Runa's Daily Life Style

Runa's Daily Life Style Never loves to see anyone's beauty's, choose her/his character✌️✌️✌️

কোন এক হত দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের এক সন্তানের সদ্য এইএসসি এর পর আগামী ফিউচার গড়া ও পরিবারের হাল ধরার জন্যে প্রস্তু...
02/02/2025

কোন এক হত দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের এক সন্তানের সদ্য এইএসসি এর পর আগামী ফিউচার গড়া ও পরিবারের হাল ধরার জন্যে প্রস্তুতি চলছে....
এটাতে বুঝেন এতো টাকা আর আমরা যারা একাডেমিক শেষ হওয়ার পর জবের কোচিং বা নিজে পড়ে বই, আবেদন ফি, গাড়ি ভাড়া কত হাজারো নির্ঘুম বিসর্জন দিয়ে চেষ্টা করে যাচ্ছি দিন শেষে বুঝেন তাঁদের কত কষ্ট 😪😪
আমি বলবো এই দেশে কোন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে ইন্টারের পর অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন না করে দেশের বাহিরে চলে যেতে কারণ এই দেশে অনার্স মাস্টার্স শেষ করার পর চাকরীতে আবেদন এর বয়স তেমন একটা পাওয়া যায় না।
একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানকে নিজের ক্যারিয়ারের যুদ্ধের পাশাপাশি পরিবারের হাল ধরতে হয়।
যে দেশে চাকরীতে প্রবেশের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয় মেধা বা যোগ্যতা না সে দেশে অনার্স মাস্টার্স ডিগ্রি এর কোন ভ্যালু নেই। হুদাই বাবা মায়ের টাকা লস। যে টাকা দিয়ে অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করবে সেই টাকা দিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিদেশ পাড়ি দেওয়ায় উত্তম বা দেশে আগে থেকে টুকি টাকি বিজনেস করা ভালো।
হিসাবটি যে লিখেছে তার বাবা একজন কৃষক 😪😪😪
আল্লাহ্ এই বাবার সন্তানের মনের আশা পূর্ণ করুক এবং এই সন্তানকে তার উত্তম প্রতিদান দান করুক।

আজকাল ছেলেরা বাবা মায়ের জীবন শেষ করে দিচ্ছে 😪😪এক সময় প্রচলিত ছিল যে, বড় হয়ে ছেলে মেয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে ...
02/02/2025

আজকাল ছেলেরা বাবা মায়ের জীবন শেষ করে দিচ্ছে 😪😪
এক সময় প্রচলিত ছিল যে, বড় হয়ে ছেলে মেয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে but 24আর 25k এসে দেখি উল্টা 🙄🙄
এ যেমন... ছাগল কান্ড, আবেদ আলী চাচার ছেলের বিলাস বহুল গাড়ি, এখন আবার ছেলেকে বিয়ে দিতে গিয়ে ওনি কট 😪😪
চাচা যখন বেশী শীত ছিল তখন বিয়েটা দিতেন গরম চলে আসছে এখন বিয়ে দিতে আসলেন।
হয়তো ছেলের অভিশাপ লাগছে 🙈🙈🙈
বাই দ্যা রাস্তা....
শুভ সকাল বিনোদনের বাংলাদেশ🤣🤣🤣
fans

শুভ রাত্রি।
01/02/2025

শুভ রাত্রি।

এটি আজকে ঘটে যাওয়া দুর্ঘটনার করুণ দৃশ্য চট্রগ্রাম পটিয়া।সন্ধ্যা থেকে এই দৃশ্যটি নিউজফীড জুড়ে ছড়িয়ে আছে।অটোরিকশা থেক...
01/02/2025

এটি আজকে ঘটে যাওয়া দুর্ঘটনার করুণ দৃশ্য চট্রগ্রাম পটিয়া।
সন্ধ্যা থেকে এই দৃশ্যটি নিউজফীড জুড়ে ছড়িয়ে আছে।
অটোরিকশা থেকে ছিটকে পিকাপের চাকার নিচে পড়ে শিশুটি মৃত্যু বরণ করেছেন।
সন্তানের প্রাণহীন দেহ নিয়ে বাবা নিস্তব্ধ হয়ে বসে আছে। চট্টগ্রামের পটিয়ার আজ এই হৃদয়বিদারক ঘটনা ঘটে গেলো। একজন পিতার কাছে এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না।
আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক ভাই।
আল্লাহ নিষ্পাপ বাচ্চাটিকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক ।
fans

আলহামদুলিল্লাহ আমি এই দিক থেকে পৃথিবীর সব থেকে ধনী ❤️❤️❤️ fans
22/01/2025

আলহামদুলিল্লাহ আমি এই দিক থেকে পৃথিবীর সব থেকে ধনী ❤️❤️❤️
fans

রেস্টুরেন্ট এ গিয়ে খেয়ে যে, তৃপ্তি পাওয়া যায় তার ডবল তৃপ্তি পাওয়া যায় যখন নিজে বানিয়ে খাওয়া হয় 😊😊😊 fans
22/01/2025

রেস্টুরেন্ট এ গিয়ে খেয়ে যে, তৃপ্তি পাওয়া যায় তার ডবল তৃপ্তি পাওয়া যায় যখন নিজে বানিয়ে খাওয়া হয় 😊😊😊
fans

22/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

09/01/2025

সূরা ইখলাস কেন ব্যতিক্রম? ১২ টি বৈশিষ্ট্য।
নিজে জানুন। অন্যকে জানিয়ে দিন।

১. এই সূরায় আল্লাহর এমন দুটি নাম এসেছে যা কুরআনের অন্য কোথাও আসেনি। আর তা হলো 'আহাদ' ও 'সামাদ'। (তাফসীরে কুরতুবি)

২. এই সূরাতে আল্লাহর এমন চারটি পরিচয় এসেছে, যার দ্বারা মাখলুক থেকে আল্লাহকে আলাদা করা যায়।

৩. এই সূরার প্রতিটি আয়াতে, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদের আলোচনা হয়েছে।

৪. বিভিন্ন সূরার নাম সূরার ভিতরে থাকলেও এই সুরার নাম সুরার ভেতরে নেই। আর তা হলো ইখলাস।

৫. হাদিসে এই সূরাকে সম্পূর্ণ কুরআনের তিন ভাগের এক ভাগ বলা হয়েছে। (সহিহ বুখারী)

৬. তিনবার তেলাওয়াত করলে সম্পূর্ণ এক খতমের সওয়াব পাওয়া যায় মর্মে বলেছেন অনেক মুহাদ্দিস। (আব্দুল্লাহ বিন বায রহ.)

৭. দশবার যে ব্যক্তি তেলাওয়াত করবে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। (সহিহুল জামে)

৮. এই সূরাকে যে ব্যক্তি ভালবাসবে ও অধিক পরিমাণে তেলাওয়াত করবে সে আল্লাহ তায়ালার ভালোবাসা লাভ করবে। (সহিহ বুখারী)

৯. এই সুরা পাঠ করতে দেখে, এক ব্যক্তিকে রাসুল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেলো।
(সহিহ বুখারী)

১০. এই সূরা রুকইয়ার অন্তর্ভুক্ত। যার দ্বারা যেকোনো অসুস্থ মানুষকে ঝাড়ফুঁক করা যায়। (আবু দাউদ)

১১. রাসুল ﷺ নিয়মিত ফজরের ও মাগরিবের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে এই সুরা তিলাওয়াত করতেন। (সহিহ মুসলিম)

১২. রাসুল ﷺ বিতিরের তৃতীয় রাকাতে ও তাওয়াফের দ্বিতীয় রাকাতে এই সুরা তিলাওয়াত করতেন।
(সুনান নাসায়ি)
fans

ডালিম এর আরো কিছু নাম হলো:বেদানা, আনার, দারিম, নার, হিনার।ডালিম এর বৈজ্ঞানিক নাম হলো: Punica granatumহিন্দুস্তানি, ফার্স...
06/01/2025

ডালিম এর আরো কিছু নাম হলো:
বেদানা, আনার, দারিম, নার, হিনার।
ডালিম এর বৈজ্ঞানিক নাম হলো: Punica granatum
হিন্দুস্তানি, ফার্সি ও পশতু ভাষায় একে আনার বলা হয়।
কুর্দি ভাষায় হিনার এবং আজারবাইজানি ভাষায় একে নার বলা হয়। সংস্কৃত এবং নেপালি ভাষায় বলা হয় দারিম। বাংলাদেশের অনেক স্থানে এটি বেদানা নামেও পরিচিত। পাঞ্জাব ও কাশ্মীরেও এ ফলকে বেদানা বলে।

বেদানা, আনার বা ডালিম এক রকমেরই ফল। বেদানা আকারে ডালিমের চেয়ে অনেক ছোট এবং মিষ্টি স্বাদের।

শুভ রাত্রি ❤️❤️❤️
04/01/2025

শুভ রাত্রি ❤️❤️❤️

আলহামদুলিল্লাহ বছরের শুরুটা যেমন ভাবে করতে চেয়েছি আমাররব আমাকে তাঁর থেকেও উত্তম ভাবে শুরু করার তৌফিক দান করেছে ❤️❤️❤️বছ...
01/01/2025

আলহামদুলিল্লাহ বছরের শুরুটা যেমন ভাবে করতে চেয়েছি আমাররব আমাকে তাঁর থেকেও উত্তম ভাবে শুরু করার তৌফিক দান করেছে ❤️❤️❤️
বছরের শুরুতে এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই নেই আমি মনে করি।
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤️❤️❤️

আলহামদুলিল্লাহ ফাইনাল লুক ❤️❤️❤️মাশাল্লাহ অনেক ভালো কাজ করছে।
31/12/2024

আলহামদুলিল্লাহ ফাইনাল লুক ❤️❤️❤️
মাশাল্লাহ অনেক ভালো কাজ করছে।

কিসের আয়োজন হতে পারে ❓❓❓❓
30/12/2024

কিসের আয়োজন হতে পারে ❓❓❓❓

-- খেজুরের বিচি বা আঁটির তিনটি অংশ নিয়ে কুরআনের তিনটি আয়াত। যে তিনটি অংশ আপনি খেজুরের প্রত্যেকটি বিচির মধ্যেই দেখতে পা...
30/12/2024

-- খেজুরের বিচি বা আঁটির তিনটি অংশ নিয়ে কুরআনের তিনটি আয়াত। যে তিনটি অংশ আপনি খেজুরের প্রত্যেকটি বিচির মধ্যেই দেখতে পাবেন। আসুন দেখি আল্লাহ্ তা'আলা এই তিনটি অংশ নিয়ে কি বলেছেন এবং কি বুঝাতে চেয়েছেন ?

-- 1. "নাক্বির" সূরা নিসা-124

-- "নাক্বির" মানে হলো খেজুরের বিচির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি, যা দেখতে অনেকটা ছোট ছিদ্র বা বিন্দুর মত দেখায়! যা প্রতিটি খেজুরের বিচির পেছনেই দেখা যায়।

-- এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ্ তা'আলা বলেনঃ-
-- وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ( النساء: 124)

-- কোনো পুরুষ কিংবা নারী আল্লাহর উপর আস্থাশীল বিশ্বাসী থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি ‘নাক্বির’ বা ঐ অতি ক্ষুদ্র বিন্দু পরিমাণও অবিচার বা জুলুম করা হবে না। ( তাদের অণু পরিমাণ অধিকারও হরণ করা হবে না )

-- অন্য আয়াতে আল্লাহ্ বলেনঃ
-- সূরা নিসা-77
-- সেই কর্ম ফলের দিন ধর্মভীরুগণ বা সৎকর্মশীলগণ খেজুরের বীজ পরিমাণ অত্যাচারিত হবে না।

++++++++++++++++++++

-- 2. "ফাতিল" সূরা বনী ইসরাইল-71

-- "ফাতিল" হলো সেই আলগা সুতা যা খেজুরের বিচির পেটের কাটা অংশে দেখা যায়।

-- এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ্ তা'আলা বলেনঃ

-- فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلا (الإسراء: 71)

-- “যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ অর্থাৎ ঐ ক্ষুদ্র সুতা পরিমানও অবিচার বা জুলুম করা হবে না।

++++++++++++++++++++

-- 3. "ক্বিতমির" সূরা ফাতির-13

-- "ক্বিতমির" হলো ঐ অতি হালকা এবং অতি পাতলা আবরণটি বা পর্দাটি যা দ্বারা খেজুরের বিচিটি আবৃত হয়ে থাকে কিংবা বেষ্টিত হয়ে থাকে।

-- এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ্ তা'আলা বলেনঃ

-- وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ (فاطر: 13)

-- “আর তোমরা আল্লাহ ব্যতিত যাদের পেছনে দৌড়াও, তারা তো একটি খেজুরের বিচি বা আঁটির তুচ্ছ আবরণেরও মালিক নয়।“

-- অর্থাৎ মানুষ তাদের নিজ ক্ষমতাবলে আল্লাহর দেওয়া সৃষ্ট বস্তু সমূহের সাহায্য ছাড়া, একটি খেজুরের বিচি বা আঁটির তুচ্ছ আবরণ‌টিও তৈরি করতে পূর্ণ অক্ষম।

-- সুবহানাল্লাহ্, কি অসাধারণ এবং অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ্ তাঁর আলোচনা বর্ণনা করেছেন।
(সংগৃহীত)

একটু আগে স্টুডেন্ট ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে, ম্যাডাম আপনি কি আজকে আসবেন???আমি বললাম আসবো তুই আজকে মসজিদ থেকে যে জিলাবি ...
27/12/2024

একটু আগে স্টুডেন্ট ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে, ম্যাডাম আপনি কি আজকে আসবেন???
আমি বললাম আসবো তুই আজকে মসজিদ থেকে যে জিলাবি পাইছস তার থেকে আমার জন্যে একটা রাখিস। স্টুডেন্ট বললো ম্যাডাম মসজিদ থেকে আসতে আসতে খেয়ে ফেলছি 🙄🙄🙄🙄
কেমনটা লাগে 😏😏😏😏

শুভ সকাল প্রিয় কর্নার ❤️❤️❤️❤️মাশাআল্লাহ ❤️❤️❤️
26/12/2024

শুভ সকাল প্রিয় কর্নার ❤️❤️❤️❤️
মাশাআল্লাহ ❤️❤️❤️



পার্থক্য বাস্তবে তারপরেও মানুষের কত অহংকার 😪😪শুভ রাত্রি
25/12/2024

পার্থক্য বাস্তবে তারপরেও মানুষের কত অহংকার 😪😪
শুভ রাত্রি



Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Runa's Daily Life Style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share