Jubiara Jubi - কাব্য কথা

Jubiara Jubi - কাব্য কথা নিজেকে ভালোবাসুন
তারপর!
বাকি পৃথিবী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে!

07/10/2025

আপনি হারালে শহর জুড়ে কোন নিখোঁজ বিজ্ঞপ্তি টানা হবে না। আপনাকে ঘিরে কারো মস্তিষ্কে কোথায়, কেন, কিভাবে? এসব প্রশ্নবোধক চিহ্নগুলো জাগবে না কারো মনে।

দীর্ঘ বিরতি দিয়ে মাঝে মাঝে এসে এই স্বার্থপোষা মানুষগুলোকে দেখে যাবেন না হয়!

লেখা : collected
কন্ঠে : Jubiara Jubi

নিজেকে নিজে ক্ষমা করা খুব কঠিন!
29/09/2025

নিজেকে নিজে ক্ষমা করা খুব কঠিন!

এক বছরে দুইটা মেলা 😍
18/09/2025

এক বছরে দুইটা মেলা 😍

যদি প্রশ্ন করা হয় ভালো থাকার সিক্রেট কী? আমি চোখ বন্ধ করে উত্তর দেবো, নিজের আবেগকে নিয়ন্ত্রনে রাখা। জানো তো, আবেগী হয়ে ন...
11/09/2025

যদি প্রশ্ন করা হয় ভালো থাকার সিক্রেট কী? আমি চোখ বন্ধ করে উত্তর দেবো, নিজের আবেগকে নিয়ন্ত্রনে রাখা। জানো তো, আবেগী হয়ে নিজের লুকানো অনুভূতিগুলো কারো কাছে খুলে ধরতে নেই। কারো কাছে প্রমাণের প্রয়োজন নেই, তার প্রতি তোমার অনুভূতিটা ঠিক কতখানি। সবটা বলে দিলে মানুষ ফুরিয়ে যায়। হারিয়ে যায় বিষাদশূন্যে।

আর তুমি যদি আবেগের বশে নিজের লুকানো অনুভূতিগুলো কারো সামনে তুলে ধরো, একটা না একটা সময় তোমায় দুঃখ পেতেই হবে। হয় দু’দিন আগে অথবা পরে। দুঃখ পাওয়াটা নিশ্চিতই!

আসলে কী জানো তো, অনুভূতি প্রকাশ করার চেয়ে কেঁদে ফেলা ভালো। মন খারাপ করে বালিশ ভেজানো ভালো। চুপচাপ দীর্ঘশ্বাস ফেলা সুন্দর। জালানায় মাথা এলিয়ে বিষাদ উড়ানো চমৎকার। নিজেকে নিজের সাথে রেখে কল্পনায় ডুব দেওয়া ভালো। কারণ দিন শেষে, তুমি শুধু তোমারই। তোমার কষ্টগুলো যেমন তোমার, তেমনি সুখগুলোও তোমার।

তাই বলছি যতটা পারো আবেগ নিয়ন্ত্রনে রেখে নিজের আপন অনুভূতিগুলো নিজের কাছেই জমা রাখো। ভালো থাকাটা সহজ হবে। বেঁচে থাকাটা হবে তৃপ্তির।

_ নাবিলা তাসনিম

07/09/2025

আমি অপবাদ অসম্মান নিতে পারিনা। কেউ যদি আমাকে ভুল বুঝে তবে আমি তার ভুল ভাঙানোর যথাযথ চেষ্টা করতে পারি।

কিন্তু সে যদি ভুল বুঝে নিজ ধারণা থেকেই আমাকে অপবাদ দিতে থাকে, অসম্মান করতে থাকে, আমি মেনে নিতে পারিনা।

বই - শেষ অধ্যায়
লেখক - Ashraf Ahmed Taqdeer

মৃত মানুষের জন্য আমরা অপেক্ষা করি না। আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য!!!বই : অপেক্ষা
06/09/2025

মৃত মানুষের জন্য আমরা অপেক্ষা করি না। আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য!!!

বই : অপেক্ষা

বইটার নাম কি? 🤔
03/09/2025

বইটার নাম কি? 🤔

28/08/2025

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোন দুঃখই চিরস্থায়ী না।
প্রিয়জন হারানোর বেদনাও কেটে যায় একদিন।

পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোন সুখই চিরস্থায়ী না।
ঝুম বৃষ্টিও থেমে যায়, মানুষও বদলে যায় একসময়…

Lines: Mizanur Rahman A***n

23/08/2025

ইশ্! এক অনন্ত নক্ষত্রবীথি আপনাকে দেখতে পারতাম!

অবহেলা ভুলতে নেই। তোমার উপস্থিতির হ্যালাফ্যালা ভুলতে নেই। বিশ্বাসঘাতকতার দাগ তুলতে নেই। রেখে দিতে হয়। কিছু কিছু অপমান বু...
23/08/2025

অবহেলা ভুলতে নেই। তোমার উপস্থিতির হ্যালাফ্যালা ভুলতে নেই। বিশ্বাসঘাতকতার দাগ তুলতে নেই। রেখে দিতে হয়। কিছু কিছু অপমান বুকের ভিতর জমিয়ে রাখতে হয়। কিছু কিছু অসম্মানজনক কথা আজন্মকাল মনে রাখতে হয়। মানুষগুলোকে ক্ষমা করে দিয়ে তাদেরকে ভুলে গেলেও, তাদের সাথে হাঁটা অসম্মানের গলিগুলো মুখস্থ রাখতে হয়। যাতে তোমার মন ভবিষ্যতে আর কখনও কারোর সাথে ওই একই পথে না হাঁটে। ভুল করেও...

লেখা - Amit Dittuu

একটা সময় যার সাথে খুব সুন্দর সম্পর্ক ছিলো; গভীর সম্পর্ক ছিলো, একটা সময়ের পর তার সাথে সেই সম্পর্কের সমাপ্তি ঘটলে তাকে অপছ...
04/08/2025

একটা সময় যার সাথে খুব সুন্দর সম্পর্ক ছিলো; গভীর সম্পর্ক ছিলো, একটা সময়ের পর তার সাথে সেই সম্পর্কের সমাপ্তি ঘটলে তাকে অপছন্দ করার পক্ষে আমি নই। আর না খারাপ চাওয়ার।

দোষ গুণ সবার মধ্যেই থাকে। প্রতিটা মানুষই ভুল করে। আমিও তার ব্যতিক্রম নই। তবে সেই ভুল মনে রেখে ভালো টা ভুলে যাওয়ার ব্যাপার টা কেনো যেনো আমার একেবারেই পছন্দ না।

যে মানুষটাই জীবনে থাকবে না বা নেই, তাকে নিয়ে অভিযোগ পুষে রেখে কি লাভ? বরং তার প্রতি বিনয়ী থাকা উচিৎ, আচমকা দেখা হলে যেনো চোখ লুকোতে না হয় সেভাবেই থাকা উচিৎ।

বিচ্ছেদের পরেও প্রাক্তনের দোষগুণ অন্যের থেকে গোপন রাখা মানুষ গুলো অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী।

লেখা : Ashraf Ahmed Taqdeer

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Jubiara Jubi - কাব্য কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share