
02/02/2025
কোন এক হত দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের এক সন্তানের সদ্য এইএসসি এর পর আগামী ফিউচার গড়া ও পরিবারের হাল ধরার জন্যে প্রস্তুতি চলছে....
এটাতে বুঝেন এতো টাকা আর আমরা যারা একাডেমিক শেষ হওয়ার পর জবের কোচিং বা নিজে পড়ে বই, আবেদন ফি, গাড়ি ভাড়া কত হাজারো নির্ঘুম বিসর্জন দিয়ে চেষ্টা করে যাচ্ছি দিন শেষে বুঝেন তাঁদের কত কষ্ট 😪😪
আমি বলবো এই দেশে কোন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে ইন্টারের পর অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন না করে দেশের বাহিরে চলে যেতে কারণ এই দেশে অনার্স মাস্টার্স শেষ করার পর চাকরীতে আবেদন এর বয়স তেমন একটা পাওয়া যায় না।
একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানকে নিজের ক্যারিয়ারের যুদ্ধের পাশাপাশি পরিবারের হাল ধরতে হয়।
যে দেশে চাকরীতে প্রবেশের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয় মেধা বা যোগ্যতা না সে দেশে অনার্স মাস্টার্স ডিগ্রি এর কোন ভ্যালু নেই। হুদাই বাবা মায়ের টাকা লস। যে টাকা দিয়ে অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করবে সেই টাকা দিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিদেশ পাড়ি দেওয়ায় উত্তম বা দেশে আগে থেকে টুকি টাকি বিজনেস করা ভালো।
হিসাবটি যে লিখেছে তার বাবা একজন কৃষক 😪😪😪
আল্লাহ্ এই বাবার সন্তানের মনের আশা পূর্ণ করুক এবং এই সন্তানকে তার উত্তম প্রতিদান দান করুক।