K news

K news ,...

পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশি যুগল যেভাবে আন্তর্জাতিক পর্ন তারকাচট্টগ্রামের দম্পতির লাখো ডলারের গোপন অনলাইন সাম্রাজ্য...
17/10/2025

পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশি যুগল যেভাবে আন্তর্জাতিক পর্ন তারকা
চট্টগ্রামের দম্পতির লাখো ডলারের গোপন অনলাইন সাম্রাজ্য, কাঁচা টাকা টানছে তরুণদেরও

চট্টগ্রামের দম্পতির লাখো ডলারের গোপন অনলাইন সাম্রাজ্য, কাঁচা টাকা টানছে তরুণদেরও
দ্য ডিসেন্টের অনুসন্ধান।

পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে চট্টগ্রামভিত্তিক এক যুগল আন্তর্জাতিক পর্ন তারকা হয়ে উঠেছেন, তা নিয়ে বিস্তারিত এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকাভিত্তিক দ্বিভাষিক অনলাইন পোর্টাল দ্য ডিসেন্ট। শুক্রবার (১৭ অক্টোবর) মারুফ হাসানের তৈরি করা সেই প্রতিবেদনে দেখা গেছে, এই যুগলের একজন চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা এবং চট্টগ্রাম শহর ও আশপাশ থেকেই নিয়মিতভাবে পর্ন ভিডিও আপলোড করা হয়। অনুসন্ধানে উঠে এসেছে, কিভাবে এই যুগল চট্টগ্রামের ভেতর থেকেই বৈশ্বিক পর্ন বাজারে নিজেদের ‘ব্র্যান্ড’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, দর্শকদের টানছে লক্ষ লক্ষ ডলারের ব্যবসায় এবং তরুণদেরও টানছে একই অন্ধকার জগতে। শুধু তাই নয়, দ্য ডিসেন্ট অন্তত পাঁচজন নতুন কনটেন্ট নির্মাতা শনাক্ত করেছে, যাদের বেশিরভাগই চট্টগ্রামভিত্তিক, যদিও তাদের কেউই মুখ দেখাননি।

চট্টগ্রাম থেকে বিশ্বমঞ্চেদ্য ডিসেন্ট জানিয়েছে, নারীটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে সক্রিয় পারফর্মার। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তিনি সেই প্ল্যাটফর্মের গ্লোবাল পারফর্মার র‍্যাংকিংয়ে অবস্থান করছেন অষ্টম স্থানে। প্রতিবেদনে তার প্রকৃত নাম প্রকাশ করা হয়নি; তাকে ‘বি’ নামে আখ্যায়িত করা হয়েছে। তার সঙ্গে কাজ করা পুরুষ পার্টনার ‘এ’ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। তাদের বেশিরভাগ কনটেন্ট ধারণ ও আপলোড করা হয় চট্টগ্রাম শহর কিংবা পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায়।

দ্য ডিসেন্ট লিখেছে, চট্টগ্রাম শহরের মাঝখান থেকে তৈরি করা ভিডিওগুলো আন্তর্জাতিক সার্ভারে আপলোড হয়। এরপর সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়। সব কিছু এতই সংগঠিতভাবে পরিচালিত হয় যে চট্টগ্রামের পুলিশ বা সাইবার ইউনিট এখনও কার্যত কোনো ব্যবস্থা নিতে পারেনি।প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১৭ মে নারীটি প্রথমবারের মতো একটি ভিডিও আপলোড করেন। এর পর মাত্র এক বছরের মধ্যেই তিনি ১১২টির বেশি ভিডিও প্রকাশ করেন এবং তার ভিডিওগুলো প্রায় ২৬৭ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। দ্য ডিসেন্ট বলছে, এটি দক্ষিণ এশিয়ার কোনো প্রাপ্তবয়স্ক পারফর্মারের জন্য নজিরবিহীন সাফল্য।

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী ওই নারী নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশের এক নম্বর মডেল’ হিসেবে পরিচয় দেন। কিন্তু তার আসল পরিচয় এখন আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পারফর্মার।সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি একইভাবে বিস্তৃত। ফেসবুকে প্রায় ৪৯ হাজার ও ইনস্টাগ্রামে ১২ হাজারের বেশি অনুসারী রয়েছে। ইনস্টাগ্রাম বায়োতে তিনি নিজেকে ‘Porn Creator / Bangladesh’s No.1 Model’ হিসেবে পরিচয় দিয়েছেন এবং সরাসরি আন্তর্জাতিক ওয়েবসাইটের লিংক দিয়েছেন, যেখান থেকে দর্শকরা সাবস্ক্রাইব করে তার কনটেন্ট দেখতে পারেন।নতুন কনটেন্ট নির্মাতাদের বেশিরভাগই চট্টগ্রামের
পুরুষটি দ্য ডিসেন্টকে জানিয়েছেন, এক ভারতীয় নাগরিকের মাধ্যমে তিনি শিখেছিলেন কিভাবে অনলাইনে অ্যাকাউন্ট খুলে আয় করা যায়। এরপর থেকেই তিনি নতুন নতুন ‘ক্রিয়েটর’ যুক্ত করার কাজ শুরু করেন। দ্য ডিসেন্ট অন্তত পাঁচজন নতুন কনটেন্ট নির্মাতা শনাক্ত করেছে—বেশিরভাগই চট্টগ্রামভিত্তিক, যদিও তাদের কেউই মুখ উন্মুক্ত করেননি।

প্রযুক্তির আড়ালে অপরাধ
প্রতিবেদনে বলা হয়, এই যুগল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রচার ও আয় ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে যেন সব কিছুই বৈধ কোনো ডিজিটাল ব্যবসা। ফেসবুক ও ইনস্টাগ্রামে গ্ল্যামার প্রদর্শন, টেলিগ্রামে প্রিমিয়াম কনটেন্ট বিক্রি, আর আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন—সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক চক্র।

এই কাঠামোর কারণে স্থানীয় প্রশাসনের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়েছে। দ্য ডিসেন্ট বলেছে, প্রযুক্তিগত জটিলতা, সার্ভারের বিদেশি অবস্থান এবং এনক্রিপটেড যোগাযোগের কারণে পুলিশ কার্যত তাদের নাগাল পাচ্ছে না।

বিপজ্জনক এক ইঙ্গিত
প্রতিবেদনটি শেষ করা হয়েছে একটি সতর্কবাণী দিয়ে—বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার সুযোগ নিয়ে যেভাবে অনলাইনে এই ধরনের কনটেন্ট নির্মাণ ও প্রচারের চর্চা বাড়ছে, তা ভবিষ্যতে বড় ধরনের সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে। তরুণদের একাংশ ইতিমধ্যেই অনলাইন খ্যাতি ও দ্রুত অর্থের লোভে ঝুঁকিপূর্ণ পথে হাঁটছে।

আইন, প্রযুক্তি ও নৈতিকতার এই ফাঁকফোকরে অনেকের মনেই এখন প্রশ্ন জাগছে, চট্টগ্রামের মতো শহর থেকে তৈরি হওয়া এমন সব কার্যক্রম কবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসবে?

আবারও জ্বলে উঠলো সিইপিজেডের সেই কারখানার আ-গু-ন!
17/10/2025

আবারও জ্বলে উঠলো সিইপিজেডের সেই কারখানার আ-গু-ন!

কাতারের উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দরে যাওয়ার সময় আরাফাত নামক এক প্রবাসীকে বহনকারী মাইক্রোবাস রাউজানের দেওয়ানপুর বদুপাড়...
17/10/2025

কাতারের উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দরে যাওয়ার সময় আরাফাত নামক এক প্রবাসীকে বহনকারী মাইক্রোবাস রাউজানের দেওয়ানপুর বদুপাড়া এলাকায় দু-র্ঘ-ট-না-র কবলে।
আল্লাহ পাক সবাইকে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করুন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 🇧🇩☝🏿         'জাগো বাহে তিস্তা বাঁচাই' 🇧🇩
16/10/2025

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 🇧🇩☝🏿
'জাগো বাহে তিস্তা বাঁচাই' 🇧🇩

16/10/2025

ঐতিহাসিক রাত আজ!
একপ্রান্তে পানি রক্ষায় আগুনের মশাল, অন্যপ্র‍ান্তে আগুনের জন্য পানির প্রয়োজন।
একূল গড়ে তো অকূল ভাঙে!

16/10/2025

টেরী বাজারে ৩৮ মাসের বাকী দোকান ভাড়া চাইতে গেলে সমিতির নেতাদের উপর হামলা।

16/10/2025

নির্বাচনের আগেই তিস্তা মহাপরিকল্পনার দাবিতে লালমনিরহাটে মশাল মিছিল |

তিস্তা পাড়ে মশাল হাতে ১০০ কিলোমিটার জুড়ে হাজার হাজার মানুষের প্রতিবাদ।

#তিস্তা

16/10/2025

পিছনে ট্রেন আসার পরও রেল সেতুতে যেভাবে প্রাণে বাঁচলেন পথচারি

৩ বাহিনী মিলেও চট্টগ্রামের ইপিজেডের আ"গুন নেভাতে পারে নি। অবশেষে স্বস্তি হঠাৎ বৃষ্টিতে। এ যেন উপরওয়ালার সাহায্য ছাড়া আর ...
16/10/2025

৩ বাহিনী মিলেও চট্টগ্রামের ইপিজেডের আ"গুন নেভাতে পারে নি। অবশেষে স্বস্তি হঠাৎ বৃষ্টিতে। এ যেন উপরওয়ালার সাহায্য ছাড়া আর কিছু না।

আগুন নিভানোর দোয়া। সবাই ুকবার হলেও পড়ে ফুদিন এই আগুন নিভানোর উদ্দেশ্য করে।
يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ

উচ্চারণ : ‘ইয়া না-রু কু-নি বারদান ওয়া সালামান আলা ইবরাহীম।’ অর্থাৎ ‘হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ (সুরা আম্বিয়া : ৬৯)

16/10/2025

৩ বাহিনী মিলেও চট্টগ্রামের ইপিজেডের আ"গুন নেভাতে পারে নি। অবশেষে স্বস্তি হঠাৎ বৃষ্টিতে। এ যেন উপরওয়ালার সাহায্য ছাড়া আর কিছু না।

চূড়ান্ত ভাবে বাজারে আসছে সিটিসেলবাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল (Pacific Bangladesh Telecom Limited - PBTL) ...
15/10/2025

চূড়ান্ত ভাবে বাজারে আসছে সিটিসেল

বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল (Pacific Bangladesh Telecom Limited - PBTL) দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে অবশেষে চূড়ান্তভাবে বাজারে ফিরছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কার্যক্রম বন্ধ হওয়ার অভিযোগের পর লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ ফেরত পাওয়ায় আগামী মাস থেকেই প্রতিষ্ঠানটির বাণিজ্যিক যাত্রা শুরুর প্রস্তুতি চলছে।

এবার সিটিসেল ফিরছে আধুনিক জিএসএমএ (GSMA) প্রযুক্তি নিয়ে, যার ফলে যেকোনো মোবাইল বা স্মার্টফোনে এর সিম ব্যবহার করা যাবে। কোম্পানি সর্বনিম্ন কল রেট এবং মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ দিয়ে আবারো গ্রাহকদের কাছে জনপ্রিয়তার প্রথম সারিতে থাকার লক্ষ্য নিয়ে কাজ করছে।

বন্ধ হওয়ার কারণ ও রাজনৈতিক বিতর্ক

সিটিসেলের কার্যক্রম বন্ধ হওয়ার পেছনে কোম্পানির পক্ষ থেকে বরাবরই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি, বিএনপির সাবেক সিনিয়র নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের পরিবারের সংশ্লিষ্টতা থাকার কারণেই ২০১৬ সালে তাদের কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়।

* কোম্পানির অভিযোগ: বিটিআরসির কাছে জমা দেওয়া আবেদনপত্রে সিটিসেল উল্লেখ করে, দীর্ঘ সময় ধরে পক্ষপাতদুষ্ট ও অসৎ উদ্দেশ্য নিয়ে তাদের কার্যক্রম বন্ধ রাখা হয়। এমনকি আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া পরিশোধের উদ্যোগ নিলেও মালিকানায় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তির অংশ থাকার 'অজুহাতে' বিটিআরসি ক্ষমতার অপব্যবহার করে তরঙ্গ বরাদ্দ বন্ধ করে দেয়।

* বিটিআরসি'র দাবি: কার্যক্রম বন্ধ করার প্রাথমিক কারণ হিসেবে বিটিআরসি বিশাল অঙ্কের বকেয়া (৪ ৭৭ কোটি ৫১ লাখ টাকা) পরিশোধ না করার কথা জানিয়েছিল।

* বকেয়ার সমাধান: পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সিটিসেল ২৪৪ কোটি টাকা পরিশোধ করে। আদালতের তদন্ত কমিটির রিপোর্টে দেখা যায়, সিটিসেলকে ১০ মেগাহার্জ তরঙ্গ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছিল ৮.৮২ মেগাহার্জ। এই তথ্যের ভিত্তিতে সরকারের সর্বশেষ মোট প্রাপ্য বকেয়ার পরিমাণ দাঁড়ায় ১২৮ কোটি টাকা।

ফাইভজি প্রযুক্তি ও ভবিষ্যতের পরিকল্পনা

সিটিসেল পূর্বে সিডিএমএ (CDMA) প্রযুক্তি ব্যবহার করত, যা এখন প্রায় বিলুপ্ত। পিবিটিএল এর হেড অফ রেগুলেটরি ও কর্পোরেট অ্যাফেয়ার্স, নিশাদ আলী খান, এক সাক্ষাৎকারে জানান যে তারা বর্তমানে জনপ্রিয় জিএসএমএ ৪জি এবং ৫জি প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক সেবায় ফিরবেন। তিনি প্রতিশ্রুতি দেন, স্বল্প লাভে গ্রাহক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

নিশাদ আলী খান আরও বলেন, "ক্ষমতার অপব্যবহার করে সিটিসেলের নেটওয়ার্ক বন্ধ করা হয়েছিল। তারা নিজেরাই হঠাৎ কোম্পানিতে এসে সুইচ অফ করে দিয়ে যায়। আমরা লাইসেন্স ফিরে পাওয়ায় খুবই আশাবাদী।"

বিশাল ক্ষতি ও বাজারের প্রত্যাশা

হঠাৎ নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ায় সিটিসেলের প্রায় ১,০০০ এরও বেশি কর্মচারী বেকার হন এবং কর্মচারী, বিক্রেতা ও স্টেকহোল্ডারসহ প্রায় ২ লাখ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েন। এছাড়া নেটওয়ার্ক অবকাঠামো ও সরঞ্জামের ক্ষতিও হয়।

সিটিসেল ফেরার খবরে নেটিজেনদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মনে করেন, গ্রাহক সেবায় ফিরতে হলে কোম্পানিটিকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কারণ তাদের কোনো অবকাঠামোগত প্রস্তুতি নেই। তিনি বলেন, সিটিসেল বেসরকারি খাতে একমাত্র দেশীয় প্রতিষ্ঠান হিসেবে ফিরলে বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে, যা গ্রাহক সেবার মান বাড়াতে সহায়ক হবে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে যাত্রা শুরু করা সিটিসেল ১৯৯৩ সালে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড নামে ব্র্যান্ডিং শুরু করে এবং দেশের মানুষকে প্রথম মোবাইল ফোন সেবা দিয়েছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।ক্যাম্পাসে বিজিবি মোতায়েন।
15/10/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।ক্যাম্পাসে বিজিবি মোতায়েন।

Address

Chittagong
4000

Website

https://www.facebook.com/share/g/1ANqiTZ2hR/

Alerts

Be the first to know and let us send you an email when K news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share