K news

K news ,...
(1)

আরবের রিয়াদ শহরের গরম দুপুর। সারা শহর যেন এক বিশাল ওভেনের মতো জ্বলছে। সেই রাস্তায় হাঁটছে হাসান। বয়স ত্রিশের কোঠায়, চোখে ...
26/07/2025

আরবের রিয়াদ শহরের গরম দুপুর। সারা শহর যেন এক বিশাল ওভেনের মতো জ্বলছে। সেই রাস্তায় হাঁটছে হাসান। বয়স ত্রিশের কোঠায়, চোখে উদ্বিগ্নতা, মুখে পরিশ্রমের ছাপ—সে একজন প্রবাসী, কিন্তু তার নেই আকামা, নেই বৈধতা।

হাসান এসেছিল স্বপ্ন নিয়ে। ভেবেছিল—একটা ভালো কাজ করবে, দেশে টাকা পাঠাবে, মা-বাবার মুখে হাসি ফুটাবে। কিন্তু দালালের প্রতারণায় পড়ে সৌদিতে এসে বুঝল, তার আকামা করা হয়নি। এখন সে অবৈধভাবে বেঁচে আছে, লুকিয়ে কাজ করছে।

একদিন সকালে রুম ক্লিনিংয়ের কাজ করতে গিয়ে মালিক বলে উঠলো,
— "আকামা কই?"
হাসান মাথা নিচু করে বলল,
— "আকামা নাই হুজুর… করবার চেস্টা করছি…"
মালিক মুখ কালো করে বলল,
— "বাস... কাল থিকা আয়িস না। পুলিশ আইলে আমারও সমস্যা।"

সেই দিন বিকেলে হাসান চুপচাপ রুমে ফিরে এল। রুমে আরেকজন বাংলাদেশি সোহেল বলল,
— "কেমন গেল কাজ?"
হাসান দীর্ঘশ্বাস ফেলে বলল,
— "কাজও গেল, বেঁচে থাকার ভরসাটাও…"

প্রতিদিন রাত আসে তার জন্য ভয়ের বার্তা নিয়ে। কখন দরজায় কড়া নাড়ে পুলিশ? কখন তাকে ধরে দেশে ফেরত পাঠিয়ে দেবে?

তবু হাসান টিকে থাকে। দিনে এক বেলা খায়, রাতে কাগজপত্র ঠিক করার স্বপ্ন দেখে। মাঝে মাঝে ফোনে মায়ের কণ্ঠ শুনে কান্না চেপে রাখে। মা বলে,
— "বাবা, দেশে আয়… অনেক কষ্ট করিস না…"
কিন্তু হাসান জানে, দেশে ফিরে গেলে মুখ দেখাতে পারবে না।

এইভাবে দিন যায়… মাস যায়… বছর পার হয়। আকামাহীন এক প্রবাসী লুকিয়ে বাঁচে—নিরবে, নিঃশব্দে। সে এক জীবন্ত ছায়া, যার গল্প কারো কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু তার ভিতরে এক সমুদ্র কান্না জমে থাকে।

26/07/2025

চট্টগ্রামে জ্বরে আ'ক্রান্তদের বেশির ভাগ চিকনগু'নিয়া ধরা পড়ছে। অস্বাভাবিক জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন!

ইমাম_নিয়োগ_বিজ্ঞপ্তিজান্নাতুল মাওয়া জামে মসজিদ স্থাপিতঃ ১২.০৮.২০২৪বিনাজুরি মুসলিম পাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের জ...
26/07/2025

ইমাম_নিয়োগ_বিজ্ঞপ্তি
জান্নাতুল মাওয়া জামে মসজিদ
স্থাপিতঃ ১২.০৮.২০২৪
বিনাজুরি মুসলিম পাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের জন্য একজন পেশ ইমাম প্রয়োজন।আগ্রহী প্রার্থীকে অবশ্যই হাফেজে কুরআন, কামিল পাশ হলে চলবে, নিম্নে ২ বছরের খতমে তারাবি পড়ানোর অভিজ্ঞতা, খতমে তারাবি পড়াতে হবে, জুমার খুতবা প্রদান করতে হবে, সুন্দর তেলাওয়াত ও সুললিত কণ্ঠের অধিকারী, সুন্নাত আকিদার অনুসারী, চরিত্রবান ও সুন্নাত ভিত্তিক জীবনাচরণে অভ্যস্ত হতে হবে। বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে, ১ বৎসর ইমামতি করার অভিজ্ঞতা, বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে,
সাক্ষাৎকার গ্রহণের স্থান: বিনাজুরি কাগতিয়া বাজার, রাউজান,চট্টগ্রাম
তারিখ: ১০/০৮/২০২৫ইং,এর মধ্যে যোগাযোগ করুন
আগ্রহী প্রার্থীদের অত্র মসজিদের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর স্ব-হস্তে লিখিত আবেদন পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্র,সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ উক্ত তারিখে সাথে নিয়ে আসবেন
প্রয়োজনে:
সভাপতি+880 1814-341215
সাধারণ সম্পাদক+880 1817-780727

আগামী ২ আগস্ট রাউজান কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী ...
26/07/2025

আগামী ২ আগস্ট রাউজান কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী শক্তির আহতদের সুস্থতা কামনা ও সকল শহীদের স্মরণে গণ সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর আহবানে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ সমাবেশ উপলক্ষে পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। আমান বিন রানা ও আরিফুল ইসলামের যৌথসঞ্চালনায় এতে বিশেষ অতিথি উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক। বক্তব্য রাখেন কাজী আনিসুজ্জামান সোহেল, আবু বক্কর চৌধুরী, আবু মনসুর খান, বদরুল আলম, তৈয়ব সুলতান, বাসু পালিত, সাহজান সাহিল, শাহাদাত মীর্জা, সোহেল চৌধুরী, মোহাম্মদ আলী সুমন, মো. রেওয়াজ, হাছান বাহাদুর, আজগর চৌধুরী, শহিদ চৌধুরী, আলী আজগর প্রমুখ।

25/07/2025

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকায় বন্য হা'তির তা'ন্ড'ব......!

25/07/2025

এই দেশে ভালো কাজ করা আসলেই কঠিন �

সমালোচনা, বাঁধা ও দূর্নাম আসবে তথাপিও আপনি ন্যায় ও নীতির উপর অবিচল থেকে সামনে এগিয়ে যান। সময় বেশী নেই, গন্তব্যে পৌঁছাতেই হবে। কারগারকে কারা সংশোধনাগারে পরিণত করা আপনার হাত দিয়েই হবে ইনশাআল্লাহ

25/07/2025

৯মাস ১৩দিন পরে চরণদ্বীপ দরবার শরীফের খাইরুল বশর ফারুকী আল মাইজভান্ডারি চরণদ্বীপী এর মুরিদান ডাঃ জাহির উদ্দিন মাইজভান্ডারি চরণদ্বীপীকে কবর থেকে তুলা হচ্ছে।আলহামদুলিল্লাহ ৯মাস ১৩ দিন পরও অক্ষত অবস্থায় আছেন।
উল্লেখ্য যে গত ১১ই অক্টোবর ২০২৪ সালে শুক্রবার তিনি ইন্তেকাল করেন।এরপর উনার ৩য় ছেলে দিদারুল ইসলামকে ৩মাস পূর্বে উনি স্বপ্নযোগে কবর থেকে তুলতে বলেন যে উনার কবরে পানি থাকার কারণে উনার ইবাদতে বেগাত ঘটে।তার কিছুদিন পরে উনার ছোট ছেলে নুরুল আলমকেও একই স্বপ্ন দেখান।তারপরও যখন উনাকে কবর থেকে তুলা হচ্ছে না পরবর্তীতে উনার পরিবারের অনেককে বারবার স্বপ্নযোগে কবর থেকে তুলার জন্য বলায় আজ শুক্রবার রজনীতে উনাকে কবর থেকে তুলা হচ্ছে।

24/07/2025

নূরানী মাদরাসার শিক্ষক, ছোট ছোট মেয়েদেরকে ক্লাস করার নামে নির্যাতন চালায় প্রতিনিয়ত। চট্টগ্রাম,জেলা সাতকানিয়া, কেওচিয়া দস্তিদারহাট এর পশ্চিম পাশে শামসু মাষ্টারের বাড়ি, এলাকায় |

#খুন #দুর্ঘটনা

24/07/2025

৩০০ ফিট এ অটো ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টায় পুলিশ সহ সাধারণ জনগণ গুরুতর আহত অবশেষে সবার সাহায্যে সেই সন্ত্রাসীকে ধরতে সক্ষম হওয়া যায়😡😡







24/07/2025

সাহস আছে বলতে হবে

゚viralシfypシ゚viralシalシ #ভাইরালভিডিওシ

গাধা জানে না সে কী টানছে, আর উটও জানে না সে কোথায় যাচ্ছে। আজকের বাংলাদেশের  অবস্থা এরকম
24/07/2025

গাধা জানে না সে কী টানছে, আর উটও জানে না সে কোথায় যাচ্ছে। আজকের বাংলাদেশের অবস্থা এরকম

কারাগারের ভেতরে ধর্ম উপদেষ্টার সঙ্গে আওয়ামী লীগের ৩ এমপির ছবি ভাইরালচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে তোলা একটি ছবি স...
23/07/2025

কারাগারের ভেতরে ধর্ম উপদেষ্টার সঙ্গে আওয়ামী লীগের ৩ এমপির ছবি ভাইরাল

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে তোলা একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ধ*র্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের (এমপি) সঙ্গে দেখা যাচ্ছে। এ ছবি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

কারা কর্তৃপক্ষের দাবি, অন্য সাধারণ বন্দীদের মতোই ওই তিন আওয়ামী লীগ নেতার সঙ্গেও ড. খালিদ হোসেন কেবল কুশল বিনিময় করেছেন। তাদের মধ্যে অন্য কোনো বিষয়ে আলাপ হয়নি।

Address

Chittagong

Website

https://www.facebook.com/share/g/1ANqiTZ2hR/

Alerts

Be the first to know and let us send you an email when K news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share