি চাই তুমি ভালো থেকো প্রিয়

Eid Mubarak
31/03/2025

Eid Mubarak

26/03/2025
23/03/2025

কোনো এক কবি বলেছেন পরিওনা পুরুষের প্রেমে করিও না ভুল পুরুষ হলো বিশ্বাস ঘাতক সর্বনাসের মুল

21/03/2025

Story of my life হ্যা আমিও ভেঙে পড়ি,, আমারও খারাপ লাগে,, মাঝে মাঝে আমারও মন খারাপ হয়,, কান্না পায় কিন্তু হাসি মুখে থাকতে শিখে গেছি,, আমায় শান্তনা দেওয়ার কেউ নেই,, কারণ ভাগ্যটা এতটাও ভালো না,, আমি কখনো কারও কাছের মানুষ হতে পারি নি,, আমার আমি ছাড়া আর কেউ নেই আমি একান্তই আমার🌼🌼🌼

Address

Daudkandi
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul Ferdausi Kajal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share