IIUC Network

IIUC Network We committed to zenith our IIUC.

আল কুর’আনের প্রিয় ছাত্র ভাইয়েরা, প্রস্তুত তো? IIUC Qur'anic Sciences Club  এর উদ্যোগে আয়োজিত:-সামাজিক ন্যায় বিচার প্রতিষ...
13/03/2025

আল কুর’আনের প্রিয় ছাত্র ভাইয়েরা, প্রস্তুত তো? IIUC Qur'anic Sciences Club এর উদ্যোগে আয়োজিত:-সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল-এ আপনারা আমন্ত্রিত!!

📅 তারিখ: ১৫ মার্চ ২০২৫
📍 স্থান: আইআইইউসি সেন্ট্রাল অডিটোরিয়াম
⏰ সময়: দুপুর ১:৩০ টা

🎁 বিশেষ আকর্ষণ:
🏆 খোলাসাতুল কুর'আন ও সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কর্মসূচী

নবীজি (ﷺ) বলেছেন:
"মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে কুর’আন শেখে এবং অন্যকে শেখায়।" (বুখারী: ৫০২৭)

তাহলে আর দেরি কেন? এই মহৎ সমাবেশে অংশগ্রহণ করে নিজের জ্ঞান ও আমলকে আরো সমৃদ্ধ করো!

📢 শেয়ার করো, অন্যদেরও জানাও!

🌙 IIUC Islamic Dialogue-এর ঐতিহাসিক গণ-ইফতার মাহফিল! 🕌✨আলহামদুলিল্লাহ, আবারও আসছে IIUC Islamic Dialogue-এর উদ্যোগে এক অন...
07/03/2025

🌙 IIUC Islamic Dialogue-এর ঐতিহাসিক গণ-ইফতার মাহফিল! 🕌✨

আলহামদুলিল্লাহ, আবারও আসছে IIUC Islamic Dialogue-এর উদ্যোগে এক অনন্য আয়োজন – গণ-ইফতার মাহফিল!
📅 তারিখ: ০৯ মার্চ (০৮ রমজান)
📍 স্থান: IIUC ক্যাম্পাস

✅ আপনার টোকেন সংগ্রহ করুন:
📌 শনিবার: লাইব্রেরির সামনে থেকে
📌 যারা শনিবার আসতে পারবেন না, তারা রবিবার সকাল ১১টার মধ্যে টোকেন সংগ্রহ করতে পারবেন।

🎯 যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, দ্রুত রেজিস্ট্রেশন করুন এবং টোকেন সংগ্রহ করুন!
🚌 ইফতারের পর ক্যাম্পাস ছাড়ার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকবে, ইনশাআল্লাহ্‌!

📩 আপনার সকল প্রশ্ন আমাদের জানাতে পারেন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্‌!

🔗 রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/rNBbGJxsnyRgRutY8

📌 আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হোন:
👉 ফেসবুক পেজ: Islamic Dialogue IIUC
👉 ফেসবুক গ্রুপ: IIUC Islamic Dialogue Group
👉 ডিসকাশন গ্রুপ: Messenger Discussion
👉 টেলিগ্রাম গ্রুপ: Join Here

✨ আসুন, একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করে আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করি!
📢 শেয়ার করুন ও বন্ধুদের জানান!

IIUC Rover Viva Result 2025অভিনন্দন! International Islamic University Chittagong (IIUC) Rover Scout Group এর Rover Viva ...
05/03/2025

IIUC Rover Viva Result 2025

অভিনন্দন! International Islamic University Chittagong (IIUC)
Rover Scout Group এর Rover Viva Result 2025 প্রকাশিত হয়েছে। যারা কৃতকার্য হয়েছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

আপনাদের Rover স্কাউটিং-এর এই নতুন যাত্রা সবার জন্য সাফল্য ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হোক।

রোভার স্কাউটিং-এর মূলনীতি মেনে, সেবার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে চলার প্রত্যাশা রইলো।

ফর্ম পুরণ ও টাকা জমা দেয়ার জন্যঃ-
যোগাযোগঃ
জাহিদুল ইসলাম
01968732254
মোহাম্মদ শাহ্দ্বীন বিন বশির
01865280255


সকলের ভবিষ্যৎ Rover কার্যক্রমের জন্য শুভকামনা!

শুভ ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)!১৯৯৫ সালের ১১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ...
10/02/2025

শুভ ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)!

১৯৯৫ সালের ১১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC), যা আজ ৩০ বছরে পদার্পণ করলো। তিন দশকের এই পথচলায় IIUC জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছে হাজারো শিক্ষার্থীর মাঝে, গড়ে তুলেছে দক্ষ, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব।

শিক্ষা, গবেষণা ও নৈতিকতার সমন্বয়ে IIUC আজ বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে এক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এটি কেবল একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং একটি আদর্শ তৈরির ক্ষেত্র, যেখানে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান ও ইসলামি মূল্যবোধের সমন্বয়ে বেড়ে ওঠে।

এই বিশেষ দিনে, IIUC-এর সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, আগামীর দিনগুলোতে বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হবে, বিশ্বমানের গবেষণা ও শিক্ষা প্রদানের মাধ্যমে গৌরবের নতুন দিগন্ত উন্মোচন করবে।

শুভ জন্মদিন, প্রিয় IIUC!

🏆 Annual Athletic Meet 2025 🏆Get ready for the most exciting sports event of the year at International Islamic Universit...
10/02/2025

🏆 Annual Athletic Meet 2025 🏆

Get ready for the most exciting sports event of the year at International Islamic University Chittagong! 🎉

📅 Event Schedule:
📌 Registration: 11-17 February 2025
📌 Hits: 22-24 February 2025 (Saturday-Monday)
📌 Final: 25 February 2025 (Tuesday)
📌 Prize Giving Ceremony: 26 February 2025 (Wednesday)

🔥 Exciting Events for Everyone! 🔥
🎽 Male Students: Sprint, Long Jump, High Jump, Shot Put & more!
💃 Female Students: Target Hitting, Musical Chair, Pillow Passing!
👨‍🏫 Teachers & Officers: Fun events like Tug of War, Balloon Burst!
💼 Ministerial Staff: Sprint & Shot Put Throw!

📢 Important Notes:
✅ Athletes can participate in a maximum of 3 individual events.
✅ Proper sportswear (tracksuit/thermal pants) is mandatory.

💬 For More Info, Contact:
📞 Mr. Abdus Salim (Sports) - 01818-843815
📞 Mrs. Nargis Begum (FAZ) - 01754-959739

Don't miss out on this thrilling event! Let’s bring out the athlete in us and make this event a grand success! 💪🎖

ড. মোহাম্মদ আলী আজাদী স্যারকে IIUC-এর ভাইস-চ্যান্সেলর (VC) হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন!স্যারের দূরদর্শী নে...
05/02/2025

ড. মোহাম্মদ আলী আজাদী স্যারকে IIUC-এর ভাইস-চ্যান্সেলর (VC) হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন!

স্যারের দূরদর্শী নেতৃত্ব, জ্ঞান ও অভিজ্ঞতা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাংগ (IIUC)-কে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

IIUC Network-এর পক্ষ থেকে আমরা স্যারের সফল ও গৌরবময় নেতৃত্ব কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন এবং তাঁর মাধ্যমে IIUC আরও উন্নতির শিখরে পৌঁছাক।

আন্তরিক শুভেচ্ছা ও দোয়া!

29/01/2025
📢 IIUC স্প্রিং-২০২৫ ওরিয়েন্টেশন প্রোগ্রাম 📢আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এর স্প্রিং-২০২৫ সেমিস্টারের...
29/01/2025

📢 IIUC স্প্রিং-২০২৫ ওরিয়েন্টেশন প্রোগ্রাম 📢

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এর স্প্রিং-২০২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ১লা ও ২রা ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে IIUC অডিটোরিয়ামে সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।

উপস্থিত থাকবেন—
🔹 প্রধান অতিথি:
প্রফেসর ড. মুহাম্মাদ ইয়াহিয়া আখতার
(মাননীয় উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

🔹 বিশেষ অতিথি:
আনম. শামসুল ইসলাম (সাবেক এমপি)
(মাননীয় চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, IIUC)

🔹 সভাপতি:
প্রফেসর ড. মোহাম্মাদ আলী আজাদী
(মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত), IIUC)

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।

— প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান
( ভারপ্রাপ্ত ট্রেজারার & কনভেনার, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, স্প্রিং-২০২৫)

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন বিভাগের ১৯ তম ব্যাচের সাবেক ছাত্র, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য...
26/11/2024

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন বিভাগের ১৯ তম ব্যাচের সাবেক ছাত্র, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে
গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল

সময়ঃ সকাল ১০:০০ ঘটিকা
তারিখঃ ২৭.১১.২০২৪(বুধবার)
স্থানঃ আইআইইউসি ক্যাম্পাস

(বিস্তারিত রোডম্যাপ ও শহরের কর্মসূচীতে অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলমান। দ্রুতই বিস্তারিত জানানো হবে।)

অভিনন্দন!ড. মোহাম্মদ আবুল কালামস্যারকেনবনিযুক্ত চেয়ারম্যান সায়েন্স অফ হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।
30/10/2024

অভিনন্দন!
ড. মোহাম্মদ আবুল কালামস্যারকে
নবনিযুক্ত চেয়ারম্যান সায়েন্স অফ হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when IIUC Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IIUC Network:

Share