Best Memes

Best Memes ❤️🥀🌹
(2)

আর কনসার্ট করবেন না বলে তাহসানের ঘোষণা- 'এটাই আমার শেষ কনসার্ট!'😮😢 “এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়া...
21/09/2025

আর কনসার্ট করবেন না বলে তাহসানের ঘোষণা- 'এটাই আমার শেষ কনসার্ট!'😮😢
“এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?"
গতকাল মেলবোর্নে #তাহসান নিজের শেষ কনসার্টে এই ঘোষণা দেন!
সঙ্গে এটাও বলেন- তার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন!

🤣🤣🤣
21/09/2025

🤣🤣🤣

এতো সুন্দর আর্ট 🤣🤣🤣
20/09/2025

এতো সুন্দর আর্ট 🤣🤣🤣

১৯৯৭ সালে জনপ্রিয় নায়িকা শবনম বুবলি 👍 ৯৭ সালেই তো বুবলি অনেক বড় একটা মেয়ে,তাইনা?তাইলে অপুবিশ্বাসের বয়স নিয়ে বুবলি ভক্তদে...
18/09/2025

১৯৯৭ সালে জনপ্রিয় নায়িকা শবনম বুবলি 👍
৯৭ সালেই তো বুবলি অনেক বড় একটা মেয়ে,তাইনা?তাইলে অপুবিশ্বাসের বয়স নিয়ে বুবলি ভক্তদের এতো ট্রল কেন?যেসব মেয়ে লম্বা,হেলদি তাদের সবসময় বড় দেখায়,বাট বুবলি তো লম্বাও না,হেলদিও না তারপরও বুবলিকে ৯৭ সালেও অনেক বড় দেখাচ্ছে।

🤣🤣🤣🤣
18/09/2025

🤣🤣🤣🤣

দৈনিক মানবকণ্ঠ তাদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন করেছে। অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষী হিসেবে যোগ দেন কিংবদন্ত...
17/09/2025

দৈনিক মানবকণ্ঠ তাদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন করেছে। অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষী হিসেবে যোগ দেন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ আরও অনেকেই।

#

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ২১ ব্যাচের সেশনাল ট্যুরের গাড়িটি সাজেকে ওঠার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।গাড়িটিতে মোট...
17/09/2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ২১ ব্যাচের সেশনাল ট্যুরের গাড়িটি সাজেকে ওঠার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।

গাড়িটিতে মোট ১২ জন শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে একজন শিক্ষার্থী দুর্ঘটনাস্থলেই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। ৭ জন গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে নেওয়া হয়েছে।

তাদের সবার জন্য দোয়া করুন—আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং সবাইকে বাবা–মায়ের কাছে নিরাপদে ফিরিয়ে দেন। তারা আমাদের সবার কাছে অতি মূল্যবান ও আদরের।

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে আহত শিক্ষার্থীর মাথার খুলি প্রতিস্থাপনচট্টগ্রাম নগরীর বালুছড়া এলাকায় পাঞ্জাবি কিনে ...
17/09/2025

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে আহত শিক্ষার্থীর মাথার খুলি প্রতিস্থাপন

চট্টগ্রাম নগরীর বালুছড়া এলাকায় পাঞ্জাবি কিনে ফেরার পথে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হয় কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আহসান আবির। ঘটনাটি ঘটে গত ২৭শে মার্চ।

সংঘর্ষের সময় বখাটেরা হকস্টিক দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের পার্ক হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিইউতে কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করার পর তার মাথার ডান পাশে বড় ধরনের রক্তক্ষরণ হওয়ায় জরুরি অপারেশন করা হয়। রক্তক্ষরণ বন্ধ করার পাশাপাশি কৃত্রিমভাবে ব্রেনের পর্দা লাগানো হয়। তবে মারাত্মক আঘাতের কারণে তার মাথার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছিল।

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে চিকিৎসকেরা সফলভাবে মাথার খুলি প্রতিস্থাপন করেন। বর্তমানে আবির অনেকটাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পার্ক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এখন নিয়মিতভাবেই মাথার খুলি প্রতিস্থাপন সম্ভব। কৃত্রিম পদ্ধতিতে আগের আকৃতি অনুযায়ী খুলিটি পুনর্নির্মাণ করা হয়। হাসপাতালটিতে প্রতি মাসে চার থেকে পাঁচটি এমন অপারেশন করা হয় এবং এখন পর্যন্ত অন্তত ১০০ জন রোগীর মাথার খুলি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিজের সন্তান লাড্ডু,পরের সন্তান মটু?? কি হিংসুটে মহিলা!! বাবা রে!
16/09/2025

নিজের সন্তান লাড্ডু,পরের সন্তান মটু??
কি হিংসুটে মহিলা!! বাবা রে!

বিন্দু মাসি বুবলিকে অনেক সুন্দর লাগছে, তাইনা? 😁
16/09/2025

বিন্দু মাসি বুবলিকে অনেক সুন্দর লাগছে, তাইনা? 😁

বাবা হয়ে নিজের সন্তানকে হত্যা করা—এ বিষয়টি গভীর তদন্তের দাবি রাখে। ঘটনা আসলেই ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, তা খুঁজে বের করা...
16/09/2025

বাবা হয়ে নিজের সন্তানকে হত্যা করা—এ বিষয়টি গভীর তদন্তের দাবি রাখে। ঘটনা আসলেই ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, তা খুঁজে বের করা জরুরি।

তবে বর্তমানে তিনি এমন এক অসহায় অবস্থায় রয়েছেন, যেখানে—
১। তিনি ইতোমধ্যেই ছেলেকে হারিয়েছেন,
২। পরিবার হারানোর শঙ্কায় আছেন,
৩। এমনকি প্রবাসের চাকরিও হারাতে পারেন।

এই কারণেই রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। অনেক সময় ক্ষণিকের রাগ ভয়াবহ পরিণতি ডেকে আনে, যা আর কখনো সংশোধনের সুযোগ দেয় না। মিরসরাইয়ের মায়ানীতে ঘটে যাওয়া ঘটনাটি তারই এক জ্বলন্ত উদাহরণ।

এটা কে এডিট করছে,তাকে দেখতে ইচ্ছে করছে আমার 😁
16/09/2025

এটা কে এডিট করছে,তাকে দেখতে ইচ্ছে করছে আমার 😁

Address

Chittagong
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Best Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Best Memes:

Share