17/07/2025
TIN থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক — কঠোর হতে যাচ্ছে এনবিআর!
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ১৪ জুলাই ২০২৫ তারিখে আয়কর বিভাগের রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনার সভায় জানায়—
যাদের TIN আছে কিন্তু রিটার্ন দাখিল করেননি, তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিসংখ্যান বলছে:—
▪️ প্রায় ৭২ লাখ রিটার্ন দাখিলই করেননি!
▪️ আবার ৩০ লাখের বেশি রিটার্ন ছিল জিরো ট্যাক্স! (কর দেয়নি কেউ)
📌 NBR জানিয়েছে: এখন থেকে রিটার্ন না দেওয়া করদাতাদের শুরু হবে জবাবদিহির প্রক্রিয়া।
যদি রিটার্ন দাখিল না করেন, তাহলে যা হতে পারে:
✅ আয়কর আইন ২০২৩ অনুযায়ী—
▪️ রিটার্ন দাখিল না করলে করলে জরিমানা ও সুদ ধার্য হতে পারে
▪️ TIN স্থগিত বা বাতিল হতে পারে
▪️ ব্যাংক লোন, ট্রেড লাইসেন্স, বিদেশ ভ্রমণ, গাড়ি রেজিস্ট্রেশন—এসব সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন
▪️ প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে
🎯 ২০২৫-২৬ অর্থবছরে NBR-এর রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে সব TIN ধারীকে রিটার্ন দাখিলের আওতায় আনা হবে।
📢 তাই দয়া করে—
যদি আপনার TIN থাকে, আর এখনও রিটার্ন দাখিল না করে থাকেন—এখনই করুন! না হলে পড়তে পারেন বড় ঝামেলায়।