Ajadir Lorai - আজাদির লড়াই

Ajadir Lorai - আজাদির লড়াই যে জীবন শাহাদাতে উদ্ধীপ্ত, সে জীবন বাধা মানে না!!!

31/12/2024
সিনওয়ারের শাহাদার পর শাইখ আলী সাল্লাবী যেভাবে মূল্যায়ন করলেন-জায়েদ বিন হারেসা নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। তা...
19/10/2024

সিনওয়ারের শাহাদার পর শাইখ আলী সাল্লাবী যেভাবে মূল্যায়ন করলেন-
জায়েদ বিন হারেসা নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি শহীদ হয়ে গেলেন।
তারপর জাফর বিন আবি তালিব নেতৃত্ব নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা , তিনিও শহীদ হয়ে গেলেন।
শেষমেশ খালিদ আসলেন এবং বিজয় করলেন।

শহিদ ইয়াহিয়া সিনওয়ারের পরবর্তী ঝান্ডাধারীদের হাতেই ফিলিস্তিনের বিজয় আসবে, ইনশাআল্লাহ

نصر من الله وفتح قريب.🔥🔥
আল্লাহর তরবারী খালিদের আসা সময়ের ব্যাপার মাত্র ইন আল্লাহ্।
আল্লাহ্ খালিদের আগমন ত্বরান্বিত করুন।
আমিন
রদ্বিইয়াল্ল-হু 'আনহুম!
রহিমাহুমুল্ল-হ্!

ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর হাসিনার পতিত দোসররা বিভিন্ন হীন কূটকৌশল শুরু করে। জুডিশিয়াল ক্যু—এর মা...
16/10/2024

ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর হাসিনার পতিত দোসররা বিভিন্ন হীন কূটকৌশল শুরু করে। জুডিশিয়াল ক্যু—এর মাধ্যমে হাসিনাকে পুনর্বাসিত করার অপচেষ্টা চালায় ফ্যাসিবাদী বিচারকরা। কিন্তু সচেতন বীর ছাত্রজনতা তা সফল হতে দেয়নি। পরবর্তী সময়ে আরো কয়েকটি ব্যর্থ অপচেষ্টা চালায় ফ্যাসিবাদের দোসররা।

সহস্র শহীদের তাজা রক্তের উপর আমাদের স্বাধীনতার গাঁথুনি স্থাপন করেছি। যারা আমাদের এই ঐতিহাসিক অর্জনকে ভূলুণ্ঠিত করতে আসবে তাদেরকে সমূলে উৎপাটন করে শহীদের স্বপ্নকে ধ্রুব রাখবো ইনশাআল্লাহ। যারা হাইকোর্ট প্রাঙ্গনে ফ্যাসিস্টের স্লোগান দিয়ে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম কিংবা হৃদয় তরুয়ার কুরবানীকে অপমান করেছে তাদেরকে এক ন্যানো-পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমরা অতিসত্বর দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট আইনজীবী ও বিচারকদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের আর্জি জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

আমাদের এই ইনকিলাবের জন্য এক যুগের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। সেই স্বাদ গ্রহণ করার পূর্বেই কত বিপ্লবী প্রাণ শহীদী নাজরানা পেয়েছে! আমরা সেই স্বাধীনতা রক্ষার জন্য শহীদি আত্মার নিকট মরণপণ করছি। কিছুতেই দেশের মধ্যে কোন খুনি ফ্যাসিবাদী চরিত্রকে স্থান দেওয়া হবে না, জুলাই ইনকিলাবের প্রতি এটাই আমাদের দৃঢ় প্রতিশ্রুতি।

স্মরণ রাখা জরুরি, আটাশ অক্টোবর থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত আমাদের এক দীর্ঘ লড়াই করতে হয়েছে। কত মায়ের কোল খালি হলো, কোনো কোনো মা জানেনই না সন্তান মৃত না কি জীবিত, কোনো মা এখনো মর্গে মর্গে লাশ খুঁজে বেড়ায়! আমরা সেই মায়ের প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমরা অন্যায়ের বিরুদ্ধে চিরবিদ্রোহী প্রাণ। আমরা হবো দেশের বিনিদ্র পাহারাদার।

ইনকিলাব জিন্দাবাদ, আজাদী জিন্দাবাদ।
লেখাঃ সাদিক কায়িম

05/10/2024

হে যুবক জেগে ওঠো।

Address

Chtrogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajadir Lorai - আজাদির লড়াই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share