Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া

Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া আঁরা চাঁটগাইয়া

হাড় নেই, চাপ দিবেন নাচবি শিক্ষার্থী মামুনের মাথার খুলী খুলে ফ্রিজে রাখা হয়েছে🥲আর আপনার ঘর বাড়ি অর্থ সম্পদ এগুলো সবই ঠিক ...
04/09/2025

হাড় নেই, চাপ দিবেন না

চবি শিক্ষার্থী মামুনের মাথার খুলী খুলে ফ্রিজে রাখা হয়েছে🥲

আর আপনার ঘর বাড়ি অর্থ সম্পদ এগুলো সবই ঠিক একদিন না একদিন ফিরে পাবেন।

04/09/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে জোবড়া গ্রামের বাসিন্দা যে সমস্যা হয়েছে তাতে দুইপক্ষের দোষ/ভুল রয়েছে।

কিন্তু কিছু প্রশ্ন আপনারা ছাত্র ভাইয়েরা শিক্ষিত মানুষজন গ্রামের মানুষের গরু ছাগল লুটপাট করার কারন কি?

গ্রামের ভিতর গিয়ে গ্যাঞ্জাম করার কারন কি?

সমস্যা যেটা হয়েছে সেটা তো বড় কিছু নয় কিন্তু তখন ভার্সিটির গার্জিয়ান, বা পুলিশ কে না ঢেকে বড় ভাই বা ভার্সিটির পোলাপান ঢাকার কারন কি?

সবকিছু বদলে হয়ে যায় ঝকঝকে চকচকে  শুধু সময়ের পথে চলতে চলতে বয়স বাড়ে আমার এই শহরের ! স্থান: চট্টগ্রাম নিউ মার্কেট (পু...
04/09/2025

সবকিছু বদলে হয়ে যায় ঝকঝকে চকচকে শুধু সময়ের পথে চলতে চলতে বয়স বাড়ে আমার এই শহরের ! স্থান: চট্টগ্রাম নিউ মার্কেট (পুরাতন ছবি)

চট্টগ্রামে নারীরা আক্রান্ত স্তন ক্যান্সারে আর পুরুষরা ফুসফুস ক্যান্সারে।ভয়াবহ পরিবেশ দূষণের কারণে চট্টগ্রামের মানুষের মধ...
26/08/2025

চট্টগ্রামে নারীরা আক্রান্ত স্তন ক্যান্সারে আর পুরুষরা ফুসফুস ক্যান্সারে।
ভয়াবহ পরিবেশ দূষণের কারণে চট্টগ্রামের মানুষের মধ্যে এ দুই ক্যান্সার বেশি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎকরা।

আগে নারীদের জরায়ু ক্যান্সারের হার বেশি থাকলেও এখন স্তন ক্যান্সারে আক্রান্তের হার বেড়েছে। বিলম্বে বিয়ে, দীর্ঘ বিরতি দিয়ে সন্তান নেওয়া এবং শিশু সন্তানকে বুকের দুধ না খাওয়ানো হলো নারীদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার বড় কারণ।

ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহারের কারণে পুরুষরা বেশি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।

ক্যান্সার বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রামে প্রতিবছর ক্যান্সারে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

বোয়ালখালীতে ৭০ হাজার টাকা নিয়ে পলাতক মহিলা!চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭নং ওয়ার্ড মধ্যম শাকপুরার শাকপুরা চৌমুহনী এলাকা...
25/08/2025

বোয়ালখালীতে ৭০ হাজার টাকা নিয়ে পলাতক মহিলা!

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭নং ওয়ার্ড মধ্যম শাকপুরার শাকপুরা চৌমুহনী এলাকার একটি ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, আসমা আকতার নামের এক মহিলা গত পাঁচ বছর ধরে তোফায়েল সওদাগরের (আব্দুল সত্তার ওরফে) নতুন বাড়ীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি বিভিন্ন দোকান থেকে বাকী এবং প্রায় ৫০ হাজার টাকা ঋণ মিলিয়ে মোট ৭০–৮০ হাজার টাকার মতো দেনা করেছিলেন।

কিন্তু গত ২১ আগস্ট হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে আসবাবপত্র ও তার ছোট মেয়েকে নিয়ে ভাড়া বাসা থেকে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তার দ্বিতীয় স্বামীকে রেখে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং এরই মধ্যে তৃতীয় বিয়ের প্রস্তুতিও নিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশের তদন্ত ও উদ্ধার অভিযানের পর বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, আসমা আকতারকে শনাক্ত ও আটক করতে পারলে তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

📍 ঠিকানা: তোফায়েল সওদাগরের নতুন বাড়ী, মধ্যম শাকপুরা, ৭ নং ওয়ার্ড, বোয়ালখালী, চট্টগ্রাম।
📞 যোগাযোগ: ০১৮১৫৬০৯৬৭০

12/08/2025

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের গুপ্ত জমিদার বাড়িটি প্রায় তিনশ বছর আগের ঐতিহাসিক স্থাপনার নিদর্শন।

স্থানীয়ভাবে এটি অদ্দার বাড়ি বলে পরিচিত। জমিদার রামমোহন গুপ্তের হাত ধরে এ বাড়ির গোড়াপত্তন।

বাড়িটি মূলত কাঠ, চুন, সুরকি এবং ইট দিয়ে নির্মিত। এটি একটি ঐতিহ্যবাহী স্থান এবং এর স্থাপত্যে নান্দনিক ও মনোমুগ্ধকর কারুকাজ বিদ্যমান।

কথিত আছে- একসময় বাড়ির সামনে দিয়ে কেউ কখনো জুতা পায়ে, ছাতা মাথায় দিয়ে হাঁটতেন না। স্বয়ং ব্রিটিশরাও এ জমিদার বাড়িকে সম্মান জানাতেন।

ইতিহাস ও স্থানীয়দের তথ্যমতে, এই জমিদার বংশধররা ময়মনসিংহ জেলা থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় এসে বসতি স্থাপন করেন।

তখন এই এলাকাটি আরকান রাজ্যের অধীনে ছিল এবং এখানে একচেটিয়া আদিবাসিদের অর্থাৎ মং, চাকমা ইত্যাদি জনগোষ্ঠীর বসবাস ছিল।

তখন তারা বাঙালিদের ওপর অত্যাচার করত। তাই মং, চাকমা ও অন্য আদিবাসিদের এই এলাকা ছাড়ার জন্য রামমোহন গুপ্ত হিন্দু ও মুসলমান বাঙালি জাতিকে নিয়ে আদিবাসী হটাও আন্দোলন গড়ে তোলেন।

যার পরিপ্রেক্ষিতে তারা একসময় এই এলাকা ছাড়তে বাধ্য হন। এর ধারাবাহিকতায় রামমোহন গুপ্ত হিন্দু ও মুসলমান বাঙালি জাতির কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেন এবং সবার বিপদ আপদে সাড়া দিতেন।

তার সঙ্গে একসময় এক মুসলিম মহিলার পরিচয় হয়। যার সঙ্গে তিনি ধর্মবোনের সম্পর্ক গড়ে তোলেন। হঠাৎ একদিন ওই মহিলা স্বপ্নের মাধ্যমে গুপ্তধনের সন্ধান পান।

তখন তিনি তার ধর্মভাই রামমোহনকে নিয়ে উক্ত গুপ্তধন উদ্ধার করেন। তবে তার আপন কেউ না থাকাতে ধর্মভাই রামমোহনকে সব সম্পদ দান করেন।

আর এই বিশাল সম্পদ দিয়ে রামমোহন গুপ্ত তার এই জমিদারির সূচনা করেন।

এরপর তিনি ও তার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্তির আগপর্যন্ত জমিদারি পরিচালনা করতে থাকেন।

রামমোহন গুপ্ত ছিলেন অত্যন্ত প্রজাহিতৈষী জমিদার। তিনি তার প্রজাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।

অনেক মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করেছেন।

জমিদার রামমোহন গুপ্ত তার ধর্মবোন মারা গেলে তার জন্য প্রতি বছর তিনি একই রঙের প্রায় আটটি গরু জবাই করে মেহমানদারির আয়োজন করতেন।

জমিদার রামমোহন গুপ্ত মারা যাওয়ার পর পরবর্তী জমিদাররা আস্তে আস্তে রামমোহনের ধর্মবোনের জন্য করা মেহমানদারি বন্ধ করে দেন।

বিভিন্ন তথ্যমতে, জমিদার রামমোহন গুপ্ত ১৭০০ সালের শেষের দিকে এই ভবন নির্মাণ করেন।

১৯৪৮ সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেলে এই বাড়ির দুর্দশার শুরু।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারেরা বাড়িটিতে আগুন দেয়। বহু মূল্যবান পুরাকীর্তি লুট করে।

কালের সাক্ষী এ ভবন সরকারিভাবে সংরক্ষণ প্রয়োজন।

©যুগান্তর

চট্টগ্রামবাসী জরুরি ঘোষণা 🚨 অতিবৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রাম শহরের ২নং গেইট থেকে অক্সিজেন যাওয়ার পথে স্টারশিপ ব্রিজ নামক ...
07/08/2025

চট্টগ্রামবাসী জরুরি ঘোষণা 🚨

অতিবৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রাম শহরের ২নং গেইট থেকে অক্সিজেন যাওয়ার পথে স্টারশিপ ব্রিজ নামক স্থানে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, তীব্র যানজট আশেপাশে।
মহান সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদ রাখুক আমিন।

06/08/2025

ছাত্রজনতার চট্টগ্রাম বিজয়ের মুহূর্ত।

নিউমার্কেট, চট্টগ্রাম।

যদি আপনার আত্মীয়স্বজন বা পরিচিত কেউ মাইলস্টোন কলেজে পড়ে, অনুগ্রহ করে সরাসরি তার খোঁজখবর নিন। ভুয়া খবর বা গুজবে কান দেবেন...
23/07/2025

যদি আপনার আত্মীয়স্বজন বা পরিচিত কেউ মাইলস্টোন কলেজে পড়ে, অনুগ্রহ করে সরাসরি তার খোঁজখবর নিন। ভুয়া খবর বা গুজবে কান দেবেন না—সত্যতা যাচাই ছাড়া কিছু বিশ্বাস করবেন না।

21/07/2025

নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বার সমূহ-

১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202
সিএমএইচ বার্ন ইউনিট 01769016019, 01769019650
সিএমএইচ ইমার্জেন্সি 01769013311
জাতীয় বার্ন ইউনিট 01949043697, 01769957043
ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট 01715000616

২। মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132‬, Vice Principal 01771111766

৩। ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 , বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দিবে।

21/07/2025

হে আল্লাহ🤲
আমি চিৎকার করে কাঁদিতে চাইয়াও,করিতে পারিনি চিৎকার।
মর্মান্তিক মাইলস্টোন 😭

Address

Bohoddarhat
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া:

Share