08/12/2025
[৮৯:২৭] আল ফাজ্র
يا أَيَّتُهَا النَّفسُ المُطمَئِنَّةُ
হে প্রশান্ত আত্মা![৮৯:২৮]
ارجِعي إِلى رَبِّكِ راضِيَةً مَرضِيَّةً
তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে।[৮৯:২৯]
فَادخُلي في عِبادي
অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।[৮৯:৩০]
وَادخُلي جَنَّتي
আর প্রবেশ কর আমার জান্নাতে।