07/08/2025
ওমান প্রবাসী বাহারের পরিবারের সবাই যখন এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করার জন্য গিয়েছিল , তারা যদি যানতো একটা কুলা/ঙ্গার ড্রাইভারের জন্য তার দুইটি সন্তান আদরের স্ত্রী মা নানী ভাবি সহ এক পরিবারের ৭ জন এভাবে চলে যাবে, তাহলে কখনই বলত না আমাকে রিসিভ করার জন্য তোমাদের কেউ আসতে হবে
আমরা সচরাচর দেখি, বিদেশে থেকে যাওয়ার সময় বা দেশে থেকে আসার সময় পুরো পরিবার নিয়ে কিছু মানুষ ঢাকা পর্যন্ত চলে আসেন!
এটা ২০০০ সাল না যে আপনি আপনার পরিবারকে অনেকদিন দেখেননি। প্রতিদিনই বিদেশে বসে ওদের দেখেন।
দেশের মাটিতে পা দিলেই তাদের মুখ দেখার ইচ্ছে সবারই থাকে, কিন্তু আমাদের দেশের সড়ক নিরাপত্তার কথাও আপনাকে ভাবতে হবে।
ইংরেজিতে একটা প্রবাদ আছে — Don't put all your eggs in one basket. অর্থাৎ, আপনার সকল পুঁজি একই ঝুড়িতে রাখবেন না। কিন্তু আমরা প্রবাসীরা পরিবারের সবাইকে একটা গাড়িতে উঠিয়ে খুশিমনে আমাদের দেশের হাইওয়েতে ছেড়ে দেই, যেখানে প্রতিদিন শত শত মানুষ প্রা/ণ হারায়।
বিদেশ থাকেন কার জন্যে? একবার ভাবেন তো — পুরো পরিবার আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে যাওয়ার পথে সবাই পরপারে চলে গেল! কার জন্য তাহলে বিদেশ করবেন?
২০১৭-১৮ সালের দিকে এক সৌদি প্রবাসীর সাথেও একই ঘটনা ঘটেছে। সে সৌদি এসে শুনল, তার বিমান ল্যান্ড করার আগেই পরিবারের সবাই শেষ!
প্রবাসিরা নেক্সট টাইম যখনই বিদেশ যাবেন বা বিদেশ থেকে আসবেন কাউকে নিয়ে আসার দরকার নেই সর্বোচ্চ বোঝার মত একজন মানুষ সাথে থাকলেই যথেষ্ট আর বিদেশ থেকে আসার টাইমে ট্রলি ভরে ভরে এত কিছু আনার প্রয়োজন নেই এখন দেশেই বিদেশ থেকে ভাল ভাল সুপার শফ রয়েছে সেখানে এমন কিছু নাইযে পাবেন না আরো কম দামে পাবেন ইনশা আল্লাহ
তাই পরিবারকে এয়ারপোর্ট দেখানোর চক্করে তাদেরকে হারাবেন না 😭
বিমানবন্দরে দেখার কিছুই নাই। এমনকি তারা বিমানও দেখতে পারে না। তাহলে কেন তাদের জীবনকে এতটা ঝুঁকিতে ফেলেন?
অবশেষে একটাই কথা বলব হায়াত মৃ/ ত্যু সব কিছু আল্লাহর হাতে তারপর ও আমারা চেষ্টা করব সর্বোচ্চ সতর্ক থাকার জন্য।
#ওমানেরখবর #ওমানপ্রবাস