Fatema Khanom

Fatema Khanom মাতৃভূমি অথবা মৃত্যু। ✊

গতকাল উপস্থিত ছিলাম, গণঅভ্যুত্থান পরবর্তী নারী বিদ্বেষী তৎপরতা প্রতিরোধ ঐক্যবদ্ধ হন নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সংসদে  না...
26/08/2025

গতকাল উপস্থিত ছিলাম, গণঅভ্যুত্থান পরবর্তী নারী বিদ্বেষী তৎপরতা প্রতিরোধ ঐক্যবদ্ধ হন নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সংসদে নারীর আসন বৃদ্ধির দাবিতে গোলটেবিল বৈঠকে।

চট্টগ্রামে আমার দেখা এই প্রথম এতো সুন্দর একটি প্রগ্রামের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সেক্টরের পেশাজীবী নারীরা এবং রাজনৈতিক দলে নারীরা। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা।

আশা করছি এমন গোল টেবিলের বৈঠক অব্যাহত থাকবে।

23/08/2025

my heroo
Boss of bosses💝।

One of my favorite actors is Thalapati Vijay. This guy's acting and real life is one and the same! That's why I like him. Thalapati Vijay is an actor and a Leader.

The fall of Faisism is inevitable, ensured the fall of Faisism. Make it a ladder, all the worlds in the world are with you.

22/08/2025

ভাল্লাগছে..........

মাইনকার চিপা কারে কয় 😂

21/08/2025

চট্টগ্রামে যারা "পুলিশ সংস্কার আন্দোলন" নিয়ে মিডিয়ার সামনে এসেছিলেন, সংবাদ সম্মেলন করার পর আবার গর্তের মধ্যে লুকিয়ে গেলেন তারা কই!

গতকাল কক্সবাজারে Ziniya Sharmin Riya সহ শিক্ষক সাধারণ জনতার উপর সাংবাদিক এমনকি একজন গর্ভবতী নারী কেউকেই ছাড় দেয় নাই কুলাঙ্গার উখিয়া থানার ওসি, পুলিশ কনস্টেবল এবং ওসি তদন্ত সহ বর্বর নির্যাতন চালায় তাদের উপর।

তবে দেখতে পাওয়া গেলো ওসি আরিফ কে বদলি দেওয়া হয়েছে, যেমন টা ৫ই আগস্ট এর পর হাসিনার পালিত পুলিশ লীগদের ট্রান্সফার ট্রাস্নফার নাটক দেখিয়ে শহীদ ভাইদের রক্তের সাথে প্রথম বেইমানিটা করা শুরু হয়েছিল।

জুলাই কোন গণভ্যুত্থানে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম বা যারা সরাসরি যুক্ত ছিল কেউইএখন নিরাপদ না ইন্টেরিম গভারমেন্ট থাকা অবস্থায় এ ধরনের আচরণ করার দুঃসাহস তারা কিভাবে দেখায়!

গত কালকের ঘটনায় যারা যারা জড়িত ছিল সবাইকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে এবং প্রত্যাহার করতে হবে।

বাহ চমৎকার  বদলি করেই আপরাধ ধামাচাপা। কথা স্রেফ অপসারণ করতে হবে  এবং নারীদের কে, শিক্ষকদেরকে টর্চার বিনা অপরাধে অধিকার এ...
21/08/2025

বাহ চমৎকার বদলি করেই আপরাধ ধামাচাপা।

কথা স্রেফ অপসারণ করতে হবে এবং নারীদের কে, শিক্ষকদেরকে টর্চার বিনা অপরাধে অধিকার এবং ন্যায্য দাবি করার কারণে....

যেভাবে জনসম্মুখে টেনে হিছরে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল তার জন্য যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে ।

20/08/2025

পুরো কক্সবাজার বাসি আজকে যেই একত্বতার প্রমাণ দিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে অনন্য ছিল । এক জিনিয়ার জন্য স্থানীয় বয়স্ক নারী-পুরুষ সহ শিশু স্টুডেন্টরা এমনকি গর্ভবতী নারীরাও মাঠে নেমে এসেছিলেন আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি হলক করে বলতে পারি জিনিয়া আপনাদের হয়ে কাজ করবে, আপনাদের অধিকারের জন্য লড়ে যাবে।

পাশে থাকবেন দোয়া রাখবেন।

ধন্যবাদ Kaler Kantho সত্যটা তুলে ধরার জন্য ❤️
20/08/2025

ধন্যবাদ Kaler Kantho সত্যটা তুলে ধরার জন্য ❤️

20/08/2025

বাহ ইন্টেরিম চমৎকার
বাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চমৎকার

হাসিনার পানিতে কুলাঙ্গার পুলিশের ন্যায়, আপনারাও এখন কুলাঙ্গারদের কে পালতেছেন আর প্রশ্রয় দিয়ে মাথায় আগলাইয়া রাখতেছেন।

এখব অব্দি জিনিয়াসহ বাকী আটকৃতদের মুক্ত করা হয়নি এবং এইমাত্র আন্দোলনকৃত শিক্ষক অভিভাবক এবং সাধারণ জনগণের উপর লাঠিচার্জ করা হয়েছে।

আফরোজা নামে এক অন্তঃসত্ত্বা নারীকে মাটিতে ফেলে লাঠিচার্জ করা হয়েছে। তার গুরুতর অবস্থা এখন হসপিটালে এডমিট আছে।

এই ওসি আরিফে কে অপসারণ করতেই হবে।

নায় ছাত্রজনতা রুখে দিবে এবং রাজপথ ছাড়বে না।

দফা এক দাবি এক
ওসি আরিফের পদত্যাগ।

20/08/2025

Ziniya Sharmin Riya এর আশেপাশের অনেকেই ওর বিরুদ্ধে যেই ষড়যন্ত্র গুলা করতেছেন এবং বিপ্লবী নারীরা যারাই সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের মাইনাস দিয়ে কেমনে রাজনীতি করেন আমি ফাতেমা খানম লিজা দেখে নিব। রাজনীতি শুরু করার আগেই পতন ডাইকা আইনেন নে।

জিনিয়া একা না আমি আছি আমরা আছি মোকাবেলা আমার সাথে করতে আইসেন আগে।

20/08/2025

জিনিয়া বরাবরই খুব সাহসের সাথে সব কিছুর সাথে লড়ে গেছে আন্দলোন এর পর থেকে এখন অব্দি কিছু করার আগে সব সময় পরামর্শ নেয়, অবগত করে।এন্ড ওর ভুল গুলা ধরাই দেই আবার সাহসের সাথে যেভাবে লড়ে যায় এপ্রিসিয়েট করি । ওরে বলতেছিলাম আমি আছি ভয় নাই তোমার খুব কম বয়সে যেভাবে লড়ে যাচ্ছে সাহস দেই সব সময়।৯:৫২ তে আমারে ইনফর্ম করে রাখছিল কি হতে পারে।

জিনিয়ার সাথে আজ যা হয়েছে তা কাল আমার সাথেও হবে আপনার সাথেও সেইম ঘটবে।
পুলিশের কার্যক্রম বরাবরই ফ্যাসিবাদ আমলের মতই।

এইসব রুখে দেওয়ার জন্য প্রস্তুত আমরা।

20/08/2025

২০২৪
৩১ জুলাই ঠিক আজেক যেভাবে অধিকারের কথা বলার জন্য জিনিয়াকে এরেস্ট করা হয়েছে ঠিক খু*নি হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য আমাকেও সেদিন এরেস্ট করে টেনে হিছড়ে পুলিশ গাড়িতে উঠিয়েছিলো।

একটা স্রেফ কথা ওই ওসির আর যোগ্যতাই নাই দায়িত্ব পালন করা তার শাস্তির তো ব্যাবস্থা করতেই হবে সাথে কাদের পাওয়ারে আমাদের ২৪ এর অদম্য সাহসী সহযোদ্ধার উপর এমন অমানবিক ভাবে আচরণ করা হয়েছে তার জবাব জনসম্মুখে দিতে হবে।

Ziniya Sharmin Riya তুই একা নস আমরা আছি
এর যথাযথ জবাব আমরা নিয়েই ছাড়ব পুলিশের স্বৈরাচারিতা শেষ লেভেল সমাপ্ত ঘটাতেই হবে।

20/08/2025

জিনিয়াকে উখিয়ার ওসি এরেস্ট করেছে মাত্রই। এর জবাব খুব বাজে ভাবে দিতে হবে।

Address

Dhaka
4397

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema Khanom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fatema Khanom:

Share